নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

আসুন, আওয়ামী লীগের বিরুদ্ধে বড় অভিযোগগুলার পিছনে একটু যুক্তি খুঁজি।

২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

৩ শে অক্টোবর, ২০১৩ একটি পোষ্ট দিয়েছিলাম। শেখ হাসিনা কি বাংলাদেশের মাহাথির মোহাম্মদ হতে পারবে? শিরোনামে। সেখানে যারা কমেন্ট করেছেন তারা কিছু পাল্টা যুক্তিও তুলে ধরেছেন। অনেক গুলো অভিযোগের কথা বলেছে যেগুলোর যুক্তি খণ্ডন করার জন্য এই লেখা।



অভিযোগ ১: আওয়ামী লীগ শেয়ার বাজার ধ্বংস করেছে।



আমার যুক্তি: বলা হয় আওয়ামী লীগ শেয়ার বাজারে লুটপাট করে হাজার কোটি টাকা কামিয়েছে। শেয়ার বিষয়ে কথা বলার আগে একটু ভূমিকা নিচ্ছি। বছর দুয়েক আগে বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ৬০০০০/= পরে কমতে কমতে সেই স্বর্ণের দাম ৪০০০০/= টাকা পর্যন্ত এসেছিল। মনে করুন আমি ৬০০০০/= টাকা দিয়ে এক ভরি স্বর্ণ কিনেছি। পরে দাম কমে স্বর্ণের দাম ৪০০০০/= টাকা হয়ে গেল। এখন আপনার কাছে প্রশ্ন, আমার ২০০০০/= টাকা নিল কে? আমি আপনার স্বর্ণ কম দামে বিক্রি করলাম না, তাও আমি কি লস হয়েছে বলে ধরে নেবে? জবাব টা অবশ্যই দেবেন, দিতে না পারলে এখনই এই ব্লগ থেকে কেট পড়ুন।



শেয়ার বাজার ধসের জন্য অবশ্যই সরকার কিছু দায় এড়াতে পারবে না, কিন্তু সবচে বড় দায় হলো মূর্খ বিনিয়োগকারীদের, যার সংখ্যা কম করে হলেও মোট বিনিয়োগকারীর ৯০%। শেয়ার বাজারের কিছু বুঝে না, কিন্তু না বুঝে অতিমুনাফার আশায় অন্যের কথা ধরে, ধার করে, জমি বেচে, গুরু বেচে, আলু বেচে, তুষ বেচে শেয়ার বাজারে চলে এসেছে 'ব্যাবসা' করতে এবং কোন বাচ-বিচার না করে শেয়ার কিনে বাজারটাকে অতিমূল্যায়িত করেছিল। আর অতিমূল্যায়িত বাজারে ধস ঘটে এটা সারা পৃথিবীর শেয়ার বাজারের নিয়ম। ডিএসসি এই নিয়ে অনেকবার সতর্ক করার পরও সেইসব তথাকথিত বিনিয়োগকারী বিনিয়োগ করেছে এবং বাজার ধসের গুজবে শেয়ার বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু শেয়ার বাজার নয়, দুনিয়ার সকল পণ্যর দাম উঠা নামার জন্য যা দায়ী তা হলো ডিমান্ড এন্ড সাপ্লাই। সুতরাং শেয়ার বিক্রির চাপ বেড়ে যাওয়াতে বাজার স্বাভাবিকের থেকে অনেক বেশী ধসে গেল। ঐ যে স্বর্ণের দাম দিয়ে উদাহরণ দিলাম মনে আছে? আচ্ছা বলুন তো স্বর্ণের দাম যখন পড়ছিল তখন কেন সবাই যার যা স্বর্ণ আছে তা বিক্রি করার জন্য জুয়েলারি দোকানে লাইন ধরলো না? আপনি হয় তো বলবেন দরবেশ বাবাদের কথা। দুনিয়ার এমন কোন শেয়ার বাজার নাই যেখানে দরবেশ বাবা নাই, দরবেশ বাবা আছে যেনেও আপনি শেয়ার বাজারে গেলেন কেন? আর মনে রাখবেন, দরবেশ বাবারা অনিয়ম অবশ্যই করেছে, টাকা লুট অবশ্যই করেছ এবং সেটা আইনের মধ্যে থেকে এবং মূর্খ বিনিয়োগকারীরা তাদের সুযোগ করে দিয়েছিল বলে।



অভিযোগ ২. আওয়ামী লীগ হলমার্ক কেলেংকারী করেছে।

আমার যুক্তি: আওয়ামী লীগ হলমার্ক কেলেংকারী করেনি। যারা কেলেংকারী করেছিল তাদের ধরে লাল দেয়ালে ঢুকিয়েছে। হলমার্ক কেলেংকারী বিষয়টা কি তা আগে বুঝতে হবে, বুঝে অভিযোগ করবেন। হলমার্কের এমডি তানভির কিছু অসাধু ব্যাংক কর্মকর্তাকে হাত করে ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছিল। এবং সেটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। পরে সরকার ঐ কেলেংকারির হোতাদের গ্রেফতার করেছে এবং চৌদ্দ সিকে ঢুকিয়েছে। এতবড় অনিয়ম, দুর্নীতি করে রক্ষা পাওয়া যায় না এটা আওয়ামী লীগ সরকার ঐ কেলেংকারির সাথে জড়িতদের গ্রেফতার করে এবং বিচারের মুখোমুখি করে প্রমাণ করেছে। এর জন্য আওয়ামী লীগকে বরং আমরা বাহবা দিতে পারি, কি বলেন?



অভিযোগ: ডেস্টিনি কেলেংকারী।

আমার যুক্তি: কিছু লোক ডেস্টিনি নামক প্রতিষ্ঠানটির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা মেরে মিলিওনিয়ার হয়ে গেল, বিদেশে টাকা পাচার করল এবং দাপটের সাথে তাদের অপকর্ম চালিয়ে যেতে লাগল। তারা এত টাকার মালিক বনে গেলে যে, এমনকি সরকারকেও থোয়াই কেয়ার করছিল। শেষ পর্যন্ত সেইসব দুর্বৃত্তকে আওয়ামী লীগ সরকার ধরলো এবং আইনের আওতায় আনল। এটাও আওয়ামী লীগের একটা সাফল্য। আওয়ামী লীগ দেখিয়ে দিল তুমি যত টাকার মালিক হও আর ক্ষমতাধরই হও না কেন, অপরাধীর শেষ রক্ষা হবে না। বিচার তোমাদের হবেই। সুতরাং ডেস্টিনি প্রসঙ্গেও আওয়ামী লীগকে সাধুবাদ জানাতে হয়। আওয়ামী লীগ ওদের না থামালে আরো অনেক মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত ।



অভিযোগ: সাগর-রুনীর খুনীদের গ্রেফতার করা হলো না কেন?

আমার যুক্তি: এই ক্ষেত্রে আমিও হতাশ। এত বড় একটি ঘটনার কোন রকমের কুল-কিনারা করতে না পারা নিশ্চয় একটি বড় ব্যর্থতা। তবে মনে রাখতে হবে, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, অদূর ভবিষ্যতে যে খুনিরা ধরার পড়বে না এমন গ্যারান্টি দিতে পারি না।



অভিযোগ: ফেলানী হত্যা।

আমার যুক্তি: ফেলানী কে আওয়ামী লীগ গুলি করেনি। কিছু লোক এমন ভাবে এই প্রসঙ্গে কথা বলে যেন শেখ হাসিনা গুলি করে ওকে মেরেছে । ফেলানী তার বাবাসহ অবৈধ ভাবে সিমান্ত পার হওয়ার সময় বিএসএফ ফেলানীকে গুলি করে মারা। এটি অবশ্যই খুব দুঃখের একটি ঘটনা। বুঝলাম ফেলানী অবৈধ ভাবে সিমান্ত পাড়ি দিচ্ছিল, তাই বলে মেয়েটাকে গুলি কররে মেরে ফেলতে হবে? এখানে আওয়ামী লীগ কি করতে পারে? ভারতকে এই হত্যার বিচারের জন্য চাপ দিতে পারে? তা দিয়েছেও। কিন্তু বিএসএফ এই হত্যাকে বৈধতা দিয়ে একটি প্রহসনের বিচার করেছে। ফেলানীর পরিবার সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আমরা আসা করছি এবার সঠিক বিচার আমরা পাব। সুতরাং ফেলানীর ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে যেটা হচ্ছে পুরোটাই অপ্রপচার।



অভিযোগ: কুইক রেন্টাল।

আমার যুক্তি: এই যে আপনি আমার এই লেখা পড়ছেন ঠিক এই সময় কুইক রেন্টাল না হলে হয় তো এখন লোডশেডিং-এ বসে শরীরের ঘামাচি চুলকাতেন। যেকোন প্রকারে আমাদের বিদ্যুত দরকার ছিল, আমরা সেটা পেয়েছি এটাই বড় কথা। কই, আপনারা যারা কুইক রেন্টালের বিপক্ষে কথা বলছেন তারা তো কখনো বলেন নি যে, কুইক রেন্টাল চাই না, নিজেরা বিদ্যুত কেন্দ্র করো, প্রয়োজনে আমরা বিদ্যুতের জন্য ১০ বছর অপেক্ষা করব। বলেছিলেন? কুইক রেন্টালের বিপক্ষে বলার আগে নিজের ঘরের বিদ্যুত লাইন অফ করুন, তারপর বলুন। যেভাবেই হোক বিদ্যুত দিতে পেরেছে এটা আওয়ামী লীগের সাফল্য, আওয়ামী লীগই তা পারে।



অভিযোগ: বিশ্বজিৎ হত্যা।

আমার যুক্তি: খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। সত্যি বলতে ছাত্রলীগ অনেক কুকর্ম করেছে যার মধ্যে এটা নিঃসন্দেহে সবচে বড়। ছাত্রলীগকে আরো কঠিন ভাবে হেন্ডেল করা উচিত ছিল। বিশ্বজিত হত্যার সাথে জড়িত অনেকেই গ্রেফতার হয়েছেন এবং তাদের বিচার হচ্ছে এটা কিন্তু কম কথা নয়। অতীতে শিবির-ছাত্রদল অনেক খুন-খারাবি করেছিল কিন্তু তাদের বিচার হয়েছে এমন কোন নজির আছে কি? নিজ দলের কর্মীদের বিচার করা যায় এটাও সম্ভবত আওয়ামী লীগই দেখাল।





আওয়ামী বিরোধীদের অনেক অভিযোগ। বড়বড় অভিযোগ গুলোর জবাব যথাসম্ভব দিলাম। আওয়ামী লীগের সাফল্যর কাছে এই অভিযোগ গুলো কি অনেক বেশী ম্লান নয়? আবারও বলি, চোখের সামনে থেকে অপরাজনীতির কালো পর্দা সরিয়ে আওয়ামী লীগের সাফল্য আর ব্যর্থতাকে একটু পাল্লায় তুলুন। দেখবে সাফল্যর পাল্লাটা আওয়ামী লীগের দিকে হেলে আছে। সবচে বড় কথা আমরা আওয়ামী লীগকে আরেকবার সুযোগ দিয়ে দেখতে পারি তারা তাদের ভুলগুলো সংশোধন করতে পারে কিনা।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নীলতিমি বলেছেন: ভালো লিখেছেন :)


কিন্তু গোল্ডফিশ মেমরির জনগণ সেই স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত মাত্র একটি জিনিসই চায় আর তা হলো: Change ! /:)

২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

হা...হা...হা... বলেছেন: যদিও চেঞ্জ তেমন ভাল কিছু এই জাতিকে দিতে পারেনি।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কালীদাস বলেছেন: =p~
আগের পোস্টটা দেখে আসলাম। ২০০৬ সালের লাস্টের দিকে বিএনপির সাপোর্টাররাও হয়ত সেম পোস্ট আর সেম টাইপের আন্সার লিখেছে, আজকে লীগের হয়ে এই পোস্ট। আমার এখনও মনে আছে, অনেক বিএনপির পাতি নেতা তখন বিএনপির সাক্সেসগুলো মার্ক করে বলেছিল, আমাদের বাংলার মাহাথির হওয়ার সুযোগ দিন। যেমনটা আগের পোস্টে লীগের জন্য বলা :)

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

হা...হা...হা... বলেছেন: বিএনপির সাকসেস কয়টি? তাছাড়া তাদের সাকসেস থেকে আনসাকসেস ছিল অনেক বেশী।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

নীলতিমি বলেছেন: বছর দুয়েক আগে বাংলাদেশে স্বর্ণের দাম বেড়ে হয়েছিল ৬০০০০/= পরে কমতে কমতে সেই স্বর্ণের দাম ৪ হাজার টাকা পর্যন্ত এসেছিল।

ক্যামনে কী? তাইলে তো আমারে আইজ বড়লোক দেখতেন ! /:) /:)

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

হা...হা...হা... বলেছেন: ঠিক করে দিয়েছি।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

চলতি নিয়ম বলেছেন: পোস্টে +
দেখি যারা এগুলো নিয়ে এত অপপ্রচার করে তারা কি বলে।

একটা খোচা দিয়ে যাই ;) যাতে আর কেউ দেয়ার সাহস না পায়।
পদ্মা সেতুর কথা কই? আবুলের কথা কই? বেয়াইয়ের কথা কই? এগুলা যেহেতু নাই টাই আপনি দলকানা।

প্রতিটা পয়েন্টে শতভাগ সহমত।

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: বি,এন,পি তারা তাদের গান গাইতে থাকবে এটাই স্বাভাবিক, তবে এটা সাবই জানে ও বুঝে, কিন্তু বি,এন,পির সাথে কথায় কথায় সারাক্ষণ বির্তক করার সময় সাবর নাই , তায় তারা এই সব সারাক্ষণ বলে বলে মিথ্যাচার করার সুযোগ নিচ্ছে, এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তার ফল আওয়ামীলীগ অবশ্যাই একদিন পাবে,

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

হা...হা...হা... বলেছেন: সহমত। ধন্যবাদ।

৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

ছৈয়দ সালাহউদ্দীন বলেছেন: বি,এন,পি তারা তাদের গান গাইতে থাকবে এটাই স্বাভাবিক, তবে এটা সাবই জানে ও বুঝে, কিন্তু বি,এন,পির সাথে কথায় কথায় সারাক্ষণ বির্তক করার সময় সাবর নাই , তায় তারা এই সব সারাক্ষণ বলে বলে মিথ্যাচার করার সুযোগ নিচ্ছে, এই সরকারের আমলে যত উন্নয়ন হয়েছে তার ফল আওয়ামীলীগ অবশ্যাই একদিন পাবে,

৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

দুঃস্বপ্০০৭ বলেছেন: অভিযোগ: সাগর-রুনীর খুনীদের গ্রেফতার করা হলো না কেন?
আমার যুক্তি: এই ক্ষেত্রে আমিও হতাশ। এত বড় একটি ঘটনার কোন রকমের কুল-কিনারা করতে না পারা নিশ্চয় একটি বড় ব্যর্থতা। তবে মনে রাখতে হবে, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়, অদূর ভবিষ্যতে যে খুনিরা ধরার পড়বে না এমন গ্যারান্টি দিতে পারি না।

যে সরকারের রাষ্ট্রপতি ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিকে সাঁজা মওকুপ করে আরো মানুষ খুন করার সুযোগ করে দেয় তারা সাগর রুনি হত্যাকারীর বিচার করবে এটা কিভাবে বিশ্বাস করি বলুন !!


অভিযোগ: বিশ্বজিৎ হত্যা।
আমার যুক্তি: খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। সত্যি বলতে ছাত্রলীগ অনেক কুকর্ম করেছে যার মধ্যে এটা নিঃসন্দেহে সবচে বড়। ছাত্রলীগকে আরো কঠিন ভাবে হেন্ডেল করা উচিত ছিল। বিশ্বজিত হত্যার সাথে জড়িত অনেকেই গ্রেফতার হয়েছেন এবং তাদের বিচার হচ্ছে এটা কিন্তু কম কথা নয়। অতীতে শিবির-ছাত্রদল অনেক খুন-খারাবি করেছিল কিন্তু তাদের বিচার হয়েছে এমন কোন নজির আছে কি? নিজ দলের কর্মীদের বিচার করা যায় এটাও সম্ভবত আওয়ামী লীগই দেখাল।

বিশ্বজিৎ কি বি এন পি করতো !! তো মুরাদ রানা প্লাজার এতগুলো মানুষ হত্যাকারী রানার মদদ দাতা মুরাদ জং কে গ্রেপ্তার না করার পেছনে যুক্তি কী ?


অভিযোগ: কুইক রেন্টাল।
আমার যুক্তি: এই যে আপনি আমার এই লেখা পড়ছেন ঠিক এই সময় কুইক রেন্টাল না হলে হয় তো এখন লোডশেডিং-এ বসে শরীরের ঘামাচি চুলকাতেন। যেকোন প্রকারে আমাদের বিদ্যুত দরকার ছিল, আমরা সেটা পেয়েছি এটাই বড় কথা। কই, আপনারা যারা কুইক রেন্টালের বিপক্ষে কথা বলছেন তারা তো কখনো বলেন নি যে, কুইক রেন্টাল চাই না, নিজেরা বিদ্যুত কেন্দ্র করো, প্রয়োজনে আমরা বিদ্যুতের জন্য ১০ বছর অপেক্ষা করব। বলেছিলেন? কুইক রেন্টালের বিপক্ষে বলার আগে নিজের ঘরের বিদ্যুত লাইন অফ করুন, তারপর বলুন। যেভাবেই হোক বিদ্যুত দিতে পেরেছে এটা আওয়ামী লীগের সাফল্য, আওয়ামী লীগই তা পারে।

অভিযোগ: ফেলানী হত্যা।
আমার যুক্তি: ফেলানী কে আওয়ামী লীগ গুলি করেনি। কিছু লোক এমন ভাবে এই প্রসঙ্গে কথা বলে যেন শেখ হাসিনা গুলি করে ওকে মেরেছে । ফেলানী তার বাবাসহ অবৈধ ভাবে সিমান্ত পার হওয়ার সময় বিএসএফ ফেলানীকে গুলি করে মারা। এটি অবশ্যই খুব দুঃখের একটি ঘটনা। বুঝলাম ফেলানী অবৈধ ভাবে সিমান্ত পাড়ি দিচ্ছিল, তাই বলে মেয়েটাকে গুলি কররে মেরে ফেলতে হবে? এখানে আওয়ামী লীগ কি করতে পারে? ভারতকে এই হত্যার বিচারের জন্য চাপ দিতে পারে? তা দিয়েছেও। কিন্তু বিএসএফ এই হত্যাকে বৈধতা দিয়ে একটি প্রহসনের বিচার করেছে। ফেলানীর পরিবার সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে। আমরা আসা করছি এবার সঠিক বিচার আমরা পাব। সুতরাং ফেলানীর ঘটনায় আওয়ামী লীগকে জড়িয়ে যেটা হচ্ছে পুরোটাই অপ্রপচার।

সীমান্তে মানুষ হত্যা নিয়ে রাষ্ট্র মোটেও চিন্তিত নয়। ভারতীয় দালাল চিহ্নিত করতে এই একটা কথাই এনাফ । অবৈধ ভাবে সীমানা পার হওয়ার শাস্তি কি হত্যা করে কাটাতারের বেড়ায় লাশ ঝুলিয়ে রাখা !


বর্তমানে বাংলাদেশে দৈনিক বিদ্যুৎ থাকেনা গড়ে দশ ঘন্ঠা মাত্র। ইন্টারনেট বিল কত পেয়েছেন ?


একটি বিমান বন্দরের নাম পরিবর্তন করতে ১৫ হাজার কোটি টাকার বিবরন কই ?

পদ্মা সেতুর ২২ হাজার কোটি টাকার বিবরণ কই ?


ডঃ ইউনুছকে সন্ত্রাস বানানোর পেছনে যুক্তি কি ?



২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

হা...হা...হা... বলেছেন: ইয়াজ উদ্দিন যে ফাঁসির আসামী কে মুক্তি দিয়েছিল তা কি মনে আছে? রাষ্ট্র রাষ্টপতি কে ক্ষমার অধিকার দিয়েছে, আমরা কি করতে পারি? আর একজন কে খুনের জন্য ২২ জনের ফাঁসি হতে কোথাও শুনছেন?

৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সোজা সাপটা বলেছেন: অভিযোগ ১: আওয়ামী লীগ শেয়ার বাজার ধ্বংস করেছে
****আওয়ামী লীগ এর সিদ্ধান্থীনতায় শেয়ার বাজার ধ্বংস হয়েছে

অভিযোগ ২. আওয়ামী লীগ হলমার্ক কেলেংকারী করেছে।
*****আওয়ামী লীগ হলমার্ক কেলেংকারী করতে সাহায্য করেছে।

অভিযোগ: ডেস্টিনি কেলেংকারী।
***** সরকার দলীয় লোকজনই ছিলো হঠাৎ কি হলো ... একটু অর্থ মন্ত্রনালয়ে কেউ থাকলে সত্য টা জিজ্গেস করবেন আশারাখি..... আসল কথাটা বলার সাহস এখনো হইনি , যেমনটা হইনি সাগর রুনীকে নিয়ে কোনো কথা বলার...।

অভিযোগ: কুইক রেন্টাল।
কুইক মানি মেকিং নাথিং এলস্

অভিযোগ: বিশ্বজিৎ হত্যা।
******ছি ছি ছি ভাবতেও অবাক লাগে....কারন এই একটাই ক্যামেরাটে ধরা পড়েছে তাই স্বীকার যায় নাহলেতো তাও স্বীকার করতোনা। বাকী গুলোতো ধামাচাপাই রয়ে গেলো****************



চলতি নিয়ম বলেছেন: পোস্টে +
দেখি যারা এগুলো নিয়ে এত অপপ্রচার করে তারা কি বলে।

একটা খোচা দিয়ে যাই
;) যাতে আর কেউ দেয়ার সাহস না পায়।
পদ্মা সেতুর কথা কই?
আবুলের কথা কই?
বেয়াইয়ের কথা কই?

এগুলা যেহেতু নাই তাই আপনি দলকানা।

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

হা...হা...হা... বলেছেন: আপনার যুক্তিগুলো পড়ে বেশ মজা পেলাম।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

রাজীব নুর বলেছেন: লেখাটা অনেক ভালো লেগেছে। স্টাটাস দিলাম।

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

মুণণা বলেছেন: kothin juktu .. daaat vangar somvobona ase... tobe vaijan sob data vanga gelo na... jai hok. amar apnar onnek point e ektu ektu "kintu" ase.

1. Bisshowjit hotta: daaye sara kaz bujhen..? aita seta korche. vdo footage 1st din e I piase police dhore nai kan..?? lig er polapan? aita ki apni polic er dos diben naki LIG er dos diben? last e emon pechaia felce je ar jukti pay na, ses e dhorte holo. apni eita re bichar bolben. (apnar mathay obossoi sibir er kotha cole asche??) vai compare / kada chora churi bad dile amar der I valo. eikhane BAL er kono orjon nai.
2. felani hotta: kew bole nai hasina marche, bolche je poribad er vasa seta sorkar er nai. tara kono rokom protibad kore nai. ajke o ekjon 55yrs er lok mere felce BSF. so sorkar "dhojovongo".

3. Sagor runi: same like bosswjij. sorkar pare na emon kaz ase? je eita bolbe sorkar jane na.. se ai dunia r sikkhiito gadha. sorkar dhorbe na.. eikhane boro boro boal mas jorito.

4. Halmark/Share market: aigula sorkar kore nai. sorkar er nak niche dia korche. ekhon dhora porar por sorkar er kothin kono steps nai. ekhane o sorkar "dhojovingo" keno? sobai jar jar taka paise.. kono bichar nai. r bolen kina desh e bichar hoy? share market sorkar kichu kore nai.. kintu ei tar jara fayda lutes tader kono bichar kore nai.

onnek liksi onnek mathay ase .. vai desh er chinta kori amra.. hasina khaleda amader dubabe. r ekta kotha bolben je ami hasinar dos dilam khaled r keno kisu boli nai.. ami TAX di hasina re ty ja bolar ore I bolbo. je din khaleda ke TAX dibo oidin khaleda re bolbo.

১১| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

মদন বলেছেন: অভিযোগ ১: আওয়ামী লীগ শেয়ার বাজার ধ্বংস করেছে।
স্বাধিনতার পরে আওয়ামীলীগ ২ বার ক্ষমতায় এসেছে এবং ২বারই শেয়ারবাজারে ধ্বস নেমেছে। শেয়ার বাজারে ধ্বস নামার আগে রাষ্ট্রীয়ভাবে শেয়ার ব্যবসায় আসার জন্য ব্যপক প্রচার চালানো হয়েছে। জনগন হুমড়ি খেয়ে পড়েছে। বাজার সব সময়েই কন্ট্রোল করা যায়। দামকে কন্ট্রোলের মধ্যে না রেখে আসমানে তোলা হয়েছে। এরপর টাকা গাপ করা হয়েছে। ২বারেই এই কারসাজিতে সালমান এফ রহমানের নাম এসেছে। শেয়ারবাজারে যারা ব্যবসা করে তাদেরকে জিজ্ঞেস করুন ১০০% সবাই বলবে দরবেশের নাম। শুধু প্রধানমন্ত্রীর কাছের লোক বিধায় তার চুলটিও কেও বাকা করতে পারে না।

অভিযোগ ২. আওয়ামী লীগ হলমার্ক কেলেংকারী করেছে।
আওয়ামীলীগের কয়েকজন প্রভাবশালী নেতা, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নাম অনেকবার এসেছে। স্বয়ং অর্থমন্ত্রী যখন বলে এই কেলেংকারী কিছুই না। তখন আর কি বলার থাকে?



অভিযোগ: ডেস্টিনি কেলেংকারী।
ডেসটিনি ফুলে ফেপে বড় হয়েছে বিএনপির সময়ে। যদিও আওয়ামীলীগ ঘরানার একজন সেক্টর কমান্ডার ডেসিটিনর সাথে ছিলো তবুও ডেসটিনিকে থামানোর জন্য আওয়ামীলী ১০০তে ২০০ পাবে। আমি ওভার সেটিসফায়েড এই বিষয়ে।


অভিযোগ: ফেলানী হত্যা।
যদি ভুল না করে থাকি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন ফেলানী বাংলাদেশের নয় ইন্ডিয়ার নাগরিক। ফেলানীসহ বাংলাদেশর জন্য এর থেকে অপমানজনক, লজ্জার কথা আর কি হতে পারে যে রাষ্ট্রযন্ত্র বিষয়টাকে এভয়েড করে যাচ্ছে।


অভিযোগ: কুইক রেন্টাল।
বিএনপির তুলনায় আওয়ামীলীগের সময়ে বিদ্যুত কম ভুগিয়েছে। যদিও প্রয়োজনের তুলনায় বিদ্যুতের দাম বেড়েছে কয়েকগুন। তবুও মন্দের ভালো।

অভিযোগ: বিশ্বজিৎ হত্যা।
স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর যখন বলে বিশ্বজিত হত্যাকন্ডে লীগের কেউ জড়িত নয়। আমার বলা হয় ছেলেগুলো লীগের হলেও তাদের পরিবার বিএনপি-জামায়াতের লোক। রাষ্ট্রীয়ভাবে যখন প্রকাশ্যখুনিকে সাপোর্ট দেয়া হয়। সভ্য সমাজে এর থেকে লজ্জার কি আছে?

রানা প্লাজা
রানা প্লাজা ধ্বসে পরার পর পরই স্বয়ং প্রধানমন্ত্রী বললেন সেখানে কেউ নাই, সবাইকে আগেই সরিয়ে নেয়া হয়েছে, ২/১জন যারা গিয়েছে তারা দামী মালামাল সরাতে গিয়েছে। পরে সেখান থেকে ১০০০+ লাশ আর অসংখ্য পঙ্গু বের হলো। সামান্য অক্সিজেন এর সিলিন্ডারের জন্য মানুষ চাদা তুলে কিনে আনলো। বলা হলো রানা আওয়ামীলীগের কেউ না। মিথ্যাচারের একটা সীমা থাকা দরকার। এতো মিথ্যাচারে স্বয়ং শয়তানও লজ্বা পাবে।

১২| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৫

ম্যানিলা নিশি বলেছেন:

হলমার্ক কেলেংকারী

শ্রেফ একটা ব্যাপার বোঝান তো ....
যে সরকার সিঙ্গাপুর থেকে ১৩ কোটি টাকা দেশে ফিরিয়ে এনে বাহবা পেতে চায় তারা কেন সরকারী ব্যাংক অর্থাৎ জনগনের আমানতের আড়াই হাজার কোটি টাকার কোন হদিস তানভিরের কাছ থেকে উদ্ধার করতে পারে না?
ঐ টাকা কোথায় আছে এব্যাপারে সরকার নিশ্চুপ কেন?

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বজিৎ হত্যা
Click This Link

১৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

ডট কম ০০৯ বলেছেন: পদ্মা সেতুর ব্যাখ্যাটা দিলেন না কেন? একটু শুনতাম। X(

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

হা...হা...হা... বলেছেন: পদ্মার সেতু নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে দেরিতে হলেও তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে। অতীতে কোন সরকার এমন করেছে বলে জানা নাই।

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

মুণণা বলেছেন: aisob joratali deoa explanation arr durbol jukti je eikhane orthohin, ta ami apni sobai jani... tar por o keno britha chestaa??? allha I jane...

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১০

মুণণা বলেছেন: lekhok er jonno ekta sotto upohar.. jodio jinis ta ekchokha,.. tarpor o dilam.. kisuta hole jeno bujha jay je annay er fuljhutri kotooo

Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.