নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

বিএনপির পাপ গুলো সব। সামনের নির্বাচনে ভোট দেয়ার আগে চোখ বুলিয়ে নিন।

১১ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

১. আওয়ামী লীগের সময় বিএনপির কোন নেতা (এমপি/মন্ত্রী)বোমা হামলায় নিহত হয়নি। বিএনপির সময় এএসএম কিবরিয়া, আহসানউল্লাহ মাষ্টারকে গ্রেনেড হামলা ও গুলি করে মারা হয়েছিল। সুরঞ্জিতের উপরও গ্রেনেড হামলা হয়েছিল কিন্তু আহত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন।



২. আওয়ামী লীগের সময় এখন পর্যন্ত কোন বিদেশী কূটনীতিকের উপর গ্রেনেড হামলা হয়নি। বিএনপির সময় আনোয়ার চৌঃ গ্রেনেড হামলার শিকার হয়েছিল।



৩. আওয়ামী লীগের সময় সারাদেশের একযোগে বোমা হামলার মতো কোন ঘটনা ঘটেনি। এমনি এখন পর্যন্ত বড় ধরণের কোন জঙ্গি হামলা হয়নি।



৪. বাংলা ভাই বা শায়খ রহমানের মতো কোন জঙ্গির উত্থান ঘটেনি। কোন মন্ত্রী বা এমপির বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেয়ার বা জঙ্গিদের প্রশ্রয় দেয়ার মতো কোন ঘটনা ঘটেনি।



৫. বিরোধী দলীয় নেত্রী ও দলের বড় নেতাদের উপর ২১শে আগষ্টের মতো কোন গ্রেনেড হামলা করা হয়নি। বিরোধীদলকে নিশ্চিহ্ন করে দেয়ার মতো কোন ঘটনাও ঘটেনি।



৬. বিএনপির সময় বিদ্যুতের দাবীতে কানসাটে ২২ জনকে গুলি করে হত্যা করা হয়েছি। আওয়ামী লীগের সময় বিদ্যুতের দাবীতে তেমন বড় কোন আন্দোলন হয়েছে বলে শোনা যায়নি, হত্যা তো বহুদূর।



৭. সারের দাবীতে বিক্ষোভ করার সময় ১০ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগের সময় এখন পর্যন্ত সারের দাবীতে কোন কৃষককে বিক্ষোভ করতে হয়নি, হত্যা তো দূরের কথা।



৮. বিএনপির সময় মঙ্গা ছিল ব্যাপক আলোচিত ও উচ্চারিত একটি শব্দ। আওয়ামী লীগের সময় মঙ্গা নামক শব্দটির বিলুপ্তি হয়েছে।



৯. বিএনপির সময় হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছিল, দুর্নীতির জন্য হাওয়া ভবন খোলা হয়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার এখনো এর ধারের কাছেও যেতে পারেনি।



১০. আওয়ামী লীগের সময় কোন যুদ্ধাপরাধীকে মন্ত্রী হয়নি এবং যুদ্ধাপরাধী কোন মন্ত্রীর গাড়িতে পতাকা উড়ানোর মতো যন্ত্রণাদায়ক দৃশ্য খেতে হয়নি।



১১. আওয়ামী লীগের সময় ১০ ট্রাক গোলা-বারুদ এইদেশে প্রবেশ করেছে বলে জানা যায়নি।



**



বাঙ্গালী জাতি হলো গোল্ডফিস জাতি, এই জাতি অনেক কিছুই খুব সহজে ভুলে যায়। নতুন কোন সরকার ক্ষমতায় এলেই তারা ভাবে আগের সরকার কতই না ভাল ছিল। যারা এমন ভাবে তাদেরকে অতীত টা একটু মনে করিয়ে দেয়ার জন্যই এই কথাগুলো বলা। এর জন্য কেউ আমাকে ভাদা ট্যাগ লাগিয়ে দিলেও ''ডোন্ট কেয়ার'' কারণ এটাই সত্য যে আওয়ামী লীগ এখনো গত বিএনপি সরকারের ধারের কাছেও যেতে পারেনি।



তারপরও আওয়ামী লীগ যে পাপগুলো করেছে তার স্মৃতি এখনও তাজা। সবাইকে মনে করিয়ে দেয়ার দরকার নাই। তবুও এখানে কিছু আওয়ামী পাপ দেখতে পারেন। এখন সময় বিএনপির পাপ আর আওয়ামী লীগের পাপ এক পাল্লায় তুলে মাপার। কারণ সামনেই নির্বাচন। আপনি কোন দলের অন্ধ সমর্থক না হয়ে থাকলে তবে আপনার কাজে লাগবে পোষ্টটি।



বিঃদ্রঃ লেখাটি ২ বছর আগে একবার দিয়েছিলাম। আজ কিছুটা পরিবর্তন করে আবার দিলাম।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২

পরিযায়ী বলেছেন: যদি সত্যিই ভালো হয় তাহলে নিজের ঢাক নিজে পিটিয়ে ভোট ভিক্ষা করা লাগবে না। পাবলিক এমনিতে ভোট দিবে।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮

হা...হা...হা... বলেছেন: এই দেশে নিজের ঢাক নিজে পিটাতে হয়। নিজের ঢাক কখনো অন্যে পিটিয়ে দেয় না।

২| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

গৃহ বন্দিনী বলেছেন: ১০. আওয়ামী লীগের সময় কোন যুদ্ধাপরাধীকে মন্ত্রী হয়নি এবং যুদ্ধাপরাধী কোন মন্ত্রীর গাড়িতে পতাকা উড়ানোর মতো যন্ত্রণাদায়ক দৃশ্য খেতে হয়নি।


মহিউদ্দিন খান , সাজেদা চৌধুরি এরা কারা তাইলে ???

B:-) B:-) B:-)

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২

হা...হা...হা... বলেছেন: এরা রাজাকার! 71 এ গণহত্যা করেছিল। প্রমাণ? আমার কাছে নাই, আপনিই দিন। দেবেন তো?

৩| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০

উদাসীন মেঘ বলেছেন: ১। আওয়ামিলীগ গ্রেনেড মারে নাই সত্য। তবে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ অনেক রাজনৈতিক নেতাকেই গুম করে দিয়েছেন।

২। আওয়ামিলীগের আমলে আততায়ীর হামলায় এক সৌদি কূটনীতিক নিহত হয়। সেই রহস্য আজও বের করা যায়নি।

৩। দেশে জঙ্গি হামলার সূচনাই হয় আওয়ামি লীগ আমলে যশোরের উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মাধ্যমে। ঐ ঘটনায় জাসদ নেতা কাজী আরিফ নিহত হয়।

এভাবে আপনার সব অভিযোগের জবাবেই কাউন্টার অভিযোগ করা যায়, কিন্তু লাভ কি !

আওয়ামি লীগ যদি এতোই ভালো তবে নির্বাচন নিয়ে এতো নাটক করছে কেন ?

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

হা...হা...হা... বলেছেন: আওয়ামী লীগ এত ভাল বলছি না, বিএনপি থেকে ভাল। দুদলের পাপগুলো ওজন করে দেখেন।

৪| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৫

গান পাগলা বলেছেন: বুঝলাম দাদা আপনি ভালোই যুক্তি খন্ডন করতে পারেন
ভালো ভালো।
মানলাম গত পাঁচ বছর মানুষের পেটে ভাত ছিলো,,ফ্যানের বাতাস পাইসে............
কিন্তু গত পাঁচ বছরের ছাএলীগের কাজগুলান একটু লাড়া দেন তো.
বিভিন্ন মন্ত্রী বিশেষ করে বিলাই টাইপ স্যারদের ব্যাপরে বলেনতো
পদ্মা সেতু নাটকের পটভূমি বলেনতো...........
যাক বলতে গেলে অনেক কিসু
শুধু একবার কমপেয়ার করে দেখান এর এবং ওর আমল নামা এই।
নিজে নিজেকে নিরপেক্ষ দেখানোর চেষ্টা কইরেন্না,,,,
শুধু এটুকু বলবো গত ৫ বছরে যা দেখছি এর আগের ১৫ বছরেও ত দেখি নাই
যদি পারেন লীগার ভাইয়েরা আমার এই কথা ভুল পরমান করেন তবে যুক্তিতে,,,,

৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

আলাপচারী বলেছেন: @Udashin Megh: Elias Ali kidnapped by Under world clash. He is / was a renowned God Father of Under world. However the victim should be found by Govt. e.i. Govt. is liable for not found him dead or alive.

Chowdhury Alam also a culprit. Became millionaire from street hawker. He was in complex family affaire. Married more than two. Suspected the family member. However, it is duty of Govt / State to rescue a citizen.

No answer found about Journalist kill in bedroom.
No answer found why Padma Bridge could not started.


*Sorry, Bangla Keyboard not responding.

৬| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

গৃহ বন্দিনী বলেছেন: এইখানে দেখতে পারেন । (লেখাটা কপি পেস্ট , আসলটা খুঁজে পেলাম না, যেখানে আমি পড়েছিলাম)


ভাল মন্দের পাল্লা দুই দলেরই এক এক দিক দিয়ে সমান সমান। কিন্তু আপানার লেখাগুলো একেবারে দলকানা সমর্থকদের মত ।তাই লিংক খুঁজে দিয়ে গেলাম।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৮

হা...হা...হা... বলেছেন: কপি পেষ্ট না। আমার নিজের লেখা। 2 বছর আগে দিয়েছিলাম। সামান্য এডিট করে আবার দিলাম।

৭| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: আওয়ামি লীগ ভাদা,এইটাই তার বড় পরিচয়।

৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০১

ইয়াসিন৬২ বলেছেন: ভাই, এই সব বহুত আগের কিচ্ছা। নতুন কিচ্ছা শুনান। মানুষ এত আগের কথা বিবেচনা করে না, বর্তমান নিয়েই সবাই চিন্তা করে। এই সব কথা বলে ২০০৯ সালে ক্ষমতায় আসছে ওখানেই এই চেপ্টার শেষ। এইবার এই নির্বাচনে আগে বি এন পি কি করছে না বলে আওয়ামী লীগ কি করছে সেটা জনগন দেখবে। ভাল করলে ভাল ফল তো পাবেই। আর আপনার তুলনা মূলক বিশ্লেষণ সবার কাছে গ্রহন যোগ্য হবে এমন কোন কথা নেই।

৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

ম্যাংগো পিপল বলেছেন: আমরা এখন স্বর্ন যুগে বাস করছি ;) ;) দশ ট্যেকা পোয়া চাইল খাইতেছি X(
আগের চেয়ে একটু বেশী বিদ্যুৎ পেয়ে ৩-৪ গুন বিল দিতেছি X(( বিশ্ব বাজারে তেলের দাম কমছে আর আমরা কুইক রেন্টালের কারনে প্রায় ১০০ টাকা লিটার পেট্রল কিনছি। সব ভালো কোন অসুবিধা নাই। তয় নিরপেক্ষ লোক দিয়া একটা নির্বাচন দিতে এত ভয় কেন ??

১০| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: তা হলে ভয় কিসের!

১১| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

রতন দাস বলেছেন: ৮. বিএনপির সময় মঙ্গা ছিল ব্যাপক আলোচিত ও উচ্চারিত একটি শব্দ। আওয়ামী লীগের সময় মঙ্গা নামক শব্দটির বিলুপ্তি হয়েছে।




সহমত।

১২| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:০৩

নীলতিমি বলেছেন: Nice! Comparisons should go side by side. Let's see who get their stinky ass kicked ! ;-P

১৩| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

এম আর ইকবাল বলেছেন:
আমরা সবাই বলছি,
অমুকে এটা করেছে, এটা খারাপ ।
ও খারাপ করেছে বলে আমাকে ভোট দিন ।

আমি কি ভাল করেছি,
ভবিয্যতে আমার পরিকল্পনা কি,
এ সব কিছু বলা উচিত ।

এগুলি দেখে সিন্ধান্ত নেওয়া উচিত ।

১৪| ১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২৩

ক্লিকবাজ বলেছেন: BAL এর নিবাচনী ইশতেহারে কি ওয়াদা করা হয়েছিল ছিল আর বাস্তবে আমরা কি পেয়েছি?

ঐ ইশতেহারের হিসাব ধর্লেইতো কমপক্ষে আরো ৫০ বছর BAL রে ভোটতো দূরের কথা দেখিবামাত্র গণজুতা-পেটা করা উচিৎ।

চুরঞ্জিত, শেয়ার বাজার, পদ্মাসেতু, হলমার্ক ডেস্টিনি, দূর্নীতি-লুটপাট-নির্লজ্ব দলীয়করণ, গুম-খুন, দ্রব্যমূল্যের লাগামহীম উর্দ্ধগতি সহ আরো অনেক অনেক বিষয় বাদ ই দিলাম।

১৫| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

গৃহ বন্দিনী বলেছেন: আপনার পোস্টের কথা বলি নাই ভাই । আমি যে লিংকটা দিয়েছি সেটার কথা বলেছি, সম্ভবত অইটা কপি পেস্ট।

যাইহোক আমার আগের কমেন্টে আপানার প্রাসঙ্গিক মন্তব্য আশা করেছিলাম । আপনি প্রমাণ চেয়েছিলেন আমি খুঁজে খুঁজে লিংক দিলাম একটা আর আপনি কিছুই বললেন না সেই সম্পর্কে।

বাই দ্যা ওয়ে আরেকটা কথা না জিজ্ঞাস করে থাকতে পারছি না , সাজেদা চৌধুরিকে শাহবাগে বোতল মারা , মাইক কেড়ে নেয়া ঘটনা কি মিডিয়াতে আপনার চোখ পড়ে নাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.