![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
গত বছর যখন শাহবাগ-হেফাজত, আস্তিক-নাস্তিক নিয়ে ক্যাচাল চলছে, ব্লগার মানেই নাস্তকি বলে হুজুরেরা মুখে ফে্না তুলছে তখন হঠাৎ করে কেন জানি সামুর প্রতি, ব্লগিংয়ের প্রতি অরুচি ধরে গেল। যে কয়জন বিতর্কিত ব্লগারের কারণে দেশ জুড়ে এতবড় বিতর্ক সেই বিতর্কিতদের মাথার উপর ব্লগ মালিকদের ছাতা ধরা দেখে ঘেন্না এসে গেল। তখন থেকেই কেন জানি ব্লগিংয়ে অরুচি ধরে গেল। শুধু সামু না, সকল ব্লগের প্রতি। যে আমি দিনের মধ্যে ৮/১০ ঘন্টা সামুতে পড়ে থাকতাম, পোষ্টের পর পোষ্ট করে যেতাম, কোন কোনদিন ৪/৫ টা পর্যন্ত, সেই আমার ব্লগে আসার ইচ্ছে টাই মরে গেল।
আজ সামুতে ঢুকে একটিভ ব্লগারে সংখ্যা দেখে একটা হোচট খেলাম। মাত্র ৬০ জনের মতো ব্লগার। আমি যখন ব্লগিং করতাম তখন আমি রাত ৩/৪টার দিকেও এর থেকে বেশী ব্লগার দেখেছি। আর এই সময় তো ২০০+ ব্লগার কোন ব্যাপারই ছিল না। তার মানে কি ব্লগিংয়ের প্রতি মানুষের আগ্রহ কমছে?
ব্লগিংয়ের ও ব্লগারদের সার্বিক বিষয় নিয়ে কোন ব্লগার একটি গবেষণা করলে খুশি হবে। ব্লগিং দিন দিন জনপ্রিয় হওয়ার বদলে অজনপ্রিয় হচ্ছে কেন খুঁজে বের করা দরকার। এ ক্ষেতে পুরনো ব্লগারদের মতামত নেয়া যেতে পারে।
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৬
হা...হা...হা... বলেছেন: বিতর্ক তো হতেই হবে। কিন্তু সে বিতর্ক হতে হবে শালিনতা বজায় রেখে। অন্যের প্রতি শ্রদ্ধা রেখে। বিতর্ক সব বিষয় হতে পারে। রাজনীতি, ধর্ম সব। কিন্তু সেটা যদি চলে যায় আক্রমনের পর্যায়ে, শালীনতাবিবর্জিত সেটাকে কি বিতর্ক বলতে পারি? একসময় ধর্মকে আক্রমন করে যে লেখাগুলো দেখতাম তা কি আসলে বিতর্ক যোগ্য ছিল? একজন লোক যে কোন বিষয় নিয়ে লিখতেই পারে। কিন্তু সে লেখা কতটুকু লেখা তা বিবেচনা করার কথা মডারেটরদের। দুঃখের বিষয় হলো সামুতে সব সময় সর্ষের ভিতরে ভুত ছিল। ঐ দুঃজনক ঘটনাগুলোর জন্য মডারেটরদের অদক্ষতা ও পক্ষপাতিত্বমূলক অচরণই দায়ি।
২| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: মালিক পক্ষের পক্ষপাতমূলক আচরণের জন্য অনেক পুরনো ব্লগার ব্লগ ছেড়ে গিয়েছেন।কাউকে কাউকে সিন্ডিকেটিং বা মডারেশন প্যানেলের অসচ্ছতার জন্য বিদায় নিতে হয়েছে।ব্লগের প্রতি আকর্ষণ আর আগের মতন কাজ করেনা।
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৯
হা...হা...হা... বলেছেন: সেটাই। যাদের কারণে মতপ্রকাশের একটি মাধ্যম পেয়েছিলাম তাদের কারণেই সে মাধ্যমটি ধ্বংস প্রায়। অনেকদিন পর আপনাকে দেখে ভাল লাগছে। কেমন আছেন?
৩| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৫
চেয়ারম্যান০০৭ বলেছেন: মালিক পক্ষের পক্ষপাতমূলক আচরণের জন্য অনেক পুরনো ব্লগার ব্লগ ছেড়ে গিয়েছেন।কাউকে কাউকে সিন্ডিকেটিং বা মডারেশন প্যানেলের অসচ্ছতার জন্য বিদায় নিতে হয়েছে।ব্লগের প্রতি আকর্ষণ আর আগের মতন কাজ করেনা।
৪| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০৩
চেয়ারম্যান০০৭ বলেছেন: এইত ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনিও ভালো আছেন।
৫| ১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:২৭
মুদ্দাকির বলেছেন:
আসলেই গত দুই বছর ব্লগের ট্রাফিক অনেক কমে গেছে!! পোষ্ট লেখা পড়া আর সমালোচনার লোক নাই!!!
৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০৯
ফারজুল আরেফিন বলেছেন: শাহবাগ আন্দোলনের সময় থেকে সামুর কারিগরি জটিলতা বেড়ে যায়, দীর্ঘদিন ব্লগে ঠিকমতো ঢোকাই যায়নি। এটি একটি পরোক্ষ কারণ।
ব্লগার শব্দটা নাস্তিক হিসেবে দেশব্যাপি এত বিশাল আকারে ফলাও হয়েছে যে, কেউ এখন আর নিজেকে জনসাধারনের মাঝে ব্লগার হিসেবে পরিচয় দিতে চায় না। ব্লগিং জিনিসটা নেতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। ব্লগ আগের অবস্থানে ফিরতে অনেক সময় লাগবে বলেই মনে হচ্ছে।
ভেকধরা নাস্তিকতা পারমানবিক বোমার মতো এমনভাবে ফেটেছে যার প্রভাব কাটবেনা সহজে........!
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৪
সেতু আশরাফুল হক বলেছেন: যাদের জন্য ব্লগ ছেড়েছিলেন আসলে তারাই ছিল ব্লগের প্রাণ। এখন দেখুন না কয়েকদিন, এখানে আর পোষ্ট করতেও ইচ্ছে হবে না। বিতর্ক মানুষকে শানিত করে, জ্ঞানকান্ডের উৎস হয়ে ওঠে মতান্তর। সেটাকেই আপনার মতো মানুষেরা অস্বীকার করে চলছে। বিরান তো হবেই। বৃত্তবন্দী মানুষ আর কুয়োর ব্যাঙ একই প্রকারের, নিজের চারপাশকেই পৃথিবী ভেবে বসে থাকে।
যে ব্লগে প্রতি মিনিটে ১০-২৫টি পোষ্ট পাওয়া যেত আজ তার হাল। কে কে লেখে? কারা লিখতো একের পর এক পোষ্ট? তারাই ছিল বিতর্কিত।