নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা...হা...হা...

http://www.facebook.com/Kobitar.Khata

হা...হা...হা...

ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।

হা...হা...হা... › বিস্তারিত পোস্টঃ

চোর! চোর! ইন্ডিয়া চোর!

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯



আজ বোল্টের বলে দিনেশ রামদিনকে যে বলে এলবি দেয়া হলো তার হক আই প্রোজেকশান দেখুন। বলটি কত বাইরে পিচ করে স্টাম্পে আসলো তাও আউট অথচ মাশরাফির প্রায় সোজা বলে আউট দিল না!!!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭

মুহিব মোরসালিন বলেছেন: চোর ইন্ডিয়া চোর!!

২| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৫

নীল আকাশ ২০১৪ বলেছেন: গালাগালি যা করার আম্পায়ারকে না হয় আইসিসিকে করুন। ইন্ডিয়াকে খবরদার কোন বাজে কথা বলবেন না। বাংলাদেশে গত ৭ বছর যত উন্নতি হয়েছে আর আগামী ১৩ বছর যত উন্নতি হবে, সব ভারতমাতার দান।

ভারাত মাতাজী কে জ্যায়!

৩| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৭

ডিজ৪০৩ বলেছেন: যাক আমার আজকের মনের প্রশ্ন আপনি উত্থাপন করেছেন , ধন্যবাদ ।

৪| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

অন্ধের যষ্ঠী বলেছেন: মাশ্রাফির ডেলিভারী তথাকথিত গ্রীন জোনে পড়েনি এই অজুহাতে বাতিল করা হয়, অথচ ক্রিকেট সম্পর্কে যাদের নূন্যতম জ্ঞান আছে তারা জানে যে বল স্ট্যাম্পে আঘাত করা না করা নির্ভর করে চারটা বিষয়ের উপর ১) বলের লাইন, ২)বল মাটিতে পরার মত কতটুকু বেঁকেছিল, ৩) বলের উচ্চতা, ৪) বল ব্যাটে লেগেছিল কিনা। এখানে গ্রীন জীনে বল পড়ার কোন দরকার নেই। অথচ নিউজিল্যান্ডের সাথে খেলায় বল গ্রীন জোনে না পড়ার অজুহাতে ফাইনাল ইম্প্যাক্ট দ্যাখেই নাই থার্ড আম্পায়ার। আর মাশ্রাফির বেলায় বলের কমপক্ষে অর্ধের জোনে থাকার পরো একই কাজ। এই বিশ্বকাপে ভারত আর স্বাগতিক দুই দেশ ন্যাক্কারজনকভাবে সুবিধা নিচ্ছে, যা কোনভাবেই মেনে নেয়া যায় না।

৫| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৮

অন্ধের যষ্ঠী বলেছেন: নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের খেলায়*

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.