নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ মিলন ১৯৭১

শেখ মিলন ১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

কানের দুলের ইতিহাস

০৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৫

কানের দুলের ইতিহাস
মেয়েদের অনেক গহনার মধ্যে কানের
দুল অন্যতম একটি গহনা। অন্য সব গহনা
পরলেও কানে একটি দুল না পরলে
যেনো সজাটাই অসম্পুর্ণ থেকে যায় ।
আমরা সব মেয়েরাইতো কানের দুল পরি
কিন্তু এর ইতিহাস কি জানি ? আপনি
জানলে অবাক হবেন যে কানের দুলের
প্রথম ব্যবহার শুরু করে ছেলেরা ।
ইতিহাসের শুরুতে কানের দুল ছিল
প্রভাবশালী ছেলেদের গহনা। গত ৭০০০
হাজার বছর আগে এটলাল্টি এশিয়ায়
ছেলেদের মাঝে কানের দুল একটি
জনপ্রিয় প্রথা ছিল । ইজিপ্ট ও
এরিয়ানরা কানের দুলকে বংশ
মর্যাদার প্রতিক হিশেবে ব্যবহার
করতো । এশিয়া মহাদেশে
সর্ব প্রথম ইন্ডিয়া ও চায়নাতে
ছেলেদের মাঝে কানের দুলের প্রচলন
হয় । মধ্য যুগ থেকে ১৩০০ শতাব্দি পর্যন্ত
কানের দুল ছিল শুধুমাত্র পুরুষদের জন্য।
মেয়েদের কানের দুলের ফ্যাশান চালু
হয় মাত্র ৩০০০ হাজার বছর আগে । গ্রিক
ও রোমান মেয়েরা তখন শুধুমাত্র
র্পালের গহনা পরতো তাদের বংশ
মর্যদা প্রদর্শনের জন্য । তখন গহনা হতো শুধু
সোনা ও রুপোর মধ্যে রুবি ,পান্না ও
নিলকান্তমনির দিয়ে কাজ করা ।এর পর
কালের আবর্তনে আমাদের আজকের এই
ফ্যাশানের আবির্ভাব ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.