নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভ্রাম্যমান

পৃথিবী ঘুরে দেখতে চাই

ভ্রমন কারী

ভবিষ্যতের কথা ভেবে খুব বেশি দুশ্চিন্তা কোরোনা। জীবনের সত্যিকারের বড় সমস্যাগুলো কখনো দুশ্চিন্তাগ্রস্ত মনে আসেনা, ওগুলো যখন আসে তখন তোমার দুশ্চিন্তা করার সুযোগই থাকবেনা!

ভ্রমন কারী › বিস্তারিত পোস্টঃ

মার্চে কি সত্যি ৩জির লাইসেন্স দেওয়া হবে ? আপনি কি মনে করেন ???

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

সরকার বলছে মার্চে ৩জি র লাইসেন্স দেওয়া হবে, যদিও এই রকম সময় আগেও দেওয়া হয়েছে কিন্তু কাজ হয়নি । কিন্তু এবার মনে হয় হতেও পারে, এই ব্যাপারে আপনাদের মতামত কি ?



সরকার কি নির্ধারিত সময়ে ৩জি র লাইসেন্স দিতে পারবে ???



আরেক টা প্রশ্ন : আমাদের দেশের লেভেলের অন্য কোন দেশ কি আছে যেখানে এখনো ৩জি নাই ??



ধন্যবাদ সাইকে ।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

আমি শুধুই পাঠক বলেছেন: ১ম প্রশ্নের উত্তর হল সম্ভব না। বর্তমানে যে আমলা তান্ত্রিক জটিলতা তা কাটতেই জুন মাস চলে যাবে। তাছাড়া এর লাইসেন্সের দাম নিয়ে দরাদরি তো আছেই। মোট কথা পুরোপুরি ৩জি'র স্বাদ পাইতে আরো এক বছর ওয়েট করেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

ভ্রমন কারী বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( সারা দুনিয়ায় ৩জি পুরান হইয়া এখন ৪জি চলছে। ৫জি নিয়া আলাপ হইতেছে আর আমগো ডিজি-টাল সরকার ৪ বছরে একটা লাইসেন্স দিতে পারলো না X(( X(( X(( X((

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

নষ্ট ছেলে বলেছেন: থ্রিজি তো ইউজ করতাছি :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৫

ভ্রমন কারী বলেছেন: B:-) B:-) আপনেরা ভাগ্যবান মনুষ এর জন্য ৩জি , ৪জি সবই আপনেগো আছে :| :|

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

রনীমামুন বলেছেন: মার্চ ২০১৫

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ভ্রমন কারী বলেছেন: টেকা নিয়া লাইসেন্স দিব, তার জন্য যদি ৪+২= ৬ বছর লাগে :( :( তাইলে এত টেকা খরচ কইরা পদ্মা সেতু বানাইতে ৪২+৮ = ৫০ বছর লাগবো। X(( X((

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

বোকামন বলেছেন: ভাই আফনের কি টেলিটকের ৩জি ভালো লাগে না :||

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

ভ্রমন কারী বলেছেন: ভাই, ঢাকা শহরের বাইরেও মানুষ বাস করে।
তারা আবার ভাংগাচুরা নেট দিয়া সমুতেও আসে, আমি সেই রকম একজন মানুষ, যে ঢাকা শহর হইতে ২২ কি:মি: ( আকাশ পথে ) দুরে থাকি, আমার টেলিটকের মডেম,সিম দুইটাই আছে মাগার ৩জি নেট নাই, ২জি চালাই।

আর যেই গতিতে টেলিটকের ৩জি নেটওয়ার্ক বিস্তার লাভ করছে তাতে এই বাইশ কি:মি: পার হইতে ২২ বছর না হোক ২২ মাস নিশ্চিত লাগবো।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

বোকামন বলেছেন: 8-| :|| :(

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

রিফাত হোসেন বলেছেন: ৩g. কি আস্লেই ২জি দিবে নাকি ৫জি দিবে ;-)

আমি সব জি ই ভাল পাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০

ভ্রমন কারী বলেছেন: B:-) :( |-)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯

আমিই মিসিরআলি বলেছেন: :( X( X( X(( X(( X((

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

ভ্রমন কারী বলেছেন: :( X( X( X(( X(( X(
রাগ কইরা লাভ নাই ভাই, আমাগো সরকার আমগো দু:খ বুজবনা, তারা তাদের ধান্দায় ব্যাস্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.