![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যতের কথা ভেবে খুব বেশি দুশ্চিন্তা কোরোনা। জীবনের সত্যিকারের বড় সমস্যাগুলো কখনো দুশ্চিন্তাগ্রস্ত মনে আসেনা, ওগুলো যখন আসে তখন তোমার দুশ্চিন্তা করার সুযোগই থাকবেনা!
থ্রি-জি তরঙ্গ বরাদ্দে আজ অনুষ্ঠিত হবে নিলাম। আজ সকাল ১১টায় হোটেল রুপসী বাংলায় অনুষ্ঠেয় এই নিলামে চারটি মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে।
বিটিআরসি ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিলাম অনুষ্ঠানের জন্য চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নিলামের পূর্ব প্রস্তুতি হিসেবে শনিবার মক অকশনও করেছে বিটিআরসি।
নতুন কোনো অপারেটর না আসায় বিদ্যমান অপারেটরদের লাইসেন্স দেয়ার নীতিমালা থাকায় সে অনুসারে নিলামে অংশগ্রহণে যোগ্য বেসরকারি চার অপারেটরই থ্রিজি লাইসেন্স পাচ্ছে।
এর মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি।
নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। ২১০০ ব্যান্ডের এর মোট ৪০ মেগাহার্টজ তরঙ্গ এ নিলামের জন্য বরাদ্দ রাখা হয়েছে। নিলামে ৪০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রি হলে ৬ হাজার কোটি টাকার বেশি সরকারের আয় হওয়ার আশা বিটিআরসির।
বিটিআরসি কর্মকর্তারা জানান, প্রথম ফেইজে দুটি ব্লকে (৫ মেগাহার্টজ করে মোট ১০ মেগাহার্টজ) নিলাম হবে।
নিলামের শুরুতে বিটিআরসি ২১ মিলিয়ন ডলারের (প্রতি মেগাহার্টস) ডাক দেয়া দিবে। তবে এই ডাকে একের অধিক অপারেটর রাজি থাকলে তা আবার ডাক দেয়া হবে।
প্রতি ডাকে এক মিলিয়ন ডলার করে বৃদ্ধি করবে বিটিআরসি।
নিলামে প্রক্রিয়ায় যে প্রথম হবে অর্থাৎ বিডে প্রথম জয়ী তার ইচ্ছামত তরঙ্গ নিতে পারবে। অন্য কোন অপারেটরও ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে পারবে, এভাবে যদি চার অপারেটরই ৪০ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে নেয় তাহলে নিলাম প্রক্রিয়া শেষ হয়ে যাবে।
যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে (৫ মেগাহার্টস) একটি ব্লকে নিলাম হবে। এই ব্লকের নিলামের পর কোন ব্লক যদি অবশিষ্ট থাকে তাহলে যে কোন অপারেটর তা কিনে নিতে পারবে। তবে এখানে নিলামে অংশগ্রহণকারী সর্বোচ্চ দরদাতাকে (অর্থাৎ যারা ১০ মেগাহার্টজ তরঙ্গ নিয়েছে) এ সুযোগ দেয়া হবে।
গত ২৯ অগাস্ট নিলামে অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দেয় বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর।
ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।
অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স পাবে।
বিডি নিউজ২৪
আমাদের জন্য খুশির খবর,আমরা যারা ব্রডব্যান্ড,ওয়াই-ফাই, আর টেলিটক থ্রি-জির বাইরে ছিলাম। হয়তো কিছুদিনের মধ্যই আমরা কিছুটা উচ্চ গতির ইন্টারনেট পাবো।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
ভ্রমন কারী বলেছেন: অ-নে-ক দিন ধরে অপেক্ষা করছি ভাই ।
আপনার প্রফাইল পিক টা মনে হয় ''রাতারগুলে'' তোলা ?
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৪
মোমেরমানুষ৭১ বলেছেন: আহারে আমার থ্রীজের থ্রিজি....।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
ভ্রমন কারী বলেছেন:
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
ঢাকাবাসী বলেছেন: যেই পাক যত টাকাতেই পাক বিটি.. এর কন্তাদের নিজেদের একাউন্টে নাকি মোটা টাকা জমা হয়! একবারই চান্স!
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
ভ্রমন কারী বলেছেন: কান্তবোসরা তো আবার তাদের মাতার দেশে ট্রান্সফার করবো
তারপরও আমাদের ৩জি খুবই দরকার, বিশ্বে ৪জি পুরান হইয়া যাইতেছে
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা যাক
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
ভ্রমন কারী বলেছেন: ভালো কিছুর জন্য দোয়া করেন
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১৫
ভ্রমন কারী বলেছেন: ২১ মিলিয়ন ডলার দরে থ্রিজি তরঙ্গ পাচ্ছে গ্রামীণ ফোন
৬| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৮
ইহসান আকসার মাহমুদ বলেছেন: https://www.alislam.org/
http://www.ahmadiyyabangla.org/
সকল মুসলমানের কাছে অনুরোধ, শুধু একবার ঘুরে আসুন
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: অপেক্ষায় আছি এর সুফল পাওয়ার।