নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

রাইস বাকেট চ্যালেঞ্জ, পথশিশুদের আম উৎসব, এবং সমাজ সেবার নামে কিছু উপযোগিতাহীন স্থুলতার প্রদর্শনী

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩২

(১)

সম্প্রতি বাংলাদেশের লোকজনের মধ্যে ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ নামের ব্যাপারটি বেশ আলোড়ন তুলেছে। এএলএস রোগে আক্রান্তদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘আইস বাকেট চ্যালেঞ্জ’- শুরু হয়েছিল আমেরিকায় । এর সাথে মিল রেখে তৈরি ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ প্রক্রিয়াটি সর্বপ্রথম ভারতে শুরু হয়। বাংলাদেশে, যতটুকু জানা যায়, আরিফ আর হোসেইন নামে এক ফেসবুক সেলেব্রিটি এটাকে দেশের মানুষের সামনে ইন্ট্রডিউস করান।



তারপর এটা বেশ ভালভাবেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ, এমনকি তাহসান, সাকিব আল হাসান, মুস্তফা সরওয়ার ফারুকী প্রমুখ মিডিয়া জগতের সেলিব্রিটিরাও নিজে এই কাজ করেন এবং অন্যকে একই জিনিস করে দেখানোর আহবান জানান।



কিন্তু, কথা হল এই ব্যাপারটা শেষ পযন্ত একটা উপযোগিতাহীন কাজ ও শো আপ ছাড়া আর কিছুই হয়ে থাকছেনা। এইরকম সমাজসেবামূলক কাজের না আছে ফলপ্রসূতা, না আছে দীর্ঘমেয়াদের ও সত্যিকারের কোন উপযোগিতা।



আর এসবের সমালোচনা করে আপনি কিছু বলতে যান, তাহলে দেখা যাবে অনেকেই এটা পছন্দ করবেনা বা একমত হবেনা -- যেটা স্বয়ং আরিফ আর হোসেইনও করেন নাই। দেশের সবচেয়ে জনপ্রিয় ফেসবুকার, যার ফেসবুক স্ট্যাটাসে ২০,০০ -৫০,০০০ পর্যন্ত লাইক পড়ে, সেই আরিফ আর হোসেইন, আপনাকে হয়তো ব্লক মেরে তার মহান ফেসবুক একাউন্টের পদধূলি নেয়া থেকে বঞ্চিত করে দিবেন, আপনি যদি তার একাউন্টে গিয়ে এই ব্যাপারে সমালোচনা করেন; যেমনটা উনি আমাকে করিয়াছেন, তার ফেসবুক একাউন্ট থেকে ব্লক মারিয়া।



তারপরও চলুন, এই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি। স্পষ্ট করেই বলতে চাই, আমার আলোচনার উদ্দেশ্য কিছু প্রথাগত হুজুগে কাজের অন্তসারশূন্যতা ধরিয়ে দেয়া; কোন ব্যাক্তি বা গোষ্ঠীকে ছোট করা নয়।



(২)



সবাই হয়তো অবগত আছেন যে, রাইস বাকেট চ্যালেঞ্জে কেউ একজন চালভর্তি প্যাকেট বা কৌটা কোন একজন অভাবী মানুষকে দান করছেন এবং সেটার ছবি ফেসবুকে আপলোড করে আরও ৭ জনকে সেই একই কাজ করার জন্য মনোনীত করেন।



এটা আরিফ আর হোসেইনের নিজের কোন আইডিয়া নয়, এই আইডিয়াটার বাস্তবায়ন ভারতে বেশ কিছুদিন আগে থেকেই চলে আসছিল। যদিও, আরিফ সাহেব সেটা স্বীকার করেন নাই।



মাস দেড়েক আগে ফেসবুক 'সুপারম্যান' অথবা সেলিব্রিটি আরিফ আর হোসেইন স্ট্যাটাস দিয়ে বলেছিলেন,



" ' Ice Bucket Challenge চ্যালেঞ্জ শুরু করেছে সেই দেশেরই একজন... উদ্যোগটা নিঃসন্দেহে চমৎকার; একটা ভালো কজ’এ ফান্ড রেইজ করা হচ্ছে



হোমপেইজে দেখলাম, আমাদের অনেকেই এটা করছে... তাদেরকেও সাধুবাদ



কিন্তু ওই যে বললাম; যে দেশের যে নিয়ম... তাই আমি একটু অন্যভাবে শুরু করতে চাচ্ছি



Ice এর আগে, একটা R লাগাতে চাচ্ছি



...আসুন শুরু করি #RiceBucketChallenge



আমি যাদেরকে নমিনেট করবো; তারা, রাস্তায় সুবিধাবঞ্চিত যে কাউকে আপনার সামর্থ্য অনুযায়ী এক বাকেট/প্যাকেট চাল দিয়ে আসবেন... এসে, সেই ছবি আপলোড দিবেন এবং তারপর আপনি নমিনেট করবেন আপনার পছন্দ মতো ৭ জন কে



... আমি, নমিনেট করছি যাদের;



- ক্রিকেটার সাকিব আল হাসান

- চলচিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

- লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক

- অর্থহীন ব্যান্ডের সুমন ভাই

- সঙ্গীতশিল্পী, অভিনেতা তাহসান খান

- মজা লস পেইজের এডমিন চৌধুরী সাহেব

- বিডি সাইক্লিস্ট গ্রুপের মডারেটর ফুয়াদ ভাই



... শুরুটাতো হোক



এই ৭ জন যদি আরও ৭ জনকে নমিনেট করে... আর প্রত্যেকে যদি শুধু ১ কেজি চালও দেয়... আর এভাবে যদি মাত্র ১০টা স্টেইজও পার হয়... তাহলে বিতরনকৃত চালের পরিমান কতো দাঁড়াবে জানেন?????



কয়েক হাজার কেজি না... কয়েক লক্ষ কেজিও না



২৮ কোটি কেজির বেশী



... আই রিপিট, ২৮২৪৭৫২৪৯ কেজি



একটা ফ্যামিলিকে দেয়া ১ কেজি চাল দিয়ে যদি ৪ জন লোকও পেট্টা ভরে খায়, তাহলে মানুষের পরিমান হয় ১০০ কোটি



এতো পরিমান লোক তো আমাদের দেশেই নেই... মুসিবত



'আমি ... আপনি ... সে' মিলে যখন “আমরা” হই, তখন তার ক্ষমতা আসলে যে কত বিশাল, তা আমার নিজেরও আগে ধারনা ছিলো না”




এখন, আরিফ রেজা সাহেবের কথামত ১০টা স্টেজ এই চ্যালেঞ্জ যদি পার করে (যেটা আদৌ সম্ভব নয় প্রাকটিক্যালী, সম্ভব শুধু থিওরেটিক্যালী), কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো, ২৮ কোটি কেজি চাল দিয়ে দেশের দরিদ্র ও হতদরিদ্র ৮ কোটি মানুষের কয় বেলার খাবার হবে???



২৮ কোটি কেজি চাল দিয়ে দেশের দরিদ্র আর হতদরিদ্র ৮ কোটি মানুষের বেশি হলে ১২ বেলার খাবার হবে, অর্থাৎ শুধু দিন চারেকের মতই চলতে পারে, তার বেশি নয়, যার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর দীর্ঘকালীন কোন উপকারই হচ্ছেনা। যে দরিদ্র, সে দরিদ্রই থেকে যাচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের, এমনকি তাদের একজনেরও, এভাবে অবস্থার পরিবর্তন কোনভাবেই হচ্ছেনা।



দেশগ্রামে আর মফস্বলে তো ভিক্ষা হিসাবে একপট চাল দেয়া হয়ই। আরিফ হোসেইন আর হুজুগে বাঙ্গালীরা মিলে এটাকেই চকমকে প্যাকেটে উপস্থাপন করিয়ে দিলো। কিন্তু, এটাও মনে রাখা কি উচিত নয় যে, ভিক্ষা দেওয়া আর সমাজসেবা বা কমিউনিটি সার্ভিসের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে?



(৩)



এদিকে, কিছুদিন আগে ‘পথশিশুদের আম উৎসব’ নামে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল ‘আমরা খাটি গরীব’ নামে একটা ফেসবুক গ্রুপ। সেখানে তারা ৩,৯০০ কেজির মত আম সংগ্রহ করে বা কিনে সেটা দেশের বিভিন্ন প্রান্তে ‘সুবিধাবঞ্চিত’ শিশুদের মধ্যে বিলি করেছে। এখানে প্রতিটি শিশু ২ টি করে আম পেয়েছে।

এখানেও কিন্তু সেই একই ব্যাপার, সত্যিকার অর্থে যেখানে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আসলে কিছুই করা হয়না। অনেকে বলতে পারে, “তারা তো কিছু পথশিশুর মুখে হাসি ফুটিয়ে তুলেছে”। এখানে আমার প্রশ্ন হল, সে হাসিটার স্থায়িত্ব আসলে কতটুকু। আম খাওয়া শেষ, তো হাসিও শেষ, দায়িত্বও শেষ, তাই নয় কি? এতে করেও, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের অবস্থার উন্নয়ন আসলে কিছুই হয়না।



এই আম উৎসব কি এক ধরণের কাঙ্গালি ভোজ টাইপের ব্যাপার নয়, যেখানে একবেলা গরীবদের ভোজ করিয়েই বিরাট কিছু করে ফেলা হয়েছে বলে মনে করা হচ্ছে? আম উৎসব সমাজসেবা হলে, অসাধারণ কিছু হলে রাজনৈতিক দলের একবেলার কাঙ্গালি ভোজও তাই।



সোজা কথা, দুইটা কইরা আম খেতে দিয়ে কোন সমাজসেবা হয়না। এটা রাজনৈতিক দলগুলোর একবেলার কাঙ্গালি ভোজের চেয়ে বেশি কিছু না। কিন্তু, যখন দেখি এই ধরণের কাজকে সমাজসেবা হিসেবে, সুবিধাবঞ্চিত মানুষের জন্য করা একটা বিরাট কাজ হিসেবে উপস্থাপন করা হয়, এবং আম-জনতা যখন সেটার প্রশংসায় পঞ্চমুখ হয়, তখন মেজাজ খারাপ না হয়ে যায়না। এইরকম আম উৎসবের মাধ্যমে, এই রকম হালকা চালের, অযৌতিক, অত্যন্ত স্বল্প মেয়াদি,এবং কাঙ্গালি ভোজ মার্কা উৎসবের মাধ্যমে সমাজের তরুণদের মধ্যে এই ভুল বার্তাই ছড়িয়ে দেয়া হয় যে, এই ধরণের কাজই বুঝি সোশ্যাল ওয়ার্ক !

ফেসবুক গ্রুপের নাম ‘আমরা খাটি গরীব’ বলে আইডিয়ার দিক থেকেও বা চিন্তাভাবনার দিক থেকেও মানুষকে গরীব হতে হবে – এমনতো কোন কথা নেই...।



(৪)



আসলে, আরিফ আর হোসেইন সাহেবের মত মানুষদের কাছ থেকে এর চেয়ে ভাল কিছু আশা করাই হয়তো বৃথা। যারা কিনা আরাম-আয়েশের মধ্যে বেড়ে উঠেছেন এবং এখনো আছেন, যারা কিনা অত্যাধুনিক স্মার্টস্ফোন, ট্যাব, ল্যাপটপ ব্যাবহার করেন, নিজস্ব ওয়েব সাইট চালান, প্রাইভেট গাড়িতে চড়েন, তারা বঞ্চিত মানুষের আসল প্রয়োজনটাই বুঝতে পারেন না। তারা জানেন না বাংলাদেশের কিছু মানুষ টাকার অভাবে একটা ৪-৫ বছর আগের একটা ক্ষয়ে যাওয়া, পুরনো মোবাইল সেট নিয়ে চলাফেরা করেন, অনেকেই আছেন যারা কিনা ১৫০০ টাকা দামের বেশি দামের মোবাইল সেট কেনার সামর্থ্য রাখেনা। তারা কখনো এটা ফিল করতে পারবেন না যে, দেশের অনেক মানুষ শিক্ষিত হয়েও শুধুমাত্র টাকার অভাবে নিজস্ব পিসিই কিনতে পারেনা। দারিদ্রতা তাদের কাছে রাস্তার পাশে, বস্তিতে শুয়ে থাকা মানুষ, রিকশাচালকের মধ্যেই যেন সীমাবদ্ধ। তারা জানেন না, যে বস্তির লোকটির ঘরেও রঙ্গিন টিভি আছে। তারা জানেন না যে, একজন রিকশাচালকের মাসিক আয় ১৮,০০০ -২১,০০০ টাকা, যেটা কিনা একজন অনেক ক্ষেত্রে বাংলাদেশের একজন গ্র্যাজুয়েট ছেলেও প্রথম প্রথম আয় করতে পারেন না।



দারিদ্রের সংজ্ঞাটা যেহেতু তাদের কাছে একেবারেই ক্লিয়ার না, নিজেদের জীবনে যেহেতু তাদের দারিদ্র কখনো আসেনি বললেই চলে, তাই মাসে ১৮,০০০-২১,০০০ টাকা আয় করা রিকশাচালককে একপট চাল ভিক্ষা দেওয়ার মত ‘এক বাকেট চাল’ দান করাই তাদের কাছে সমাজসেবার নাম।



অপরদিকে, ‘আমরা খাটি গরীব’ গ্রুপে রোহিত হাসান কিছলু ও রাকিব কিশোরের মত পারসন আছেন, যাদের নেতৃত্বে আম উৎসব করা হয়। রাকিব কিশোর ভাই একজন ভ্রমণপিপাসু মানুষ। তিনি গাটের টাকা খরচ করে বাংলাদেশের এখানে ওখানে ঘুরে বেড়ান। তার ফেসবুক ওয়ালে একজন মন্তব্য করেছিলেন, “ বাংলালিঙ্কের নতুন বিজ্ঞাপনটা (দেশের বিভিন্ন অঞ্চলের নাম ও ছবি নিয়ে বানানো বিজ্ঞাপনটা) মনে হয় আপনার কথা মাঠায় রেখেই বানানো হয়েছে”।



তারা কি জানেন, “তার মত দেশের অনেক সুশিক্ষিত ছেলে শুধু মাত্র টাকার অভাবে ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায়, এমনকি ফর এক্সাম্পল, পল্টন থেকে মিরপুর, বা মহাখালি থেকে খিলক্ষেত, মাঝে মাঝেই হেটে যাতায়াত করে। কখনো কখনো যাত্রাপথে পথের পাশে চায়ের দোকান থেকে এক টাকা দিয়ে পানি খেয়ে গলা ভিজিয়ে নেওয়ার সামর্থ্যও তাদের থাকেনা”।



রাকিব কিশোর প্রথম আলোর রসালোতে লেখালেখি করেন, নিজের ফেসবুক ওয়ালে মজার মজার সব ফানী স্ট্যাটাস দেন মাঝে মাঝেই। রোহিত হাসান কিসলু ‘মজা লস’ গ্রুপের একজন এডমিন বলেই জানি। তাই বলে কি সমাজসেবার মত ব্যাপারকে তারা এত হাল্কাভাবে দেখে একটা ফানি ব্যাপারে পরিণত করবেন?



(৫)



অনেকেই বলতে পারেন, “আপনিতো খুব এদের সমালোচনা করছেন। তা এসবের বিকল্প কি আপনিই বলুনন না?”

“আপনি নিজে ভাল কিছু করে দেখান না?”



ওয়েল, সাপোস, ১০০০ জন দরিদ্র ১০০০ ব্যাগ ৩ কেজির চাউলের প্যাকেট ধরাইয়া দেয়া হল। কিন্তু, এতে তার সত্যিকার কোন উন্নয়ন কিন্তু ঘটবেনা। তার চেয়ে যদি দুইজন পথশিশুর আগামী পাচ বছরের পাড়াশুনার ও খাবার খরচ বহন করা হয়, তাহলে দুইজনের জন্য অন্তত সত্যিকার অর্থে, সাসটেইনেবলভাবে ভাল কিছু করা হবে। ১০০০ জনকে সাপোর্ট দিতে গিয়ে ০ - ১০০০ গোলে হারার চেয়ে কি দুইজনকে সাপোর্ট করে ২-০ তে জেতা ভাল নয়?



‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ বা পথশিশুদের আম উৎসব তাই, সত্যিকার অর্থে, একটা অপ্রয়জনীয় জিনিস। কিন্তু, আরিফ আর হোসেইনের মত ফেমাস পাবলিকরা ডাক দিলে ২০-৩০ লাখ টাকা জমায়েত করা কোন ব্যাপার না। সেটা দিয়ে অন্তত ২০ জন পথশিশুকে ৫ বছর চালানো যাবে। অথবা দেশের প্রত্যন্ত অঞ্চল, যেমন, সীমান্তবর্তী, দ্বীপাঞ্চল বা পারবত্য অঞ্চলে ৫০ টি স্কুল স্থাপন করা যাবে!



অপরপক্ষে, এই বছরের ‘পথশিশুদের আম উৎসব’-এ ফেসবুক গ্রুপ ‘আমরা খাটি গরীব’ ৩,৯০০ কেজি আম বিতরণ করেছে। (সুত্রঃ Click This Link.) ৩,৯০০ কেজি আমের প্রতি কেজি কমপক্ষে ৫০ টাকা করে ধরলেও তার খরচ লেগেছে ১,৯৫,০০০ টাকা। আর অন্যান্য আনুষাঙ্গিক খরচ মিলে তাদের খরচ যদি আরও ১,০০,০০০ টাকা হয়ে থাকে, তাহলে খরচ লেগেছে ২,৯৫,০০০ টাকা। সেই টাকা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে কয়টা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল তৈরি করা যায়, অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া কতজন দরিদ্র ছেলে-মেয়ের ১ বছরের পড়ালেখার খরচ বহন করা যায়, তা কি আপনারা আনুমান করতে পারেন?

এরকম কিছু না করে তারা সুবিধাবঞ্চিত শিশুদের হাতে দুটো করে আম ধরিয়ে দিচ্ছে, সেটা খেয়ে তারা ২০-৩০ মিনিটের মধ্যে হজম করে ফেলছে।



প্রকৃতপক্ষে, ২,৯৫,০০০ টাকা দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিশুদের জন্য কমপক্ষে ৬ টি জন্য স্কুল স্থাপন করা যায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়া ১২ জন দরিদ্র ছাত্রের ১ বছরের পড়ালেখার খরচ চালানো যায়।



এইরকম ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ বা ‘আম উৎসব’ আসলে স্রেফ ‘কোয়ানটিটি’র দিকে নজর দেয়, ‘কোয়ালিটি’র দিকে নয়। রাইস বাকেট চ্যালেঞ্জে যেমন আরিফ আর হোসেইন সাহেব, থিউরেটিক্যালী ১০০ কোটি মানুষের খোরাক জোগানোর কথা বলেছেন, কোয়ানটিটির বা সংখ্যার দিক দিয়ে এটা অনেক বড় সন্দেহ নেই; কিন্তু পরিহাস ও পরিতাপের বিষয় এটাই যে, এর মাধ্যমে কোন দরিদ্র মানুষের সত্যিকার কোন উপকারই হয়না বা অবস্থা পরিবরতন হয়না। কারণ এই ১০০ কোটি মানুষের মাত্র একবেলার খাবারই এতে হবে। কিন্তু, মানুষের জীবন তো একবেলার আহারেই সীমাবদ্ধ নয়।



একইভাবে, আম উৎসবও ৩৯০০ কেজি আমের মাধ্যমে বিশাল একটা সখ্যক পথশিশু/দরিদ্র শিশুকে (সম্ভবত ৫৫০০+) শিশুকে আম খাইয়েছে। কিন্তু, এর মাধ্যমে ৫৫০০ পথশিশু কিন্তু ‘পথশিশু’ই রয়ে গেল।



(৬)



আপনি যখন কোন সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষদের জন্য কিছু করতে চান, তখন আপনাকে যত বেশি সম্ভব দায়িত্ব নিতে হবে। কোন পথশিশুকে বা দরিদ্র মানুষকে ৫০ টাকা দান করাকে ভিক্ষাই বলে, সমাজসেবা বা কমিউনিটি সার্ভিস বলেনা। এটার সাথে ৫০ টাকা দামের দুটো আম ধরিয়ে দেয়ার কি আদৌ কোন পার্থক্য আছে?



২১ শে জুন রোমে আম উৎসবের খবর ছাপা হয়েছিল খাসখবর প্রবাসপত্রে। সেখানে বলা হয়েছে,



“দেশের বিভিন্ন জায়গার সাথে ইতালীর রোমেও ফান্ডরেইজিং ইভেন্ট আয়োজনের মাধ্যমে পথশিশুদের সহযোগীতার হাত বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশীরা।



আগামী ১৮ জুন পর্যন্ত দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পথশিশুদের জন্য অর্থ সংগ্রহ করে সেই ২১ জুন সারা বাংলায় খুশির বন্যায় ভাসাতে বাংলাদেশের একমাত্র ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবীদের গ্রুপ “আমরা খাঁটি গরিব” এর সাথে এগিয়ে এসেছে ইতালী প্রবাসীরা।



“আমরা খাঁটি গরিব” ইতালীর কো-অর্ডিনেটর অপু হায়দার এবং স্থানীয় অভিবাসীরা রাজধানী রোমের একটি পার্কে “পথশিশুদের আম উৎসবে রঙ্গিন করি মন” ইভেন্ট আয়োজন করে। আর এর মাধ্যমে আমের রসে মাখা সেই পথ শিশুদের আনন্দে ভরা অনুভূতির কিছুটা অংশীদারী হওয়ার সুযোগ করে দেয়।



এসময় খাঁটি গরীবের সহযোগীরা বলেন, দেশের অনেক মহলের লোক এই শিশুদের বিভিন্ন অপকর্ম চুরি, ডাকাতি, নেশায় দ্রব্যসেবন এমনকি হরতালে বোমা ফাটানো থেকে শুরু করে আরও অনেক খারাপ কাজে ব্যবহার করছে। কিন্তু দেশের একমাত্র অনলাইন ভিত্তিক স্বেচ্চাসেবক গ্রুপ “আমরা খাঁটি গরিব” তাদের পাশে এসে দাড়িয়েছে নিঃস্বার্থভাবে। আর আমরা চাই এই ‘পথশিশু’ শব্দটির সাথে ‘পথ’ শব্দটি সরিয়ে দিয়ে একটি সুন্দর স্বাভবিক একটি শিশু’র মর্যাদা দিতে।“


( Click This Link )



তো, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে, “দুটো করে আম খাইয়ে আপনি কোন পথশিশুকে কিভাবে চুরি, ডাকাতি বা নেশাদ্রব্য থেকে দূরে সরাতে পারবেন?”



প্রশ্ন আরও জাগে যে, “আপনারা আগামী ১০ বছরেও যদি বছরে একদিন এভাবে আম খাওয়া চালিয়ে যান সবার হাতে দুটো করে আম ধরিয়ে দিয়ে, এর মাধ্যমে কি আদৌ পথশিশুদের একজনকেও স্বাভাবিক শিশুর মর্যাদা দিতে পারবেন?”



আসলে, যারা দারিদ্র্যকে তাদের জীবনে সেভাবে দেখেনি, তাদের কাছে একবেলা মানুষকে খাওয়ানোটা বা একদিন দরিদ্র জনগোষ্ঠীর সাথে সময় কাটানোটাই অনেক কিছু। এসব, স্বল্পমেয়াদী কাজের জন্যই দেশের মানুষ দরিদ্রই থেকে যায়, তাদের ভাগ্যের কোন উন্নয়ন হয়না।



শুধু আরিফ আর হোসেইন বা খাটি গরীব গ্রুপই নয়, আরও অনেকেই এরকম শো আপের মাধ্যমে তথাকথিত সমাজসেবার কাজ করে চলেছেন, যেখানে একটা কমিউনিটির দায়িত্ব নেয়ার প্রবণতা নেই, শো আপের প্রবণতাটাই যেন মূখ্য। ইউনাইটেড ন্যাশন ইয়ুথ এন্ড স্টুডেন্ট আয়াসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) নামে একটি সঙ্গগঠন আছে, যারা কিনা একদিন মাত্র পথশিশুদের ইফতার করিয়েই এবং কিছু বিনোদন দিয়েই ‘একদিনের সমাজসেবা’ করে আসছে। সমকাল পত্রিকায় এটা নিয়ে ফিচারও ছাপা হয়েছিল, যেখানে বলা হয়েছে, “এদিকে গত ১৭ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইউনিস্যাবের রংপুর শাখা ৬০ পথশিশুর ঈদকে আনন্দের রঙে রাঙিয়ে তুলতে পোশাক বিতরণ কর্মসূচি, ইফতার এবং বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা করে। ইউনিস্যাবের বর্তমান সভাপতি মামুন মিয়া বলেন, ঈদ আনন্দ ওইসব পথশিশুকে নিয়ে করা হয়েছে, যারা পবিত্র রমজান মাসে ইফতার থেকে বঞ্চিত।“



একটু খেয়াল করলেই দেখবেন, এখানে একদিন ইফতার করিয়েই যেন ২৯ দিন ইফতার বঞ্চনার অভাব পূরন করিয়ে দেয়ার কথা যেন বলা হচ্ছে! একদিন না হয় ইফতার করানো হল, বাকি ২৯ দিনের কোন খবর নেই ওখানে...!



এই হল বাংলাদেশের বেশিরভাগ তরুণ স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠনের অবস্থা।



(৭)



তবে, সবাই যে এরকম দায়সারাভাবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উপকারের চেস্টা করছে তা নয়; কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ভাল কাজও করছে যেগুলো দীর্ঘমেয়াদী, যেগুলোর মধ্যে দায়িত্ব নেয়ার প্রবণতা আছে এবং সত্যিকার অর্থে যেগুলোর মাধ্যমে দরিদ্র বা সুবিধাবঞ্চিত মানুষদের সত্যিকারভাবে উপকার হচ্ছে।



যেমন, মজার স্কুল (https://www.facebook.com/mojarschool2013) প্রজেক্টটি এরকম একটি কাজ, যেখানে তারা ২০১৩ সাল থেকে ঢাকার ৪টি পয়েন্টের – আগাওগাও, শাহবাগ, কমলাপুর, সদরঘাট – পথশিশুদের শিক্ষা, খাবার, পোশাক, বিনোদন –সবই নিয়মিত প্রাদানের কাজ করে যাচ্ছে। কাজগুলো তারা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে করে, যেখানে এর আয়োজকদের দায়িত্ববোধটাই ফুটে উঠে, এবং নিশ্চিতভাবেই এসব আম উতসব বা আইস বাকেট চ্যালেঞ্জের মত একবারের বা একদিনের প্রোগ্রাম নয়।

কমিউনিটি একশন নামে একটি সংগঠন কিছুদিন আগে কয়েকটি দরিদ্র মানুষকে কয়েকটি রিকশা প্রদান করেছিল, যা নিশ্চিতভাবেই সেই দরিদ্র মানুষটির জন্য স্বপরিবারে অনেকদিনের খেয়ে পড়ে বেচে থাকার নিশ্চয়তা প্রদান করেছিল।



বস্তুত, সমাজসেবার প্রকৃতি এমনই হওয়া উচিত; সুবিধাবঞ্চিত মানুষদের জন্য কিছু করতে চাইলে এভাবেই তা করা উচিত।



(৮)



আমি এতক্ষণ যে বিষয়াবলী নিয়ে আলাপ করলাম, সেখানে সবকিছুই আমি ডিটেইলস ব্যাখ্যা করেছি। তারপরও, আমার বক্তব্যের সাথে মনে হয় সিংহভাগ পাঠকই একমত হবেন না। সেটা আমি আশা করতেও চাইনা। যে দেশের মানুষ বেশিরভাগ সময়ই হুজুগে, যে দেশে যুক্তির চাইতে আবেগ বড় হয়ে দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে, সেখানে আমার কথাগুলো মানুষের মন ও মগজে ঢুকতে সময় লাগারই কথা। বাঙালি যদি সবকিছু ঠিকমত সহজেই বুঝতো, তাহলে স্বাধীনতার পরই আমাদের ভুল পথে যাত্রা শুরু হতনা। স্বাধীনতার অবিসংবাদী নায়ক শেখ মুজিব ৭১-এর পরে বলদরপী স্বৈরাচার হিসেবে আবিরভূত হতেন না, বা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান দেশে রাজাকারদের পুনর্বাসন করাতেন না। আমরা বাঙ্গালীরা আসলেই যেন ভুলের মধ্যেই থাকতে পছন্দ করি।



আমি আরিফ আর হোসেইনের সেই স্ট্যাটাসে শুধু এই কমেন্টটি করেছিলাম, “রাইস বাকেট চ্যালেঞ্জ, পথশিশুদের আম উৎসব, এবং সমাজ সেবার নামে কিছু উপযোগিতাহীন স্থুলতার প্রদর্শনী !” আর তাতেই তার একাউন্ট থেকে আমাকে ব্লক মেরে দিয়েছেন। ৪০-৫০ হাজার মানুষের সমর্থনও তার কাছে অপ্রতুল মনে হয়, যখন তিনি দেখেন একজন শেহজাদ আমান তার একটি ‘বিখ্যাত কাজ’-এর তির্যক সমালোচনা করছেন। সত্য কথা উচিত কথার কি এতই শক্তি? এতে কি প্রমাণিত হয়না , স্ট্যাটাসপ্রতি ৪০,০০০ -৫০,০০০০ লাইকও একজন মানুষকে পুরুষ মানুষ বানাতে পারে না?



(৯)



যাই হোক, আমার এই লেখাটির মূল উদ্দেশ্য হল, সমাজসেবার নামে কিছু মানুষ যে চেস্টাগুলো করছেন, সেগুলো যাতে আরও ফলপ্রসূ, সাসটেইনেবল এবং সত্যিকার অর্থে কার্যকর হয়ে উঠে সেই জন্য কিছু দিকনির্দেশনা দেয়া। আমি আশা করি, আমার এই লেখাটি তাদের দৃষ্টিগোচর হবে এবং তাদের নতুন করে চিন্তা-ভাবনা করে দেখার অবকাশ দেবে।



যদিও আমি মনে করিনা যে, আম উৎসবের আয়োজকেরা আমার লেখা পড়েই আগামী বছর আম উৎসব বন্ধ করে দেবেন, যদিও আমি মনে করিনা আরিফ আর হোসেইনের মত মানুষরা খুব সহজে আমার সমালোচনাকে গ্রহণ করবেন, তারপরও আমি এটাই বিশ্বাস করি যে, আরিফ হোসেইন বা রাকিব কিশোরের মত যারা কিনা অনেক পপুলার, যারা কিনা অনেক ভাল কিছু করার যোগ্যতা রাখেন সত্যিকার অর্থেই, তারা ভবিষ্যতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সত্যিকার অর্থে উপযোগিতামূলক, দীর্ঘমেয়াদী কিছু কাজের উদাহরণ সৃষ্টি করে তাদের কাজকর্ম এগিয়ে নিয়ে যাবেন। আশা করছি, অর্থহীন কোয়ানটিটি নয়, অর্থপূর্ণ কোয়ালিটির দিকেই তারা নজর দেবেন।



শুভ কামনা রইলো সবার প্রতি।

মন্তব্য ৩২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার লেখাটি আমার বেশ ভালো লেগেছে। যদিও কিছু কিছু বিষয়ে ঠিক সহমত প্রকাশ করছি না তথাপি মূল যা বুঝাতে চেয়েছেন সেটার প্রতি সমর্থন রইল।

আমি মনে করি, যে সেভাবে পারুক, তারা মানুষকে সাহায্য করার চেষ্টা করুক। এই সব মানবিক কাজ করে যারা লাইক কামাতে চান, তারা লাইক কামাক, তারা নাম ফুটাতে চান, ফুটাক নাম, আর যারা মনের তৃপ্তির জন্য করতে চান, তারা করুন নিজেদের জন্যই।

শুধু একটা জিনিসই চাই না- তা হলো, মানুষের দূর্দশাকে পুঁজি করে, কাজের কাজ না করে যারা শুধু খ্যাতি আর নাম কামাতে চায় তাদের যেন মানুষ চিহ্নিত করতে পারে আর প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন লাইক আর ইভেন্টের আড়ালে বঞ্চিত না হয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১২

শেহজাদ আমান বলেছেন: আমার লেখাটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ!

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

মায়মুর বলেছেন: ১০০ভাগ সমর্থন প্রদান করলাম এবং দীর্ঘ মেয়াদি কাজের কোন সুযোগ থাকলে আমি সময় এবং অর্থ দিয়ে সহায়তা করতে আগ্রহী।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৪

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ! আশা করি শীঘ্রই আমরা একসাথে কাজ করতে পারবো!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ইয়াশফিশামসইকবাল বলেছেন: আরিফ আর হোসেইন কে চাবকে ওদের পাছার চামরা তুলে ফেলা উচিত..।আপনার কথার সাথে পুরোপুরি একমত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২১

শেহজাদ আমান বলেছেন: আসলে আরিফ আর হোসেইন আমাদের ভ্রষ্ট সমাজের এক জ্বলজ্যান্ত উদাহরণ! তারে দেখলেই আমার এবারের ঈদ উপলক্ষে ফুয়াদের ‘উদ্ভট সং’-এর দুটো লাইন মনে পড়ে যায়ঃ

“খুজে খুঁজে রঙ্গিলারে পোক মারে আখলাক
বান্দরের ছবিতেও লাইক পড়ে লাখ লাখ”।

আসলেই, আরিফ আর হোসেইন মাঝে-মধ্যেই বান্দরের নাচ দেখিয়েই চলেছেন, আর কতিপয় আবাল বাঙ্গালী তাতেই হাততালি দিয়ে যাচ্ছে।

তাই, আরিফ মিয়ার চামড়া তুলতে চাইলে তার ১,৬২,০০০ ফেসবুক ফলোয়ার হয়তো বলে বসবেন যে, “তুলতে হলে আগে আমাদেরটাই তুলুন; আমরা থাকতে আরিপ হুচেইনের আমরা কিচু হতে দিতাম না...”

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

অপরাজিত আল আমিন বলেছেন: ভাই খাটি কথা লিখেছেন। সমস্যা হলো হুজুগে বাঙ্গালী কতটুকু বুঝে সেটাই। আমি ২০১৩ সালে পথশিশুদের নিয়ে সচেতনতা মূলক কাজ শুরু করি উদ্দেশ্য লাইক পাওয়া নয় কেবলই সচেতনতা মানুষ জানুক যে পথশিশু নামের প্রানি গুলো আসলে মানুষ জীবজন্তু না। আজ পর্যন্ত কোনো পোষ্টে লাইক চাওয়া হয়নি কারো কাছ থেকে কোনো টাকা চাওয়া হয়নি বিনিময়ে যা দেখলাম তাতে মানুষ আবেগ দেখায় হুজুগে কাজে না। ওইযে তথাকথিত সেলিব্রেটি রাই ওদের পীর। এখন বিরক্ত হয়ে সংগ্রহ করা ছবি পোস্ট করি নিরবে লজ্জায় ঘেন্নায়। আমার সহমর্মিতা রইল আপনার প্রতি। ধন্যবাদ

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৩

শেহজাদ আমান বলেছেন: হুম।

“খুজে খুঁজে রঙ্গিলারে পোক মারে আখলাক
বান্দরের ছবিতেও লাইক পড়ে লাখ লাখ”।

বান্দরের নাচে তো হাততালি পড়বেই রে ভাই; কি আর করা...!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

নীলসাধু বলেছেন: আমি এমন কিছু কাজের সঙ্গে জড়িত। আজকে আপনার লেখা পড়ে বেশ কিছু বিষয়ে আমার অনেক উপকার হল বলা যায়। ধন্যবাদ। আমরা আমাদের পরিকল্পনা নতুন করে সাজাবো।
আমি আপনার বক্তব্যের সঙ্গে একমত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

শেহজাদ আমান বলেছেন: আপনার সচেতনতাকে অভিনন্দন!

আপনাদের মত সচেতন মানুষ আছে বলেই আরিফ আর হোসেইনের মত স্ট্যান্টবাজদের ভিড়েও আমরা বেচে থাকার অনুপ্রেরণা পাই।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++

মূল বক্তব্যে শতভাগ সহমত । ১০০০ জনের জন্য না করে যদি ১ জনের জন্য যদি উল্লেখযোগ্য কিছু করা যায় , সেই ১ জন যদি সফলতা পান , হয়তো সে আরও ১০ জনকে তুলে আনতে পারবে আলোতে ।

পোস্ট প্রিয়তে ।

বাই দ্যা ওয়ে , ফেসবুক সেলিব্রেটি টার্মটা কি শুধু বাংলাদেশেই প্রযোজ্য ? ইহা কি ? খায় না মাথায় দেয় ?

ভালো থাকবেন :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ ভাই!

আমি আমার লেখাতে কিছু স্পষ্ট সত্য কথা বলেছি, যেটা অনেকের কাছে তেতো লাগতে পারে। কিন্তু, এটা ভাল লাগছে যে আপনাদের মত কিছু সচেতন ও বুঝবান মানুষও সমাজে আছেন, যারা হুজুগে ও ভ্রষ্ট সংস্কৃতির স্বরুপ ধরতে পারেন ।

আর হ্যা, ফেসবুক সেলিব্রিটিরা একপ্রকার বান্দরের নাচ দেখানো পাবলিক বলতে পারেন। :D

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

আম্মানসুরা বলেছেন: ‘আমি বললাম, ফুল। তুমি বললে, ফুল, ও তো কাগজের। আমি বললাম, তবুও তো ফুল, লোকটা তো কাগজ দিয়ে বন্দুকও বানাতে পারত' - সমুদ্র গুপ্ত

এটাই কথা খারাপ কিছু তো করছে না। আর আজ স্বল্প মেয়াদি ভালো কাজ করছে বলেই দীর্ঘ মেয়াদি ভালো কাজের কথা চলে আসছে। ভালো কাজের শুরু তো হয়েছে। পথ শিশুদের স্থায়ী উপকার করার ক্ষমতা আমার নেই বলে অস্থায়ি উপকার করার অধিকার কি হারিয়ে ফেলেছি? পলিটিক্স, চালবাজি ছাড়া ভালো কাজ করে কেও যদি জনপ্রিয় হয়ে চায় তাকে আমি শ্রদ্ধার চোখেই দেখব। কেও কাজ শুরু করলেই না নিখুত হবার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু কিছুই যদি না হত তাহলে আপ্নার এই কথা বলার সুযোগ ও তৈরি হত না।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১

শেহজাদ আমান বলেছেন: ওকে, খুব সুন্দরভাবে আপনার অভিমত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ! আপনি খেয়াল করলেই কিন্তু দেখবেন, তারা যে সামর্থ্য অনুযায়ী স্বল্পমেয়াদী বা ওয়ান টাইম কাজগুলো করছে, সেটা দিয়ে কিন্তু ইসিলি দীরঘমেয়াদী, টেকসই এবং সত্যিকারের উপকারী কোন কাজ করতে পারতো। কিভাবে সেতা করতে পারতো, সেটা সম্মন্ধেও আমি আমার লেখায় আলোকপাত করেছি।

কিন্তু, আপনার এটাও বুঝতে হবে যে স্বল্পমেয়াদী কাজ করতে করতেই সবাই সেটাকে মোডিফাই করে দীর্ঘমেয়াদী কাজ করেনা। আম উতসব কিন্তু ২০১১ সাল থেকেই চলছে টানা চার বছর। এর উদ্যোক্তারা এটাকেই পথশিশুদের অনেক উপকারী কাজ ভেবে টানা চার বছর চালিয়ে এসেছে; এবং এভাবে সামনের বছরগুলোতেও চালাবে।

কাজেই এই পরিস্থিতিতে আমার লেখাটা এসব মানুষের চোখে আঙ্গুল দিয়ে তাদের চিন্তাজগতের ক্ষুদ্রতা ধরিয়ে দেবার নিমিত্তেই লেখা।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৭

টুম্পা মনি বলেছেন: গরীবদের নিয়ে উপহাস করার নিত্যনতুন প্রথা আমরা আবিস্কার করি। আর আজকাল ফেসবুক সেলিব্রেটি নামক একটা ট্রাডিশন চালু হয়েছে। চারিদিকে খালি সো অফই চলে। এই সো অফের আড়ালে দুঃখীদের দুঃখ ঢাকা পড়ে যায়।

আপনার ভাবনার সাথে একমত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

শেহজাদ আমান বলেছেন: “খুজে খুঁজে রঙ্গিলারে পোক মারে আখলাক
বান্দরের ছবিতেও লাইক পড়ে লাখ লাখ”।

আসলেই, আরিফ আর হোসেইন মতো ফেসবুক সেলিব্রিটিরা মাঝে-মধ্যেই বান্দরের নাচ দেখিয়েই চলেছেন, আর কতিপয় আবাল বাঙ্গালী তাতেই হাততালি দিয়ে যাচ্ছে।

কিন্তু, কাজের কাজ কিছুই হচ্ছেনা...!

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৬

বোকা সোকা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++


মুল বক্তবের সাথে সহমত ও সমর্থন জানিয়ে রাখলাম। লিখাটা গঠন মূলক, সেই সাথে হুজুগেদের সচেতন হতে সহায়তা করবে বলে আশা করছি।১০জনকে একটু একটু সাহায্য করার থেকে এক জনকে উল্লেখযোগ্য ভাবে সাহায্য করাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

শেহজাদ আমান বলেছেন: ১০জনকে একটু একটু সাহায্য করার থেকে এক জনকে উল্লেখযোগ্য ভাবে সাহায্য করাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি।

আপনার মন্তব্যে +++++++++

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

ডি মুন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: শুধু একটা জিনিসই চাই না- তা হলো, মানুষের দূর্দশাকে পুঁজি করে, কাজের কাজ না করে যারা শুধু খ্যাতি আর নাম কামাতে চায় তাদের যেন মানুষ চিহ্নিত করতে পারে আর প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ যেন লাইক আর ইভেন্টের আড়ালে বঞ্চিত না হয়।


কা_ভা ভাইয়ের বক্তব্যের সাথে সহমত প্রকাশ করছি।


আর আপনি যে রকম দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়ার কথা বলছেন এমনটা অনেকেই করতে চাইবেন না। কারণ এটার ফল (ছবি তুলে পাবলিসিটি/ লাইক কমেন্ট অর্জনের মতো) তাৎক্ষণিক নয় ।

" মজার ইস্কুল " নীরবে কঠিন একটি কাজ করে যাচ্ছে। তাদেরকে কৃতজ্ঞতা জানাই। তাদের এমন দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে আরো অনেকেই উৎসাহী হবেন বলে আশা করি।

আপনার চিন্তাভাবনা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।


১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

এম ই জাভেদ বলেছেন: আপনার লেখাটি পড়ে রাইচ বাকেট বিষয়টিকে আমাদের সমাজে বহুল প্রচলিত যাকাতের শাড়ি লুঙ্গী বিতরনের মত পুণ্যের কাজ মনে হল।
আপনার লেখা অনেকের মনে চিন্তার খোরাক যোগাবে আশা করি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪

শেহজাদ আমান বলেছেন: আমিও আশা করি এসব হুজুগে ও খাটি গরীব মস্তিস্কের মানুষ নতুন করে চিন্তাভাবনা করার অবকাশ পাবে, যদি তারা আমার এই লেখাটা পড়ে। :)

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১৬

আমিনুর রহমান বলেছেন:


আপনার সাথে অনেকাংশেই সহমত। তবে আমার কাছে কিন্তু রাইস বাকেট চ্যালেঞ্জ বিষয়টা "নাই মামার চেয়ে কানা মামা ভালো" এই কথাটাই মনে এসেছে। যারা এই রাইস বাকেট চ্যালেঞ্জটাকে নিজের একটা শো অফ মনে করে করেছে। তারা অনেকেই হয়ত গরিবেরদের নিয়ে চিন্তাও করে না। কিন্তু তাদের এই চ্যালেঞ্জে ১ কেজি চাল অন্তত একটা মানুষের ৬ থেকে ৮ বেলার ভাত হয়ে যাবে। দারিদ্রতা দুর না হোক একটা গরীব মানুষের আগামী দিনের খাবার টুকু তো হলো। বিন্দু থেকেই সিন্ধু হয়। এর এটা শুরু হয়েছে বলেই আপনি বলতে পারছেন। আলোচনা করুন সমালোচনা নয়। সমালোচনা আমরা সবাই করতে পারি কিন্তু কাজের বেলায় কে আছে বলুন !

উদ্যোগ নিন দারিদ্র বিমোচনের আমি আমার সাধ্যমতো আপনার পাশে থাকার চেষ্টা করবো।


আর আপনার এই "স্বাধীনতার অবিসংবাদী নায়ক শেখ মুজিব ৭১-এর পরে বলদরপী স্বৈরাচার হিসেবে আবিরভূত হতেন না" অংশটা ভালো লাগেনি। খুব অল্প একটা কথায় একটা মানুষকে চিনা যায়।


ভালো থাকুন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৮

শেহজাদ আমান বলেছেন: আপনি বলেছেন, “বিন্দু থেকে সিন্ধু হয়”।

কিন্তু আপনি দেখবেন সামনের বছরগুলোতেও কতিপয় পাবলিক হয়তো আম উৎসব চালিয়ে যাবে। আর আরিফ হোসেইন মিয়া মনে হয়না নিজে অন্তত কোন দীর্ঘমেয়াদী ও টেকসই কোন সমাজ সেবামূলক কাজ নিজে হাতে নিবেন। উনার দাপট শুধু ফেসবুকে।

তাই, বিন্দু থেকে সিন্ধু মনে হয় নিকট ভবিষ্যতে হচ্ছেনা...।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৬

এমএম মিন্টু বলেছেন: পোষ্টে পেলাচ প্রিয় আমিনুর রহমান ভাই ।

প্রিয় আমিনুর রহমান ভাই আপনার ফোন নম্বার এবং প্রিয় জানা আপুর ফোন নম্বরতা দিলে আন্তরিক ভাবে খুশি হোতাম ।

আর একটা বিষয় ভাই জানা আপুকে বলে এবারের মত @কালের সময়কে নজর মুক্ত করা আর মামুন ইসলাম ৃন ভাইয়ের কমেন্ড ব্যন মুক্ত করা যায় না । আর ব্যক্তি গতভাবে কোন যোগাযোগ না থাকায় মন্তব্যের ঘরে এ বিষয় গুলো লেখলাম জানি না ঠিক হোল কি না ভুল হোলে ক্ষমা করে দিবেন প্রয়োজনে মন্তব্যটি কেটে দিবেন।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

খাটাস বলেছেন: আপনার বক্তব্যের সাথে অধিকাংশ ক্ষেত্রেই সহমত। তবে একটা কথা বলতে পারি, ইমারজেন্সি সিচুয়েসন যেমন, বন্যা, ভুমিকম্প বা যে কোন বড় দুর্যোগে কেও শো অফ করুক, আর যাই করুক, দুর্গত দের কাছে সাহায্য পৌঁছান টা সবার আগে মুখ্য ব্যাপার।
কিন্তু সাধারণ সময়ে এসব ফালতু শো অফ জেনারেশন কে মিস গাইড করা ছাড়া আর কিছু না।
আর শো অফ করলে ও তাকে রেস্পেক্ট দিয়ে কথা বলতে আমি পছন্দ করি। কারন রেস্পেক্ট থেকেই আলোচনা সম্ভব, হয়ত এতে তিনি তার ভুল আর আমরা আমাদের ভুল বুঝতে পারব। কিন্তু মুরিদ রা এখানে বড় বাধা। তবু ও শ্রদ্ধার চর্চা বজায় থাকা উচিত।

আপনার লেখায় যেমন ৯৯ ভাগ সহমত, তেমনি আপনার বিপক্ষে ও কথা আছে। আমি আরিফ সাহেব কে দেখে যত টুকু বুঝি তার সাথেই পৃথিবীর সব আজিব ঘটনা ঘটে, আর তিনি তা প্রচার করে যাচ্ছেন, আমরা আবেগে কাঁদ কাঁদ হয়ে যাচ্ছি।
আপনি যে নিজস্ব অপমান থেকে এসব যুক্তি দিচ্ছেন না? তা কিভাবে বুঝব? তিনি আগেও ও উদ্ভট স্ট্যাটাস দিয়েছেন? তখন কেন আপনার সৎ চিন্তা আসল না প্রতিবাদের, জেনারেশন মিস গাইড হচ্ছে সে চিন্তার। শুধু মাত্র পরিস্থিতি সামনে আসলে রিয়াক্ট করা কি আমাদের জাতি গত বোকামি নয়? আমরা তো কয় দিন পরেই যে কোন ইস্যু ভুলে যায়। ইস্যু বেচে কেও কেও লাভবান হয়ে যায়। নামাজ পড়তে জানলেই মানুষ নামাজি হয় না। যদি ও ক্ষুদ্র বাস্তব জ্ঞানের ভিত্তিতে আমি আপনার বক্তব্যের সাথেই আছি।

আপনি আপনার ব্লগে লিখেছেন সমাজ কর্মী? সমাজ কর্মীরা তো সমাজ সেবা করে তাই না? হোয়াট দা ফাক ইজ সমাজ সেবা? সমাজের প্রতি সবার কর্তব্য আছে। এই কর্তব্য শব্দ টাকে সেবার নামে চালিয়ে দিয়ে গোষ্ঠী রা মহৎ হয়ে যায়। সমাজ সেবার আর সমাজ কর্মীর সংজ্ঞা জানতে চাই। সমাজ সেবা টার্ম ইউজ করে নিজেকে সাধারণের থেকে আলাদা করার কারণেই নানা অনিয়মের, শো অফের সুযোগ, ফায়দা লাভের সুযোগ সৃষ্টি হয় না কি? যারা সমাজের প্রতি কর্তব্য পালন করে না, তাদের জন্য টার্ম ইউজ করা যেতে পারে সমাজ বিধ্বংসী। যারা সমাজের প্রতি নিজেদের কর্তব্য পালন করে, সমাজ সেবি নাম নিয়ে আলাদা হউয়া কেমন মানসিকতা?


আম্মানসুরা বলেছেন: ‘আমি বললাম, ফুল। তুমি বললে, ফুল, ও তো কাগজের। আমি বললাম, তবুও তো ফুল, লোকটা তো কাগজ দিয়ে বন্দুকও বানাতে পারত' - সমুদ্র গুপ্ত

আপু ভাল বলেছেন ইতিবাচক চিন্তা ভাবনা। কিন্তু কেও যদি কাগজের ফুল বেঁচে আসল বন্দুক কেনে তখন কি হবে?
বলবেন ইতিবাচক চিন্তা করতে হবে। তাহলে এটুকু বলব, সমাজের সাথে রাজনীতি বিষয় টা অঙ্গাওঙ্গি ভাবে জড়িত। রাজনীতিতে ইতিবাচক বিষয় যেমন গুরুত্বপূর্ণ, নেতিবাচক বিষয় তার চেয়ে গুরুত্বপূর্ণ- এই বোধ টুকু না থাকলে সমস্যা। আবেগ বেশি ভাল জিনিস না। তবে শ্রদ্ধা বোধ অবশ্যই বজায় রাখা উচিত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮

শেহজাদ আমান বলেছেন: ভাই, আরিফ আর হোসেইন নামে যে একজন ফেসবুক সেলিব্রিটি আছে, সেটা আমি জানতেই পারি মাত্র ৩ মাস আগে। তারপরই দেখি ব্যাটার ব্যারাছ্যাড়া অবস্থা! সে ফেসবুকে একটা কাশি মারলেও দেখি ২০,০০০- ৩০,০০০ লাইক পড়ে! :D

কিন্তু, যখন উনার ‘রাইস বাকেট চ্যালেঞ্জ’ নামের অন্তসারশূন্য কাজের ব্যাপারটা জানতে পারলাম, তখন আরও কিছু অন্তসারশূন্য সমাজসেবার কাজের সাথে এটাকে জুড়ে দিয়ে আমার লেখাটা লিখলাম।

আর ব্যাক্তিগতভাবে সে যে একজন ধনীর দুলাল এবং পাগলাটে লোক সেটাও বুঝতে পেরেছি। আসলে কি বলবো, এসি রুমে বসে থেকে তো আর অভাবী মানুষের সত্যিকার প্রয়োজন বোঝা যায়না? তাইতো, আরিফ সাহেব এরকম উদ্ভট প্ল্যান সবার মাথায় ঢুকিয়ে দিয়ে হয়তো কাজ সারা হয়ে গেছে মনে করেছেন।

আর আপনার সাথে আমি একমত যে, সমাজের প্রতি সবারই দায়িত্ব ও কর্তব্য আছে; কিন্তু বেশিরভাগ মানুষ তথাকথিত ‘সমাজসেবা’ করার চেষটা করতে গিয়ে আসলে মানুষর উপকার হয় এমন কিছু শেষ পর্যন্ত করতে ব্যর্থ হয়।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ শেহজাদ ভাই। আমার মন্তব্যে কিছু মনে করবেন না। আমি শুধু সামগ্রিক পরিস্থিতি তে আমার বিবেচনা জানিয়েছি। সৎ সাহস নিয়ে লিখতে থাকুন। সত্য ও যুক্তির সাথে অবশ্যই আছি।
ভাল থাকবেন অনেক।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১১

শেহজাদ আমান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

প্রচলিত ভ্রষ্ট কালচার আর কুপ্রথার বিরুদ্ধে আমার লড়াই চলতে থাকবে। আপনার মত মানুষকে পাশে পেয়ে আমি অনুপ্রাণিত!

আপনিও ভালো থাকবেন।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৮

আজকের বাকের ভাই বলেছেন: আপনার ভাবনার জন্য শুভকামনা রইল।
কিন্তু আসলেই কী জানেন আমাদের মতো ছেলেরা যখন আম উৎসব বা ঈদের আনন্দ ভাগাভাগীতে যোগ দেই তখন পকেট থেকে দুইবেলা নাস্তার টাকা বা কয়েকটা সিগারেট কমাতে বাধ্যও হই। তাই আমরা এমন সূদূর চিন্তাকে এগিয়ে নিতে পারিনা।
আমার অনেক দিনের ইচ্ছে পথ শিশুদের জন্য উত্তরায় একটি স্কুল খোলা, ভাবতেই পারবেন না শুধু কাজ করারই কেউ নেই, পয়সার কথা বললে বাকীরাও থাকবে কীনা সন্দেহ।
পারলে আমার এই গ্রুপ থেকে একটু ঘুরে আসবেন। aaaaaaaa

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

শেহজাদ আমান বলেছেন: অনেকের প্রচেষ্টা এক হলে সুদূর চিন্তাকে অবশ্যই এগিয়ে নেয়া সম্ভব মনে করি।

আপনাদের গ্রুপে জয়েন দিলাম। আপনারা এগিয়ে যান। পাশে থাকার চেষ্টা করবো!

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

সুমন জেবা বলেছেন: আশা করছি, অর্থহীন কোয়ানটিটি নয়, অর্থপূর্ণ কোয়ালিটির দিকেই তারা নজর দেবেন ..
ভালো বলেছেন ।

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৪

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ। আসল ব্যাপারটা বুঝতে পারার জন্য আপনাকেও অভিনন্দন।

আপনিও ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.