নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

'বাংলাদেশ রুখে দাড়াও' -- দেশপ্রেমের নামে ভন্ডামি

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৪





'বাংলাদেশ রুখে দাড়াও' নামে একটি সংগঠন আছে, যার সাথে প্রফেসর আনিসুজ্জামান, সুলতানা কামাল, অজয় রায়, এম এম আকাশ, কামাল লোহানী, গোলাম সারোয়ারের মত লোকেরা আছেন। যদিও তারা সাম্প্রদায়িকতা ও সহিংসতা বিরোধী সংগঠন বলে দাবী করে, কিন্তু তারা প্রতিবারই নিজেদের আওয়ামী একটি সংগঠন হিসেবেই যেন পরিচিত করিয়ে দেয় সবার কাছে। যার কারণে আইন-শৃঙ্গখলা বাহিনীর নাম দিয়ে যখন অনেক অনেক মানুষকে গুম বা খুন করা হয়, তখন এরা টু শব্দটিও করেনা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও তারা সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবি নিয়ে হাজির হয়েছে। এরা রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আওয়ামী সরকার যে গণতন্ত্রকে হত্যা করে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা সম্পরকে তারা নিশ্চুপ।



কথা সিম্পল, সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদী হওয়াটা নিঃসন্দেহে একটা ফরজ কাজ, কিন্তু এই একচোখা হয়ে শুধু একটা পক্ষের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান একটা ভন্ডামি ছাড়া কিছুনা



এই সংগঠনটি ভয়াবহ রাস্ট্রীয় সন্ত্রাস ও মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে বরাবরই নিশ্চুপ !



কাজেই বোঝা যায়, সংগঠনটি একচোখা, ভন্ড, আদতে দেশপ্রেমিক নয়, এবং বেশ ভালভাবে ফ্যাসিস্ট, বর্বর আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্য পূরণেই যেন কাজ করে চলেছে।



এদের ভন্ড দেশপ্রেমের প্রচারণা থেকে সতর্ক হওয়া সবারই আজ দায়িত্ব বলেই মনে করি ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

আহলান বলেছেন: মুখোশ ধারী ...হিহিহি

২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৪

শেহজাদ আমান বলেছেন: হুম! তাইতো মনে হচ্ছে !

২| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

আমি আবুলের বাপ বলেছেন: এই দালালরা আছে বলেই,আওয়ামী বাকশাল আজ জাতির ঘাড়ে।

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

শেহজাদ আমান বলেছেন: হুম, সহিংসতার বিরুদ্ধে কথা বলার পাশাপাশি এদের সরকারের অপশাসনের বিরুদ্ধেও কথা বলা উচিত। যেহেতু, সেটা এরা কখনো করেনা, তাই তাদের অসততার কারণে তাদের ভন্ড বলাই যেতে পারে।

৩| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

অেসন বলেছেন: এখানেতো কোন পক্ষের বিরুদ্ধে রুখে দাড়ানোর কথা বলা হয়নি। তাছাড়া বিএনপির
দাবী, সরকারই পেট্রোল বোমা ব্যবহার করছে। তাহলে আপনার গায়ে লাগলো কেন?

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

শেহজাদ আমান বলেছেন: আইন-শৃঙ্গখলা বাহিনীর নাম দিয়ে যখন অনেক অনেক মানুষকে গুম বা খুন করা হয়, তখন এরা টু শব্দটিও করেনা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও তারা সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়ানোর দাবি নিয়ে হাজির হয়েছে। এরা রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কথা বলে, কিন্তু আওয়ামী সরকার যে গণতন্ত্রকে হত্যা করে আজকের এই পরিস্থিতি সৃষ্টি করেছে, সেটা সম্পরকে তারা নিশ্চুপ।

আর সুলতানা কামাল খালেদাকে উদ্দেশ্য করে গতকাল বলেছেন, "অবরোধ, কিসের উদ্দ্যেশ্যে অবরোধ?'
কিন্তু, তিনি সরকারের উদ্যেশ্যে বলেন নাই, "গুলিকরে মানুষ মারা, কিসের জন্য মারা?'

আর রাস্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে এরা কক্ষনোই কথা বলে নাই।

তাই এদের একচোখা হওয়াটাকে আমার কাছে অসততা মনে হয়েছে। তাই আমার গায়ে লাগতেই পারে।

৪| ২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

মাঘের নীল আকাশ বলেছেন: কী শুনলে খুশি হইতেন ভাই? সবপক্ষরে খুশি কইরা কথা কইলে আপনেই আবার দালাল কইতেন!!!

২১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৩

শেহজাদ আমান বলেছেন: সবপক্ষরে খুশি কইরা কথা কইলে আপনেই আবার দালাল কইতেন!!!

-- ভাই, একপক্ষ মানুষ পোড়ায়ে মারে, আরেকপক্ষ বিনা বিচারে গুলি কইরা বা গুম কইরা মারে। তাই দুইপক্ষের কাউকেই সমালোচনার বাইরে রাখা যায়না

কিন্তু, একপাক্ষিক হয়ে এনারা নিজেদের অসততার পরিচয় দিয়েছেন বলেই আমি দৃঢ়ভাবে বলবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.