নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় দেখেছি শ্রাবণ বা ভাদ্রে
কখনও প্রখর রোদ্রে,
কখনও ঝিরি ঝিরি বৃষ্টিতে
ধ্বংস অথবা সৃষ্টিতে।
দেখেছি তোমায় হয়তোবা,
বর্ষা, শীত অথবা ফাগুণে
শাণিত স্লোগানের আগুন জ্বালা আন্দোলনে।
নতুবা হয়তো –
কতিপয় শুকনো আতেলের সম্মিলনে,
ভাবসর্বস্ব সামাজিকতার মোহাচ্ছনে,
মানুষের লেবাসে কিছু যন্ত্রমানবের মধ্যিখানে
ভেসে যেতে দেখেছি অসামাজিকতার অন্ধটানে।
যেভাবেই তুমি দেখা দাও আমায়,
আমি তোমাকে ছুয়েছি আমারই মানবতায়,
জেনে রেখ তুমি --
আমার নিত্য আগমণ থাকবে তোমারই পাড়ায়।
তোমারই জন্য না আজি
আমি ছেড়ে দিতে রাজি,
আমার বিশ্বাস বা অবিশ্বাস
যদি তুমি দাও আশ্বাস,
তুমি হবে শুধুই আমার
না হয় বিসর্জনই দেব পথ যত মধ্যপন্থার।
খোলসসর্বস্ব মানবতার বুলি না হয় গাইব
তোমার জন্য না হয় অন্তসারশূন্য হয়েই রইব।
মোমবাতি হবে প্রতীক মরণের,
ভাববনা, আমি শিকার কোন চন্দ্রগ্রহণের,
ভুলে যাব দেশ আজ মহাবিশ্ববেহায়ায় পর্যদুস্ত,
আমি শুধু তোমাতে হব চন্দ্রগ্রস্থ।
হে শাহবাগের কন্যা—
ওপেন রিলেশনশীপের খোলা ডাস্টবিন ছেড়ে বরং শুধু আমার হয়ে এসোনা?
শুদ্ধতা, মনুষ্ব্যত্ব আর ভালবাসা হোক আমাদের প্রেরণা।
সত্যি বলছি, করবনা তাহলে এর মত কোন ‘ছাগু সংগীত’ রচনা,
আমি হই তোমার বাসনা, তুমি হও আমার কামনা।
২৬ শে জুন, ২০১৫ রাত ৯:২৭
শেহজাদ আমান বলেছেন: কিডন্যাপ কইরা পড়ে আবার জঙ্গি বা স্বাধীনতাবিরোধী বইলা মামলা খাইয়েন না আবার !
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২২
আরণ্যক রাখাল বলেছেন: বেশি কতা কইলে শাবাগের কইন্যারে কিডন্যাপ কইরা নিয়া আমু