নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

প্রেমপূজ্য পদাবলী

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৫

• যদি আঁধারে হারিয়ে যায় প্রিয়মুখ
আসি আসি করেও পালিয়ে থাকে সুখ,
তবে, দীর্ঘশ্বাসেই ভারি হয়ে থাকুক এ বুক
চারপাশ ঘিরে রাখুক প্রেমের অসুখ।

• আকাশেরই চন্দ্র-তারা
কেউ তোমার মতো না রে বন্ধু
তোমার মতো না,
তোমায় ভালোবাসার আগে জানা ছিল
আমার জানা ছিল না!

• আবারও আসবে ঘূর্ণিঝড়
আবারও আসবে সুনামি,
শক্ত করে রাখব ধরে তোমায়
কোথাও হারাবে না তুমি!

• তুমিই আমার ঈশ্বর!
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম
সবখানেই দেখি তোমার অধর!

• আমায় তোমার চোখের কোণে আলো হয়ে থাকতে দাও
যেন সেই আলোতে তুমি সারা বিশ্ব দেখতে পাও!

• শূন্য থালা হাতে বসে আছি পথের ধারে,
সে তো অনেকদিন ধরে
সেটাও আমার থেকে কেড়ে নিলে তুমি, প্রিয়া!

• আমায় ছুঁয়ে দেখ, মেয়ে
আমিই সেই কিংবদন্তি

• কি আর হবে এই মানবজীবন দিয়া?
যদি হতে পারতাম তোমার বুকে থাকা ব্যাকটেরিয়া!

• সিগারেটের ধোঁয়া হয়ে আমার ফুসফুসে ঢুকে যাও মেয়ে,
মিশে যাও রক্তের প্রতিটি কণায়,
যেন আর কখনো ধোঁয়া খাওয়ার প্রয়োজনই না হয় এজীবনে!

• তুমি সামনে দাঁড়ালেই মনে হয় হাজির ঈশ্বর,
তাই করি না তোমায় না পাওয়ার ডর!

• বুকে ব্যথা নিয়ে কত আপনার কাছে আসব আর?
এবার তো হ্যাঁ বলে দিন, ও ডাক্তার!

• শূন্য এ জীবনে তুমিই সাহারা,
নয়না, এ হৃদয়কে দিও তুমি প্রহরা!

• জানিয়ে দিলাম জুকারবার্গকে ফরমান,
আমার পোস্টে তোমার এক লাইক
করে দেওয়া হোক এক লাখ লাইকের সমান!

• তোমার হাত ধরে হাঁটছি সাগর তীরে
খোলা আকাশের নীচে
আর হিংসায় ফুঁসে উঠছে ওই সাগর
গর্জন করে উঠছে ক্রুব্ধ আকাশ!
তোমার প্রতি আমার ভালোবাসা যে
ওই সাগরের চেয়েও গভীর
আকাশের চেয়েও বিশাল !


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৭

শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ! এভাবেই লিখি আমি! :)

২| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ২:২৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সরি ভাই ভালো হয়নি। তবে চেষ্টা করেন একদিন ভালো হবেই।

৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৩:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.