নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনো একদিন সেই বুকশপ ক্যাফেটাতে,
তোমার অবাক দুচোখের সাথে মিলেছিল
আমার মুগ্ধ দুনয়ন!
অথচ আজও আমাদের মিলন হলো না বলে
সেই কষ্টে একসময় বন্ধ হয়ে গেল বুক ক্যাফেটা।
আর সেই বুক ক্যাফেটার দুঃখে কাতর হয়ে
বন্ধ হয়ে যাচ্ছে শহরের বাকি বুক ক্যাফেগুলোও,
অথচ প্রিয়তমা, তুমি তা জানলে না এখনও।
তোমার-আমার জন্য একেলাই কেঁদে চলেছে
বুকশপের ওই অবিক্রিত বইগুলো!
২৩ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ ভাই!
২| ২৩ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২
শেহজাদ আমান বলেছেন: ধন্যবাদ! তবে বিষয়বস্তুর দিক থেকে অসাধারণ বলতে পারেন!
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪০
পদ্মপুকুর বলেছেন: সুন্দর বিষয়ে সুন্দর লিখেছেন