নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

আপনারা কি স্রেফ পুরাতন ভবন ভাঙ্গার শ্রমিক, নতুন ভবন গড়ার কারিগর নয়?

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫



প্রিয় মাহফুজ আলম, নিজের গুরুত্ব ও ভারটা বোঝার চেষ্টা করবেন, প্লিজ! কখনো গৃহযুদ্ধের কথা বলেন, কখনো অখণ্ড বাংলার কথা বলেন...! এসব অতি উচ্চ কথন থেকে আপনি বা আমরা কি কিছু অর্জন করতে পারব? নাকি হারানোর আশঙ্কা আরো বেশি তৈরি করছেন আপনারা? প্রিয় হাসনাত আবদুল্লাহ, আপনার মতো বড় হৃদয়ের মানুষের কাছ থেকে আমরা আরো বেশি দায়িত্বশীলতা কি আশা করতে পারি না? হাজার হাজার মানুষ আপনাকে ফলো করে...সেখানে কারো 'গাক গাক' মার্কা পোস্ট কি শেয়ার না দিলেই নয়? সময়ের প্রয়োজনে আপনারা আজ উচ্চ আসনে আসীন। কিন্তু নিজেদের দায়িত্ববোধ ও ওজনটা তো বুঝতে হবে, তাই না ভাইয়া?

আপনাদের জেনারেশনকে এত কাছ থেকে দেখেছে, আমার মতো এমন মিলেনিয়াল খুব কমই আছে। আজ থেকে দেড়-দুই বছর বা তারো আগে থেকে আপনাদের জেনারেশনের ব্যাপারে আমার খুব একটা ভালো ধারণা ছিল না। মাঝখানে আপনাদের জেনারেশনই সময়ের প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই, জুলাই-আগস্টে আমিও রিথিংক করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু, এখন কেন জানি মনে হচ্ছে, আমার আগের ধারণাই সঠিক!

আপনারা সেই ফ্যাসিবাদী, অকেজো, শত জুলুম ও অপরাধের ইমারত ভেঙ্গে দিয়েছেন...সেজন্য আমরা আপনাদের জেনারেশনের কাছে কৃতজ্ঞ। কিন্তু নিজেদের কি শুধু ভবন ভাঙ্গার শ্রমিক হিসেবেই রেখে দিতে চান? ভাঙ্গা ভবনের স্থলে নতুন, সুন্দর ভবন বিনির্মাণের কারিগর কি আপনারা হতে পারবেন? সেই যোগ্যতা ও দক্ষতা কি আপনারা বা আপনাদের জেনারেশন বিন্দুমাত্র ধারণ করেন? প্রশ্নটা নিজেদেরকেই করে দেখুন! স্রেফ একটি নির্দিষ্ট সময় আপনাদের সামনে নিয়ে এসেছে; কিন্তু নিজেদের অবস্থানটা একটু বুঝুন; সীমানাটা বুঝুন। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন বলে দেশের সবকিছুর ঠিকাদারী আপনাদের দেওয়া হয়নি!

সামনের দিনগুলোতে নিজেদেরকে সত্যিকারভাবে যোগ্য ও সক্ষম করে তুলুন! শুভ কামনা রইল!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৩৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পোস্টটির জন্য ধন্যবাদ।
আমার কাছে মনে হয় এই কথাগুলো খুবই সংক্ষিপ্ত করে তাদের ফেসবুক ওয়ালের মন্তব্যের ঘরে লিখলে ভালো হয়।

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৮

শেহজাদ আমান বলেছেন: আপনিই দিন না। এটা ধরেন অনেকটা খোলা চিঠির মতো লেখা, ওকে

২| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬

শূন্য সারমর্ম বলেছেন:


ভবন ভাঙতে শক্তি হলেই হয়, গড়তে মগজ লাগে।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২১

কামাল১৮ বলেছেন: গড়ার জন্য যে জ্ঞানের দরকার তা তাদের নাই।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১২:৪৪

নিমো বলেছেন: এরা হচ্ছে The Sorcerer's Apprentice। আর Sorcerer হচ্ছে মার্কিন যুক্তরাস্ট্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.