নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যাঁ, শাহবাগ থেকেই, শাহবাগের উপর ভর করেই যাত্রা শুরু হয়েছিল আওয়ামী ফ্যা/সি*বাদের! এটা অস্বীকার করার উপায় নেই!
আরিফ জেবতিক ও বেশিরভাগ শাহবাগ আন্দোলনের নেতা বারবার বলেন যে তারা 'যু*দ্ধাপরাধের বিচার' চেয়েছিলেন। কিন্তু তারা 'বিচার' চাননি; যুদ্ধা/পরাধের অভিযোগ যার নামেই থাকুক, তার ক্ষেত্রেই 'ফাঁ*সি' ছাড়া অন্যকিছু তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না; 'ফাঁ/*সি ছাড়া অন্য কোনো রায় মানি না' মার্কা আন্দোলন ছিল তাদের। বিচার বা ন্যায়বিচার চাওয়া এক কথা, আর ফাঁ/সি ছাড়া অন্য রায় মানি না' মার্কা চাওয়া আরেক কথা। যখন কিছু লোক 'বিচার'-এর বদলে কেবল 'ফাঁসি চাই ফাঁসি চাই' বলে প্রচণ্ডভাবে উত্তপ্ত হয়ে যায়, তখন সেটা প্রপগতিশীলতার সাথে যায় না; যারা এমন করে তাদের আর প্রগতিশীল বলা যায় না ন্যূনতমভাবেও!
অপরাধ যা-ই থাকুক, বিচারে যাই পাওয়া যাক, ফাঁ/সি ছাড়া অন্য কোনো রায় মানি না, যেভাবেই হোক খালি 'ফাঁ*সি'র রায় দিতে হবে- এর চেয়ে ফ্যা/সি*বাদী চিন্তা খুব কমই আছে। কাজেই শাহবাগে ২০১৩-এর আন্দোলন ছিল এক উ/ন্মত্ত ম*বের ফ্যা/সিবাদী আন্দোলনই, যেটার উপর ভর করে ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ পেয়ে যায় তৎকালীন আওয়ামী লীগ। এর প্রতিবাদে সেই ২০১৪-তে ব্লগে বেশ কটি লেখা লিখেছিলাম; তখন আওয়ামী পন্থীদের থেকে 'ছাগু,' 'শিবির,' 'নাস্তিক শিবির' কত গালিই না খেয়েছি। তবে চরম প্রতিকূল সময়ে সত্য কথা বলার গাটস সবার থাকে না, আমার সেটা ছিল।
আজকে যারা ম*ব নিয়ে কথা বলেন, তারা এটা বলেন না যে 'শাহবাগ আন্দোলন'ও ছিল একটা ম*ব...। আজকের মব অবশ্যই দেশের জন্য অনেক বড় ক্ষতিকর, ঠিক যেমনটা ক্ষতিকর ছিল ২০১৩-এর সেই শাহবাগ মব। 'ফাঁসি চাই ফাঁসি চাই' মার্কা উন্মত্ততা ২০১৩-তে এই দেশের কিছু তথাকথিত সেকুলারই দেখিয়েছেন, যা দেশকে পিছনের দিকেই নিয়ে গেছে। আমার মতে, এটাই ছিল দেশের সেক্যুলারদের সবচেয়ে বড় ঐতিহাসিক ভুল, ঐতিহাসিক উন্মত্ততা! ধর্মীয় রাজনীতিকে মোকাববেলা করে পরাজিত করতে হলে সেক্যুলারদের এটা প্রমাণ করতে হবে যে তারা আসলেই ধর্মীয় রাজনৈতিক লোকেদের তুলনায় উদার ও সহিষ্ণু। কিন্তু গণহারে, নির্বিচারে ফাঁসি নিশ্চিত করার আন্দোলন মার্কা কাজ করে কি কখনো সেটাকে মোকাবেলা করা সম্ভব বা সম্ভব ছিল???
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৮
শেহজাদ আমান বলেছেন: হ্যাঁ, ফাঁসি তো যে কেউই চাইতে পারে। কিন্তু ফাঁসি চাহড়া অন্য কোন রায় কি সাহহবাগের আদনোলনকারীরা কখনো চেয়েছে, মেনেছে?
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০৫
এ পথের পথিক বলেছেন: শাহাবাগ এখন ঘৃণার পাত্র । শাহবাগ আন্দোলন রাজাকারের বিচারের মোড়কে মুলত ইসলাম বিদ্বেষী নাস্তিক, সেক্যুলাঙ্গারদের বাংলাদেশে উত্থান ও তাদের ছাড়া চলে না টাইপ ভাবে উপস্থাপন করা হয়েছে । যারা ছিল ফ্যাসিবাদের দোষর এবং ফ্যাসিবাদ কায়েমের মুল ভিত্তি প্রস্তর স্থাপনকারী। এরাই খুনি হাসুর সব গুম, খুন, ধর্ষনের, ব্যাংডাকাতি, আয়নাঘরের জন্য দায়ী । খুনি হাসু এত বছর মানুষ হত্যা করেছে কোন শাহাবাগীকে দেখেছেন শাহাবাগে গিয়ে আন্দোলন করতে ? চোখের সামনে ছাত্র হত্যা করল কোন শাহাবাগীদের দেখেছেন শাহাবাগে গিয়ে আন্দোলন করতে ? খুনি হাসুর সময়ে প্রকাশ্যে হত্যা, ধর্ষন করা অন্যায়ের বিচার কেন চাননি ? নাকি শাহবাগুদের কাছে এসব অপরাধ না কারন ১৩ তে আম্লিক তাদের স্বপ্নপুরন হয়েছিল ? নাকি ইসলামকে গালি দিয়ে, ৭১ চেতনার জিকির করলে সব গুম, খুন, ধর্ষনের, ব্যাংডাকাতি, আয়নাঘর স্থাপন করলে সব মাফ, এসব অন্যায় অপরাধ হয় না । শাহবাগুদের উত্তর কি এখানে । খুনি হাসিনার আমলনামা
যদিও আমাদের বুঝতে অনেক বছর সময় লেগেছে । তারপরও আমরা জেনেছি, বুঝেছি । এখন সবাই গালি দেয় "শালা তুই শাহাবাগী", "শাহবাগী তুই গোসল কর " ।
সামুও দেখবেন প্রত্যক্ষভাবে ফ্যাসিবাদের পক্ষে, শাহবাগুদের পক্ষে । টাইটেলে নির্বাচিত পোস্টের পাশে "বিষয় ভিত্তিক ব্লগ" নামে পাতা রয়েছে । সেখানে কেন "জুলাই ২০২৪ আন্দোলন" নামে কোন বিষয় যুক্ত হল না ?
সামুর প্রতি আমার অভিযোগ
আপনার লেখার জন্য ধন্যবাদ ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২১
সৈয়দ কুতুব বলেছেন: শাহবাগের মব এবং বর্তমানের মবের মধ্যে পার্থক্য আছে। দুটো কখনোই এক নয়। একটা বাঙ্গু সেক্যুলারিস্ট যারা বা*ল পাকনা পন্ডিতি করলেও এরা শারীরিক ভাবে ক্ষতিকর নয়। এদের দোষ এরা শাহবাগে নারী পুরুষ একসাথে রাত কাটিয়েছে, গঞ্জিকা সেবন করেছে, আর ন্যায় বিচার কে প্রভাবিত করেছে। এখন যারা মব করছে এরা কয়লা করে ফেলবে দেশ। তাদের ফেইসবুক আইডি গুলো একবার ঘুরে দেখিয়েন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৪২
নিমো বলেছেন: আপনার মত মধ্যমা পন্থীরা কোন বাল ফেলে দেশ উদ্ধার করেছেন?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০০
শেহজাদ আমান বলেছেন: কিছু করতে আপ্রছি কিনা, সেটা পরের বিষয়। আমরা অন্তত দেশের বারোটা বাজানোর ইন্তেজাম করি নাই কখনো
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯
মেঘনা বলেছেন: শাহবাগে যাদের ফাঁসি চাওয়া হইছিল- তারা হারামি, তারা একাত্তরের মানবতার বিরোধী, তারা ৩০ লক্ষ বাঙালির হত্যা ও ২ লক্ষ নারী ধর্ষণের সাথে যুক্ত, তারা বাঙালি জাতীয়তাবাদ বিরোধী।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বিচার বহিভূত কোন কিছুই মেনে নেওয়ার মতো না। একটা সভ্য জাতির কাম্য।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:০৭
অধীতি বলেছেন: ওই আন্দোলনে যেসব গুণীজনেরা শুরুতে গিয়েছিলেন পরে ভুল বুঝতে পেরে সরে পড়েছিলেন তারাও বোধয় আজও অনুশোচনা করেন ওটার জন্য।
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:০০
কামাল১৮ বলেছেন: ফাঁসির আদেশ কোন রাজনৈতিক দল দেয় না।আদেশ দেয় কোর্ট।ফাসি চাইতে পারে যে কোন বাদী।আমি ব্যক্তিগত ভাবে ফাঁসির দেয়ার পক্ষে না।পৃথিবীর অনেক দেশ ফাঁসির পক্ষে না।