![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেদের আহাম্মকি আর নির্বুদ্ধিতার জন্য বিএনপি মারা খাচ্ছে, খাবে এবং পুরো দেশকেই মারা খাওয়ানোর ব্যবস্থা করতেছে। আপনাদের এরকম আনস্মার্ট, ঢিলেমি মার্কা ও পুতুপুতু নতজানু টাইপের পলিসি ও কাজকর্ম দিয়ে আর যাই হোক বর্তমানের রাজনীতি হয় না।
বৈষম্যবিরোধী ছাত্রদের হাতে স্রেফ কয়েক মাস আগেই ছাত্রদল নেতা পারভেজ খু*ন হওয়া নিয়ে আপনারা সাথে সাথেই কথিত বৈষম্যবিরোধী ছেলেপেলের একেবারে কোনঠাসা করতে পারতেন। কথিত শিশু উপদেষ্টাদের সাঙ্গপাঙ্গ, সহকারী ও এনসিপির নেতাদের শত শত কোটি টাকা দুর্নীতির জন্য তাদেরকে লুটপাটকারীদের দল হিসেবে অনলাইনে ও অফলাইনে সবার আকারে চরমভাবে ট্যাগ দিতে পারতেন। তারাই যে নব্য আওয়ামী লীগ, সেই ট্যাগ দিয়ে তাদেরকে তুলোধুনো করতে পারতেন।
কিন্তু সেসব আপনারা কিছুই পারেননি; আপনারা এই কথিত বৈষম্যবিরোধী এবং এনসিপির প্রতি মাত্রাতিরিক্ত নরম কেটে আসছেন; আপনারা জামাতকে চরম প্রতিপক্ষ ও শত্রুজ্ঞান করেছেন; জামাত অবশ্যই প্রতিপক্ষ ও হু*মকি আপনাদের ও দেশের জন্য; কিন্তু তাদের ন্যুনতম একটা লেভেল আছে; আসল শত্রু যে কিংস পার্টি এনসিপি ও তাদের পৃষ্ঠপোষকেরা, সেটা আপনারা কখনোই বুঝতে চেষ্টা করেননি, আমলে নেননি।
আর এনসিপি ও কথিত বৈষম্যবিরোধীরা সুযোগ পেয়েই আপনাদের ছুটকো-ছাটকা চাঁদা তোলার জন্য পুরো বিএনপিকেই চাঁদাবাজদের দল হিসেবে অনলাইনে সবার কাছে পরিচয় করিয়ে দিল; আপনাদেরকে আওয়ামী লীগে সমতূল্য হিসেবে প্রমাণ করতে চাইল; আর এখন মোক্ষম সুযোগ পেয়ে ফণা তুলে বিএনপিকেই নিষিদ্ধ করার কথা বলছে; বিএনপিই পালানোরও পথ পাবে না বলছে...!
আপনারা বড় বিপদে পরেছেন ব্রাদার! কী আর করা! মারা খান এখন! এনসিপি ও অন্যান্য মৌল*বাদী দলের কথামতো স্যাররে আজীবন ক্ষমতায় রাখতে রাজি হন, অথবা সামনে যদি ইলেকশন কোনোমতে হয়ও এনসিপির নেতাদের পা ধরে ২০ টা আসন পাওয়ার ব্যবস্থা করা যায় কিনা, সেটা দেখেন! আওয়ামী লীগ তো ২০১৮-এর ইলেকশনে আপনাদের ১০ টা আসন দিছিল; সামনে ২০ তা আসন পাইলে নিশ্চয় আপনারা খুশিই হবেন!
...এবং পুরো বাংলাদেশকে এনসিপি, জামাত ও অন্যান্য মৌ*লবাদী এবং বিদেশি শক্তি নির্ভর গ্রুপের হাতে তুলে দিয়ে মারা খাওয়ান!
১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০১
শেহজাদ আমান বলেছেন: পেশা পলিটিকস হলেও সৎ ও দায়বদ্ধ থাকতে হবে। দেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে হবে; নইলে সব শেষ।
২| ১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
এসব খুনাখুনি নরমাল।
১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০২
শেহজাদ আমান বলেছেন: এই নিকৃষ্ট সংস্কৃতি বন্ধ করতে হবে।
৩| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: চারপাশ দেখে শুনে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে।
১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৩
শেহজাদ আমান বলেছেন: আমারও ভাই; ফ্যাসিস্টের বিদায় হয়েছে, কিন্তু এখন অনেকেই ফ্যাসিস্ট হয়ে উঠেছে।
৪| ১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৩:৪০
রানার ব্লগ বলেছেন: প্রশ্নঃ জামাত ও এনসিপির মধ্যে পার্থক্য কি ? ব্যখ্যা সহ প্রমান দাও ?
১২ ই জুলাই, ২০২৫ বিকাল ৫:০৪
শেহজাদ আমান বলেছেন: জামাত ও এনসিপি একই মায়ের পেটের ভাই; ডানপন্থা, দেশবিরোধিতা ও উগ্রতা তাদের গর্ভ।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ দুপুর ২:১৫
সৈয়দ কুতুব বলেছেন: এসব নিয়ে ভেবে আর কি করবেন ? পেশা হিসাবে পলিটিক্স কে বেছে নিলে খুনাখুনি থামবে না ।