নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

আওয়ামী লীগের লোকজনকে ধরে পুলিশে দেওয়া সহ সকল মব জাস্টিস থেকে দূরে থাকুক বিএনপি

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:১৬



বিএনপির যে সব অতি উৎসাহী এবং লং টার্ম পলিটিকস না বোঝা লোক আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেমধ্যেই ধরে পুলিশে দিচ্ছে, তাদেরকে সেটা করতে বারণ করতে হবে দলের হাইকমান্ডকে। বিএনপির হাই কমান্ডের এবং এমনকি এর তৃণমূলের নেতাকর্মীদেরও এই সহজ জিনিসটা বোঝা উচিত যে এই কাজ প্রশাসন ও পুলিশের; বিএনপির নেতাকর্মীরা সেটা করলেও সেটা 'ম*ব জাস্টিস'ই হবে নির্দ্বিধায়! বিএনপির উচিত স্রেফ আওয়ামী লীগের মধ্যে যারা খু*ন, গু*ম, বিপুল দুর্নীতিসহ বিভিন্ন অপ*রাধে জড়িত ছিল, তাদেরই বিচারের আওতায় আনতে প্রশাসনকে তাগিদ দেওয়া। আওয়ামী লীগের দেশে থাকা সবাইকে শত্রুজ্ঞান করা এবং তাদেরকে মাইর দিয়ে পুলিশে দেওয়ার মতো ম*বমার্কা কাজ থেকে বিএনপিকে দূরে থাকতে হবে।

কিন্তু বাস্তবে, বিএনপির অতি উৎসাহী লোকেরা যেভাবে এসব কাজ করছে, সেটা জামাতও কখনো করছে না। এনসিপি ও বৈষম্যবিরোধীদের পরেই এসব মব জাস্টিসে বিএনপিই অবস্থান করছে, যেটা খুবই দুঃখজনক! সামনে যদি ইলেকশন টাইমলি ও ফেয়ার হয় (যদিও সেইক্ষেত্রে ব্যাপক সন্দেহ আছে আমার!), তাহলে আওয়ামী লীগের সবাইকেই শত্রু বানালে ভোটের হিসাবে আপনাদের সামনে ধরা খাবার সম্ভাবনা ব্যাপক! আওয়ামী লীগের একটা বড় অংশের ভোট থেকে আপনারা বঞ্চিত হবেন তখন, যেহেতু আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেই মনে হয়!

আমি নিজেও দেশের খ্যাতিমান কয়েকজন পলিটিক্যাল এনালিস্টকে এটা নিয়ে কথা বলতে বলেছিলাম। কিন্তু আমার কথাকে খুব একটা পাত্তা দেয়নি। আশার কথা হলো, রিজওয়ান রিজু ভাইসহ বিএনপির কিছু একটিভিস্ট এটার বিরুদ্ধে কথা বলছেন! এখন বিএনপির হাইকমান্ড এটার গুরুত্ব বুঝে দলের নেতাকর্মীদের এটা থেকে দূরে থাকতে কখন বলবে, সেটাই দেখার বিষয়! :)

এই কথাটা বিএনপিকেই এত সিরিয়াসলি বলছি কেননা, জামাত, এনসিপি, ইসলামি আন্দোলন ও এবি পার্টির মতো মৌলবাদী, ডানপন্থী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী পার্টিদের এই রমরমা সময়ে বিএনপির মতো মধ্যপন্থী গণতান্ত্রিক দলগুলোই কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য শেষ ভরসা। কিন্তু বিএনপি নিজের পায়ে নিজে কুড়াল মারলে বা নিজের ইয়ে নিজেই মারলে সেই ফলাফল কিন্তু পুরো দেশ ও দেশের মানুষের উপরেই চরম নেতিবাচকভাবে পড়বে! কাজেই সাধু সাবধান, অসাধুও সাবধান! :)

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪২

কাঁউটাল বলেছেন: বিএনপির উচিত সকাল বিকাল একটা করে হাউয়ামী ছাগল ধরে ধরে নাস্তা করা।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫১

শেহজাদ আমান বলেছেন: আরে, ভাই দেখি জঙ্গিবাদী মববাদী লোক! আপনেরে আর কী কইতাম?

২| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৪৪

কাঁউটাল বলেছেন: হাউয়ামী চাঘলদের ধারণা উহাদের ভোটে বিএণপি ক্ষমতায় যাবে। হেহ।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৩

শেহজাদ আমান বলেছেন: না, না, আওয়ামী ভোটে গামাত, ধোনচিপি ক্ষমতায় যাবে! যাই হোক, ভাইয়ে মনে হয় ৫ আগস্টের পর বিপ্লবী হয়েছে; তাই ব্লগে ও অনলাইনে আওয়ামী বিরোধী আমার লেখালেখি সমর্কে জানেন না! আমার রাজপথের একটিভিটিজের না হয় কথা বাদই দিলাম। :)

৩| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মনে হয় এদের একমাত্র কাজই হচ্ছে আওয়ামী লীগকে মারের ওপর রাখ‍া। এদিকে দেশের যে কী অবস্থা, সেদিকে খবর নেই। জামায়াত, বিএনপি- এরা অনেক মুরিদ পয়দা করেছে; এদের কাজ হলো বিএনপি-জামায়‍াতের অপকর্ম ভুলিয়ে দেওয়া আর আওয়ামী লীগের সমালোচনা করা। আওয়ামী লীগ তো এখন নেই, তাও দেশের এই হাল কেন এ প্রশ্নের উত্তর এই ছাগলগুলোর কাছে নেই।

২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:৫৬

শেহজাদ আমান বলেছেন: দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি ফিরে যাওয়ার আগে দেশের অবস্থা ভালো হবে না। এর এই পথে যাওয়ার মূল বাঁধা ইউনুস সরকার, জামাত, এনসিপিরা। আর খারাপ শাসক হিসেবে হাসিনার পর এরইমধ্যে ডঃ ইউনুসের নামও কিন্তু অনেকে উচ্চারণ করছেন।

৪| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:২৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আর খারাপ শাসক হিসেবে হাসিনার পর এরইমধ্যে ড. ইউনুসের নামও কিন্তু অনেকে উচ্চারণ করছেন। মাত্র একবছরে এই অবস্থা, চিন্তা করেন পাঁচ বছর থাকলে কী হবে?

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৫

শেহজাদ আমান বলেছেন: নিঃসন্দেহে তখন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টও শাসক হিসেবে ইউনুস সরকারেই নাম ইতিহাসে লেখা তারা যদি ৫ বছর থাকে।

৫| ২৩ শে জুলাই, ২০২৫ বিকাল ৫:৪৮

সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি কাউকে ধরে থানায় দিলে শিবির তাদের লোক বলে ছাড়াতে যায় থানায় । একি মুসিবত ।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৬

শেহজাদ আমান বলেছেন: ধরা ছাড়া - কোনোটাই কামের না, সঠিক না। এটা প্রশাসনের হাতেই ছেড়ে দেওয়া উচিত।

৬| ২৩ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: @কুতুব,আওয়ামা লীগের সমর্থকদের ধরে ধরে জেলে দিলে দেশে আর কোন লোক থাকবে।প্রাচীন একটি দলের কোটি কোটি সমর্থক।জামাতের পরে আওয়ামী লীগই প্রাচীন দল।মুসলীম লীগ ছিলো বর্তমানে বিলুপ্ত।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৩৮

শেহজাদ আমান বলেছেন: আওয়ামী আমলে আওয়ামী লীগের অনেক অনেক অন্যায়ের বিরুদ্ধে শতকণ্ঠে উচ্চকিত ছিলাম। আর এখন যদি লীগের বিরুদ্ধেই অন্যায়, অমানবিক কিছু হওঁয়, সেটার বিরুদ্ধেও আমি কথা বলতেছি, বলব, এটাই আমার নীতি!
হ্যাঁ, বর্তমানে লীগের বিরুদ্ধে অঙ্কে ক্ষেত্রেই একসেস, হচ্ছে যেটা মেনে নেওয়ার মতো না।

৭| ২৪ শে জুলাই, ২০২৫ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: সূর্যকে দাবিয়ে রাখা যায় না।
আওয়ামীলীগ হচ্ছে সূর্য।

২৪ শে জুলাই, ২০২৫ রাত ৮:৪১

শেহজাদ আমান বলেছেন: আওয়ামী আমলে আওয়ামী লীগের অনেক অনেক অন্যায়ের বিরুদ্ধে শতকণ্ঠে উচ্চকিত ছিলাম। আর এখন যদি লীগের বিরুদ্ধেই অন্যায়, অমানবিক কিছু হওঁয়, সেটার বিরুদ্ধেও আমি কথা বলতেছি, বলব, এটাই আমার নীতি
বাই দ্য ওয়ে, আওয়ামী লীগ সূর্য, একথা বলেন কেমনে? গত পনেরো বছরে লীগের শত শত খুন, গুম, দুর্নীতি, গণতন্ত্র-মানবাধিকার হরণ- এগুলা কি অস্বীকার করতে চান? :)

৮| ২৬ শে জুলাই, ২০২৫ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

২৬ শে জুলাই, ২০২৫ রাত ৮:২৭

শেহজাদ আমান বলেছেন: আপনাকে স্বাগতম! ভালো থাকবেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.