![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে বর্তমানে ইন্টেরিমের বিপুল ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হলে বা এনসিপি, জামাত এবং জুলাইয়ের চেতনা নিয়ে যারা ব্যবসা করছে, তাদের নিয়ে সমালোচনা, নিন্দা করলেই বিরোধীদেরকে আওয়ামী দোসর বা সফট লীগার বানিয়ে দেওয়া হচ্ছে, এসব কাজ কিন্তু আসলে আওয়ামী লীগের করে আসা নির্ল*জ্জতম কাজেরই নি*র্লজ্জতম পুনরাবৃত্তি।
আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করত, জুলাই গণঅভ্যূত্থানের সাথে জড়িত অনেকেই পরে যে স্রেফ জুলাই ব্যবসা করে নিজের আখের গোছাচ্ছেন, তাতে কারোই সন্দেহ নেই। আবার, আওয়ামী লীগের এসব চেতনা ব্যবসা ও অ*পকর্মের কেউ সমালোচনা ও নিন্দে করলে লীগাররা তাদের 'জামাত-শিবির' বা 'রাজাকার' বানিয়ে দিত। ঠিক তেমনি বর্তমানের কথিত ইন্টেরিম, এনসিপি ও জুলাই ব্যবসায়ীদের অপকর্মের সমালোচনা করলে অনেককেই 'আওয়ামী দোসর/আপা প্রেমী' ট্যাগ দেওয়া হচ্ছে, ব্যাশিং করা হচ্ছে!
জেনে রাখুন, "আপনাদের এসব ট্যাগিং এখন আর কেউ খায় না!"
আর, বরং আপনাদের মতো জুলাই ব্যবসায়ীরাই নব্য আওয়ামী লীগ, নব্য ফ্যা*সিস্ট এবং নব্য স্বৈরাচার...লাউড অ্যান্ড ক্লিয়ার!
মুক্তিযুদ্ধ ব্যবসা এবং যাকে-তাকে রাজাকার দেওয়ার আওয়ামী কালচারে অতিষ্ঠ হয়ে মানুষ একসময় গত জুলাইতেই বিক্ষোভ মিছিল করেছিল যে, "তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার!' ঠিক তেমনি আপনাদের ট্যাগিংয়ের কারণে অতিষ্ঠ হয়ে সামনে শত শত মানুষ যদি প্রতিবাদ মিছিল বের করে, "তুমি কে আমি কে, হাসিনা, হাসিনা" বলে, তাহলে সেই দায় কি আপনারা নেবেন???
২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৯
শেহজাদ আমান বলেছেন: কথা ঠিক। বাংলাদেশে অবস্থা একটু বেশিই খারাপ!
২| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: রাজাকার রাজাকার স্লোগান নিয়ে আবু সাইদ কি বলেছিলো মনে আছে ? উহা একটা সাটায়ার ছিলো । শেখ হাসিনা কে মক করা হয়েছিলো। এখন বিএনপি কেন জামাত কে রাজাকার বলছে সেটা তাদের জিগানো দরকার। আবার বলা হইতেসে জিয়াউর রহমান জামাতের পিতা ।
২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:০২
শেহজাদ আমান বলেছেন: জামাত বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কাজেই বিএনপি জামাতের ঐতিহাসিক পাপ নিইয়ে তো আওয়াজ তুলবেই। যদিও আমি এখনলো মনে করি বিএনপি ও জামাতের একটা গণতান্ত্রিক ঐক্য থাকা দরকার!
৩| ২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:০৭
সৈয়দ কুতুব বলেছেন: বিএনপি ও জামাতের একটা গণতান্ত্রিক ঐক্য থাকা দরকার ।
তাহলে বিরোধি দল কে হবে ? তাদের এখন বিভেদ থাকাই ভালো।
২৪ শে জুলাই, ২০২৫ রাত ১০:১১
শেহজাদ আমান বলেছেন: তাই বলে দা-কুমড়া সম্পর্ক?
৪| ২৫ শে জুলাই, ২০২৫ রাত ১২:৫৮
কামাল১৮ বলেছেন: দিন দিন রাজাকারের সংখ্যা বাড়ছেই।যাঁরাই স্বাধীনতার বিরোধিতা করে তারাই রাজাকার।
২৫ শে জুলাই, ২০২৫ সকাল ৯:৪৭
শেহজাদ আমান বলেছেন: এর পুরো দায় ইউনুস সরকার ও এনসিপি-জামারতের মতো মৌলবাদী দলগুলোর!
৫| ২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ১২:৩২
পদাতিক চৌধুরি বলেছেন: বক্তব্যের সঙ্গে সহমত। তবে স্লোগানটা যার যার নিজের।
২৫ শে জুলাই, ২০২৫ দুপুর ২:২৮
শেহজাদ আমান বলেছেন: ডঃ ইউনুস সরকার পাল্লা দিচ্ছে হাসিনা সরকারের সাথে পাল্লা, কে দেশের মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর, সেটা প্রমাণ করতে!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০২৫ রাত ৯:১৬
আমি নই বলেছেন: এই উপমহাদেশের মানুষগুলোই এরকম, এরা প্রতিযোগীতা করে কে কার চাইতে বেশি খারাপ হতে পারে।