নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সমাজকর্মী

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

বিএনপির লাস্ট ড্যান্সঃ যা যা করা দরকার এই অতীব ক্রিটিক্যাল মোমেন্টে

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:১৮



জামাত পিআর ছাড়া নির্বাচন করবে না!
তাগো সাগরেদ এনসিপি নতুন সংবিধান না হলে নির্বাচন করবে না।
তাল দিতেছে এর সাথে আরো কিছু মৌলবাদী ডা*নপন্থী দল!
নির্বাচন ঠেকাতে ও বিভিন্ন অন্যায্য সুবিধা আদায় করতে সামনে অনেক কিছুই করবে পুরনো ও নব্য অ*প রাজনৈতিক দলগুলো।

এদিকে, সম্প্রতি বিএনপির কিছু কাজকর্মের কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে তাদের ভূমিকাও কিছু জায়গায় প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে মুক্তিযুদ্ধ ও ট্রুলি বাংলাদেশপন্থীদের সমর্থন ও ভোট (যদি নির্বাচন হয়) তাদের দিকে কতটুকু যাবে, সেটা কিন্তু অনিশ্চিত!

ডিয়ার বিএনপি, আপনাদের অতি উৎসাহী কিছু লোকদের ঠেকান! নিজেদের জোট বড় করেন, মিত্র বাড়ান- দেশি-বিদেশি উভয় ধরনের মিত্রের কথা বলছি...স্মার্ট মুভ নিন ও নিজেদের স্ট্র্যাটেজি স্ট্রং করুন!

এ টু জেড সব ধরনের প্ল্যান রেডি রাখুন...মনে রাখবেন, প্রয়োজনে শত্রুর শত্রুদেরও কিন্তু কাজে লাগাইতে হয়...!

আরো মনে রাখবেন বারবার যে উ*গ্রবাদী ও দেশবিরোধী শক্তিদের সাথে লড়াইয়ে আপনার কিন্তু শেষ ভরসা! সত্যিকার বাংলাদেশপন্থী জনগণকে নিয়ে সামনের কঠিন পথটুকু আপনাদেরই পাড়ি দিতে হবে! আপনারা দোষত্রুটির ঊর্ধ্বে নয়; কিন্তু আপনারা হারলে পুরো দেশই কিন্তু খাঁদের কিনারায় চলে যাবে!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৩২

বিজন রয় বলেছেন: বিএনপি আপনাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিক।

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪২

শেহজাদ আমান বলেছেন: জ্বি স্যার! যারা এখন তাদের পরামর্শক হিসেবে আছেন, তাদের অনেকের চেয়ে ভালো করব আমাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিলে, এটুকু আত্মবিশ্বাস আছে! :)

২| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪৭

বিজন রয় বলেছেন: আপনি সেটা পারবেন কারণ আপনি সাধারণ জনগণের একজন। তাদের মনের কথা বলতে পারবেন, কিন্তু নেতা হলে পারবেন না।

২৩ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৫১

শেহজাদ আমান বলেছেন: প্রথমত, আমি সাহধারণ সেটা ঠিক আছে। কিন্তু আমি অতটা আম-জনতাও নই, আমার সাথে পরিচয় থাকলে সেটা বুঝতেন।
যাই হোক, অত্যন্ত বড়মাপের নেতা হলেও আমি চেঞ্জ হতাম না খুব একটা, এই গ্যারান্টি প্রকাশ্যেই দিতে চাই। তবে, আমি কিন্তু বলিনি আমি নেতা না বা নেতা ছিলাম না! :)

৩| ২৩ শে আগস্ট, ২০২৫ রাত ১১:২১

কামাল১৮ বলেছেন: নির্বাচন করবে নির্বাচন কমিশন। কে আসলো কে আসলোনা সেটা দেখা নির্বাচন কমিশনের কাজ না।এই সরকার দেশ পরিচালনার উপযুক্ত না।ছাগল দিয়ে চাষ করা সম্ভব হলে লোকে গরু কিনতো না।

৪| ২৪ শে আগস্ট, ২০২৫ রাত ১:৫১

লোকমানুষ বলেছেন: বিএনপির হিস্ট্রি বলে, এরা স্মার্ট মুভ ব্যাপারটির সাথে ‌তাদের কোন পরিচয় নেই। তারা বরাবরই গৎবাঁধা চালচলনে বিশ্বাসী। যে কারণে বিগত ১৬ বছর মার খেয়েছে, আর এখন পিচ্চি-পাচ্ছা বাচ্চাদের রাজনীতির গ্যাঁড়াকলে পড়ে নিজেদের আক্কেল সালামী দিচ্ছে।

৫| ২৪ শে আগস্ট, ২০২৫ সকাল ৯:১৭

শ্রাবণধারা বলেছেন: ডিয়ার বিএনপি বলে আপনি বিএনপিকে যেসব উপদেশ দিয়েছেন, এগুলো নতুন কথা নয়। এগুলো বিএনপি জানে বলেই আমার ধারনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.