নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

কেমন হয় এই সময়ের কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা দেখা লোকজন?

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯



এই মরার দেশে যারা সাহিত্য সম্পাদক বা বিভিন্ন মিডিয়ায় সাহিত্য পাতা দেখেন, তারা আসলে কেমন হয়??
এক কথায়ঃ এদের বেশিরভাগই নিম্নমানের, ত্রুটিপূর্ণ ও অন্তঃসারশূন্য~!
আমার অভিজ্ঞতা ও দর্শন থেকে আসুন বিষয়টা নিইয়ে বিস্তারিত আলাপ করি--

শাহবাগ-কারওয়ান বাজার কেন্দ্রিক বর্তমানের কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা দেখা লোকজনের রুচি বেশ আঁতলামীপূর্ণ। যেমন, কবিতা বলতেই বোঝে কথিত বিমূর্ত কবিতা, দেশপ্রেম ও দ্রোহের কবিতা কখনোই লেখেন না বললেই চলে; দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা তো দূরের কথা। সাহিত্য বলতে শাহবাগ-কারওয়ান বাজারের কথিত 'ভালো' চাকরি করা মিডল ক্লাস 'এলিটরা' যা বোঝে, এসব কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা নিয়ে কাজ করা লোকেরা এর চেয়ে বেশি কিছু বোঝে না!

এদের কেউ কেউ কঠিন 'নারীপ্রেমী,' আবার কেউ কেউ একজন নারীর সাথে কীভাবে এপ্রোচ করতে হবে, কথা বলতে হবে, সেটাই বোঝে না! এদের প্রায় সবাই সেলিব্রেটিপ্রেমী; একজন টিনএজার বা তরুণ যেমন সেলিব্রেটি বা বিখ্যাত লোকেদের প্রতি হাইপ বা হুজুগের দ্বারা প্রভাবিত, এসব সাহিত্য সম্পাদক বা সাহিত্যপাতা নিয়ে কাজ করা লোকেরাও ঠিক তেমনি! অন্তসারশূন্য বলে কথা! আর মদ-গাঁজার চাষবাস নিয়মিত এদের মধ্যে চলে বলে এরা মোটেই মানুষের সাথে কমুনিকেটিভ না, চলে 'আমিই বস' মার্কা আঁতলামি ও অ্যাবনর্মাল ভাব লইয়া।

সমস্যা হচ্ছে, যারা এদের সাহিত্য পাতা দেখার জন্য মিডিয়ায় লইয়্যা আসেন, সেই বড় ভাইয়েরাও তাদেরই মতো অন্তঃসারশূন্য। আর ইহারাও ভবিষ্যতে একই দায়িত্বে যাদের লইয়্যা বসাবেন, তারাও ওনাদের পছন্দের বা একই ক্যাটাগরির লোক হইবেন, সেটাতেও সন্দেহ নাই! আর এই দুষ্টচক্রটাই গত ২০-২৫ বছর ধরে এদেশে চলমান!

এই ধরনের লোকেদের হাত থেকে সাহিত্য সম্পাদনা বা সাহিত্য অঙ্গনকে মুক্ত করার কোনো বিকল্প নাই!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



যেমন গার্বেজ আসছে সাহিত্যের নামে, তেমনি গার্বেজ কালেকটরেরা তা নিয়ে কাজ করছে।

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৬

শেহজাদ আমান বলেছেন: লেখকের সংখ্য অনেক বেশি। এদের মধ্যে অনেকেই গার্বেজ উৎপাদন করতে পারে, নিজেরাই গার্বেজ হইতে পারে। কিন্তু সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা নিইয়ে কাজ করা লোকজন সংখ্যায় বেশি হয় না! এদের বেশিরভাগই যখন গারবেজ হয়, তখন ফলাফল তো হয় ভাই খুবই মারাত্মক! :)

২| ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২

সৈয়দ কুতুব বলেছেন: সাখাওয়াত হোসেন নামে একজন রাইটার আছেন । চিনেন ?

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৬

শেহজাদ আমান বলেছেন: চিনলাম না। তাঁর দুয়েকটা বইয়ের নাম বইলেন তো পারলে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.