নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মিলেনিয়ালদের সাথে জেন জি\'দের পার্থক্য আসলে অ্যাপ্রোচের, মেন্টালিটির, বোধের

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১:৫৭



মিলেনিয়াল সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক, মাশরাফিদের আমলে তিনবার এশিয়া কাপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ। সবচেয়ে বলার মতো ছিল তাদের অ্যাপ্রোচটাঃ হারার আগে না হারার চেষ্টা করত তারা, অথবা আজাইরা কেয়ারলেস অ্যাপ্রোচ ছিল না বললেই চলে তাদের সময়কার টিমের।

আর এই কথিত জেনজি তানজিদ, পারভেজ ইমন, হৃদয়, রিশাদ, জাকের-ফাকেরদের আমলে বাংলাদেশের সেই অ্যাপ্রোচ বা মাইন্ডসেটটাও আর নেই! ভীষণ কু*ৎসিত, জঘ*ন্য, নি*র্লজ্জ, দায়িত্বজ্ঞানহীন, অনুতাপহীন এই জেনজিদের সময়কার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দেশের জেনজিদের বেশিরভাগই যেমন বেজলেস, কাণ্ডজ্ঞানহীন, মস্তিষ্কহীন ভাঁড় একেকটা, ঠিক তেমনি এই জেনজিদের ক্রিকেট টিমটাও...!

পঞ্চপাণ্ডব থাকা অবস্থায় হারলেও সেই খেলায় সেরাটা চেষ্টা করতো। এরা চলে যাওয়ার পর একেবারে হযবরল হয়ে গেছে।

পঞ্চপাণ্ডবদের সাথে এই ক্রিকেট টিমের পার্থক্য আসলে মিলেনিয়ালদের সাথে জেন জিদের পার্থক্য। যদিও সব জেন জি এমন না, তবে বেশিরভাগই এমন...!

ক্রিকেট ম্যাচ তো ক্রিকেট ম্যাচ, অন্যান্য দিক দিয়ে জেন জি'রা আসলে কেমন?? জেন জি'দের নিয়ে বিস্তারিত কয়েকটি লেখা লিখেছি এই ব্লগেই!

জেন জি'দের নিয়ে এই ব্লগেই আমার লেখাগুলো দেখে আসতে পারেনঃ

লিংক ১ঃ Click This Link

লিংক ২ঃ Click This Link

লিংক ৩ঃ Click This Link

লিংক ৪ঃ Click This Link

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৭

সৈয়দ কুতুব বলেছেন: আমরা দেখেছি কিভাবে রিয়াদ , মুশফিক জেতা খেলা হেরে যায় । আসল কথা আমরা পারি না । আমাদের কমন সেনস কম।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯

শেহজাদ আমান বলেছেন: জ্বি, সেটা দেখতে পারেন; জেতা ম্যাচ হেরে যেতে পারে অনেক দলই। কিন্তু বাংলাদশের বর্তমানের জেন জি সর্বস্ব ক্রিকেট টিমের অ্যাপ্রোচ, মেন্টালিটি একেবারেই ভয়াবহ, করুণ, বীভৎস! কেননা, মিলেনিয়ালদের সাথে জেন জি'দের পার্থক্য আসলে অ্যাপ্রোচের, মেন্টালিটির, বোধের। আর এই পার্থক্যটা আপনে ধরতে না পারলে আপনার সাথে কথা বলাই বেকার! :)

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:১৫

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের রিয়াদ শেষবার টি ২০ ওয়ালড কাপে ১৮ বলে যখন ৩৩ রান লাগে তখন ৫ টা বল ডট দিয়েছে। এখন সব দোষ জেন জিদের তাই না ? মোসতাফিজ, রিশাদ , তাসকিন এরা যে ভালো খেলে সেটা কি চোখে পড়ে না ?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:২১

শেহজাদ আমান বলেছেন: আপনে কি জেন জি নাকি? নাইলে এমন বেকুবের মতো কথা বলেন কেন? তাসকিন, মুস্তাফিজ জেন জি না; ওরা মিলেনিয়াল বয়সের দিক দিয়ে। জেনে-বুঝে কমেন্ট করাই ভালো, ভাই! :)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: মোট কথা আপনি এখন দোষ দিবেন জেন-জি রা পারছে না । বাকিরা একেবারে খুব পারতো । ৩ বলে ২ রান নিতে পারে না আবার মিলেনিয়াল মিলেনিয়াল করেন । বাংলাদেশের সব চেয়ে বজজাত জেনারেশন মিলেনিয়াল । এগুলো গুটিবাজ। তামিম-সাকিব বড়ো উদাহরণ । তাসকিন ও মুসতাফিজ লেইট মিলেনিয়াল যেটাকে কোথাও কোথাও জেন-জি ধরে ।

নিজেরা পারেন নাই এখন সব দোষ জেন-জি দের ।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

শেহজাদ আমান বলেছেন: জ্বি, আপনাকে নতুন সমাজবিজ্ঞানী হিসেবে নো-বেল দেওয়া দরকার! আমিও জেন জি ভাই, কেননা জেন -জি'র ভিতরে আমার নারী বন্ধুই আছে ২০-৩০ জন! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৬

শেহজাদ আমান বলেছেন: যদিও আমার বয়স ৪১ চলে! :)

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:০১

শেহজাদ আমান বলেছেন: আমি ভাই লেটেস্ট জেন জি! :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মাইন্ডসেট হয় না ওদের ঠিকমতো।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

শেহজাদ আমান বলেছেন: এটা জেন জি'র, এবং আরো বিশেষ করে বললে জাতি হিসেবেই আমাদের জাতীয় সমস্যা! :(

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫২

রাজীব নুর বলেছেন: !

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৩

শেহজাদ আমান বলেছেন: !:#P

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: হুম!

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ দুপুর ১:৩৭

নতুন বলেছেন: দেশের জেনজিদের বেশিরভাগই যেমন বেজলেস, কাণ্ডজ্ঞানহীন, মস্তিষ্কহীন ভাঁড় একেকটা, ঠিক তেমনি এই জেনজিদের ক্রিকেট টিমটাও...!


যে পারে সে সবখানেই পারে।

অন্য দেশের টিমেও জেন জি আছে। তারা ঠিকই পরিকল্পনা মাফিক খেলে দলকে জয়ী করতে পারছে।

আমাদের টিমের কাণ্ডজ্ঞানহীন খেলা দেখে। ক্রিকেট খেলা দেখা ছেড়েদিয়েছি :(

২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:০৬

শেহজাদ আমান বলেছেন: জেন জি জিনিসটাই ভয়ানক! দেখেন না- নেপালের সংসদ ভবনে আগুন দিছে, প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুঁড়িয়ে মেরেছে! আর বাংলাদেশের জেন -জি হচ্ছে অকর্মণ্য, মস্তিষ্কহীন! :)

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৩৪

নতুন বলেছেন: আগুন দেয় নিবোধেরা। আমাদের উপমহাদেশে ঘর পোড়ার মাঝে আলু পোড়া দেবার মানুষের অভাব নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.