| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্রোতে গা ভাসাতে পারে অনেকেই; তবে স্রোতের বিপরীতে দাঁড়াতে হয় অনেক সময়েই, কেননা না হলে যে সত্য বা বাস্তবতা বোঝা আয় না! একুশে বইমেলার সময়কাল নিএয় একটু অন্যরকম, কিন্তু শতভাগ বাস্তবচিত আলাপ দিতে চাই!
একুশে বইমেলা ২০২৬ এই বছরের ডিসেম্বরের ১৭ থেকে শুরু হওয়াটাই ঠিক আছে; কেননা ফেব্রুয়ারি মাঝামাঝি দেশে ইলেকশন হলে, তাঁর আগে ও পরে দেশে অনেক ধরনের অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হবার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বিভিন্ন কারণে। এর পাশাপাশি, দেশের মানুষ তখন রাজনৈতিক বিষয় নিয়ে এত ব্যস্ত থাকবে যে বইমেলার প্রতি আগ্রহ অনেক কমে যাবে। এসব কারণে ফেব্রুয়ারিতে বইমেলা হলে সেটা ফ্লপ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি থাকবে।
লাস্ট বাট নট দ্য লিস্ট, সামনের ইলেকশ যদি ধরেন ফেব্রুয়ারির ১২ তারিখে হয়, এবং সামনের ইলেকশনে জয়ী হয়ে যদি কোনো 'ডা*নপন্থীদের জোট' বা 'মৌলবাদী শক্তি' ক্ষমতায় আসে, তখন বইমেলা ২০২৬-এর বাকি সময়টাও দেশের সাংস্কৃতিবান ও প্রগতিশীল মানুষেরা ভালোভাবে উপভোগ করতে পারেন কিনা, সেটার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না।
কাজেই শেষবারের মতো মুক্তভাবে বইমেলা উপভোগের সুযোগ কিন্তু হতে পারে এই ডিসেম্বর-জানুয়ারিতেই!
এরপরও 'ফেব্রুয়ারিতে বইমেলা হোক' বলে কেউ চিল্লালে বলতে হবে আপনাদের কমন সেন্স, ব্যবসায়িক সেন্স একেবারেই কম, পলিটিক্যাল সেন্স তো দূরের কথা...!
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৮
শেহজাদ আমান বলেছেন: দেবে ভাই! কথিত গেঞ্জিদের অনেকেই জামাতকে ভোট দেবে! এই গেঞ্জিদের বেশিরভাগের কাছে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার চেতনা, বাঙ্গালীর সাংস্কৃতিক নিজস্বতা, এসব কিছুই ম্যাটার করে না। বরং, দেশে ডানপন্থী চেতনার ব্যাপক উত্থানের কারণে এরা জামাতকেই একটা 'ইসলামি দল' মনে করে ভোট দেবে! কিচ্ছু করার নাই! ![]()
২|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১২
জেনারেশন একাত্তর বলেছেন:
বইমেলায় আপনার কোন গার্বেজ প্রকাশিত হওয়ার সম্ভাবনা আছে?
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:২৬
শেহজাদ আমান বলেছেন: আগে আপনার এমন কমেন্টের হেতু যদি বলেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর দিব!
৩|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আমরা হবো তালেবান, বাংলা হবে আফগান!
।
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:৫০
শেহজাদ আমান বলেছেন: আফগানিস্তান + পাকিস্তান = আফপাক!
আমরা হব আফপাক!
৪|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৩
জেনারেশন একাত্তর বলেছেন:
বইমেলার ৯০ ভাগ বই হচ্ছে গার্বেজ; আমি জানতে চাচ্ছি যে, আপনার কোন গার্বেজ কি ওখানে ফেলা হবে!
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
শেহজাদ আমান বলেছেন: আমার 'গার্বেজ' বই কোনটা পড়েছেন, সেটা আগে একটু বলেন না? বাজারে তো আমার ২৬ টি অনুবাদ বই ও ২টি কবিতার বই আছে। দুয়েকটা পড়ে জানান যে কোন দিক দিয়ে এগুলো গার্বেজ! ![]()
৫|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৪৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অমর একুশ বলতে আমরা কি বুঝি ???
..................................................................
তার ধারাবাহিকতাই একুশের মেলা
সেটা অন্য মাসে করার খোড়াঁ যুক্তি পেলেন কোথায় ???
৬|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:০৬
কৃষ্ণের মুরলী বলেছেন: তসলিমা নাসরিন টাইপ বই 'বই মেলায়' না থাকলেই হল। এগুলিকে মুক্তচিন্তা বলে না।
৭|
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৫১
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কৃষ্ণের মুরলী বলেছেন: তসলিমা নাসরিন টাইপ বই 'বই মেলায়' না থাকলেই হল। এগুলিকে মুক্তচিন্তা বলে না। আপনি তার কয়টা বই পড়ছেন? ফেসবুক পোস্ট পড়ে কারও বই সম্পর্কে মূল্যায়ন করা যায় না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০১
শেহজাদ আমান বলেছেন: সুন্দর বলেছেন তূর্য্য দা!
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১১
সৈয়দ কুতুব বলেছেন: যৌবনের প্রথম ভোট, জামায়াতে ইসলামীর পক্ষেই হোক।