নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

\'কর্পোরেট আলী\'র সাহিত্যপ্রীতি-নারীপ্রীতি!

০২ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৬



'কর্পোরেট আলী' হলো ৪০+ বয়সী কোনো এক ভালো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা এবং মাসে দেড়-দুই লাখ টাকা সেলারি পাওয়া সদ্য সাবেক 'তরুণ।' ছাত্রাবস্থায় নিজেও দুছত্র কবিতা লিখিত সে; 'কবি-কবি,' 'উদাস উদাস' ভাব আছে বলে নিজেই একটা তৃপ্তি অনুভব করিতেন সেই সময়।

তারপর যা হয় আরকি...কর্পোরেট চাকরিতে ঢোকার পর সাহিত্য চর্চার আগ্রহই তাঁর হারিয়ে গেল; এরপরও তো 'সাহিত্যপ্রেমী, সাহিত্যপ্রেমী' মার্কা আলগা ভাব না দেখালে তো আর চলে না!

তাঁর সবকিছুই যেহেতু আজাইরা ভাবসর্বস্ব, সাহিত্যের মূল রস ও শিক্ষা কখনো সেভাবে নিজে নিতে পারেননি বলে কীভাবে সাহিত্যপ্রেম প্রকাশ করতে হয়, কীভাবে সেটা দেখাতে হয় তাও জানেন না! তাই তো এই ৪০+ বয়সে এসে বিবাহিত এইরকম ব্যক্তি ধূমায়ে দেশের বিভিন্ন 'সুন্দরি লেখিকারে' ফেসবুকে অ্যাড করেন, তাদের সুন্দর সুন্দর, লাস্যময়ী ফটোতে 'লাভ রিঅ্যাক্ট দেন,' তাদের কোনো ছোট ছোট লেখা ফেসবুকে পোস্ট হলেই সাথে সাথে 'লাভ রিঅ্যাক্ট' দিতে ঝাঁপাইয়া পড়েন; কখনো কখনো সুন্দরি লেখিকাদের পোস্টে সবার প্রথম 'রিঅ্যাক্ট'খানা তাহারই থাকে...অথচ তাহার পুরুষ লেখকবন্ধুদের পোস্ট কখনোই যেন উনার চোখে পড়ে না!

যদিও, জানা যায় যে তাহার এমন নারীপ্রীতি নতুন নয়; স্নাতকোত্তর পাস করিয়া চাকরিতে ঢোকার পর আজ থেকে দশ বছর আগে তাহার প্রেমিকার সাথে তাহার ব্রেকআপ যে হয়েছিল, সেটাও প্রেমিকা থাকা সত্ত্বেও অন্য নারীদের সাথে 'ফাচুইক্কা রিলেশনের' কারণে।

আর আমার মতো 'অভাগা আলী'দের পক্ষে ইহাদের ছ্যাচড়ামো ও ব্যক্তিত্বহীন ফাচুইক্কা ফেসবুকিং-রে সহ্য করা বেজায় মুশকিল হইয়া যায়, ব্যাপক চোখে লাগে কিন্তু ...!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:১০

সৈয়দ কুতুব বলেছেন: এই লেখা কি বিশেষ কাউকে উদ্দেশ্য করে লেখা? এখানে কেউ এমন আছেন যাকে আপনি চিনেন?

০২ রা অক্টোবর, ২০২৫ রাত ৮:১৮

শেহজাদ আমান বলেছেন: এখানে নেই। কিন্তু বিষয়টা বেশ কমন। এমন অনেক প্রেমিক আংকেল কর্পোরেট ব্যাক্তি এবং কথিত সাহিত্যপ্রেমী অনেক আছে সমাজে। তাদেরই অনেকটা ব্যাঙ্গ করা হয়েছে এখানে

২| ০৩ রা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.