| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ যখন ক্রান্তিকালে বা সংকটে উপনীত হয়, তখন পুরনো চিন্তা, কৌশল ও অবস্থান আঁকড়ে থাকলে হয় না। বিষয়টা দেশের পলিটিক্যাল এনালিস্টদের উদাহরণ দিয়েই বুঝিয়ে দেই..
গত এক বছরে দেশ দারুণ সংকটময় পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। এসময় যেমন মাসুদ কামাল, জিল্লুর রহমান, মঞ্জুরুল আলম পান্না, আতিকুর রহমান পূর্ণিয়ার মতো মানুষেরা নিজেদেরকে সময়ের সাথে সাথে পজিটিভলি চেঞ্জ করতে পেরেছেন, সেটা পারেননি ডাঃ জাহেদুর রহমান, তাসনিম খলিলের মতো মানুষেরা। যে চারজনের নাম প্রথমে উল্লেখ করলাম, ওনারা কিন্তু আওয়ামী আমলে লীগের অনেক সমালোচনা করেছেন, বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু বর্তমান সময়েও নিজেদের রিশেপ করতে পেরেছেন, যা পারেননি ডাঃ জাহেদুর রহমানের মতো লোকেরা!
মাসুদ কামালরা নিজেদেরকে যে রিশেপ করতে পেরেছেন, সেটাই সচেতনভাবে নিজেদের অবস্থান ঠিক করার উদাহরণ। যারা সেটা পারেননি, তাদের অবস্থান বর্তমান মুহূর্তে অনেক ক্ষেত্রেই সঠিক থাকছে না। যেসব পলিটিক্যাল এনালিস্টের নাম বললাম, তাদের ভিডিও বা টক শো যারা নিয়মিত দেখেন, তারা বিষয়টা রিলেট করতে পারবেন। শুধু পলিটিক্যাল এনালিস্ট নয়, একই কথা প্রযোজ্য দেশের সকল নাগরিকের জন্যই! এই সংকটময় মুহূর্তে চিন্তা ও পরিকল্পনা কী হবে, শত্রুমিত্র কীভাবে ঠিক করবেন- এসব বোঝা সবার জন্যই দারুণ গুরুত্বপূর্ণ!
সময়ের প্রয়োজনে, সংকটের মুখে, দেশের প্রয়োজনে নিজেদের রিশেপ করা, মোডিফাই করার কাজ যারা করতে পারেন, তারাই আসলে প্রকৃতি দেশপ্রেমিক এবং সত্যনিষ্ঠ বিশ্লেষক হতে পারেন। যারা সেটা পারেন না, তারা সেটা তো পারেনই না...!
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৯
শেহজাদ আমান বলেছেন: মাসুদ কামালের দালালীর দুয়েকটা উদাহরণ দেন না?
২|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:২০
সৈয়দ কুতুব বলেছেন: মাসুদ কামাল সারাদিন কিভাবে আওয়ামী লীগ ফেরত আসবে সেটার বর্ণনা দেন। এগুলো অপ্রয়োজনীয় কাজ।
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:৩৩
শেহজাদ আমান বলেছেন: এত এত লোকের, নেতাকর্মীর একটা রাজনৈতিক দল তো একেবারে উধাও হয়ে যাবে না। সেই দলের ফিরে আসার সম্ভাবনা নিয়ে কথা বললেই কি দালাল হয়? আর, আপনার কথামতো যদি ধরি জাহেদ ভাই পাইক্যাদের প্রতি উইক, তবে তো তাকেও পাইক্যাদের দালাল বলতে পারে অনেকে! ![]()
৩|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৮
সৈকত৭১ বলেছেন: ইলিয়াস বললো, এরা ২ জন জোট বেধে কোন মহিলাকে দিয়ে কারে কারে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নিচ্ছে।
৪|
১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ১২:১৩
সৈয়দ কুতুব বলেছেন: জাহেদ মিয়ার পাকি নিয়া পিরিতি একবারেই ভালো লাগে না । কিনতু জামাতের মোনাফেকি ধরিয়ে দেয়ায় তিনি এখন নামবার ওয়ান। কিছুটা পলিটিক্স বুঝেন তিনি । মাসুদ কামাল তো কেবল টক শোতে যায় আর লিগের দালালি করে । তিনি টেকা পাইলে জামাতের দালালিও করবে । শেষ এক বছরে জামাত-শিবির যদি কাউকে ইসলাম বিরোধি তকমা দিয়ে খুনের আবহ নিরমাণ করতে চায় সেটা জাহেদ উর রহমান ।
মাসুদ কামাল কে কেউ গণনাই করে না ।
৫|
১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫০
জেনারেশন একাত্তর বলেছেন:
১৯৭১ সালের রাজকারেরা ( ৫৫ হাজার ) এখন দেশের জন্য বিশাল পজিটিভ ভুমিকা রেখে চলেছে; তাদের নিয়ে ও আপনার পজিটিভ ভুমিকা নিয়ে ১ টি পোষ্ট দেন।
৬|
১৩ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: মাসুদ কামাল ভাই, ভালো মানুষ। আমি উনাকে চিনি।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০২৫ রাত ১০:০৬
সৈয়দ কুতুব বলেছেন: কার সাথে কার তুলনা? ডা জাহেদ পাইক্যা দের প্রতি ঊইক হলেও জামায়াতকে সবসময় চাপের উপর রাখেন। আর মাসুদ কামাল পিউর দালাল।
ডা জাহেদ উগ্রবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদি কন্ঠস্বর। মাসুদ কামাল আজাইরা বকবক করেন।