নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেহজাদ আমান

শেহজাদ আমান

একজন সাংবাদিক ও সৃষ্টিশীল লেখক

শেহজাদ আমান › বিস্তারিত পোস্টঃ

নতজানু, আত্ম-প্রবঞ্চক \'পুরুষ আলী\'র ইতিবৃত্ত!

১৫ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৫


কেমন হন একজন 'পুরুষ আলী?'
পুরুষ আলী, সে শারীরিক দিক দিয়ে যেমনই হোক, মনের দিক থেকে ন-পুরুষ বা 'পুরুষ আলী,' নট 'পুরুষালী!'
তিনি তার জীবনে নারীর আধিপত্য বা কর্তৃত্বকে মানিয়া লন; নারীকে তাহারা সবসময় পুরুষের চাইতে আগায়া রাখেন- সব দিক দিয়াই! মনে করেন, নারী সবসময় বেশি মনোযোগ, সমাদর ও সুবিধা পাইবে।

পুরুষ আলীরা নারীদের সকল প্রকার অন্যায়, উদ্ভট আচরণ, মানসিক নির্যাতন, দুর্ব্যবহার, মমতাহীনতা, অবহেলা, ভালোবাসাহীনতা-- সবকিছুকেই স্বাভাবিক মনে করেন। ব্যক্তিত্বহীন ক্লীব এই পুরুষেরা মনে করেন নারীরা তো এমন হইবেই! নারীর সকল প্রকার অন্যায়, উদ্ভট আচরণ, মানসিক নি*র্যাতন, দুর্ব্যবহার, মমতাহীনতা, নি*র্মমতা, অবহেলা, আমিত্ব প্রভৃতি জিনিস তাহারা সহজেই মানিয়া লয় এবং মনে করে এই 'ম*র্ষকামিতা'ই পুরুষের টাফনেস। পুরুষ তো এমন স্ট্রং হবেই- এমন ভাব এই মনের দিক থেকে নারীদের! কেননা, পুরুষ আলী মনে করে, পুরুষেরা হইল কলুর বলদের' মতোই সর্বসংহা এক জীব, এবং এভাবেই তারা সবসময় থাকিতে পছন্দ করে...! ইহাই তাহাদের কাছে দায়িত্বশীলতা!

পুরুষ আলী একজন লোক দেখানো 'ভালো আছি, খুব ভালো আছি' টাইপের লোক! সংসারে যত সমস্যাই থাকুক, টক্সিক নারী সঙ্গীর কারণে তার পারসোনাল লাইফ খুব একটা বলার মতো না থাকলেও, তিনি প্রতিমাসে স্ত্রীর সঙ্গে কাপল ছবি দুবার এবং প্রতি সপ্তাহে বাচ্চার ছবি বা বাচ্চাদের সাথে তাহাদের ছবি দুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ করিয়া ফ্লেক্স করেন! ভাব দেখান, তাহাদের চেয়ে সুখী আর কেউ নাই!

পুরুষ আলী কাহাকেও বলিতে চান না যে, ব্যক্তিগত জীবনে তিনি অসুখী। পাছে লোকে কিছু বলে! আর কাউকে যদি ভুলেও তাহা বলিয়া ফেলেন, তবে পরে আবার ভয়ে ভয়ে বলেন, "আরে...আমি তো আসলে এটা এভাবে বলিনি!' আর চ্যাটবক্সে কাউকে যদি নিজের অসুখী পারিবারিক জীবনের কথা শেয়ার করেন, পরে ভয়ে সেই মেসেজ আবার ডিলিট করিয়া দেন! এভাবে, ডরপুক হইয়াই তাহার জীবন চলিতে থাকে!

পুরুষ আলী মাত্রই নারীকে বস ভাবা, নারীকে 'প্রণমস্য' ভাবা সেই অভাগা পুরুষ, যে মনে করে তাহার নারীসঙ্গীর সকল নেগেটিভ ও বিরক্তিকর আচরণ ও কাজ-কারবারকে স্বাভাবিক ও পজিটিভভাবে দেখাই তাহার পবিত্র দায়িত্ব! মানিয়ে নেওয়া, ধৈর্য্য-সহ্য, শেয়ার-কেয়ার এমন সবকিছু স্রেফ পুরুষেরই কাজ বা দায়িত্ব বলিয়া মেনে নেন তারা!
পুরুষ আলী তো পুরুষ আলীই! মাঝেমাঝে স্ত্রীর হাতের মাইরও খান! তাহার সন্তান যখন বলে, "আব্বু না, আম্মুই আব্বুকে ধরে মারে..." এরপরও পাছে লোকে কিছু বলে ভেবে সবকিছু চেপে যান!

পুরুষ আলী শুধু যে নিজের ওয়াইফ বা প্রেমিকার অধীনস্ত ক্লি*ব পুরুষ, শুধু সেটাই না! তিনি আসলেই একজন 'নারী-ছ্যা*চড়া' বা 'ওমেনাইজড পার্সন,' যে কোনো নারীর অনেক দোষত্রুটির পরও তাহার ভক্ত হইতে দ্বিধা করেন না...

বেশিরভাগ নারীরই অবশ্য পছন্দ এমন পুরুষ আলীদেরই...!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.