| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই কথিত ইন্টেরিম যে একপ্রকার জামাত-ব্যাকড সরকার সেটা অনেকেই জানে। আর যদি সেইফ এক্সিটের কথা বলা হয়, তবে নীতিহীন জামাতই এই সরকারের কথিত কিছু লোক ও তাদের কিছু সমর্থক দলের লোকদের শতভাগ সেফ এক্সিট দিতে পারে সবচেয়ে বেশি, যা বিএনপি ক্ষমতায় আসলেও সেভাবে হয়তো সম্ভব হবে না। কাজেই, ২০১৮-এর আওয়ামী লীগের ভ*য়ানক ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর আদলে এক ইলেকশন কইরা যদি জামাতরে সরকারি দল বানানো হয়, এনসিপিকে করে বিরোধী দল, আর বিএনপিরে ২০-৩০ টা আসন দিয়া যদি কয়, যা ভাগ, তাইলে কি সেটা ঠেকানোর উপায় দেশের প্রধানতম রাজনৈতিক দল হিসেবে বিএনপির আছে? সেরকম কিছু হয়ে গেলেও বিএনপির মতো নতজানু, বুদ্ধি-কৌশলের ভ*য়ানক ঘাটতিহীন দল তখন কী করতে পারবে? কী তারা করতে পেরেছিল ২০১৮ সালে?
সেরকম কিছু হইলেও তখন জামাতি সরকার ও প্রশাসন এবং জামাত উদাহরণ হিসেবে দেখিয়ে দিবে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জামাতের ভূমিধ্বস বিজয়ের কথা! তারা বলবে, দেখেন ভাই, দেশের মানুষ এখন আমাদেরই চায়, সেটা তো ডাকসু-জাকসু-চাকসুতেই প্রমাণিত হয়ে গেছে। এমনটা বিদেশিদের কাছেও তুলে ধরবে।
এসব ছাত্র সংসদ নির্বাচনে সেন্ট্রালে ছাত্রদল ২-১ টা পদ ছাড়া আর কিছুই পায়নি। এটা কি পাগলেও বিশ্বাস করবে? সন্দেহ নেই, এসব ছাত্র সংসদ ইলেকশনেও মেটিকুলাস মেকানিজম হয়েছে।
নিশ্চিত থাকেন, সামনের জাতীয় ইলেকশনে এমনটা ঘটার সম্ভাবনা খুবই বেশি। কিন্তু হায়, বিএনপির মাথামোটা নেতৃত্বেরই এসব নিয়ে মাথাব্যথা নেই। তাদের বলদামির জন্য যদি দেশবিরোধী, মৌ*লবাদী শক্তির হাতে দেশ চলে যায়, তবে শুধু বিএনপিই নয়, ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ!
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৭
শেহজাদ আমান বলেছেন: জ্বি ভাই! হেরে গিয়ে আমাদের মাথা ঠিক নেই! আপনার কথাই সঠিক! ![]()
২|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১০
নতুন বলেছেন: জাসির মতন ধুরন্ধর রাজনিতি শুধুই আয়ামীলীগ করে। বিএনপি/জাপা এগুলির অত বুদ্ধি নাই। এনসিপির এখনো দুধদাত নিয়েই ঘুরছে।
বিএনপি সন্ত্রাসী মনভাবের বিপরীতে জাসি ভালো ছাত্র এবং বিভিন্ন টাইপের ছাত্রছাত্রীদের নিয়েছে দলে। তাই তারা জয়ী হয়েছে।
জাতীয় নির্বাচনে এটা কাজে লাগবেনা। জামাতের বেশির ভাগ প্রার্থীর নামই অনেক এলাকার মানুষ শুনেনাই।
জামাত এই নির্বাচনে না বরং আগামী নিবাচনের টার্গেট করবে বলে আমার ধারন।
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২৫
শেহজাদ আমান বলেছেন: বিএনপির সন্ত্রাসী মনোভাব যদি থাকে, তবে জামাত-শিবিরের মুনাফেকি, গুপ্ত-চোরচোট্টার মতো রাজনীতি, একাত্তর ও স্বাধীনতাবিরোধী মনোভাব, কূটচালে বিভিন্ন জায়গা ও প্রশাসন দখল- এগুলোও কিন্তু কম মাইনাস পয়েন্ট না! তারপরও আপনার কথা যদি মানি, ব্যবধানটা হবে, ৩০-২০, খুব বেশি হলে ৪০-১০ বা ; ৪৮-২ নিশ্চয় হবে না!
আর সর্বোপরি, মেটিকুলাস মেকানিজম যদি থাকে, সামনে জামায়াতের ইলেকশনে বিজয় অসম্ভব না।
৩|
২৪ শে নভেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
জ্যাক স্মিথ বলেছেন: এখানে সেইফ এক্সিটের কথা আসবে কেন? তারা কি জোড় করে ক্ষমতা ধরে রেখেছে? দেশের জনগণই তো তাদের ক্ষমতায় বসিয়েছে?
এবারের নির্বাচনে মেটিকুলাস মেকানিজমে কে করবে? এবার তো আর আওয়ামীলীগ নেই।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬
শেহজাদ আমান বলেছেন: জামায়াত তো আওয়ামী লীগের চেয়েও অনেক বেশি ধূর্ত এবং ধর্মের নামে ওরা অনেককিছুকেই জায়েজ করতে চায়!
৪|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৫
সৈয়দ কুতুব বলেছেন: জামায়াত জিতলে ভালোই। সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে৷ ![]()
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৬
শেহজাদ আমান বলেছেন: ![]()
৫|
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় নির্বাচনের ক্ষেত্র বড়; এখানে বিএনপিই সাংগঠনিকভাবে এগিয়ে।
২৪ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:২৮
শেহজাদ আমান বলেছেন: বিএনপির ভোট তো বাড়েনি। বরং, গত এক বছরে দেশে বেড়েছে ডানপন্থার প্রতি প্রচুর মানুষের সমর্থন। আর, সামনের নির্বাচন কি টাইমলি বা সুষ্ঠু হবে, নাকি মেকানিজম কাজ করবে, সেটাও অনেক বড় প্রশ্ন!
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৯
নতুন বলেছেন: এসব ছাত্র সংসদ নির্বাচনে সেন্ট্রালে ছাত্রদল ২-১ টা পদ ছাড়া আর কিছুই পায়নি। এটা কি পাগলেও বিশ্বাস করবে? সন্দেহ নেই, এসব ছাত্র সংসদ ইলেকশনেও মেটিকুলাস মেকানিজম হয়েছে।
নির্বাচনে হাইরা গেলেই মেটিকুলাস মেকানিজম!!!
ডাকসু নির্বাচনে কোথায় কারচুপি করলো এটার প্রমান মিডিয়াতে আসলো না! নাকি সেই প্রমানও মেটিকুলাস মেকানিজম ডিসাইনের দ্বারা হাপিস করে ফেলেছে???