![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়
মাননীয়
পরিচালক।
যেকোন সিন্ডিকেট
সামহয়্যারইনব্লগ.কম
বিষয়: সিন্ডিকেট মেম্বার কিংবা সেলিব্রেটি হইবার আবেদন
জনাব,
সবিনয় নিবেদন এ্ই যে গত তিন বছরাধিক কাল হইতে সামুতে বিচরণ করিতেছি। কিন্তু দুঃখের বিষয় এ্ই যে আজও ব্যাপুক পরিচিতি লাভ করিতে পারি নাই। লিখালিখি যে খুব একটা ভাল করিতে পারি তাহা নহে। তবে অনেক বিখ্যাত কিংবা কুখ্যাত ব্লগারের চেয়ে যে খুব একটা খারাপ লিখিনা তাহাও সত্য। তদূপুরি আমার ব্লগে কমেন্টের খরা লাগিয়া রহিয়াছে। শুনিয়াছি এবং দেখিয়াছি নারী ব্লগার হইলে কমেন্টের বন্যায় ভাসিয়া যাইতে হয়। বহু সেলিব্রেটি কে দেখিয়াছি নারী ব্লগে গিয়ে যাহাই লিখুক না কেন তাহা পড়িয়া লুল নিঃসরণ পূর্বক কমেন্ট করিয়া আসিতে। কিন্তু ধরণীর বুকে নারী হইয়া জন্মায়নি ইহাতে আমার কি কসূর?
দেখিয়াছি বহু ব্লগার আজকে কি আহার করিয়াছেন তাহা লিখিয়া পোষ্ট করিয়া দিলেই কমেন্টের মিছিল লাগিয়া যায়। আঠার প্লাস নামে কি যেন একটা বিষয় রহিয়াছে যাহা ব্লগারদের নিকট বড়ই সুখাদ্য।
অপরদিকে দেখিয়াছি অনেক ব্লগারের জনম দিনে অনেকে তৈলাক্ত পোষ্ট করিা থাকেন। আবার কোন ব্লগার অভিমানে ব্লগ ছাড়িয়া চলিয়া গেলে উহাকে ফিরাইয়া আনিবার জন্য কান্নাকাটি করিয়া অনকে পোষ্ট দেন। আহারে এই তিন বছরে হ্যাপি জনম দিন বলিবার তরে কাউকে খুঁজিয়া পাইলাম না। আমি হারাইয়া গেলে কান্নাকটি করিবারও কেহ রহিলোনা। শুনিয়াছি ইহার সবকিছুই সিন্ডিকেটের কাজ। চিনির বাজারে সিন্ডিকেট রহিয়াছে জানিতাম কিন্তু ব্লগেও সিন্ডিকেট রহিয়াছে তাহা শুনিয়া আমার চক্ষু চড়ক গাছে রূপান্তরিত হইয়াছে। অতঃপর বহু ভাবিয়া দেখিলাম সামুতে কোন সিন্ডিকেটের সদস্য না হইলে অচিরেই আমাকে নির্মমভাবে হারাইয়া যাইতে হইবে। এই উদ্দশ্য কে সামনে রাখিয়া আমি কায়দা করিয়া লুল নিঃসরণ এবং আরাম দায়ক তৈল মর্দনের উপর প্রশিক্ষন নেওয়া শুরু করিয়াছি।
এমতাবস্থায় হুজুরের নিকট বিনীত প্রার্থনা এই যে, আমাকে তাহার সিন্ডিকেটের সদস্যপদ প্রধান করিয়া সেলিব্রেটি হইবার সুযোগ দান করিতে হুজুরের যেন একান্ত মর্জি হয়।
বিনীত
আপনার কৃপা প্রার্থী নালায়েক ব্লগার
নেক্সাস।
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১২
নেক্সাস বলেছেন:
আমি হারাইয়া গেলে কান্নাকাটি করিবার লোক পাইবো।
২| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৪
গেদু চাচা বলেছেন:
লুল পালাইতে মুন্চায়
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:৫০
নেক্সাস বলেছেন: চাচা খুব সহজ কাজ। নেমে পড়েন
৩| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১৫
সফটওয়্যার বলেছেন: জোস লেখা হইছে...
পইড়া মজা পাইলাম।
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১২:৩৩
নেক্সাস বলেছেন: আমি মজা পাইলেন আর আমি দুস্ক পাইলাম
৪| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: খুইজা পাইলে আমাকেও সাথে নিয়েন!
১০০ কমেন্টের ৯০ টাই দুই তিনজনের স্বমেহনে পোস্ট হিট
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৩৫
নেক্সাস বলেছেন: ভাই তৈল চর্চার অভিজ্ঞতা অত্যাবর্শক।
৫| ০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:২২
চাটিকিয়াং রুমান বলেছেন: কিন্তু ধরণীর বুকে নারী হইয়া জন্মায়নি ইহাতে আমার কি কসূর?
সমস্যা নাই, আপনি একটা সাইয়া নিক খুলেন এবং সেই নিক দিয়ে ব্লগিং করেন।
পোষ্টটা পড়ে মজা পেলাম।
++++++
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৪৪
নেক্সাস বলেছেন: ওমাগো সইয়া নিক। এটা আবার কি বলে কিয়াং কিয়াং চাটিকিয়াং রুমান
৬| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৫
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হা হা ++++
কিপ ইট আপ পাল !! অল দ্যা বেস্ট
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:৫৩
নেক্সাস বলেছেন: হাহাহাহা অনেক অনেক ধন্যবাদ বস।
৭| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১:১১
প্রজন্ম৮৬ বলেছেন: ভালো আছেন ভাই , শুধু শুধু নিজের নাম কলংকিত করে লাভ আছে?
ক্যাচাল বা লুল ব্লগারদেরও একটা দাম আছে একটা স্পেশালাইজেশন আছে কিন্তু সিন্ডিকেট মেম্বার হওয়া মানে অভিশাপ বা গজবের আন্ডারে পরা! জীবনেও মেধা বিকাশ হবে না!
তবে আবেদনটা বেশী মজার হইছে।
আপনে অলরেডি এই দলের ব্লগার
Click This Link
০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:১২
নেক্সাস বলেছেন: হাহাহাহাহা...
না আমি আপনার ছন্নছড়া গ্রুপ থেইক্ক্যা পদত্যাগ করব।
৮| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:২০
রবিন মিলফোর্ড বলেছেন: ব্যাপক চরমজ একখান আবেদনপত্র
।
মজা পাইতে পাইতে মজিত হইয়া গেলাম ।
। +++++
০২ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৪১
নেক্সাস বলেছেন: একেই বলে কারো সর্বনাশ আর কারো পৌষমাস
৯| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:৩৪
নিশাচর ভবঘুরে বলেছেন: এমুন একখানা আবেদন পত্র,আমাকেও লিখিয়া দিবেন?
০২ রা নভেম্বর, ২০১১ দুপুর ২:৫২
নেক্সাস বলেছেন: এসো নিজে করি
১০| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ৩:৪৮
মাহবু১৫৪ বলেছেন:
০২ রা নভেম্বর, ২০১১ রাত ৮:৫৫
নেক্সাস বলেছেন: বেশী হাসা ভালনা
১১| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:১৫
জাহিদুল হাসান বলেছেন: ভালো লিখছেন। শুধু সামুতে না, সব যায়গায় সিন্ডিকেট একটা বড় সমস্যা।
০২ রা নভেম্বর, ২০১১ রাত ১১:৪৫
নেক্সাস বলেছেন: আমি সেইজন্যই সিন্ডিকেটে যোগ দিতে চাই।
১২| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:২৯
মধু পিয়াসী বলেছেন: লুল লুল লুল লুল ।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:০৮
নেক্সাস বলেছেন: মধু পিয়াষী .. লুল লুল লুল
১৩| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:৩১
১১স্টার বলেছেন: সিন্ডকেট মেম্বার হতে চাই।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:২০
নেক্সাস বলেছেন: পীর ধরে আবেদন করেন।
১৪| ০২ রা নভেম্বর, ২০১১ রাত ১০:৪২
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আমি কিছু কথা বলতে চাই এই ব্যাপারে যা আপনাদের অনেকের ভাল নাও লাগতে পারে।
সামহোয়ার ইন ব্লগ এর প্রথম পৃষ্ঠা খুলতে হেডারে কি দেখবেন? ওয়ার্ল্ড'স লর্যেষ্ট বাংলা ব্লগ কম্যুনিটি। সাময়োয়ার ব্লগটাই একটা কম্যুনিটি ব্লগ, একটা সিন্ডিকেট ব্লগ। এইখানে বাংলাভাষী একদল মানুষ সিন্ডিকেট করে ব্লগিং করছে।
এইটা ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস বা আপনার ব্যাক্তিগত ব্লগ না। এটা কম্যুনিটি ব্লগ। এখানে মানুষ আসে পারস্পরিক মিথস্ক্রিয়ার জন্য। এখানে ভাল মানের লেখা দেওয়া মূল উদ্দেশ্য না, এখানে মিথস্ক্রিয়াই মূল উদ্দেশ্য।
কম্যুনিটি ব্লগে ব্লগাররা কম্যুনিটিই করবে। এখানে কবিরা কবিদের কবিতা পড়বে, চলচ্চিত্রপ্রেমিকরা চলচ্চিত্রপ্রেমিকদের ব্লগে যেয়ে আলোচনা করবে। এখানে নাস্তিকরা নাস্তিকতা নিয়ে লিখবে, অন্যান্য নাস্তিকদের সাথে সম্পর্ক গড়ে তুলবে, একসাথে একটা কম্যুনিটি গড়ে তুলবে, দল গড়ে তুলবে, সিন্ডিকেট গড়ে তুলবে। এখানে আস্তিকেরা একে অপরের সাথে সহযোগীতার মাধ্যমে নাস্তিকদের সিন্ডিকেট এর প্রভাব বিস্তারে বাধা দেবার জন্য আস্তিক সিন্ডিকেট গড়ে তুলবে। এখানে কেউ তার মনের মত আরেকজনকে না পেলে একাই লড়বে। সামহ্যোয়ারিন একটা কম্যুনিটি ব্লগ। এইখানে মানুষ আসবেই সিন্ডিকেট করার জন্য। এখানে মানুষ আসবেই একসাথে কিছু সমমনা লোকের একটা সংঘ গড়ে তোলার জন্য, যাতে তারা একসাথে কাজ করতে পারে। এখানে মানুষ যখন আসে তখন সে "এমি একাই একশ" বলে যুদ্ধের ময়দানের বীর হতে আসে না, এখানে মানুষ আসে একটা কম্যুনিটিতে, একটা সমাজে। সামহ্যোয়ারইন কোন ব্যক্তি বিশেষের ব্লগ নয়, একটা জনগোষ্ঠীর ব্লগ।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:৪৯
নেক্সাস বলেছেন: সেটাইতো রাজা সাহেব এটা কোন ব্যাক্তি বিশেষের ব্লগ নয়। একটা জনগোষ্ঠীর ব্লগ। কিন্তু সিন্ডিকেট তৎপরতা দেখলে মনে হয় এটা ব্যাক্তি বিশেষের ব্লগ।
এখানেই কেউ একা একশ নয়। সবাই কমবেশী লিখে। আপনি যে ধরণের পজেটিব সিন্ডিকেটের কথা বলছেন সেগুলি এখানে হয়না। কয়জন সাহিত্যপ্রেমি তার আরেক জন সাহিত্যপ্রেমী সহব্লগারের ব্লগে কমেন্ট করে? এখানে যে সিন্ডিকেট হয় তা অন্যরকম সিন্ডিকেট। সিন্ডিকেট প্রধান যদি লিখে আমি আজকে কচু দিয়ে ভাত খেয়েছি। আমার গলা চুলকায়। অমনি কমেন্টের বন্যা। আর যদি কলিমুল্লাহ একটা মহাভারতও লিখা ফালায় সেদিকে কেউ ফিরে তাকায়না।
এমন অনেক ব্লগার কে দেখেছি তারা কেবল নারী ব্লগার খুঁজে খুঁজে কমেন্ট করে। এটা কোন সুস্থ মানসীকতা নয়।
ধন্যবাদ রাজা সাহেব ভালো থাকবেন।
১৫| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:১২
রেজোওয়ানা বলেছেন: Abadon potrer sathe ofarotjoggo 300 tk bank draft pathaichen to? Naile kintu application batil hoite pare!
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ২:১৮
নেক্সাস বলেছেন: হায়! হায় আগে বলবেন না।
৩০০ কেন লাগলে ৬০০ দিমু। সিন্ডিকেট মেম্বার হওনই লাগবো।
১৬| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:১৮
ফয়সাল তূর্য বলেছেন: সিন্ডিকেট্ ব্লগিং কর্তে মুঞ্চায়!!
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ২:৪২
নেক্সাস বলেছেন: আবেদন করা হোক
১৭| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১:২৬
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: এত কথার কাম কি? আসেন আপ্নে আমি দুইজনে আরেকখান সিন্ডিকেট বানায়া ফালাই
০৩ রা নভেম্বর, ২০১১ দুপুর ১:০০
নেক্সাস বলেছেন:
১৮| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৪:৩৯
সুপান্থ সুরাহী বলেছেন:
পুরাই ঝাকানাকা হইছে...
ভাল লাগল...
লইন+++
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:০০
নেক্সাস বলেছেন: আবেদন মঞ্জুর হইবেতো?
১৯| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৫:৩৩
আদম সুরত বলেছেন: আমি নতুন বুঝিনা কিছু।তবে আবেদন পত্রখানা মজার
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৫৮
নেক্সাস বলেছেন: সময় লন বুইঝা যাবেন।
২০| ০৩ রা নভেম্বর, ২০১১ ভোর ৬:১৫
জালিস মাহমুদ বলেছেন: বেশ লাগলো
০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:৪২
নেক্সাস বলেছেন: ধন্যবাদ
২১| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৭
নাজনীন১ বলেছেন: সামু একটা বিশাল প্যাঁচের জায়গা! দেখবেন যে যারা সিন্ডিকেট সিন্ডিকেট করে বেশি চ্যাঁচায়, তলে তলে তাদেরই বিরাট নেটওয়ার্ক। জগতে অনেকেই নিজেরে চোখ বন্ধ গায়ক কাক পাখি মনে করে। আর সবার মাঝেই একটা ভাব আছে, আমি কি হনু রে!
০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
নেক্সাস বলেছেন: আপু কি ক্ষেপে গেছেন?
আমার কোন নেটওয়ার্ক নাই।
মাঝে মাঝে মোবাইলেরও নেটওয়ার্ক থাকেনা।
বড়ই অভাগা আমি।
আর কাউয়ার মত গান গাইতে পারিলে নিজেরে অনেক সৌভাগ্যবান মনে হইতো। আপুর রাগ দেখে মনে হইবার লাগছে আপনি সেন্ডিকেট প্রধান।
আমার আবেদন খানা কি মঞ্জুর হইয়াছে?
২২| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:১৯
মামুণ বলেছেন: আবেদর মজ্ঞুর করা হইল । হাজার খানে টাকা নিয়ে ভুত রোস্তোরায় দেখা করিয়া পেট পুজা শেষে তোমাকে সেলিব্রেটি হিসাবে বরন করিয়া লইব।
০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৩
নেক্সাস বলেছেন: ওমা এই দেখি মহা ধান্দা। ছাইড়া দেন ভাই কাইন্দ্যা বাঁচি।
২৩| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:৩৭
সহ্চর বলেছেন:
তারুপর আবার শীতকাল আসিতেছে। হিটের খুবি দরকার।
"শুধু হিট,শুধু হিট দাও
অমৃত চাইনা"
খোঁজ পাইলে লিংক টা দিয়েন। কৃতজ্ঞ থাকিব।
লেখায় +
০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩২
নেক্সাস বলেছেন: তারুপর আবার শীতকাল আসিতেছে। হিটের খুবি দরকার।
আজই আবেদন করুন।
২৪| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৬
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: চ্রম হইছে...... ++
০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫১
নেক্সাস বলেছেন:
২৫| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:১৪
শিপু ভাই বলেছেন: আমাদের বিরাট সিন্ডিকেট আছে।
আমার পোস্টের কমেন্টদাতারা সেই সিন্ডিকেটের সম্মানিত সদস্য। আমরা একে অপরের পোস্ট পড়ি এবং কমেন্ট করি।
সিন্ডিকেটটা দিনি দিন বড় হইতাছে। চিন্তায় আছি। কবে যেন সামুর সব ব্লগারই সেই সিন্ডিকেটের মেম্বার হোইয়া যায়।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:৩৯
নেক্সাস বলেছেন: লেখক বলেছেন:
শিপু ভাই আমি কলা খাইনা।
শিপু ভাইয়ের পোলাটারে ভালা পাই।
শিপু ভাইয়ের সিন্ডিকেটে ডুকার আবেদন পত্র মঞ্জুর করা হোক।
২৬| ০৩ রা নভেম্বর, ২০১১ বিকাল ৪:২৫
বিতর্কিত উন্মাদ মানব বলেছেন: @শিপু ভাই, মন্তব্যে উত্তম ঝাঝা
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ২:০৬
নেক্সাস বলেছেন: খিকজ...
একদম খাঁটি সরিষার থেকের ঝাঁঝ
২৭| ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৫৬
নাজনীন১ বলেছেন: হা হা হা। আমাকে রাগান্বিত মনে হয়েছে? তাহলে তো মনে হয় আসলেই আমার বিরাট সিন্ডিকেট আছে। আপনি উপরে ২২ নং কমেন্টে মামুনের প্রস্তাবখানা ভেবে দেখতে পারেন। আগে পেট পূজা তো হোক।
শোনেন মানুষের সাথে ভাল সম্পর্ক রাখা আর মানুষের কাছে মগজ বন্ধক রাখা এক কথা নয়। আমি প্রথমটা করি, দ্বিতীয়টা নয়। নিজের বুদ্ধিতে পাগল হওয়া ভাল। তবে যে কারো ভালকে প্রশংসা করা আর খারাপের সহনশীল উপায়ে সমালোচনা করা এটা আমার নীতি। কে কোন গ্রুপের সেটা আমার বিবেচ্য বিষয় নয়।
আচ্ছা, আপনিই মনে হয় লালসালুর এক পোস্টে আমাকে শিবিরের কেউ বলেছিলেন, তাই না? ম্যালাদিন আগে, ঠিকমতো মনে করতে পারছি না।
০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ৩:২২
নেক্সাস বলেছেন: শোনেন মানুষের সাথে ভাল সম্পর্ক রাখা আর মানুষের কাছে মগজ বন্ধক রাখা এক কথা নয়।
এটাই আমার কথা।
আমারো ঠিক মনে পড়ছেনা আপনাকে শিবির বলছি কিনা।
আপনি যদি শিবির হোন তাহলে বলছি।
আর না হলে বলি নাই
২৮| ০৩ রা নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৯
ফিউশন ফাইভ বলেছেন: আবেদন মঞ্জুর হলে জানায়েন। আমিও দরখাস্ত করবো।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:১৫
নেক্সাস বলেছেন: ফিফা দা আমি শরম পাইছি।
২৯| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:০৪
জিসান শা ইকরাম বলেছেন:
আপনি তো একটি সিন্ডিকেট ভুক্ত হয়েই আছেন। যে সিন্ডিকেটের সদস্যগন
বাংলাদেশের জাতীয় সংগীতকে পরিবর্তন করতে চান। আবার নতুন করে কোন সিন্ডিকেটে ঢুকবেন ?
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:০৭
নেক্সাস বলেছেন: বড় ভাই ধন্যবাদ ।
আপনি যেটা বলছেন পোষ্টের স্যাটায়ার সে ধরনের কোন সিন্ডিকেট কে নির্দেশ করছেনা। আমি এখানে ভার্চুয়াল নুইস্যান্স কেন্দ্রিক কিছু সিন্ডিকেটের কথা বলছি এবং সেটা সামুর একজন প্রবীণ ব্লগার হিসেবে আপনিও জানেন।
আপনি যে কথাটা বলেছেন সেটা আমার রাজনৈতিক মতাদর্শ। আমি প্রকাশ্য বাংলাদেশী জাতিয়তাবাদে বিশ্বাসী। সেটা আমার গনতান্ত্রিক অধিকার। যেহেতু আমি জাতিয়তাবাদি সেহেতু আমি চাইবো আমার জাতীয় সংগীত কোন বাংলাদেশীর হাতে লিখিত হোক। এবং এই চাওয়ার স্বপক্ষে আমার কাছে যুক্তিও আছে।
ঠিক আপনারও একটা রাজনৈটিক মতাদর্শ আছে এবং আপনার আদর্শের স্বপক্ষে আপনার কাছে যথেষ্ঠ যুক্তিও আছে আপনার কাছে।
কাজেই নিজের রাজনৈতিক আদর্শকে সাপোর্ট করা আর তথাকথিত সিন্ডেকেটিং করার মধ্যে তফাত আছে। দেখুন রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা স্বত্তেও আমি আপনার ব্লগে যাই, শিপু ভাইয়ের ব্লগে যাই। আপনারও আমার ব্লগে আসেন । বিষয়টা আমি এনজয় করি। আমার ভাল লাগে। আপনাদের কে আমি পজেটিভ এটিটিউড সম্পন্ন ব্লগার বলেই ভাবি।
সুতরাং এখানে কোন আইডোলজিক্যাল সিন্ডিকেট সম্পর্কে বলা হয়নি।
যাই হোক আপনার সেই রেফারেন্স টানাটা কে আমি কিঞ্চিৎ অদূরদর্শিতা বলার দুঃসাহস দেখাবো।
ভাল থাকবেন।
৩০| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:১০
শিপু ভাই বলেছেন: আরে ভাই!!!
আমিতো কইলামই আমার সিন্ডিকেট আছে। আপ্নে আবেদন করেছেন "যে কোন সিন্ডিকেট" বরাবর। এখানে কলা খাওয়ার কিছু নাই।
আপনি নিশ্চই "কে কে সিন্ডিকেট' করে - তা ধরার ফাঁদ পাতেন্নাই???!!!???
আর আমাদের সিন্ডিকেটের সভায় আপ্নার আবেদন বিনয়ের সাথে নামঞ্জুর করা হয়েছে। কারন আপনি অলরেডি একটা সিন্ডিকেটের গর্বিত সদস্য।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:২১
নেক্সাস বলেছেন: শিপু ভাইয়ের সিন্ডিকেটের সভায় আমার আবেদন না মঞ্জুর হওয়ায় আমি টাশকিত হইলাম এবং আর রাত্তিরে অনশন করিবার ঘোষনা দিলাম।
৩১| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:১৫
শিপু ভাই বলেছেন: দেখুন রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা স্বত্তেও আমি আপনার ব্লগে যাই, শিপু ভাইয়ের ব্লগে যাই। আপনারও আমার ব্লগে আসেন । বিষয়টা আমি এনজয় করি।
------------------------------------------------------------------------------
আপনার এই বক্তব্যের সাথে সহমত।
চিন্তা ধারায় ভিন্নতা থাকতেই পারে। পারস্পরিক সম্মান জিনিসটা গুরুত্বপূর্ণ।
এই পোস্টে আপনি যেমন স্যাটায়ার করেছেন। আমার মন্তব্যও তদ্রুপ ।
আপনি আমার ২৫ নাম্বার মন্তব্যটা বোঝেন্নাই।
০৪ ঠা নভেম্বর, ২০১১ ভোর ৫:১২
নেক্সাস বলেছেন: বুঝেছিরে ভাই । সেজন্য আমিও মজা করেছি।
৩২| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:২০
শিপু ভাই বলেছেন: আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারতীয়। তাকে পরবর্তিতে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়েছে।
১৯৭১ এর ২৬ শে মার্চের আগে এই ভূখন্ডে জন্ম নেয়া সবার জন্মভূমি পাকিস্তান।
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৩
নেক্সাস বলেছেন: নজরুলের গানই যে জাতীয় সংগীত হতে হবে তাও কিন্তু বলি নাই।
আবার কোন মুসলিম কবির গানও যে জাতীয় সংগীত হতে হবে তাও মনে করিনা। আমার কথা হল সেটা হতে হবে একজন বাংলাদেশীর। সে যেই হোক কামার কুমার তাঁতি জেলে হিন্দু মুসলিম ।
১৯৭১ সালে জন্ম নেওয়া সবার জন্মভূমি পাকিস্তান। কিন্তু ১৯৭১ এর পর সে বাংলাদেশী বিশ্ব তাকেই বাংলাদেশী বলেই জানে। আমার বাবার জাতীয়তার পরিচয় বহনকারী কোন কাগজেই লিখা নাই তিনি পাকিস্তানি।
রবিন্দ্রনাথ বাঙ্গালী হলেও বিশ্ব তাকে ভারতীয় হিসেবে চিনে। আর আমার সোনার বাংলায় বাংলাদেশ নামক কোন রাষ্ট্র চেতনার উন্মেস ঘটেনি। সেটা বংগবংগের পটভূমিতে অবিভক্ত ব্রিটিশ বাংলার চেতনা কেই উজ্জিবীত করে।
কাজেই যেহেতু আমার রাষ্ট্র বাংলাদেশ এবং জাতীয় সংগীতটা আমাদের ৭১ পরবর্তী রাষ্ট্র চিন্তার প্রেক্ষীত সেহেতু একজন বাংলাদেশীর লিখা গান জাতীয় সংগীত হওয়া আমার কাছে অধিক যুক্তিযুক্ত।
আমার সোনার বাংলায় এখন দুটি দেশের অংশীদারিত্ব। একটা দেশ তাদের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দিয়ে গানটিকে চেতনার জায়গার স্থাপন করে সন্মানের সাথে গাইছে। অন্যদিকে আরেকটি দেশ সেটাকে তাদের কবির রচিত একটা গান হিসেবে ধরে নিয়ে তাদের সিনেমায় স্যাটায়ার করছে। আপনি কি আপনার দেশের জাতীয় সংগীত নিয়ে স্যাটায়ার মেনে নিতে প্রস্তুত? একটা জাতীয় সংগীত আর একটা মানচিত্রে কোন তফাত নাই।
কিন্তু আপনি প্রতিবাদে কিছু করতে পারবেন না। কারণ তারা সাফ জানিয়ে দিবে এটা আমাদের ভারতীয় কবির লিখা গান। সেখানে তিনি ৪৭ পূর্বে একজন বাঙ্গালী ছিলেন এই কথাটি কোন আইনগত অর্থ বহন করবেনা।
কাজেই শিপু ভাই এভাবে আমি বিষয়টাকে দেখি।
কিন্তু আসুন না এই পোষ্টে আমরা সে বিষয়টা আলোচনা না করি একটা ফান পোষ্ট এখানে শুধু পান খেয়ে মুখ লাল করি।
" যদি সুন্দর একখান মন পাইতাম, সদর ঘাটের পান সুপারী তারে কিনি খাওয়াইতাম"
৩৩| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৪৬
জিসান শা ইকরাম বলেছেন:
ধন্যবাদ , মন্তব্যের সুন্দর জবাব দেবার জন্য।
এমন পজিটিভ জবাব অনেকেই দেন না । বাংলাদেশী জাতিয়তাবাদের ধরক বিএনপি এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় কিনা এটায় আমার সন্দেহ আছে।
আমার আগের দেয়া মন্তব্যের কারনও আছে । বেশ কিছুদিন থেকে এই সন্ডিকেট নিয়ে আলোচনা দেখছি। সব নালার পানিই নদীতে যায়, সব নদীর পানিই সাগরে যায়। পানি গুলো হয়ত বিভিন্ন নদী/নালার , তবে নদী গুলোর কিছু বৈশিষ্টগত মিল , এটা কোন দিকে ধাবিত হচ্ছে , তা বুঝতে হলে খুব জ্ঞানী হতে হয়না।
তবে স্যাটায়ার হলে ঠিক আছে । লেখা ভালো হয়েছে খুব।
১২ তম ভালো লাগা জানিয়ে গেলাম।
শুভকামনা , শুভব্লগিং .........
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:০২
নেক্সাস বলেছেন: ধন্যবাদ আবারো বড় ভাই।
এখনে একটা বিষয় স্পষ্ট। ধরুন আপনি একজন আওয়ামিলীগ সমর্থক। তাই বলে কি আপনি বলতে পারবেন আপনার সব চাওয়া আওয়ামিলীগের দলীয় চাওয়ার মধ্যে প্রতিফলিত হয়। আমার দৃঢ় বিশ্বাস নুর হোসেন, মিলন, বসুমিয়ার হত্যাকরীদের সাথে আওয়ামিলীগের উঠা বসা কে আপনি ভাল চোখে নেন নি। কিন্তু ক্ষমতার রাজনীতিতে ভোটের জোট হিসেবে আপনি সেটা কে দেখছেন।
একিভাবে আমি কিভাবে বলতে পারি আমার সব চাওয়া বিএনপির দলীয় চাওয়ার মধ্যে প্রতিফলিত হয়। ৭১ যুদ্ধাপরাধীদের সাথে বিএনপির যে সখ্যতা তা আমার চাওয়া নয়। এটা আমি কোনভাবে মেনে নিইনি। কিন্তু ঐযে ক্ষমতার রাজনীতিতে ভোটের জোট হিসেবে আমি হয়তো নিজেকে মিথ্যে স্বান্তনা দিই।
আপনার নদী সংক্রান্ত উপমা বিদগ্ধ দার্শনিকতার পরিচয় দেয়। সেই যুক্তি অস্বীকার করার কোন কারণ নাই। তবে আমি আমার নদীর গতিপথ বুঝি এবং তার স্বাতন্ত্র ধরে রাখার চেষ্ঠা করি। আমার ৬১ টা পোষ্ট ঘুরে দেখলে যে কেউ আমার গতিপথ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে।
ভাল থাকবেন। শুভ কামনা সবসময়।
৩৪| ০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৯:৫৫
শিপু ভাই বলেছেন: ওকে!! ঐ আলোচনা পরে অন্য কোথাও হবে। আপাতত বাদ।
ফান চলুক................
০৩ রা নভেম্বর, ২০১১ রাত ১০:১৩
নেক্সাস বলেছেন: ধন্যবাদ শিপু ভাই । পান সুপারী চলুক। মরণ চাঁদা দিমু না পানবাহার?
{আমার মামা নামে একখান কাঁচা হাতের গল্প আছে। ঐখানে আপনার কমেন্ট আশা করি।}
৩৫| ০৪ ঠা নভেম্বর, ২০১১ রাত ১২:৫৫
রেজওয়ান তানিম বলেছেন: মজার পোস্ট ।
ভাল থাকুন
০৪ ঠা নভেম্বর, ২০১১ দুপুর ১২:১৩
নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১১ রাত ১১:১০
আকাশটালাল বলেছেন: সিন্ডিকেট মেম্বার কিংবা সেলিব্রেটি হইয়া হইবটা কি