নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ মিঠুন

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী

শেখ মিঠুন

সুস্থ সংস্কৃতির অনন্ত পথের যাত্রী

শেখ মিঠুন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মানুষের পেশা

০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

বাংলাদেশের মানুষের পেশা



পৃথিবীর উন্নত দেশগুলি তাদের নাগরিকরা কি কি ধরণের পেশায় নিয়োজিত, কত ধরণের পেশা তাদের দেশে আছে তার পরিসংখ্যান বের করে এবং সেই সব পেশার উৎকর্ষ সাধনের চেষ্টা করে সফল হয়েছে এবং হচ্ছে। আমেরিকাতে সম্ভবত তিন হাজারের কাছাকাছি পেশা আছে, জাপানে প্রায় দু’হাজার (দু:খিত সঠিক পরিসংখ্যান আমি ভুলে গেছি)। সম্ভবত আমাদের দেশে আড়াই শত পেশা আছে। পেশার উন্নতি ও সংখ্যা বাড়ানো নিয়ে ঐসব দেশে যা করা হয় আমি উদাহরণ দিয়ে বলছি।

যেমন মাটি একটি পেশার মূল আইটেম। মাটিকে নিয়ে কি কি পেশার সৃষ্টি হয়েছে:-

১.ইট তৈরি ২.হাড়ি-পাতিল ৩. খেলনা পুতুল ৪.টালি ইত্যাদি। কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই মাটি-পেশাজীবিরা পেশার উৎকর্ষ সাধন করেছে। যেমন, মাটি দিয়েই উন্নতমানের ইট তৈরি করছে। উন্নত টালি তৈরি করে বিদেশে রফতানি করছে।

যদি পেশাটাকে নিয়ে গবেষণা হতো তবে মাটি থেকেই আরো অনেক পেশার সৃষ্টি হতে পারতো অথবা উৎকর্ষ সাধিত হতো।

যেমন চিংড়ী মাছ:

চিংড়ীকে কেন্দ্র করে বহু পেশার সৃষ্টি হয়েছে। কিন্তু গবেষণা ও সরকারী পৃষ্ঠপোষকতার সাহায্যে তাইওয়ান বাংলাদেশ থেকে দ্বিগুণেরও বেশি উন্নতি করেছে।

যেমন রাস্তায় মানুষের ফেলা ময়লা:

বৃটেন ঐ ময়লা থেকে কাগজ উৎপাদন করছে।

এইভাবে উন্নত বিশ্ব পেশার পরিসংখ্যান বের করে প্রতিটি পেশার উৎকর্ষ সাধন করছে এবং তার শাখা-প্রশাখা তৈরি করে সেখনে নতুন নতুন জনশক্তি নিয়োগ করছে। আমাদের যেমন জনসংখ্যা সমস্যা, তাদের কিন্তু জনসংখ্যা সমস্যা নয় বরং শক্তি।

উক্ত বিষয়ে কোন ব্যাংক, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং সরকার পদক্ষেপ গ্রহণ করতে পারে। দেশ ও জনগনের প্রতি অফুরন্ত ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে ১৯৯৩ সালে সম্পূর্ণ ভিন্ন পেশার মানুষ হয়েও আমি একাই গবেষণা শুরু করেছিলাম। আমার সে গবেষণার কিছু অংশ মাসিক ’চরকা’ নামে একটি পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রায় একবছর প্রকাশ পেয়েছিল। কিন্তু পত্রিকাটি বন্ধ হয়ে যাওয়ায় আমার গবেষণাও বন্ধ হয়ে যায়।

আজো আমি মনে করি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি আনতে গেলে পেশার পরিসংখ্যান করে তার উৎকর্ষ সাধনের বিকল্প নেই।



মন্তব্য ১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৮

চক বলেছেন: ভাল লাগল । সত্যিই অসাধারন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.