![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসপি বাবুলের স্ত্রী খুন নিয়ে যখন সরকারী দল চোখ বুজে বলছে বিএনপি করেছে এ কাজ, বিএনপি বলছে ক্ষমতাসীনদের মদদ ছাড়া এমন নিখুঁৎ হত্যাকাণ্ড সম্ভব নয়, পুলিশ বলছে জঙ্গী তো হ্যান ত্যান, নাবালকেরা বলছে মন্দিরের দুই ঘণ্টার ভিডিও ফুটেজ কে মুছলো, তখন এ কী শোনা গেলো?
তো এই দরবারে মূসাবিয়ার একটা শাখা আছে আমাদের এলাকায়। ছোট বেলা থেকে দেখে আসছি। কিন্তু যখনি দেখেছি গেটটা বন্ধ দেখতে পেয়েছি। তখন ভাবতাম এদের মনে হয় অত জোশ নেই আটরশি, দেওয়ানবাগী, কুতুববাগী বা মাইজভাণ্ডারের মতো। এখন দেখি বিশাল কারবার। এই ব্যবসাটাই খুলে বসবো কি না শেষ পর্যন্ত তাই ভাবছি। আমি অবশ্য ওদের মতো অত বোকামি করবো না। আগে থেকেই একটা ছক এঁকে দেবো যাতে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়—যেমন চরমোনাই বা ছারছিনার পরবর্তী পীর বা দরবারের অধিপতি কে হবে তা মোটামুটি আগেভাগেই ঠিক করা হয়।
১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৬
শেখক বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০১৬ রাত ৯:০৬
শেয়াল বলেছেন: ব্যবসা
