নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা লোকের কথা চিন্তু করুন, একটু সময় নিয়ে গভীর ভাবে - সে এক নদীর পাড়ে দাড়িয়ে অপেক্ষা করছে নৈাকার জন্য । অপর পাড়ে যাওয়াটাই তার আসল গন্তব্য । সে জানেনা কখন তার নৈাকা আসবে তাকে নেওয়ার জন্য কিন্তু সে জানে যখন আসবে তখন আর তাকে সময় দিবেনা, সাথে সাথে তার অপর পাড়ে যেতে হবে । তাই সে সব সময় প্রস্তুতি নিয়ে রেখেছে যে - যখনই তার নৈাকা এসে পৈাছবে তখনই সে যেন তাড়াতাড়ি নৈাকায় উঠতে পারে কিন্তু যেহেতু সে জানেনা কখন আসবে তাই এই পাড়ে নৈাকা আসা পর্যন্ত সেই সময়টুকু টিকে থাকার জন্য হালকা কিছু কাজ করে যা দিয়ে তার খাওয়া - পরা চলে যায়, বেশী কিছু করতে মনে চায়না যা এখানে ফেলে যেতে হবে । যেহেতু তার মূল গন্তব্য ওই পাড় - যেখানে হবে তার স্হায়ী ঠিকানা - তাই সে মনযোগ দিয়ে সেই সব জিনিষই জমা করে যা তার ওই পাড়ে কাজে লাগবে, যা যাওয়ার সময় ওইপারে নিয়ে যেতে পারবে । কেননা, সে জানে ওপারই তার আসল ঠিকানা । এই পাড়ের জন্য অহেতুক সময় নষ্ট না করে ওই পাড়ের জন্যই কাজ করা উচিত এবং এমন সম্পদ জমা করা উচিত যা ওই পাড়ে যাওয়ার সময় নিয়ে যাওয়া যাবে- এটাই তো বুদ্ধিমানের কাজ । তাই নয় কি ?
আল্লাহ সুবহানাওয়াতায়ালা , যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের সবাইকে এই জীবন এই জন্য দান করেছিলেন যে, আমরা আল্লাহ প্রদত্ত এই জীবন পেয়ে আল্লাহর স্বরণ করব, আল্লাহকে চিনব, আল্লাহকে মানব আর আমাদের জন্য যে আসল জীবন রয়েছে - পরকালের জীবন - সেই জীবন তৈরী করার জন্য নিজের এই জীবনের সময়, সম্পদ ও জীবনকে উৎসর্গ করব । কিন্তু এই জীবন পেয়ে আমাদের এই অবস্হা হয়েছে যে- আমরা পরীক্ষাস্বরূপ প্রদত্ত এই জীবনের ভোগ সমগ্রীতে মত্ত হয়ে আমাদের যে আসল ঠিকানা, আসল বাড়ী তার কথা ভুলে গিয়েছি । ফল স্বরূপ আমরা আমাদের মূল্যবান এই জীবনের সময়কে অপচয় করছি - আর ধ্বংস করছি আমাদের আসল জীবন - যা অনন্ত ।
এই জীবনের সময়কে এই জন্য দেয়া হয়েছে যে, তা দিয়ে আমরা আমাদের আসল জীবনকে সুন্দর করব , এখানে কাজ করে - সম্পদ জমা করে ওখানে গিয়ে খরচ করব । এটা না বুঝে যদি এই অস্হায়ী জীবন নিয়ে পরে থাকি, তাহলে হবে সময়ের প্রচন্ড অপচয় । তখন আমরা সেই জীবনে গিয়ে আমরা শুধু আফসোসই করব যে- কেন আমরা বুঝলামন আর সত্যিকারের জীবনকে অবহেলা করে - দুনিয়ার অস্হায়ী জীবনকে প্রাধান্য দিয়ে নিজের শুধু ক্ষতি-ই করলাম । সেখানে গিয়ে বুঝব যে , আল্লাহর এত এত নিয়ামত কিন্তু তা অর্জন করার যোগ্যতা আমাদের নে্ই , কারণ পূর্বের জীবন থেকে সম্পদ নিয়ে আসিনি যে তা এখানে খরচ করব ।
"হে ঈমানদার গণ! আল্লাহ তায়ালাকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তিই যেন খেয়াল রাখে যে, সে আগামী দিনের জন্য কি ব্যবস্হা করে রেখেছে, আর তোমরা ভয় কর আল্লাহ তায়ালাকে, আল্লাহ নিশ্চিতই তোমাদের সেই সব আমল সম্পর্কে অবহিত যা তোমরা করতে থাক । তোমরা সেই লোকদের মতো হয়োনা যারা আল্লাহকে ভুলে গিয়েছে । ফলে আল্লাহ তাদেরকে আত্নভোলা বানিয়ে দিয়েছেন , এসব লোকেরাই ফাসেক ।" (সূরা- হাশরঃ১৮-১৯)
হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) একদিন খেজুর পাতার চাটাইয়ের এর উপর শুয়ে ছিলেন ।তিনি যখন শয়ন থেকে উঠলেন, তখন উনার দেহ মোবারকের উপর চাটাইয়ের দাগ পড়ে গেল । এই অবস্হা দেখে ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলেই আমরা আপনার জন্য একটা বিছানার ব্যবস্হা এবং একটা কিছু তৈরী করে দিতাম । তিনি উত্তরে বললেনঃ দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক এবং দুনিয়া থেকে আমি কিইবা গ্রহণ করব । এ দুনিয়ার সাথে আমার সম্পর্ক এতটুকুই , যেমন কোন পথিক কোন গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিল , তারপর এটা ছেড়ে দিয়ে নিজের গন্তব্যে রওনা হয়ে গেল । (মুসনাদে আহমদ, তিরমিযি, ইবনে মাজাহ)
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: খুব দামী কিছু কথা বলেছেন ভাই, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা এবং সে অনুযায়ী আ'মল করার তৌফিক দান করুন, আমিন।