নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The Day that We roll up the heavens like a scroll rolled up for books (completed),- even as We produced the first creation, so shall We produce a new one: a promise We have undertaken: truly shall We fulfil it. [Quran 21:104]
সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে তা পূর্ণ করতেই হবে।
এই আয়াতে আল্লাহ পাক বলছেন- তিনি আকাশকে গুটিয়ে নিবেন যেভাবে গুটানো হয় কাগজ । এই কথার মধ্যে লুকিয়ে আছে যে -্ এই মহাবিশ্বটাকে আল্লাহ পাক কাগজের মত সমান্তরাল হিসেবে সৃষ্টি করেছেন । কেয়ামতের সময় যখন এই মহাবিশ্বকে ধ্বংস করা হবে তখন মহাকাশকে কাগজের মত গুটিয়ে নেয়া হবে । আজকে বিজ্ঞান বলছে যে- মহাবিশ্ব হলো কাগজের মত সমান্তরাল - যা ১৪০০ বছর আগে কুরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন । কুরআনে আগে থেকে ভবিষ্যত বাণী করে দেয়া আছে যে- কিভাবে কেয়ামত হবে । কুরআন যদি আল্লাহপাক বা স্রষ্টার বাণী না হতো তা হলো এতে অনেক ভূল থাকতো বা আজগুবি কথা থাকতো । কিন্ত কুরআনে যা বলা আছে - তা অনেক কিছূই মানুষ বুঝতে পারেনা - অজ্ঞতার কারণে । যতই বিজ্ঞান অগ্রসর হচ্ছে ততই কুরআনের বাণী মানুষ মর্মোদ্ধার করতে পারছে ।
In this verse, Allah the almighty is saying that he will roll up the heaven like scroll rolled up books. So it mean that the heaven is flat like paper. He will roll it up at the time of recreation it. Today science is proving that the universe is actually flat. What has said 1400 years ago is now proved true by science advancement. If Quran is not the word of God there should be lots of mistakes and errors in the verses. But on the other hand as science is advancing Quran is proving as error free. Now because of science advancement we people can understand the verses of holy Quran perfectly.
©somewhere in net ltd.