নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।

েশখসাদী

আল্লাহ ছাড়া আর কোন সৃষ্টিকর্তা নেই । হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর বান্দা ও রাসূল ।

েশখসাদী › বিস্তারিত পোস্টঃ

আসবাব এবং ইয়াকিন ।

২৬ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৮

নবী করিম (সাঃ) বলেছেন, যে ব্যক্তি নেক আমল করে পুলকিত হয় আর বদ-আমল করে দুঃখ কষ্ঠে অস্হির হয়ে পড়ে, এই লক্ষণ হলো তার ঈমানের লক্ষণ । আর যে নেক আমল করে আনন্দিত হয় না এবং বদ-আমল করে ব্যাকুল হয় না, এটি তার মুনাফিকের আলামত । সুতরাং আমরা নিজেদের ঈমানের নিজেরাই পরখ করে নেই । প্রত্যেক ব্যক্তি তার ঈমানকে পরিমাণ করতে পারে দুটি পদ্ধতিতেঃ ১) নিজের আমলকে দেখে , ২) নিজের ইয়াকিনকে দেখে ।

বস্তু, আসবাব তথা টাকা-পয়সা, বাড়ি, গাড়ি এর মাধ্যমে সফলতা সুখ শান্তি আসবে এটা সম্পূর্ণ ভুল কথা । সফলতা আসে আল্লাহর হুকুম এর পালন এর মাধ্যমে । আল্লাহর হুকুম পালন করলে আল্লাহ পাক বস্তুর এর মাধ্যমেও সুখ, শান্তিু ও নিরাপত্তা দিতে পারেন আবার এগুলো ছাড়াও দিতে পারেন । নবীদের মুজিযা আর ওলীদের কারামত সরাসরি কামিয়াবী লাভের আলামত । স্বভাব বিরুদ্ধ কাজ প্রকাশ পাওয়া এটি আল্লাহর কুদরতে হয় । কুদরত প্রকাশ পায় যখন ইয়াকিন বা বিশ্বাস দৃঢ় হয় ।

হযরত ইব্রাহিম আঃ এর ক্ষেত্রে কি হয়েছিলো আমরা সবাই জানি । ইব্রাহিম আঃ কে আগুণে নিক্ষেপ করা হয়েছিলো । অগ্নিকুন্ডকে শীতল করার জন্য আল্লাহপাক কোন আসবাব পাঠাননি । পানি বা কেমিক্যাল ব্যবহার করেন নি । তার কারণ, বিশ্বাসী বান্দা নিজের মধ্যে আর আল্লাহর মধ্যে কোন আসবাব বা মাধ্যম রাখে না । ইব্রাহিম আঃ বলেন নি, হে আল্লাহ ! আপনি জিব্রাঈল (আঃ) এর মাধ্যমে বা মিকাঈল (আঃ) এর মাধ্যমে আমাকে সাহায্য করুন । আল্লাহপাক ইব্রাহিম (আঃ) এর পরীক্ষা নিচ্ছেন । তাই আল্লাহ পাক জিব্রাঈল (আঃ) কে বললেন, যাও জিব্রাঈল । ইব্রাহিমকে বলো, আমার কাছে বাতাসের ফেরেশ্তা আছে । আমি স্বয়ং আপনার সাহায্যের জন্য প্রস্তত । কিন্তু ইব্রাহিম আঃ উত্তর দিচ্ছেন, আমার জন্য আপনার সাহায্যের প্রয়োজন নেই । কোন আসবাবের মাধ্যমে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন নি । সুতরাং আল্লাহতায়ালা আগুনকে সরাসরি নির্দেশ দিলেন, শীতল হয়ে যাও । আল্লাহ আগুন শীতল করার জন্য পানি পাঠান নি । বরং সরাসরি আদেশ করেছিলেন ঠান্ডা হয়ে যাওয়ার জন্য । আল্লাহ তায়ালা আসবাব সৃষ্টি করেছেন , আল্লাহর কোন কিছু করতে হলে সেগুলোর প্রয়োজন হয় না । সব কিছুই আল্লাহর হুকুমের অধীন ।

আল্লাহতায়ালা আসবাব দিয়ে মানুষের ঈমানের পরীক্ষা নেন । হযরত মুসা (আঃ) এর পেট ব্যাথা হয়েছে । আল্লাহতায়ালা বললেন, যাও সুগন্ধি ফুল (রাইহান) ব্যবহার করো । ব্যাথা চলে যাবে । এভাবে মুসা (আঃ) এর কাছে পেট ব্যাথার ঐষধ এসে গেল । তিনি সুগন্ধি ফুল ব্যবহার করলেন, ব্যাথা ভালো হয়ে গেল । কিছুদিন পর আল্লাহ তায়ালা মুসা (আঃ) কে পুনরায় পেটের ব্যাথা দিলেন । তিনি সুগন্ধি ফুল আনতে রওয়ানা দিলেন, আনলেন এবং ব্যবহার করলেন । কিন্তু এবার কাজ হলো না । তিনি চিন্তায় পড়ে গেলেন । ব্যাপার কি ? আগরে বার কাজ হয়েছে এবার কাজ হলো না কেন ? আল্লাহতায়ালা বললেন, হে মুসা ! প্রথম বার পেটের ব্যাথা নিরাময়ের জন্য আমার কাছে এসেছিলে । আমার নির্দেশে ফুলের কাছে গিয়েছিলে , তাই আমার নির্দেশে ফুল কাজ করেছিলো । এবার আর আমার কাছে আসনি, সরাসির ফুলের কাছে চলে গেলে । তাই এবার আর ফুল কাজ করেনি কারণ ফুলের মধ্যে আমার নির্দেশ নেই ।

সুতরাং বন্ধুরা কোন বিপদে পড়লে প্রথমে নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন । হুকুম পালন করুন আর ফরিয়াদ জানান । তারপর যথাযথ উপায় অবলম্বন করুন । আল্লাহ চাহেত আপনার বিপদ কেটে যাবে ইনশাআল্লাহ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.