নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
বিশ্বাস কি আমি জানি না !!!
এখন বিশ্বাসেরা দলে দলে বিভক্ত
স্বার্থের গোলামি করে বিশ্বাসেরা
বিশ্বাসে জন্ম নেয়া প্রেম
কুমারী কন্যা হয় মা
বা পুরুষটি হয় ছলনার স্বীকার বিশ্বাসে ।
যে বিশ্বাসে পিতা মাতা জন্ম দেয় সন্তান
সে বিশ্বাস একদিন আশ্রয় দেয় তাদের আশ্রমে ।
বিশ্বাসে পিতা পাঠায় বিশ্ব বিদ্যালয়ে
পুত্র ফিরে লাশ বা নেতা হয়ে - বিশ্বাসের বিদ্যা
স্বনির্ভর না বানিয়ে গোলাম বানায় চাকুরীতে !!
হায় বিশ্বাস । খোদা না কি মিলে বিশ্বাসে । তবে
কেমন বিশ্বাস খোদাতে। মানুষ হয়ে মানুষ মার ধর্মের নামে ।
মানুষের বিশ্বাস স্বার্থে রঙ বদলায় যাত্রা পালার অভিনয়ে ,
বিশ্বাসীরা কি বিশ্বাস করে , পাই না খুজে উত্তর তাদের মুখে
বিশ্বাস কি তাহালে সব জমা হয় মিউজিয়ামের কাঁচের বাক্সে ,
মা বলে আমাকে বিশ্বাস কর ! বাবা বলে আমারে
বিশ্বাসের কোলাহল ঝগড়া শিশু দেখে রাত জেগে ।
বিশ্বাসের দুনিয়ায় যে পারে সেই মারে! কেউ মরে চুপ করে
বিশ্বাসের ঘর এখন চুরি হয় না । যে খানে বিশ্বাসের ঘর ছিল
আজ সেখানে বাঙ্গাচিরা সাতার কাটে লেজ নাচিয়ে ।
যদি বিশ্বাসের মুক্তি মিলে । তাহালে মুক্তি কেন অন্ধকারে
বিশ্বাস এখন বহু মুখি কেউ মসজিদ , কেউ মন্দির কেউ আরো ভিন্নতা
এখন সেই মসজিদ মন্দির গির্জা গুলো দল উপ দলে দখল চলে ।
বিশ্বাস নাকি কিতাবে তাও সাদা কাপড়ে মুড়ানো আলমারির উপরে
তবে আমি এখনো তোমাদের মত বিশ্বাসী হতে পারি না ! আপন স্বার্থে
তবে আমি বিশ্বাস করি জন্মিলে মরিতে হবে ! এই বিশ্বাস টুকু বেচে আছে প্রমানে
আর যারা বিশ্বাস করে আমার মত স্বার্থের মায়ায় ভুলে গেছে মরণ কে ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: বিশ্বাস বলে কিছু নেই । সব মিডিয়ার সৃষ্টি ।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আরেকটু ঘষে মেজে নিলে কাব্যটি আর চমৎকার হয়ে উঠতে পারতো , শুভ কামনা ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:২০
মুন্না হাসান(অচেনা পথিক) বলেছেন: অসাধারণ লিখেছেন।