নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।
।।
------------------------------------------------------------------
আযান নিয়ে যাদের চুলকানি বেশি তাদের বলছি এই পৃথিবীতে 24 ঘন্টা আযানের সুমধুর বাণী সব সময় কোথাও না কোথাও মুয়াজ্জিন বলে চলছে ...
আযান সম্পর্কে একটি ভৌগলিক গবেষণার বর্ণণা:
★ ফজরের আযান শুরু হয় ইন্দোনেশিয়া থেকে
★ এরপরে আসে সুমাত্রায়
★ সেখান থেকে - মালোয়শিয়া
★ এরপরে - বাংলাদেশ
★ শ্রীলঙ্কা
★ ভারত
★ পাকিস্তান
★ আফগানিস্তান
★ ওমান
★ সৌদি আরব
★ কুয়েত
★ সংযুক্ত আরব আমিরাত
★ ইয়ামিন
★ ইরাক
★ ইরান
★ তুর্কি
★ তারাবিলস
★ লিবিয়া
★ সহ সকল রাষ্ট্র গুলোতে । ️
আমেরিকা এবং আরও ইত্যাদি বাকি দেশে চলতে থাকে।
এভাবে আযান ৯ ঘন্টা একাধারে চলতে থাকে এরপরে আবার ইনদোনেশিয়ায় ফিরে আসে, যখন জোহরের ওয়াক্ত হয়। এই পদ্ধতিতেই ৫ ওয়াক্তে সারা পৃথিবীতে আযান ঘুরতে থাকে। দেখবেন আমাদের দেশের এক জেলার সাথে অপর জেলার ৩-৪-৫ মিনিট করে ব্যাবধান রয়েছে এভাবে সারা পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশ, এক জেলা থেকে আরেক জেলা আযান চলছে।
আলহামদুলিল্লাহ এই পর্যালোচনা থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীর একটি সেকেন্ড একটি মুহুর্তও আযান ব্যাতীত অতিক্রম হয় না। অর্থাৎ প্রতি মুহুর্তেই পৃথিবীর কোথাও না কোথাও আযানের ধ্বনী চলছেই।
১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩৯
সেলিনা জাহান প্রিয়া বলেছেন: আপনি হালাই দেখি আমাগো কলিজায় চিবি দিবার লাগছেন
২| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:৩৭
কানিজ রিনা বলেছেন: আজান সারা পৃথিবী ব্যাপী চব্বিশ ঘন্টা ঘুরে
ফিরে ধ্বনি হয়ে আকাশে উঠে জানতাম।
তবে কোন দেশ থেকে শুরু হয় এটা জানতাম
না তাই অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা।
৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:২৪
এম এ কাশেম বলেছেন: আল্লাহর মহিমা এই ভাবেই ঘোষিত হবে চিরকাল।
আপনাকে শুভ কামনা।
৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৫
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আল্লাহ আপনার মঙ্গল করুন।
৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২
আবু রায়হান রাকিব বলেছেন: ধন্যবাদ। তথ্য সম্বৃদ্ধ পোস্টের জন্য।
৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৩
নতুন নকিব বলেছেন:
//আলহামদুলিল্লাহ এই পর্যালোচনা থেকে প্রমাণিত হয় যে এই পৃথিবীর একটি সেকেন্ড একটি মুহুর্তও আযান ব্যাতীত অতিক্রম হয় না। অর্থাৎ প্রতি মুহুর্তেই পৃথিবীর কোথাও না কোথাও আযানের ধ্বনী চলছেই।//
-আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আ'-লামীন।
মনমাতানো পোস্টে ধন্যবাদ, সেলিনা জাহান প্রিয়া।
৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০৮
মোস্তফা সোহেল বলেছেন: আল্লাহুআক্ববার। বিষয়টি জানা ছিল না। শেয়ারের জন্য ধন্যবাদ।
৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৩
করুণাধারা বলেছেন:
জানা ছিল না। জেনে ভাল লাগল।
৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:১৯
গোধূলির * পথচারী বলেছেন: জেনে ভাল লাগল।
১০| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২২
ANIKAT KAMAL বলেছেন: সৃষ্টিশীলেরা এভাবেই সাধারণের মাঝে অসাধারণ কিছু তুলে ধরেন যেমন বাতাসের মাঝে অক্সিজেন থাকে
১১| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:২৪
পথিক মুরাদ বলেছেন: তথ্যবহুল পোস্ট। কিন্তু তথ্য কি সঠিক? জাপানে সর্ব প্রথম সূর্য্য দেখা যায়। তারপর চিন, তাইওয়ান, ফিলিপাইন এবং অস্ট্রেলিয়ায় সুর্য্য দেখা যায়। ফজরের আযান যেহেতু সুর্য্যের সাথে সম্পর্কিত , তাই জাপান, চিন, তাইওয়ান, ফিলিপাইন এবং অস্ট্রেলিয়ায় ইন্দোনেশিয়ার আগেই আযান হয়।
তাহলে এখানে ইন্দোনেশিয়া প্রথমে কেন? মুসলিম দেশে বলে? তাহলে ভারত শ্রীলংকা তো তালিকায় থাকার কথা নয়। আর উল্লেখিত দেশ গুলোর অনেক শহরেই মসজিদ আছে এবং আযান হয়।
১২| ১৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:৫৫
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর পোস্ট, ভালো লাগলো।
১৩| ১৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৯
শোভ বলেছেন: নরওয়ের নামাজের সময় আর আমাদের আজানের সময়ের মাঝে ফারাক আনেক । ওদের ফজর থেকে যোহর সময় আসতে আমাদের কতদিন লাগে ?
১৪| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৩৪
সানজিদা আয়েশা শিফা বলেছেন: জেনে ভাল লাগলো । পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ ।
১৫| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর পোস্ট। ধন্যবাদ আপনাকে
১৬| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮
ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ একটা পোষ্ট
+++++++++++++
এতো সুন্দর একটা তথ্য সমৃদ্ধ লেখা শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই আযান হলো কল্যানের দিকে আহবান। এক শ্রেনী মানুষের কল্যানের প্রতি চুলকানী কিয়ামত পর্যন্ত থাকবে। তাতে কি যাদের কলিজা ঠান্ডা হয় তাদের ভাল লাগলেই চলবে। "হাইায়্যা আলাল ফালাহ"
১৮| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২০
মাহিরাহি বলেছেন: কবর থেকেও যেন আযান শুনতে পাই।
১৯| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৯
রাকিব_মাহমুদ বলেছেন: চমৎকার ভাবনার লিখন। অত্যন্ত সময়োপযোগী একটি পোস্ট... প্রয়োজন ছিল। ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো।
২০| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯
সাগর কর্মকার বলেছেন: এখন বুঝলাম কেন নিঘুম টুইট করছিল ।
২১| ২০ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৩৯
আরইউ বলেছেন: কিন্তু সমস্যা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে সার্কেল শুরু হবে কেন?
২২| ২০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর পোস্ট।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৩
নাগরিক কবি বলেছেন:
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:২৬
আরাফআহনাফ বলেছেন: একটা হিসাব দেই,
প্রতি ১ডিগ্রী ভৌগলিক কোণের জন্য পার্থক্য সময় হচ্ছে ৪মিনিট। এভাবে গোলাকার পৃথিবীর ৩৬০ ডিগ্রী জন্য সময়ের পার্থক্য হচ্ছে (৩৬০*৪=১৪৪০ মিনিট)। অন্য হিসাবে, ১দিনে ২৪ঘন্টা = ২৪*৬০মিনিট = ১৪৪০মিনিট অর্থাৎ, ২৪ ঘন্টাই পৃথিবীর কোথাও না কোথাও আজানের ধ্বনি ধ্বনিত হচ্ছে প্রতিক্ষণ। ।
শুভ কামনা সবার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২৫
রিফাত হোসেন বলেছেন: আমার একটা প্রশ্ন, যদিও অফটপিক। একবার পুরান ঢাকায় গিয়েছিলাম এক পরিচিতের সাথে দেখা করতে। তারা অনেক দিন থাকলেও স্থানীয় ধরা হয় না।
তবে স্থানীয় বলতে যাদের বুঝি কিছু লোককে লোকেশন জিজ্ঞাসা করলে ঠিকমত বাংলায় উত্তর দিল, যা আমার বোধগম্য হয়েছে। এরপর নিজেরা যেভাবে কথোপকথন চালিয়ে গেল একে উর্দু না হলেও ভিন্ন একটা উচ্চারণ রীতি যা গতানুগতিক বাংলার ধারে কাছেও তা নাই, পর্দার হিন্দী সিনেমার মতও নয়।
ব্যাপারটা এরকম কেন?
আপনিও কি এইভাবেই কথা বলেন,ঘরোয়াভাবে?
আমি কিন্তু নাটকের পুরান ঢাকার একসেন্ট বুঝাই নি। আমি যা শুনেছিলাম দুই জন বয়স্ক মানুষের বাক্যলাপে তা পুরান ঢাকার কোন নাটকের ডায়ালগের সাথে মিলে নাই, কারণ কিছু হলেও বুঝা যায়।
যদিও ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করছি। অতি আগ্রহ বলতে পারেন।