নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

বাংলা সাহিত্যে প্রথম ----------------------------------

২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৮:৪০


বাংলা গদ্যরীতিকে প্রথম পাঠ্যপুস্তকের বাইরে ব্যবহার করেন - রাজা রামমোহন রায়।
বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস - ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর কল্পতরু।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকাব্য - স্বপ্নদর্শন।
বাংলায় রচিত প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ -জুলেখার রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। রচনাকাল -চতুর্দশ থেকে পঞ্চদশ।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ -পদ্মিনী উপাখ্যান।
(অবাঙালি কতৃক রচিত) বাংলা সাহিত্যের প্রথম উপান্যাস - হ্যানা কেথেরিন ম্যালেন্সের "ফুলমনি ও করুনার বিবরন "।
বাঙালি কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম উপান্যাস - প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল।
বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপান্যাস -বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশনন্দিনী।
বাংলা সাহিত্যের প্রথম গীতিকবি -বিহারীলাল চক্রবর্ত্তী।
বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপান্যাস - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের "কপালকুন্ডলা "
বাংলা ভাষার প্রথম ব্যাকরণ - পর্তুগিজ বাংলা ব্যাকরণ (রচয়িতা : ম্যানুয়াল দ্যা আসসুম্পসাও)।
বাংলা ভাষায় রচিত প্রথম নাটক - ভদ্রার্জুন। রচয়িতা : তারাপদ শিকদার।
ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ - নীলদর্পন (প্রকাশকাল ১৮৬০)। রচয়িতা -দীনবন্ধু মিত্র।
প্রথম বাংলা অক্ষর খোদাইকারী - পঞ্চানন কর্মকার।
বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী।
বাংলা সাহিত্যের প্রথম যতি/বিরাম চিহ্নের ব্যাবহার করেন - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার - মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক - কৃষ্ণ কুমারী। রচয়িতা : মাইকেল মধুসুদন দত্ত।
ছাপার অক্ষরে প্রথম বাংলা বই -কৃপার শাস্ত্রের অর্থভেদ।
বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যাবহারকারী -প্রমথ চৌধুরী।
বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধগ্রন্থ - বেদান্ত।
বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিতগ্রন্থ - উইলিয়াম কেরির "কথোপকথন।
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী - দিকদর্শন। সম্পাদক -জন ক্লার্ক মার্সম্যান।
প্রথম বাংলা পত্রিকা - দিকদর্শন।
বাঙ্গালির প্রচেষ্টায় প্রথম প্রকাশিত পত্রিকা - বাঙ্গালা গেজেট।
মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা - সমাচার সভারাজেন্দ্র। সম্পাদক -শেখ আলীমুল্লাহ।
প্রথম বাঙ্গালী মুসলমান গদ্য লেখক - মীর মশাররফ হোসেন।
একুশের প্রথম নাটক - কবর।
রামায়ন অনুবাদকারী প্রথম মহিলা - চন্দ্রাবতী।
রামায়নের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক - কবি কৃত্তিবাস।
বাংলা ভাষায় প্রথম আধুনিক নাটক - শর্মিষ্ঠা। রচয়িতা -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য - মেঘনাদবধ। রচয়িতা -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম প্রহসনধর্মী নাটক - একেই কি বলে সভ্যতা। রচয়িতা -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সনেট - চতুর্দশপদী কবিতাবলী। রচয়িতা -মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক - কুলীনকুল সর্বস্ব। রচয়িতা - রামনারায়ন তর্করত্ন।
একুশের প্রথম কবিতা - কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। রচয়িতা : মাহবুব উল আলম চৌধুরী।
একুশের প্রথম উপন্যাস - আরেক ফাল্গুন। রচয়িতা : জহির রায়হান।
একুশের প্রথম সাহিত্য সংকলন - একুশে ফেব্রুয়ারী। সম্পাদক - হাসান হাফিজুর রহমান।

তথ্য সুত্র- ইন্টার নেট

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর শিক্ষামুলক একটা পোস্ট।

ভালো লাগলো

২| ২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: দরকারি পোষ্ট।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , মুল্যবান তথ্যসমৃদ্ধ পোষ্ট , একসাথে লাইক ও প্রিয়তে ।
শুভেচ্ছা রইল ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্লাস এন্ড প্রিয়তে
ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.