নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

" কফি হাউজের মান্নাদের সেই সুজাতা

২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪




সুজাতা রহমান, মান্না দে'র কফি হাউজের সেই আড্ডার সুজাতা; 'সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখোপতি স্বামী তার/হিরে আর জহরতে আগাগোড়া মোড়া সে, বাড়ি-গাড়ি সবকিছু দামী তার।'
কলকাতা আর্ট কলেজের শিক্ষার্থী ছিলেন সুজাতা রহমান। গাইবান্ধা থেকে সত্তরের নির্বাচিত এমপিএ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ওয়ালিউর রহমান রেজাকে ভালোবেসে বিয়ে করেন সুজাতাকে , তাঁদের প্রেম ১৯৬২ সাল থেকে, তাঁরা বিয়ে করেন ১৯৭২ সালে; বড় ভাই শান্ত রহমানের কল্যাণে তাঁদের খুঁজে পাই। এই পোস্টে তাঁর বর্তমান ও কলেজ লাইফের দুটি ছবি সংযুক্ত করলাম আপনাদের সুবিধার্থে।
লেখক রুদ্র সাইফুল।।

মন্তব্য ১৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:


গান লেখা হয়েছিল কত সালে?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

খায়রুল আহসান বলেছেন: অবিশ্বাস্য হলেও, ভাল লাগলো এ ছোট্ট লেখাটা পড়ে। যখনই গানটা শুনতাম, সুজাতার সুখের কথা ভেবেই বেশী ভাল লাগতো।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

রায়হান আলম অলস বলেছেন: তিনি কি লেখকের সেই #সুজাতা

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রদ্ধা ও শুভেচ্ছা
মান্না'দের কফি হাউজের
সুজাতা রহমানকে।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


নূর মোহাম্মদ নূরু বলেছেন,
"শ্রদ্ধা ও শুভেচ্ছা
মান্না'দের কফি হাউজের
সুজাতা রহমানকে। "

-"ফুলেল শুভেচ্ছা" আশা করেছিলাম !

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

বেঙ্গল রিপন বলেছেন: মান্নাদে কখনই কফি হাউজে আড্ডা দেন নাই

নিজের সবচেয়ে জনপ্রিয় ‘কফি হাউজের সেই আড্ডা’ গানটি সম্পর্কে মান্না দে বলেন, ‘কফি হাউস আমার বাড়ির খুব কাছেই ছিল। কিন্তু যে কেউ জানলে অবাক হবে, আমি কোনো দিন সেখানে যাইনি। তবে কয়েকজন বন্ধুকে নিয়ে কফি হাউসের যে ছবিটা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার গীতিকবিতায় তুলে ধরেছেন, তা এক কথায় অসাধারণ। আর তার ওপর সুর করেছেন নচিকেতার ছেলে খোকা সুন্দর। আমি তো কেবল তাঁদের বানানো জিনিসটাই শ্রোতার কাছে তুলে ধরেছি।’

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

বেঙ্গল রিপন বলেছেন: উত্তর কলকাতার কলেজ স্ট্রিট চত্বর থেকে একটু সামনেই সেই কফি হাউজটা। এটা সেই কফি হাউজের ছবি।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: খুব ভাল লাগলো মান্নাদের সেই বিখ্যাত সুজাতাকে দেখে, ধন্যবাদ ছবিটি পোষ্ট করার জন্য।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

তারেক ফাহিম বলেছেন: এই সে সুজাতা :)

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ছাসা ডোনার বলেছেন: ধন্যবাদ আপনাকে সবার স্বপ্নের রাণী সুজাতাকে দেখানোর জন্য!!!!

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: দারুন। গান তাকে রীতিমতো তাকে তারকা বানিয়ে দিয়েছে।

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কফি হাউজ-২

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই
নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে
এখানেই পুজোটা কাটাবে
কী এক জরুরি কাজে ঢাকার অফিস থেকে
মইদুলকেও নাকি পাঠাবে
একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা
আসবেনা অমল আর রমা রায়
আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে
ওদের কখনো কি ভোলা যায়?

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই
ওরা যেন ভালো থাকে একটু দেখিস তোরা
শেষ অনুরোধ ছিল ডিসুজার
তেরো তলা বাড়িতে সবকিছু আছে তবু
কিসের অভাব যেন সুজাতার
একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা
অভিমান ছিল খুব অমলের
ভালো লাগে দেখে তাই সেই সব কবিতাই
মুখে মুখে ফেরে আজ সকলের

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই
নাম যশ খ্যাতি আর অনেক পুরস্কার
নিখিলেশ হ্যাপি থেকে গিয়েছে
একটা মেয়ে বলে সুজাতা বিয়েতে তার
দুহাত উজার করে দিয়েছে
সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে
নিজেদের অপরাধী মনে হয়
পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায়
ইচ্ছে বা তার কোন শখে নয়

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই
কার দোষে ভাঙলো যে মইদুল বলেনি
জানি ওরা একসাথে থাকেনা
ছেলে নিয়ে মারিয়ম কোথায় হারিয়ে গেছে
কেউ আর কারো খোঁজ রাখেনা
নাটকে যেমন হয় জীবন তেমন নয়
রমা রয় পারেনি তা বুঝতে
পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন
হারালো সে চেনা মুখ খুঁজতে

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই
দেওয়ালের রঙ আর আলোচনা পোস্টার
বদলে গিয়েছে সব এখানে
তবুও প্রশ্ন নেই,
যে আসে বন্ধু সেই
আড্ডা তর্ক চলে সমানে
সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধুলো
হয়ত আসছে ফিরে আজ আবার
অমলের ছেলেটার হাতে উঠে এসেছে
ডিসুজার ফেলে যাওয়া সে গীটার

স্বপ্নের মতো ছিল দিনগুলো কফি হাউজেই,
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই,
আজ আর নেই

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমিও মান্না দে'র গানের ভীষণ ভক্ত। আর এই ইতিহাস জেনে খুব নস্টালজিক হয়ে গেলাম। মনে হলো (কেন জানি না), ও-রকম একজন সুজাতা আমারও ছিল :(

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

নূর-ই-হাফসা বলেছেন: দশ বছর প্রেম ! ভালো লাগলো ওনাকে দেখতে পেয়ে ।

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৩

প্রামানিক বলেছেন: মান্নাদের কফি হাউজের গানের সুজাতার আমাদের এলাকায় বিয়ে হয়েছে বিষয়টি জেনে কেমন খাটকা লাগল। ওয়ালিউর রহমান সাহেবকে যুদ্ধের আগে ইলেকশনের সময় অনেক দেখেছি। তিনি মুক্তিযোদ্ধার ভালো সংগঠক ছিলেন এবং ৭৩ সালে গাইবান্ধা থেকে এমএনএ হয়েছিলেন। আমি বিষয়টি খোঁজ নেয়ার জন্য চেষ্টা করতেই ওয়ালিউর রহমান সাহেবের ছোট ভাইয়ের কাছ থেকে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে বিষয়টি মিথ্যা। কিছু লোক এটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে। উনার ভাষ্য মতে আসলে ঘটনা সত্য নয়।

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৯

প্রামানিক বলেছেন: বানান ভুল হওয়ার জন্য দুঃখিত- -- - মান্নাদের কফি হাউজের গানের সেই সুজাতার বিয়ে আমাদের এলাকায় হয়েছে বিষয়টি জেনে কেমন খটকা লাগল। ওয়ালিউর রহমান সাহেবকে যুদ্ধের আগে ইলেকশনের সময় অনেক দেখেছি। তিনি মুক্তিযোদ্ধার ভালো সংগঠক ছিলেন এবং ৭৩ সালে গাইবান্ধা থেকে এমএনএ হয়েছিলেন। আমি বিষয়টি খোঁজ নেয়ার জন্য চেষ্টা করতেই ওয়ালিউর রহমান সাহেবের ছোট ভাইয়ের কাছ থেকে যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে বিষয়টি মিথ্যা। উনার ভাষ্য মতে আসলে ঘটনা সত্য নয়। কিছু লোক এটি ফেসবুকের মাধ্যমে ছড়িয়েছে।

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রামাণিক ভাইয়ের মন্তব্য সঠিক হলে এই সুজাতার তাহলে বাংলাদেশে বিয়ে হয়নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.