নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোর গঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

আমরা যে খাঁটি বাঙালি সেটা আবারো বুঝিয়ে দিলো কোভিড-১৯।

১৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪২


মরবো যখন একা কেনো মরবো, পরিবার, আত্মীয়-স্বজন সবাইকে নিয়েই মরি! পাড়া-পড়শীও বাদ যাবে কেনো ? তারাও তো কম বাঁশ দেয়নি তাই তাদেরকেও মারি।

যারা এখন দলে দলে করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে আসছেন তাদের অবশ্যই বোঝা উচিত, তারা বাংলাদেশের থেকে চিকিৎসা ব্যবস্থায় অনেক উন্নত দেশগুলোতে থাকেন। যেখানে করোনায় মানুষের মৃত্যু হচ্ছে ঠিকই কিন্তু উন্নত চিকিৎসা পাচ্ছেন। আর আমাদের মতো দেশ যেখানে ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হই সবার অসচেতনতায় সেখানে করোনার মতো ছোঁয়াচে রোগ মহামারী আকার ধারন করতে খুব বেশি সময় নিবে না।

যেখানে ডেঙ্গু রোগীকে হাসপাতালগুলোতে বেডে ঠাঁই দিতে পারেনি সেখানে করোনা আক্রান্ত হলে কিভাবে হাসপাতালে মেঝেতে, করিডোরে,বাথরুমের সামনে ঠাঁই দিবে সেটা বোধগম্য নয় !

সবার মাঝে সচেতনতা জরুরি সেই সাথে বিদেশ থেকে আসা প্রতিটি মানুষকেও বাধ্যতামূলক হোম কোয়ান্টামে থাকার জন্য সচেতন করা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিক দায়িত্ব।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২০ দুপুর ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহ তুমি দুনিয়ার সব মানুষকে হেফাজত করো।

২| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:১০

রাজীব নুর বলেছেন: বাঙ্গালীরা খুব বেশি করোনা আত্নগকে আতঙ্কিত হয়ে পড়েছে।

৩| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমি এখন বিদেশে, দেশে আসবো?

৪| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

একাল-সেকাল বলেছেন:
প্রকৃত বাঙ্গালীরাই এখন সচেতনদের জন্য মূর্তিমান আতংক।

৫| ১৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমার এক ক্লাসমেট ইতালি থাকে, ইতালিতে বসবাসরত বেশিরভাগ বাঙ্গালির ধারনা
হাসপাতালে গেলে চিকিৎসা না দিয়ে মেরে ফেলবে। এই আতংক থেকেও কিছু মানুষ দেশে ফিরেছে।

অনেকে আবার মানুষ মা-বাবার আকুতির জন্য দেশে ফিরেছেন।

৬| ১৮ ই মার্চ, ২০২০ রাত ১২:০৫

হাবিব ইমরান বলেছেন: বাঙালিই যদি জগতে আসবে তাহলে শয়তানকে পাঠানোর কি দরকার ছিলো! - এ নিয়ে হয়তো শয়তানও লজ্জায় পড়ে যায়। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.