নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

সেলিনা জাহান প্রিয়া

পৃথিবির প্রতিটি গল্পের শুরু আছে শেষ নাই শুধু। আমার লিখা কবিতার সাথে গল্পের সাথে আমার জিবনের কোন মিল নেই , আমি লিখি লিখিকা হবার জন্য নয় । ভাল লাগে তাই । অনেকই মনে করে আমি ব্যক্তি জীবনে খুব কষ্টে আছি । আসলে সুখ দুঃখ নিয়েই জীবন ।, অন্য ১০ জন মানুষের মতেই আমার জীবন ।

সেলিনা জাহান প্রিয়া › বিস্তারিত পোস্টঃ

যে জাতি নিজের দেশেই জিম্মি তারা আবার ফ্রিতে যাবে অন্য ৪২ দেশে!! হাস্যকর ৪২ দেশে!!

০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:১৮





বিনা ভিসায় ৪২ টা দেশে যাওয়ার আশায় বুক বাঁধা বাংলাদেশিদের জন্য এ খবরটি যেন এক রঙিন স্বপ্নের মত। তবে বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সাধারণ মানুষের জন্য এই ৪২ টা দেশে যাওয়ার আসল চিত্র কেমন? আসুন জেনে নেই।

বাস্তবতার খুঁটিনাটি
প্রথমেই বলি, উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া অঞ্চলের কোনো দেশে যেতে চাইলে বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য খুবই কঠিন। এসব দেশে যেতে হলে আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যের ট্রানজিট ভিসা লাগবে। যা সাধারণত পাওয়া কঠিন। ১১টি আমেরিকার দেশ, ৮টি ওশেনিয়ার দেশ এবং ১টি ক্যারিবীয় দেশ – মোট ২০টি দেশের নাম প্রথমেই তালিকা থেকে বাদ।

আফ্রিকার দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি এবং পর্যটন আকর্ষণ খুবই খারাপ। সেগুলো পর্যটকদের জন্য তেমন জনপ্রিয়ও না। অতএব, আফ্রিকার ১৬টি দেশও বাদ। তালিকায় যুক্ত হলো ৩৬।

এবার আসি এশিয়ার দিকে। কম্বোডিয়ায় গেলে ইমিগ্রেশনে দীর্ঘ সময় ধরে জেরা করা হয়। যদি আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি এবং পেশাদার ব্যাকগ্রাউন্ড না থাকে, তাহলে পরের ফ্লাইটেই দেশে ফিরে আসতে হবে। এটি নিয়মিত খবর। ফলে কম্বোডিয়া যোগ করল ৩৭টি।

এবার পূর্ব তিমুর। পূর্ব তিমুরে ঢোকার জন্যও ভালো ট্রাভেল হিস্ট্রি এবং শক্ত পেশাদার কারণ লাগবে। যদি তা না থাকে, তাহলে ঢাকার বিমানবন্দরই ছাড়তে দেবে না। তাই পূর্ব তিমুরের সাথে তালিকা হলো ৩৮টি।

প্রকৃত সত্য
তাহলে বাদ রইল ৪টি দেশ – ভুটান, নেপাল, শ্রীলংকা এবং মালদ্বীপ। এগুলোর ক্ষেত্রে ভিসা ছাড়াই যাওয়া সম্ভব। এ হিসাবটাই আসলে প্রকৃত হিসাব।

পরিশেষে
যারা বিনা ভিসায় ৪২ দেশে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি একটা কঠিন বাস্তবতা। আর যারা এই তথ্য শেয়ার করে বেড়ান, তারা প্রকৃত তথ্যটি জানার চেষ্টা করুন। ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত না করাই ভালো। তাই সাংবাদিক ভাইয়াদের উচিত প্রকৃত সত্য তুলে ধরা।

বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া এবং ইমিগ্রেশন নীতিমালা জানতে এবং বুঝতে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। তাহলে ভবিষ্যতে ভ্রমণ পরিকল্পনা করতে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।


ভ্রমণ পরিকল্পনা এবং ভবিষ্যতের সুযোগ----
বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা নীতিমালা ও ইমিগ্রেশন নীতিগুলো বেশ জটিল এবং অনেকক্ষেত্রেই কঠিন। তবুও কিছু কৌশল ও প্রস্তুতির মাধ্যমে এই প্রতিবন্ধকতাগুলো কিছুটা হলেও পাড়ি দেওয়া সম্ভব।

ভ্রমণ পরিকল্পনা: কৌশল ও প্রস্তুতি-----
১. পর্যটন হিস্ট্রি তৈরি করুন:
যারা ভ্রমণ করতে চান, তাদের জন্য ভালো ট্রাভেল হিস্ট্রি থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রাথমিকভাবে কিছু সহজলভ্য দেশে ভ্রমণ করেন, তবে আপনার পাসপোর্টে সেগুলোর সিল থাকার ফলে ভবিষ্যতে অন্যান্য দেশের ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।

২. পেশাগত ব্যাকগ্রাউন্ড মজবুত করুন:---
যারা ভ্রমণ করতে চান, তাদের জন্য প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো দেশের ইমিগ্রেশন অফিসার যদি দেখেন যে আপনি একটি স্থিতিশীল চাকরি বা ব্যবসায় নিয়োজিত, তাহলে তারা আপনাকে ভিসা দিতে বেশি সহানুভূতিশীল হবেন।

৩. প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন:--
ভ্রমণের জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট (যেমন ব্যাংক স্টেটমেন্ট, চাকরির সনদ, ট্রাভেল ইনস্যুরেন্স ইত্যাদি) ঠিকমতো প্রস্তুত রাখুন। এগুলো ভিসা প্রক্রিয়া সহজ করতে সহায়তা করবে।

৪. ট্রাভেল এজেন্সির সাহায্য নিন:--
বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সাহায্য নিন যারা আপনাকে ভিসা প্রক্রিয়া, ডকুমেন্টেশন এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে সহায়তা করতে পারে।

৫. স্থানীয় পর্যটন প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করুন:---
আপনি যদি ভ্রমণ করতে চান, তাহলে প্রথমে দেশের ভেতরে বিভিন্ন জায়গা ঘুরে দেখুন। এতে আপনার ট্রাভেল হিস্ট্রি যেমন মজবুত হবে, তেমনি দেশের পর্যটন খাতকেও সমর্থন করতে পারবেন।

ভবিষ্যতের সুযোগ: আন্তর্জাতিক ভ্রমণ----
ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণের জন্য কিছু নতুন সুযোগ আসতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক এবং ভিসা নীতিমালার পরিবর্তনের ফলে বাংলাদেশি পাসপোর্টধারীরা আরও অনেক দেশে ভ্রমণ করতে পারবেন। এজন্য আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে:

১. দেশের আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করা:---
যতই দেশের আন্তর্জাতিক সম্পর্ক মজবুত হবে, ততই অন্যান্য দেশের সাথে ভিসা প্রক্রিয়া সহজ হবে। তাই সরকারের উচিত আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি উদ্যোগী হওয়া।

২. নতুন ভিসা নীতিমালা:----
আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে ভিসা নীতিমালার পরিবর্তন আনার চেষ্টা করা উচিত। এতে ভ্রমণকারীরা উপকৃত হবেন।

৩. পর্যটন খাতের উন্নয়ন:---
দেশের পর্যটন খাতের উন্নয়নে মনোযোগ দেওয়া উচিত। এতে দেশের আয় যেমন বাড়বে, তেমনি দেশের মানুষের জন্য নতুন ভ্রমণ সুযোগও তৈরি হবে।

উপসংহার
"৪২ টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ" বিষয়টি হয়তো আকর্ষণীয় শোনাতে পারে, তবে বাস্তবতা বেশ কঠিন। সচেতনতা, প্রস্তুতি, এবং কৌশলের মাধ্যমে এই প্রতিবন্ধকতাগুলো কিছুটা হলেও কাটিয়ে ওঠা সম্ভব। ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণ সহজতর করার জন্য সরকার এবং সাধারণ মানুষের একসাথে কাজ করতে হবে। সঠিক তথ্য জানুন, সঠিক পরিকল্পনা করুন, আর স্বপ্ন দেখুন নতুন গন্তব্যের।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১২:৫২

অগ্নিবেশ বলেছেন: জাতি ভাইয়েরা ভ্রমনের কথা কয়ে গিয়ে কামলা দেওয়া শুরু করেছে, ওভার স্টে করে বিমা ট্যাক্স সব ফাঁকি দিয়েছে, স্বাস্থ্যবিমা না থাকায় বিনা চিকিতৎসায় মরেছে, তারপর একটু আধটু চুরি চামারিও করেছে। তাই এই সব দেশের ব্যাটারা বাংলাদেশীদের আর বিশ্বাস করে না।

২| ০৬ ই জুন, ২০২৪ দুপুর ১:৪৩

প্রামানিক বলেছেন: এতদিনে বিষয়টি পুরাপুরি বুঝতে পেলাম।

৩| ০৬ ই জুন, ২০২৪ বিকাল ৪:২৬

ফেনা বলেছেন: ভাল এবং খুবই প্রয়োজনীয় পোষ্ট

৪| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

ঢাকার লোক বলেছেন: ভালো লিখেছেন, স্পষ্ট ও গুছানো লেখা ! যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য ভালো উপদেশ। বিদেশে টুরিস্ট হিসেবে গিয়ে সেখানে অবস্থান কালে ভিসার মেয়াদ যেন পার হয়ে না যায় সেদিকে খেয়াল রাখা জরুরি।
আরেকটা বিষয়, যারা বিদেশে ভ্রমণে যাবেন তাদেরকে বলছি, এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারদের সাথে কথা বলার সময় ভীত হবেন না, যা জিজ্ঞেস করে তার সোজাসুজি জবাব দিবেন, কনফিডেন্টলি বলবেন, ঘোর প্যাচ করা বা অনর্থক বেশি কথা না বলা ভালো, যাকে বলে "ওভার স্মার্ট" তেমনটি না দেখানোই ভালো। তা ছাড়া কোনো কোনো দেশে কিছু জিনিস নেয়া যায়না, (যেমন আমেরিকা কানাডায় সাধরণত কাঁচা মাংস বা ফলমূল নিতে দেয়না) যাওয়ার আগে তা জেনে সেগুলো নিবেন না।

৫| ০৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

ঢাকার লোক বলেছেন: লেখার শিরোনামে "জিম্মি" এবং "হাস্যকর" শব্দ দুটি ব্যবহার না করলেই মনে হয় ভালো হতো !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.