| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন ফেসবুকে লগ ইন করলে দেখবেন কিছু বেকার, পাগলদের কান্ড। কি কান্ড? দেখবেন যে তারা লাইভ ভিড়িও শেয়ার করেছেন। ভালো কি শেয়ার করছেন তা তারা নিজেও জানেন না । ফেসবুকের লাইভের টিআরপি এখন তুঙ্গে। আর ফেসবুক লাইভের টিআরপি বাড়িয়ে দিয়েছে আমাদের সমাজের কিছু মূর্খরা ।
ফেসবুক ভাইরাল কিন্তু সেলফি থেকে শুরু । পরে প্রিসমা এখন লাইভ ভিড়িও ।
গত তিন দিন আগে সকাল ১০টা । ঘুম থেকে উঠে ফেসবুকে লগ দিলাম। দিতেই কি কান্ড এক মূর্খের লাইভ।
লাইভের বিষয় গুরুর বাজার ::
লাইভে তার গরুর বাজার নিয়ে তার কথা গুলো শুনে হাসতে হাসতে বিছানায় বসে পড়লাম। সে আবার লাইভে গরু বিক্রেতার কাছে দামও জানতে চাচ্ছে। কেউ বলছে আবার কোন গরু বিক্রেতা তাকে পাগলও বলছে। কেউ বেলছে বেকার আছে খেয়ে কাজ নেই পাগলামি জুড়ছে। পাগলে কি না বলে আর ছাগলে কিনা খায় ।
কেউ কেউ কমেন্টে লিখেছেন বাজার ছাগল নাই তোর মত ..। যদি ছাগল না থাকে তাহলে তোকে বিক্রি করে দেব।
যারা লাইভ করছেন ভালো কিন্তু এই রকম বিষয় নিয়ে লাইভ করে মানুষের বাজে বাজে কমেন্ট থেকে এই রকমের লাইভ থেকে বিরত থাকা ভালো।

©somewhere in net ltd.