নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
শেখ সাবিউজ্জামান তরুন-আমার প্রানপ্রিয় ছোট ভাই
গত ১৩ই আগষ্ট স্থানীয় সময় সকাল ৯:১৭ মনিটি জাপনের টোকিওতে মস্তিস্কের রক্তক্ষরনজনতি কারনে ইন্তেকাল করেছে।
আজকে সেখানেই ওর জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ই আগষ্ট কাতার এয়ার লাইন্সের একট বিমানযোগে তার কফিন বাংলাদেশে নিয়ে আসা হবে। আপনারা সবাই ওর বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করবেন।
দীর্ঘ ছ’বছরের ব্লগ জীবনে আমি আমার পরিবারে কথা বলিনি। আমি আমার পরিবারের আনন্দ ভালবাসা ,দুঃখ কষ্ট কখনোই আমার ব্লগ ও ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করিনি।এটা ছিল আমার সেই গরিবের বেনারশী শাড়ির মত। ছিড়ে যাবার ভয়ে গায়ে পড়িনি। তুলে রেখেছি ভাঙ্গা আলমারিতে। মাঝে মধ্যে বের করে অতি যত্ন গায়ে হাত বুলিয়েছি- আর ইতি উতি তাকিয়ে দেখেছি আর কেই যেন দেখে না ফেলে! এই প্রথম আমি দুছত্র লিখি আমার অতি অতি আপনজন পৃথিবীর সব’চে ভালবাসার মানুষটিকে নিয়ে;
ভাই আমার,
একটা সময় যখন যখোন যেই বই পেতি- সেখানেই তুই সেটা গোগ্রাসে গিলতি
কিন্তু আমার লেখা কখনও পড়িসনি।
এলোমলেো এই লেখার শুরুটা করি সেখান থেকেই;
অনেক বছর আগে; একযুগ দেড়যুগ কিংবা তারও বেশি সময় আগে মনে পড়ছে বহুবার তোর নিবিষ্ঠ মনে শোনা সেই গানের চরনগুলি-গানটা শুনতে শুনতে তুই-ও গুনগুনিয়ে সুর তুলতি;
বেশি কিছু আশা করা ভুল
বুঝলাম আমি এত দিনে
মুক্তি মেলেনা সহজে জড়ালে হৃদয়ে কোন ঋণে
…এই জগতে এমনও লোক থাকে
সপ্ন দেখতে নেই যাদের…
ভাইরে তুই তেমনই ছন্নছাড়া-দেউলিয়া পাষান বুকে কষ্ট চেপে রাখা একজন মানুষ ছিলি যাদের সপ্ন দেখতে নেই।
কতই না ঋন তোর কাছে। এই দ্যাখ, আমি তোর ঋণ শোধ করে দিচ্ছি স্মৃতির পাতায় লিখে রাখা কিছু কথা আর দু-ফোটা অশ্রুজল দিয়ে।কত সহজে তাইনা…
কি বোর্ডতো দেখতে পারছিনা- লিখবো কি ছাই!!!
বেঁচে থাকলে কোন একদিন হয়তো তোকে নিয়ে, তোর দুরন্তপনা নিয়ে তোর ভবঘুরে ছন্নছাড়া জীবন দু-খন্ড উপন্যাস লিখব।
সেদিন তো আর তুই ফোন করে উচ্ছসিত হয়ে বলবি না’তপন ভাই তুই-তো ভালই লিখিস।‘
তুই সবটুকু উজার করে তোর আপনজনদেরকে তোর বন্ধুদের তোর প্রিয় অপ্রিয় সবাইকে দিয়েছিস- কিন্তু বিনিময়ে কিছুই পাসনি। সব হারানো মানুষের দলে ছিলি তুই।
কিন্তু আজ দ্যাখ; বড় ভাই টোকিও থেকে ফোন করে কাদতে কাদতে বলল,শতাধিক বাঙালী-পাকিস্থানী তোকে হারিয়ে তোর লাশ বুকে জড়িয়ে হাউমাউ করে কাদছে। ভাই ভুলে গেছে এটা তার ভাই- মনে হচ্ছে তুই সবার ভাই। তোকে এত ভালবাসে মানুষ-সে ভাবতে পারেনি। সে ভেবেছিল; সবাই তোকে তুচ্ছ করে উপহাস করে ভাড় হিসেবে জানে।
যার সামনে কথা বলতে গিয় ভয়ে তোর কথা হারিয়ে যেত। যার বিরুদ্ধে ছি তোর অন্তহীন অভিযোগ- আবার অন্ধের মত ভাল বাসতি যাকে সেই কঠিন হৃদয়রে বড় ভাই আমার তোর পা জড়িয়ে ধরে কেদেছে।
ভাইরে তুই ক বুঝতে পারছিস? বলতে পারিস’ মৃত্যুর পরে মানুষ কি ভাবে?’ বলতে পারিস একবার ‘পরজনম বলে কিছু আছে কিনা?’
তুই কত কথাই না- জানতি। তোর কথার তোড়ে আর সবাই মুক হয়ে যেত। তুইতো সবার আগেই চলে গেলি;এখন তুই বলতে পারিস এমন অনেক গল্প ‘যা এই পৃথিবীর কেউ জানেনা।‘
আমরা এখন শুনব;কথা দিচ্ছ--একবারও বলবনা, ‘তরুন তুই ফোন রাখতো-ব্যাস্ত আছি।‘
স্কাইপি’তে তোর কল পেলে বিরক্ত হতাম। সেল ফোনে তোর নম্বর দেখলে ভভ্রু কুঞ্চিত হত। ফোন ধরেই বলতাম, কোন জরুরি কথা?
তুই বলতি ‘আমি তরুন। তুই কি ব্যাস্ত তপন ভাই? ব্যাস্ত থাকলে পরে ফোন দিই।‘
আমাকে নিয়ে কত তোর উচ্চাশা- কত সপ্ন ছিল তোর। শুনতে শুনতে লজ্জা পেতাম।
শুনতে শুনতে মাঝ পথে বলতাম, হয়েছে তুই একটু বেশী বাড়ায় বলিস।
তুই হাসতে হাসতে বলতি’ আরে তপন ভাই তুই ক আমি জানি। আমার সব ভায়েরাই অন্যরকম!’
আমি এখন শুনতে চাই খুব শুনতে চাই’ তোর ওইসব তথাকতথি ফালতু কথা।‘আমারমত অতি নগন্য মানুষকে আর কেউ এমন কর বলবে না’ তপন ভাই তুই অন্যরকম।‘
ভাইরে তোর মত এমন একজন প্রানোচ্ছল, তারুণ্যে ভরপুর, সব কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে দেবার মানসিকতা সম্পন্ন এমন বড় হৃদয়ের আমার অতিপ্রিয় মানুষকে কি করে শুইয়ে দিয়ে আসব গভীর মাটির অন্ধকার কারাগারে।
Piano Man | by Billy Joel
Sing us a song you're the piano man
Sing us a song tonight
Well we're all in the mood for a melody
And you've got us feeling alright
He says, "Bill, I believe this is killing me"
As a smile ran away from his face
"Well, I'm sure that I could be a movie star
If I could get out of this place"
And the waitress is practicing politics
As the businessmen slowly get stoned
Yes they're sharing a drink they call loneliness
But it's better than drinking alone…
Rakib Himon @ My Brother's departed soul - This single song he most listened in his abroad life.
(রাকিব হিমন আমাদের সবার ছোট ভাই)
২| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
বিষন্ন পথিক বলেছেন: মহান আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ করুন।
আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা
১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২১
শেরজা তপন বলেছেন: আমিন! অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন সবসময়।
৩| ১৫ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
জেনো বলেছেন: ভাই দোয়া করি উনার জন্য। ভাল থাকবেন।
৪| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৪
মামুন রশিদ বলেছেন: রেস্ট ইন পিস ভাই ।
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
হাসান মাহবুব বলেছেন: প্রয়াত আত্মা শান্তিতে থাকুক।
৬| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫০
তূর্য হাসান বলেছেন: অনেক দিন পর আপনার পোস্ট। কিন্তু এমন পোস্ট কখনো আশা করিনি আশা করি না। আল্লাহ আপনার ভাইকে জান্নাতবাসী করুন।
৭| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুখে থাকুক আপনার ছোট ভাই না ফেরার দেশে।
আমরা সবাই মরে যাই।
আমরা আর আসি না ফিরে ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:০৫
সেলিম আনোয়ার বলেছেন: সুখে থাকুক আপনার ছোট ভাই না ফেরার দেশে।
আমরা সবাই মরে যাই।
আমরা আর আসি না ফিরে ।
৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৩
আজমান আন্দালিব বলেছেন: ভাই তুই যেখানেই থাকিস ভালো থাকিস।
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১০
শেরজা তপন বলেছেন: ওর জন্য দোয়াপ্রার্থী সবাইকে ধন্যবাদ...
১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: যেখানেই থাকোনা কেন, ভাল থেকো ভাই........
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিদেহী আত্মার শান্তি কামনায় অনেক অনেক অনেক দোয়া। হে মাওলা তুমি তাঁকে শান্তিতে রেখো অন্তহীন। তার প্রিয় ভাইটিকে শক্তি দিও শোককে শক্তিতে পরিণত করে ভাই হারানোর কষ্টকে সইবার ।
কতদিন আসিনি আপনার ব্লগে। নিজেকেই ধীক্কার দিতে ইচ্ছে করছে।
আমার ছোট ভাই হারিয়ে গেছে ছোটকালে ৭এ থাকতে। আজো খুজে পাইনি তারে। !!!! আপনিও দোয়া করবেন। আমার ছোট ভাইটির জণ্য।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮
শেরজা তপন বলেছেন: ভাইরে কারো ব্লগে নিয়মিত ঢু দিতে হবে এমন কোন কথা নেই।
ভাল থাকুন সবসময়- কায়মনে দোয়া করি আপনার ভাইকে যেন খুজে পান। ধন্যবাদ আপনাকে সমবেদনা জানাবার জন্য।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৮
মুহিব বলেছেন: তার আত্না শান্তি পাক।
২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ মুহিব- ভাল থাকুন আপনি।
১৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৫
ধানের চাষী বলেছেন: অনেক দিন পরে ব্লগে ঢুকলাম, ভাবলাম আপনার কোন নতুন লেখা আছে কি না। শুরুতেই যে এরকম লেখা পড়তে হবে ভাবতেও পারি নি।
ভাইয়ের জন্য প্রার্থনা করি আল্লাহর কাছে।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৭
শেরজা তপন বলেছেন: আমি প্রার্থনা করি আপনাদের মত সাদা মনের মানুষদের জন্য- শুভকামনা রইল সবসময়াএর জন্য।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৯
আমি ব্লগার হইছি! বলেছেন: আল্লাহ উনার আত্মাকে শান্তিতে রাখুন।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৬
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে- ভাল থাকুন সুস্থ্য থাকুন।
১৬| ২৬ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৭
মনিরা সুলতানা বলেছেন: আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন ।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৫
শেরজা তপন বলেছেন: সুপ্রিয় বোন মনিরা সুলতানা, আপনাকে অশেষ ধন্যবাদ আমার ছোট ভাইয়ের ত্বরে দোয়া করবার জন্য।
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩
মেহবুবা বলেছেন: পুরোন ব্লগারদের অনেকের লেখা ভাল লাগত, সময় পেয়ে ঘুরতে এসে বড় একটা ধাক্কা খেলাম।
এমন কিছু পড়তে হবে বুঝতে পারি নাই।কিছু বলতে পারছি না,আপনার মত আমিও একজন এবং যতদিন বেঁচে থাকব পরিবারের কনিষ্ঠ সদস্যের অকাল বিদায়ভার বহন করে চলব।
বিদ্রোহী ভৃগুর কষ্ট বুকে বাজল।
৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২
শেরজা তপন বলেছেন: এইটেই বাস্তবতা! এতদিন সযত্নে যেই সম্পর্কগুলো গড়েছিসেই সম্পর্কের বাধন গুলো আমৃত্যু এক এক করে ছিড়ে যাবে এইভাবেই।
আপনার কষ্টে আমিও সমব্যাথি। যতদিন বেঁচে থাকবেন ভাল থাকুন সুস্থ থাকুন- এই কামনা করি।
১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: এই লেখাটা পড়ে আপনার কষ্টের কথা সহজেই অনুভব করতে পারছি। নিজেরও বুকটা ভারাক্রান্ত হয়ে এলো।
বিশ্ব ব্রহ্মান্ডের অধিপতি আল্লাহতা'লা যেন তার জীবনের সকল ত্রুটি বিচ্যূতি, ছোট বড় গুনাহ মা'ফ করে দিয়ে তাকে শান্তিপূর্ণ ক্ববর দান করেন এবং শেষ বিচারের দিনে তাকে তাঁর নিজস্ব যে কোন অছিলায় বিনা বিচারে জান্নাতুল ফিরদাউস নসীব করেন!
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১৮
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে- ভাল থাকুন সর্বক্ষণ
১৯| ২৩ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮
ইসিয়াক বলেছেন: যেখানে থাকুক আপনার ছোট ভাই ভালো থাকুক। মানুষ চিরদিন বাঁচে না। তবে অল্প বয়সে মৃত্যু সত্যি চির মনোবেদনার কারণ হয়ে দাড়ায়। বেঁচে থাকলে কত হাসি কত গান কত স্মৃতি জমা হতো। নিষঠুর নিয়তির হাতে আমরা সবাই বন্দী কার কখন ডাক আসে কেউ জানে না।
ওপারে ভালো থাকুন প্রিয় ব্লগার আপনার ছোট ভাই।
দোয়া রইলো।
২৩ শে অক্টোবর, ২০২১ বিকাল ৪:৪৯
শেরজা তপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ- আপনি ভাল অ সুস্থ থাকুন নিরন্তর!
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৫
শেরজা তপন বলেছেন: @ ছবিটি মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগের তোলা।