নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

একটু সুখের গল্প!

২৪ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

এক বছর আগে ২৩শে জুলাইঃ
ছেলে আমাকে সন্ধ্যায় চুপি চুপি বলল; বাবা তোমার জন্য কাল একটা সারপ্রাইজ আছে? আমি জিগ্যেস করলাম, কি সারপ্রাইজ বাবা?
না বলা যাবেনা –এইটা সিক্রেট!
আমি যা বোঝার বুঝলাম। সে ব্যাপারটা কোনমতেই গোপন রাখতে পারছে না! কিন্তু মা’র ভয়ে বলতেও পারছে না!
পর্দার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, জন্মদিন। আমিও বুঝে না বঝার ভান করলাম; কি বললে বাবা, জোরে বল-বুঝতে পারছি না?
কথাটা বলতে পেরে সে খুশী- পেট হালকা হল। তবে আরো বেশী খুশি আমি না বোঝায়!মায়ের কাছে বকা খেতে হবে না। তখুনি সে দৌড়ে মায়ের কাছে গিয়ে বলল, মা –বাবা সারপ্রাইজটা বুঝতে পারেনি।
ফের আমার কাছে এসে বলল,কাল কিন্তু সাতাশ তারিখ। তোমার জন্মদিনতো পঁচিশ তারিখ চলে গ্যাছে!! বলেই হাসি।
রাতে আবার শুধালো, তোমার ফোনটা পুরনো হয়ে গেছে বাবা। তোমার কোন ফোন পছন্দ? আমি বললাম আই ফোন।
-ও তাই। বলে চলে গেল।
সকালে স্কুলে যাবার আগে আমার কাছে ২০০ টাকা চাইল?
আমি বললাম কেন?ওর মা বলল, তোমাকে আই ফোন কিনে দিবে!
আমি হাসলাম- বললাম, বেটা ২০০ টাকায় কি আই ফোন হয়?
ওর মা বলল, সবার কাছ থেকে চাঁদা উঠিয়ে তোমাকে কিনে দিবে!

২৪শে জুলাইঃ
আজ দুপুরে ছেলে ফোন করে বলল, বাবা আসার সময়ে একটা কেক কিনে এন তো?
-কেন বাবা, কেক দিয়ে কি করবে?
-কাজ আছে বাবা, আমি খাব। একটু বড় দেখে আনবে।(বুঝে আমি হাসলাম)
***
ক’দিন ধরে বুকে ব্যাথা। গিন্নিকে বলি না- ও ডাক্তার এর কাছে নিয়ে যাবে বলে।
আজ সন্ধ্যায় অল্প করে বললাম। স্বভাবতই –গিন্নির টেনশন!
-ছেলে আমার দৌড়ে গিয়ে ট্যাব-এ সার্চ করতে বসল।
কিছুক্ষণ পরে এসে জিগ্যেস করল, বাবা তোমার বা হাতে ব্যাথা করে? চিনচিন করে? বমি পায়?
তার দেখাদেখি মেয়েও দৌড়ে আসল, হাতটা ধরে বলল, বাবা বিতা? বাবা বিতা?

যদি শুধাও সুখ কাকে বলে? সুখ হয়তো একেই বলে!

মন্তব্য ৩১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৫

স্রাঞ্জি সে বলেছেন: আপনার সন্তানদের প্রতি সাধুবাদ জানায় ।

বর্তমানে এরকম সন্তান খুব কমই আছে।

অন্যরা ঐসব খুঁজতে খুঁজতে নষ্টার দিকে ধাবিত হতে দেখা যায়।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ
তাই কি? হবে হয়ত! এখনতো ছোট- দেখি সামনে কি হয় :)
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন

২| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা সূুখ!

খুঁজে নিতে পারে যে জনায়
পায় তারে নিত্যতায়
খুনসুটি আর ছোট ছোট কথায়
একটু সোহাগে একটু মায়ায় :)

অনেক অনেক দিন পর ফিরছেন দেখে পুলকিত :)
+++

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:০৯

শেরজা তপন বলেছেন: আহা আপনাকেও দেখে দারুন প্রীত হলাম হে ভাই 'বিদ্রোহী ভৃগু'!
অল্প কথার ছোট্ট কবিতার( নাকি ছড়া) জন্য উয়াহ্‌ !!

কথা হবে আবার- ভাল থাকুন সবসময়

৩| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক অনেক দিন পর ফিরছেন দেখে পুলকিত :)

এটাও কিন্তু সুখ! :)

২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:১০

শেরজা তপন বলেছেন: হবে হয়তো- ভাবছি বসে তাই :)
ফের ধন্যবাদ

৪| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার নিজের স্ত্রী আর বাচ্চার কথা মনে পড়ে গেল। আমি তাদের কাছ থেকে অনেক দূরে...

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:০৮

শেরজা তপন বলেছেন: এটা বড় কষ্টের! :(
ধন্যবাদ আপনাকে- ভাল থাকুক আপনার প্রিয়জন আর আপনিও নিরন্তর

৫| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: নেক শুভ কামনা।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

শেরজা তপন বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ভাল থাকবেন

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০০

কালোপরী বলেছেন: :)

১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৩

শেরজা তপন বলেছেন: এখন-ও কি এমনি করে হাসেন? :)

৭| ০৯ ই মে, ২০২০ রাত ৯:১০

খায়রুল আহসান বলেছেন: সত্যি, এরই নাম সুখ!
ছোট্ট একটি পোস্ট একটা সুখ সুখ আবেশ ছড়িয়ে দিল!
পোস্টে প্লাস + +।

১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৫

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ ভাই- আপনার মন্তব্য আমাকে দারুন ভাবে অনুপ্রানিত করে। নতুন একটা লেখা দিয়েছি- সময় পেলে পড়বেন?

৮| ১১ ই জুন, ২০২০ সকাল ৮:৪২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জ্বী ভাই, সুখ একেই বলে.................

১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৬

শেরজা তপন বলেছেন: হুমম আমিতো সেটাই বলছি :)

৯| ১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৫২

মেহবুবা বলেছেন: মনে হল আমার বাচ্চাদের ছোটবেলা দেখতে পেলাম ।
নির্মল আনন্দ ।

১৩ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৭

শেরজা তপন বলেছেন: আমি সব সময় ভয়ে ভয়ে থাকি- ওরা বুঝি বড় হয়ে গেল এই ভেবে!ওদেরকে নিয়ে আমি প্রতিটা মুহূর্ত আমার মত করে উপভোগ করতে চাই- যেন পরে আফসোস না হয়
ধন্যবাদ আপনাকে,ভাল থাকুন- সুস্থ থাকুন

১০| ১৩ ই জুন, ২০২০ রাত ৮:৩৩

খায়রুল আহসান বলেছেন: নতুন একটা লেখা দিয়েছি- সময় পেলে পড়বেন? - অবশ্যই পড়বো ইন শা আল্লাহ।
এক রাশিয়ান দম্পতির বাংলাদেশ সফর নিয়ে লেখা আপনার একটা সিরিজের সব ক'টি পর্ব পড়ে মন্তব্য করেছিলাম। দেখেছেন কি? নোটিফিকেশন পাই নি বলে জিজ্ঞেস করলাম।

১৩ ই জুন, ২০২০ রাত ৯:৩৬

শেরজা তপন বলেছেন: সব ক'টি নয় শেষের দুটো'র উত্তর দিয়েছি। একটু দেখবেন প্লিজ?
আমার মা এখনো ভাল আছেন- আপনি সাবধানে থাকবেন

১১| ১৩ ই জুন, ২০২০ রাত ৯:১৫

খায়রুল আহসান বলেছেন: রুশীয় দম্পতির বাংলাদেশ সফর নিয়ে সে সিরিজটি নভেম্বর'১২ তে পোস্ট করা হয়েছিল।
আপনার কোন একটি লেখায় অথবা মন্তব্যে পড়েছিলাম, আপনার বয়স্কা মায়ের বাইপাস সার্জারি হবার কথা। করোনাক্রান্ত দেশের এই বিদ্যমান পরিস্থিতিতে সিনিয়র সিটিজেনদের নিয়ে মনে সব সময় একটা শঙ্কা অনুভব করি। আপনার মা এখন কেমন আছেন? আশাকরি, তিনি ভাল আছেন।

১২| ১৩ ই জুন, ২০২০ রাত ১০:৪৩

খায়রুল আহসান বলেছেন: সব ক'টি নয় শেষের দুটো'র উত্তর দিয়েছি। একটু দেখবেন প্লিজ? - দেখলাম। শেষের দুটো'র নয়, শুধুমাত্র সব শেষের পর্বটিতে উত্তর পেয়েছি। প্রথম চারটি পর্বে উত্তর নেই।
যাহোক, শেষের পর্বটিতে মন্তব্যের উত্তর দেয়ার জন্য ধন্যবাদ।
আপনার লেখার হাত ভাল, পড়ে যেতে ভাল লাগে। আপনার আরো লেখা পড়বো অচিরেই, ইন শা আল্লাহ।

১৩| ০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩২

মিরোরডডল বলেছেন:




এতো সুইট কিউট একটা পোষ্ট, আগে পড়া হয়নি।

বাবুটা এই কয়বছরে নিশ্চয়ই বড় হয়ে গেছে!


০৮ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫১

শেরজা তপন বলেছেন: ওম্মা আপনি এতদুরে চলে এসেছেন!!!
এরকম অনেক পোস্ট জমে আছে আমার! একসময় নিয়মিত ডায়েরি লিখতাম। সেখানে কত টুকরো নিত্যদিনের গল্প টুকে রেখেছি।

আমার মেয়ের নামা 'রায়া' ওর বয়স এখন নয়। বাপ-বেটির খুব ভাব। আর ছেলের পনের পেরোল।

১৪| ০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

মিরোরডডল বলেছেন:




মেয়ে বাবুকে এর আগে দেখেছিলাম, একদম একটা পুতুল।
ছেলে আছে, জানতাম না। আজ জানলাম।

নামটা সুন্দর রায়া, ছেলের নাম কি?
শেরজাকে দেখেছি, মনে হয়নি পনের বছরের ছেলে আছে।
বাবা না বলে, বড় ছোট দুই ভাই বলা যাবে :)

০৮ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শেরজা তপন বলেছেন: ছেলের নাম আমারা বাড়িতে ও'নেল বলে বাকি বাইরের সবাই আদ্রিদ বলে ডাকে। সে এখন বাপের মাথা ছাড়িয়ে যাচ্ছে।
ইদানীং দেখতে পারছি বোন আর মাকে বেশ শাসন-টাসন করছে! আমাকে টার্গেটে রেখেছে:)
কি বলে; আধা বুড়ো হয়ে গেলাম! আমার অনেক বাল্যবন্ধু দাদা নানা হয়ে গেছে!

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৬

শেরজা তপন বলেছেন: ~ বুড়িটা দিন দিন বড় হয়ে যাচ্ছে!!

১৫| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৪

মিরোরডডল বলেছেন:




ওয়াও! she's gorgeous!
ভেরি কিউট।
বাবার সাথে মিল আছে, না মায়ের মতো?
বাবা বাবাই লাগছে।

গালে টোল পড়ে?

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৫

শেরজা তপন বলেছেন: ছেলে মেয়ে ওলটপালট চেহারা হয়েছে - কেউ কারো মত নয়।
ও অনেকটা আমার মায়ের মত।
এত বেশী প্রশংসা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা!

১৬| ০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৭

মিরোরডডল বলেছেন:




ব্লগার জটিল এই ছবি দেখলে খুশি হতো, সেতো রায়াকে নিয়ে কবিতা লিখেছিলো।

০৮ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

শেরজা তপন বলেছেন: জটিলের সাথে আমার ফেসবুকে রিলেশন আছে। ম্যাসেন্জারে গল্প হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.