নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

আলকাশ- পর্ব ১১

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:২৩


আগের পর্বের জন্যঃ Click This Link
আলকাশ প্রথম পর্বঃ Click This Link
লিয়েনাকে নিয়ে আমি পড়লাম মহা বিপদে! ওরাতো দু-দশ ইঞ্চি ফাকে দাঁড়িয়ে নাচে না। ছেলে বেষ্ঠন করে রমণীর কোমড় আলতো করে, আর নারী রাখে কাধে হাত। প্রিয়জন হলে দুটো হাত দিয়েই গলা জড়িয়ে ধরে।
আর সল্প পরিচিত-অপরিচিত হলে দু’জনের একটা করে হাত প্রলম্বিত হয়ে দুরে ছড়িতে জড়াজড়ি করে ধরে থাকে! সে আমার কাধে হাত রাখল অবলীলায়- অন্য হাত দিয়ে আমার হাতখানা বেষ্টন করে দূরে ছড়িয়ে দিল। কিন্তু আমি ওর কোমরে হাত রেখেই নিজের পরিবর্তনে চমকে উঠলাম! সারা শরির যেন কাঁপছে আমার!
ভারোনিকা’র(আমার বহু পূর্বতন -মানে মাস ছয়েক আগের এক বান্ধবী) মায়া আর যত্ন করে শেখানো বল নাচের মুদ্রাগুলো আমি ভুলে গেলাম!
কোন নারী আমাকে এতটা মোহাবিষ্ট করতে পারে – এর আগে আমার কল্পনাতেও আসেনি! কোমর খানি বেষ্টন করতেই সারা শরিরে যেন বিদ্যুৎ খেলে গেল। ওর শার্টের দু’খানা বোতাম খোলা। প্লাটিনামের সুক্ষ একখানা চেইনের মাথায় ছোট্ট একটা হিরের লকেট- অতি আলতো ভঙ্গীতে আয়েশ করছে তার ভরাট বুকের নিটোল খাঁজে। ঘরের অনুজ্জ্বল মায়াবী আলোয় সেদিকে দৃষ্টি যেতেই আমি যেন শিউলি ফুলের মত টুপ করে ঝরে পড়লাম! সে দৃষ্টি ফেরানোর নেই- আমার সাধ্যি। তার খানিক আনত ভরাট বক্ষের তীব্র ছোবলে দিশেহারা হয়ে দিক হারালাম! উষ্ণ নিঃশ্বাসে যেন দাবানলের আভাস! আমি যেন বিস্তীর্ণ জঙ্গল জুড়ে ছড়িয়ে থাকা শুকনো পাতার কোন গ্রীষ্মের বনভুমি।একটু স্ফুলিঙ্গে প্রজ্বলিত হবার অপেক্ষায় ছিলাম।
ক্রিস ডি বার্গের ‘লেডি ইন রেড’ এর লেডি যেন আমার হাতের মুঠোয়। এই গানের সুর আমাকে নিয়ে গেল এক অন্য ভুবনে;

The lady in red
Is dancing with me
Cheek to cheek
There's nobody here
It's just you and me
It's where I want to be
And I hardly know
this beauty by my side
I'll never forget
the way you look tonight…
…It took my breath away
I have never had such a feeling
Such a feeling of complete and utter love as I do tonight


রাত তখন এগারোটা বাজে প্রায়! মলদোভিয়ায় গভীর রাত্রি-ই বলা চলে- যদিও গ্রীষ্ম বলে বাইরে কিছুটা ফ্যাকাশে আলো।
আমার সব আবেগ আর আগুনে মহাবিশ্বের সব জল এক লহমায় ঢেলে দিয়ে ‘লিয়েনা বলল,এবার যেতে হবে।
আমার অনুরোধ, মইনের অনুনয়, লারিসার আন্তরিক আবেদন, লারিসার বাবা মায়ের মৃদু ধমক তাকে আটকাতে পারল না। সে যখন বলে- মানে সে যাবে।

একাদশীর চাঁদ যেন ‘ফ্লোলিওর’ কে স্বপ্নিল এক স্বর্গোদ্যানের রূপ দিয়েছে। প্রকৃতি যেন তার সব সেরা সাঁজ নিয়ে আজ আমার পাশে বসেছে।
সেই স্বর্গোদ্যানের যেন মর্মর বিছানো রাস্তা দিয়ে প্রথম সারিতে হেটে যাচ্ছি আমরা দু’জন। লিয়েনার হাত আমার বাহু বেষ্টন করে আছে। রোল্‌দা এখন আর বাঁধা নেই- সে নিঃশব্দে হেটে আসছে আমাদের পিছু পিছু। এর খানিকটা পেছনে লারিসা আর মইন। ওরাও হাত ধরাধরি করে কোন এক অদ্ভুত ভাষায় গল্প করতে করতে আসছে।
ঢাউস এক ট্যক্সিতে করে লিয়েনা বিদায় নিল। যাবার আগে বিদায়, ফের দেখা হবে বলে, আমার কপোলে এঁকে দিল একটা গাঢ় চুম্বন!
আর আমি মদে মাতাল হইনি- কিন্তু চুম্বনে মাতাল হলাম!

সে রাতেই ফেরার পথে আমার উপস্থিতিকে থোড়াই কেয়ার করে মইন আর লারিসা প্রথমবার চুমু খেল।
পরের পর্বের জন্যঃ Click This Link

মন্তব্য ২৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি মালদোভায় কি করছিলেন? কোন সাল?

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: আমি মলদোভিয়ায় গিয়েছিলাম একবার বন্ধুদের আড্ডাখনায় - ১৯৯৪ সালে। কেন যাবেন নাকি? এখন সেখানে মাত্র ৪/৫ জন বাঙ্গালী থাকে।

২| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়! এই সিরিজ কি মিস করলাম নাকি?

দারুন...
রিভার্সই সই.. যাই দেখি

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

শেরজা তপন বলেছেন: কি করে আপনি মিস করবেন ভাই। সাত/ আট বছর আগে এর পেছনের পর্বে আপনার মন্তব্য আছে। এখন ভুলে গেছেন!!!
দেখে এসে জানাতে ভুলবেন না

৩| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০৯

আকন বিডি বলেছেন: তার পর?

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

শেরজা তপন বলেছেন: এরপর তো আর বলব না ভায়া- এখন আমি 'লেডি ইন রেড' গানটা শুনব :) আপনিও শুনুন। কি দারুন মিউজিক কম্পোজিশান

৪| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: যথার্থ বলেছেন ভায়া!

অ মোর আল্লা (অ মাই গডের দিশি ভার্সন)
২০১৩ সালে পর্ব ৫ পোষ্ট করা!

আমার কুন দোষ নাই... স্মৃতিরতো নাইই ;)
হা হা হা

যাক এই উছিলায়- আহা কত কত পুরােনা ব্লগারের নাম গুলো দেখা হলো
শিপু ভাই, অনিন্দিতা, ক্ষুধিত পাষান, আমি ব্লগার হইছি, দিকভ্রান্ত পথিক, কালোপরি, সবুজ সাথী, মহামহোপাধ্যায়, মামুন রশিদ,
শরৎ চৌধুরী . . .
ফিরে আসুন সব্বাই...আবার জমুক মেলা

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩

শেরজা তপন বলেছেন: আমিও তাদের খুজছি। সবাইকে ধরে ধরে কমেন্ট করে ফিরে আসার অনুরোধ করছি। এদের কারো সাথে দেখা হলে- আমার কথা বইলেন
আপনি ভুলে গেলেই হবে - মনে করিয়ে দেবার দায়িত্বতো আমার :)
মন্তব্যে ফের ভাল্লাগা

৫| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৪

আকন বিডি বলেছেন: বস কি এরকম ডেন্স দিছিলেন?

view this link

এই গানটা ভাল লাগছে।
view this link

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:১৬

শেরজা তপন বলেছেন: ওরে ভাইরে, এইটাতো মিশু'র কথা :) তাকে আমার ভিতর প্রবেশ করিয়ে আমি বানিয়ে দিয়েছি। ওকে জিজ্ঞেস করতে হবে; লোপেজ আরামার প্রিয় অভিনেতা 'গেরে'র মত নেচেছিল কিনা?
পরের নাচটার সাথে মিল থাকতেও পারে। কিন্তু এই গানটা সম্ভবত জ্যাজ- নাকি?
ভাল থাকুন -এই নিয়ে কথা বলব শেষে না হয়

৬| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মদে মাতাল হইনি, কিন্তু চুম্বনে মাতাল হলাম। লারিসার চুম্বনেই এই অবস্থা, লিয়েনার চুম্বনে অবস্থা কী হতো তা ভাবতে পারছি না।

লিয়েনার চলে যাওয়ায় আমিও আহত হলাম :)

সুন্দর লিখেছেন শেরজা তপন ভাই।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ৯:২০

শেরজা তপন বলেছেন: লিয়েনারই চুম্বন! লারিসাতো চুমু খেল মইনকে- মিশুর সামনে। আগেরটা হইল গুড নাইট- আর পরেরটা হইল ভালবাসা আর আবেগের!
আহহা -ওখানে আমার ভুল হয়েছে, ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ ভুলটা ভুল করে ধরিয়ে দেবার জন্য

অনেক ভাল লাগল আপনার মন্তব্যে- ভাল থাকুন সবসময়

৭| ০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট পড়ে আমার মাথায় একটা কবিতা চলে এসেছে।

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: এখানে দিবেন না কি পোষ্টে? কবিতা দেখে বুঝব পোষ্ট ভাল লাগল কিনা

৮| ০৭ ই আগস্ট, ২০২০ রাত ৩:৩১

কাতিআশা বলেছেন: Amazing experience!!!!

০৭ ই আগস্ট, ২০২০ সকাল ৯:৫৯

শেরজা তপন বলেছেন: আপনি এসেছেন- দেখে প্রীত হলাম। সম্ভবত এটা বিস্ময়কর অভিজ্ঞতা-ই , অন্তত এখন মনে হয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। সাথে থাকুন সবসময়

৯| ০৯ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৪

অশুভ বলেছেন: আয়েশ করে পড়া শুরু করেছিলাম। কিন্তু, একী শুরু না হতেই পর্বটি শেষ হয়ে গেল। অনুভূতিগুলো সূক্ষ্ম মসলিন কাপড়ের বদলে মোটা মখমল দিয়ে মুড়িয়ে দিয়েছেন মনে হচ্ছে। ;)
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

শেরজা তপন বলেছেন: মাঝে মধ্যে একটু কম-বেশি দিতে হয়। অতৃপ্তি থাকা মানে আরো জানার আগ্রহ :)
কে বলল,হুনুরি( বাজিকর) তার সেরা খেলাটা রাখে সবার শেষে দেখানোর জন্য। আমিও চেষ্টা করব শেষ দানে ট্রিপল এ/ নিদেনপক্ষে জ্যাক ফেলার...
ভাল লাগোল আপনাকে দেখে। চামড়া নিয়ে পরের পরবও দিয়েছি- একটু সুময় পেলে চোখ বুলিয়ে নেবেন।

১০| ০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১০

শেরজা তপন বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: কাহিনীর বাঁকে বাঁকে যে কত কি আছে !!!!
দুর্দান্ত বর্ণনা

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১১

শেরজা তপন বলেছেন: স্যরি -এই মন্তব্যটা মুছে গিয়েছিল। উত্তরে আমি কি লিখেছিলাম তাও আমার মনে নেই। আপনার পরের মন্তব্যের অপেক্ষায় রইলাম

১১| ২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: হঠাৎ করে ঢুঁ মারলাম আপনার ব্লগে। চলমান সিরিজের একটু পুরানো পোস্ট খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। এককথায় অমৃত। ++
দেখি পরের পর্বে....

শুভেচ্ছা নিয়েন।

২১ শে আগস্ট, ২০২০ রাত ৮:৪৮

শেরজা তপন বলেছেন: আমি প্রীত , আনন্দিত ও আপ্লুত

ভাল লাগার আবেশে মন ভরে গেল! অনেক অনেক ধন্যবাদ আপনাকে-ভাল থাকুন

১২| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ১১:৫১

খায়রুল আহসান বলেছেন: গল্পের ধারা বেশ জমে উঠছে।
কুকুররা অনেক সময় মনিবের মেজাজ মর্জি বুঝেই নিজেরাও রিয়াক্ট করে; অচেনা আগন্তুকের সাথে এগ্রেসিভ হবে, নাকি ফ্রেন্ডলি।

১৩| ১০ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৫

শেরজা তপন বলেছেন: কথা ঠিক বলেছেন। আপনি একের পর এক পিস পড়ছেন মন্তব্য করছেন আপনার পিছনে পিছনে আমি যাচ্ছি।
আন্তরিক শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.