নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
কাল থেকে মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে এই কৌতুকটা আর আমি মনে মনে হাসছি। ব্লগে হাসি মজা নাই- সবাই খুব সিরিয়াস ভঙ্গীতে ব্লগিং করছেন।
কৌতুকটা ২০০৯ সালে একজন ব্লগারের( তিনি ১৩ সাল থেকে হার্ড ডিস্ক খালি করে বসে আছেন) ব্লগ থেকে ধার নেয়া।
এক বারে এক বুড়ো কাউবয় বসে আছে, পুরো কাউবয় সাজে। এক তরুনী এসে তা সামনে কফির কাপ নিয়ে বসল;
-তুমি কি সত্যিই কাউবয়?’ সে জিজ্ঞেস করল
কাউবয় বলল আসলে আমি আমার সারা জীবন কাটিয়েছি খামারে। গরু পেলে বড় করেছি, বুনো ঘোড়া পোষ মানিয়েছি, ভাঙ্গা বেড়া সারিয়েছি… মনে হয় আমি একজন কাউবয়।‘ একটু থেমে সে উল্টো জিজ্ঞেস করল সামনে উপবিষ্ঠ তরুণীকে-‘ তা- তুমি?’
তরুণী উত্তর দিল- আমি একজন লেসবিয়ান।
-মানে? বুড়ো কাউবয়- লেসবিয়ানের অর্থ জানে না।
-সারাদিন আমি মেয়েদের চিন্তা করি। ঘুমোতে যাবার সময় আমি মেয়েদের নিয়ে ভাবি-ঘুম থেকে উঠেও তাই। আমি যখন খাই, টিভি দেখি, ব্যায়াম করি, ঘুরে বেড়াই তখনো আমি মেয়েদের নিয়ে ভাবি।‘ এ কথা বলে মেয়েটা কফি শেষ করে বিদায় নিয়ে চলে গেল।
কাউবয় তব্ধা মেরে আছে। সে চিন্তাভাবনার খেই হারিয়ে ফেলেছে।
খানিক বাদে আরেকজন তরুণী এসে বসল তার সামনে।
বুড়ো কাউবয়কে দেখে সে বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল,
-হাই, তুমি কি সত্যিই একজন কাউবয়?’
কাউবয় বিষন্ন মুখে বলল,’ আমি সারারটা জীবন তা-ই জানতাম, কিন্তু একটু আগে টের পেয়েছি আমি আসলে একজন’লেসবিয়ান!!!
-----------------------------------------------------
-আমি ঘুমোতে যাবার আগে শেষবারের মত ব্লগে ঢুঁ দিয়ে নিই। ঘুমোতে যেতে যেতে চিন্তা করি ব্লগ নিয়ে। ভোরে ঘুম থেকে উঠেই মোবাইলটা টুস করে অন করে ব্লগে একটু চোখ বুলিয়ে নিই। সারাদিন কাজ কিংবা আকাজের সময় ঘুরে ফিরে ব্লগ নিয়ে ভাবি; কোন পোস্টটা পড়ব? কোনটায় কি মন্তব্য করব? পরের পোস্টটা কি বিষয়ে দিব-হার্ড ডিস্ক হাতড়ে হাতড়ে দেখি আর কিছু অবশিষ্ঠ আছে কিনা?
অবশেষে কিছু একটা পেলে, দিব কি দিব না দোলাচাল, ব্লগারেরা কে কি মন্তব্য করবে এই নিয়ে ভীষন টেনশন!!! সুযোগ পেলেই নিজের ঘর ঘুরে ঘুরে মন্তব্য আর লাইক দেখি।
সব সময়ই ব্লগ আর ব্লগিং নিয়ে ভাবি। ভেবে চিন্তে উত্তর দেই। আবার সেগুলো নিয়ে টেনশন করি- কে কি রিয়েক্ট করে এই ভেবে!
অবশেষে কালকে আমি টের পেয়েছি আমি ব্লগার-এতদিনে জানলাম আমি আঁসল ব্লগার! ওয়াও
• এইটা একটা জাস্ট ফান পোস্ট- দয়া করে কেউ হুঁল ফোটাবেন না
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৫
শেরজা তপন বলেছেন: চাচ্ছিলাম ব্লগে একটু হাসি-খুশির বজায় থাকুক। কেন যেন সবাই সিরিয়াস হয়ে যাচ্ছে
হাসাতে পারলাম দেখে ভাল লাগছে
আচ্ছা 'সোনালি কাবিন' ইংরেজীতে কি ?
২| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৭
মনিরা সুলতানা বলেছেন: হাসতে হাসতে যে পরিমাণ কাশি শুরু হইছে, আশেপাশের জনতা ঠিক আমাকে করোনা র ভয়ে জংগলে ফেলে আসবে
০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৩
শেরজা তপন বলেছেন: হার্ড ডিস্ক, সফট ডিস্ক আর লিকুইড ডিস্ক নিয়ে একটা লেখা দেবার ইচ্ছে ছিল। বেশি হয়া যায় বলে দিলাম না
তাইলে আপনার ৪০ লিটার হাই-ফ্লো অক্সিজেন লাগত!
আপনার মন্তব্য পড়েই আমিও হাসছি
৩| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: অবশেষে কালকে আমি টের পেয়েছি আমি ব্লগার-এতদিনে জানলাম আমি আঁসল ব্লগার! ওয়াও
তাইলে আমিও অনেকটা এইরামই।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৮
শেরজা তপন বলেছেন: তাহলে আমরা ' আঁসল ব্লগার ব্রাদার্স' কি বলেন?
আসেন এই নামে নতুন একটা ক্লাব খুলে ফেলি ;
শুধু আঁসল ব্লগার'দের জন্য( অবশেষে যাঁরা টের পেয়েছেন)
৪| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৩
জুন বলেছেন: হার্ড ডিস্ক অল্পদিনে খালি করবেন্না, তাহলেই আপনি আসল ব্লগার (আমার মত মাটি কামড়ে পরে থাকা) ব্লগার হতে পারবেন
জোকস টা শুরুতে ভেবেছিলাম সেই আলসে রেড ইন্ডিয়ান এর গল্প বুঝি। পড়ে দেখলাম না এটা একটা বাবনিক কৌতুক
রেড ইন্ডিয়ান এর গল্পটা বলি অবশ্য এটা অনেকেরই জানা তারপর বলি "এক রেড ইন্ডিয়ানটা গাছের নীচে শুয়েছিল কাজ কাম বাদ দিয়ে।
একজন এসে বল্লো,
" কি ব্যাপার তুমি কাজ টাজ না করে শুয়ে আছো যে"!
কাজ করে কি হবে?
কাজ করলে টাকা পাবা।
টাকা দিয়ে কি হবে?
তুমি খাবার কিনতে পারবা।
খাবার খেয়ে কি হবে!
তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবা।
আমিতো সেটাই করছি
+
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
আপনার স্টকে কি নাই কন তো আফামনি?
মাটি একবার কামড় দিয়ে ছেড়ে দিয়েছিলাম- এইবার আঁসল কামড় দিয়েছি
ব্লগ ছাড়া জীবনটা পানসে লাগে
৫| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৬
প্রামানিক বলেছেন: অবশেষে কালকে আমি টের পেয়েছি আমি ব্লগার। ধন্যবাদ
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৩
শেরজা তপন বলেছেন: তাহলে আসেন- 'আঁসল ব্লগার ব্রাদার্স'- এ যোগ দিন
আপনাকেও ধন্যবাদ প্রামানিক দাদা- ভাল থাকুন। হাসতে থাকুন
৬| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:২৪
আমি সাজিদ বলেছেন: মোক্ষম।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৫
শেরজা তপন বলেছেন: শুকরিয়া ব্রো
ভাল থাকুন- কিন্তু বললেন নাতো আপনি কখন বুঝতে পারলেন???
৭| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৮
অপু তানভীর বলেছেন: আপনার এই পোস্ট পড়েছিলাম আর পাখি খাচ্ছিলাম সবে। হাসতে হাসতে নাকে মুখে পানি উঠে যাওয়ার মত অবস্থা।
এই রকম একটা মিম কদিন আগে ফেসবুকে পড়েছিলাম। প্রেমিকা প্রেমিকের কাছে এসে বলছে, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কারণ আমি মেয়েদের পছন্দ করি। আমি লিসবিয়ান। প্রেমিক সেটা শুনে বলল, তাহলে তো আমিও লিসবিয়ান। আমিও মেয়েদের পছন্দ করি।
এতোদিন পরে আমিও আসলে জানতে পারলাম, আমি আসল ব্লগার।
গল্প আর বাস্তবিক জীবনের ঘটনা মিলিয়ে গল্প বলায় আপনার জুড়ি নেই।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১৯
শেরজা তপন বলেছেন: 'পাখি' খাবার কথা শুনে আমারওতো গলায় খাবার আটকে দম বন্ধ হবার অবস্থা!
পরে পানি খেয়ে বুঝলাম যে, সেটা আসলে পানি হবার কথা ছিল
'প্রেমিকা প্রেমিকের কাছে এসে বলছে, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। কারণ আমি মেয়েদের পছন্দ করি। আমি
লিসবিয়ান। প্রেমিক সেটা শুনে বলল, তাহলে তো আমিও লিসবিয়ান। আমিও মেয়েদের পছন্দ করি।'~ এটাও ভাল
আমরা যেন সবাই ক্যামনে ক্যমনে বুদ্ধিমান হইয়া যাইতেছি- তাজ্জব বাত !!!!
আপনার প্রতি কৃতজ্ঞতা ভ্রাতা
৮| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইজান আমিও আসল ব্লগার
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৪
শেরজা তপন বলেছেন: আপনি আর কিছু বইলেন না; এত্তগুলা ছবি সিলেক্ট হওয়ার পরে, মিষ্টি- টিষ্টি ছাড়া আসছেন আঁসল ব্লগার
আঁসল ব্লগার এত কিপ্টে হয় না
ঠিক আছে মাফ দিলাম।আমাদের ক্লাবের নাম থেকে ব্রাদার্স বাদ- শুধু ' আঁসল ব্লগার্স' ক্লাব হবে
৯| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৭
পদাতিক চৌধুরি বলেছেন: দারুণ উপভোগ্য হয়েছে।
কিন্তু আপনাকে যে আমার হিংসে হচ্ছে।হেহেহে
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৭
শেরজা তপন বলেছেন: তার মানে কি আপনি এখনো 'আঁসল ব্লগার'হননি!!!!!!!!!!!
কি বলেন দাদা নতুন করে ব্লগিং শুরু করলামই-তো আপনার আশির্বাদ নিয়ে
তাইলে আমি কি ভুল ভাবলাম!!
১০| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৮
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: বুঝতে পেরেছি। হার্ডডিস্ক খালি করা যাবে না।
ইয়ে মানে, জোকের থিওরি ধরলে তো সকল পুরুষই লেসবিয়ান। (গে বাদে।)
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩১
শেরজা তপন বলেছেন: আপনার 'পেটাবাইট' হার্ড ডিস্ক!!! খালি হতে হতে সামু পটল তুলতে পারে
হ্যা হ্যা ঠিকই তো আমরা পুরুষরা সবাই লেসবিয়ান ..... হাঃ হাঃ হাঃ
গে-রা 'মোরবিয়ান' হতে পারে !!!!
১১| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩
খায়রুল আহসান বলেছেন: করোনার কারণে ব্লগের থমথমে পরিবেশটাকে কিছুটা হাল্কা করার আপনার এ প্রয়াস সফল হয়েছে। দেখলেন তো, কতজনে হাসতে হাসতে কাহিল হয়ে গেছে!
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৪
শেরজা তপন বলেছেন:
আমি চেষ্টা করেছি- এতটা সফল হব ভাবিনি
এত 'আঁসল ব্লগার'রা ব্লগে আছে জানতামই না,
~আপনি ইদানিং ব্লগে একটু অনিয়মিত! কোন সমস্যা কি? ভাল থাকুন- সাবধানে থাকবেন
১২| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: বেশতো মন্দ কি? অভিনন্দন আসল ব্লগার।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৭
শেরজা তপন বলেছেন: মানে কি?
....আপনি কি?
১৩| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫১
ফড়িং-অনু বলেছেন: হাহাহা
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৮
শেরজা তপন বলেছেন: তবে মজা পেয়েছেন - কিন্তু আঁসল কি না বললেন না???
১৪| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০০
স্প্যানকড বলেছেন: আসলেই আপনি ব্লগার ! ওয়াও ! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪১
শেরজা তপন বলেছেন: ওয়াও!!!
ব্লগের সবাইকে নিয়ে ভাল থাকতে চাই
আপনিও ভাল থাকুন সুপ্রিয় স্প্যানকড ( কেন রে ভাই এমন কঠিন কঠিন নিক জুড়ে দেন? কবি মানুষ নামে কবি কবি ভাব থাকবে।
আমার মত আঁসল ব্লগারদের এমন নাম্লিখতে কষ্ট হয়)
১৫| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০২
হাবিব বলেছেন: আল্লাহ বাঁচাইছে, কয়দিন আগে ব্লগে না আসলে তো ব্লগার খাতা থেকে নাম কাটা যাইতো!!
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৩
শেরজা তপন বলেছেন: না বুঝলে এখনো নাম কাটা যাবার সম্ভাবনা আছে ভাই-স্যার
চিন্তা ভাবনা করে উত্তর দিয়েন?
১৬| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
বেশ ভাল লিখেছেন ।
হাসি চেপে রাখা দায় ।
ব্লগার হওয়ার চেয়ে একজন
ভাল লেকক হতে বেশি পছন্দ।
যাহোক সকলের প্রতি ভালবাসা।
শুভেচ্ছা রইল
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
শেরজা তপন বলেছেন: কি সৌভাগ্য আমার আপনাকে হাসাতে পেরেছি
তবে হ্যা মুল কৌতুকটা যার মস্তিস্কপ্রসুত সে সুরসিক ও জ্ঞানী বটে। তবে সঠিক সময়ে ঠিক কৌতুকটা পরিবেশন করাও একটা
বিশেষ ব্যাপার!
আমরা শুধুই ব্লগার - লেখক হতে হলে অনেক দুর পথ যেতে হবে।
আপনার প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা রইল। ভাল থাকুন
১৭| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫০
জটিল ভাই বলেছেন:
আমি অবশ্য অন্য একজনের কথা ভাবছি যে কিনা সারাদিন ব্লগে পরে থাকে কিন্তু তার লিখার বিষয়বস্তু মেয়ে। তবে কি তিনি লেসবিয়ান ব্লগার
পোস্টটা ব্লগারের মতো হইছে বড়ভাই
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫২
শেরজা তপন বলেছেন: কি বলেন' আঁসল ব্লগার' আমি- তবে কার মত পোস্ট দিব?
হতে পারে - কথা মন্দ নয় তবে মার্কিং না করা উত্তম! আপনার প্রতি জটিল ভালবাসা রইল
১৮| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন মজা পাইলাম।
তমাল ভাই-তাইলে সব মহিলাই গে(লেসবিয়ান বাদে) হা হা হা...................মজা করলাম।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
শেরজা তপন বলেছেন: তমাল-ভাই এর সাথে আমি একমত পোষন করেছি।
এখানে আজ শুধু 'লেসবিয়ান' নিয়ে আলোচনা হচ্ছে- 'গে' নিয়ে আমরা অন্যদিন আসব
আপনি আঁসল ব্লগার কি- না সেটা বলেন??
১৯| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:২৪
অপু তানভীর বলেছেন: দেখছেন কারবার!! আমার বানান ভুলের এই দোষ আর গেল না। পানি লিখতে গিয়ে হয়ে গেছে পাখি। অবশ্য পাখিও খাওয়া যায়। আজকে দুপুরে পাখি মানে মুরগি দিয়ে ভাত খেয়েছি।
যাক এই ভুলও মানুষের হাসির কারণই হবে। ব্লগে একটু হাসাহাসি হোক। ব্লগ বেশি সিরিয়াস হয়ে গেছে।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
শেরজা তপন বলেছেন: এই খানেইতো মজা রে ভাই- আমরা কি এখানে পরিক্ষা দিতে আসছি নাকি??
ভাষা- বুঝলাম কি না সেইটাই আঁসল ব্যাপার! বুঝতে পেরেছেন 'আঁসল ব্লগার'
ব্লগে অনেকেই আজকে খানিকটা শ্বাস নিচ্ছেন- আপনার আমার এইটাই বড় পাওনা
২০| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩৬
মিরোরডডল বলেছেন:
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০০
শেরজা তপন বলেছেন: আপনার এই মন্তব্যের উত্তরে আমি কি লিখব ???
অনেক ভাবলাম~ অনেক... অবশেষে পেয়েছি
২১| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০২
মিরোরডডল বলেছেন:
ইউ আর স্মার্ট এন্ড ফানি
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
শেরজা তপন বলেছেন: বড়ই লজ্জা পাইলাম!!!!!
আহারে অনেকদিন এমন করে কেউ বলেনা
২২| ০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিবাহের উপর গবেষণা করছি। দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট। জেনে অবাক হবেন যে, গবেষণায় বের হয়ে এলো - বিবাহ একটা বংশগত রোগ। ইতিহাস ঘেঁটে যতই পেছনে যাওয়া যায়, দেখা যায় যে, অতীতে, বা গভীর অতীতে যারা বিবাহিত ছিলেন, তাদের বাপ-দাদাসহ তাদের পূর্ববতী চৌদ্দ গোষ্ঠীর সবাই বিবাহিত ছিল।
০৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪২
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
চমৎকার গবেষনা!!
কিন্তু আমি ভাবতেছি আমার পরিবারে এই রোগটা আসল ক্যাম্নে????? ডাক্তার দেখাব???
২৩| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:১৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অভিনন্দন আসল পুরুষ ও ইয়ে আসল ব্লগার!!!
০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৯
শেরজা তপন বলেছেন: দেন একখান মেডেল ( ব্যাক গ্রাউন্ডে মিউজিকটা কিন্তু থাকা চাই- না হলে জমবে না)
আপনার অভিনন্দন কৃতজ্ঞতার সাথে গ্রহন করা হইল।
২৪| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তপন দাদা
আমি এখনো দোলচালের মাঝে আছি !!
আমি কি আসল ব্লগার? যদিও সারা জীবন
তাই ভাবতাম তবে আপনার লেখা পড়ে বুঝলাম
আসল ব্লগার হতে হলে অনেক নাকানি চুবানি খাবার
পরেও ব্লগ কামড়ে থাকতে হয় ! মনে হয় পারবো না !!
০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৪
শেরজা তপন বলেছেন: ওগো নুরু ভাই
আপ্নে যদি আঁসল ব্লগার না হন- তাইলে আমরাতো নাই...
( কোরাসঃ আমরাতো নাই~ আমরাতো নাই~ আমরাতো নাই)
আপনি যেমন কামড় খাইতে জানেন -তেমন দিতেও জানেন। - আঁসল ব্লগারের উদ্ভাবক সুপ্রিয় চাঁদগাজী-কে তো আদর করে কম কামড় দেননি।
২৫| ০৭ ই জুলাই, ২০২১ রাত ৯:১০
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুন মজা পাইলাম।
তমাল ভাই-তাইলে সব মহিলাই গে(লেসবিয়ান বাদে) হা হা হা.................
মাইদুল ভাই তো দারুণ একটা থিওরি দিলেন।এভাবে তো ভেবে দেখিনি। একেবারে ভাইস-ভারসা সম্পূরক থিওরি।
তপনা ভাই বললেন যে গে রা মোরবিয়ান। আচ্ছা এই ইয়ান প্রত্যয় কী এখান থেকে এসেছে?
০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:৫৭
শেরজা তপন বলেছেন: ইয়ান প্রত্যয় নিয়ে একটু পড়াশুনা করে তারপরে বিস্তারিত একটা পোস্ট দিব ভাডি
হ্যা মাইদুল ভাই-এর থিউরিটা মারাত্মক হইসে! সামু ব্লগ থেকে কত যে থিউরি বাইর হইল। এইসব থিউরির উপ্রে একটা থিসিস
করা যায়- নাকি?
ফের আসায় কৃতজ্ঞতা। ভাল থাকবেন প্রিয় তমাল ভাই
২৬| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:১৪
কামাল১৮ বলেছেন: ব্লগে আছি এই পর্যন্তই।কে কি ভাবলো এটা নিয়ে ভাবার সময় কই।তাছাড়া আমিতো ব্লগই লিখি না।লেংটার আবার বাটপারের ভয় কি।আমার কমেন্টই আমার ব্লগ।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: আপনি তাহলে ' আঁসল কমেন্টার' !
এইটা অনেক বেশি মুল্যবান ভাই
আমাগো কোন কাম নাই
আমরা শুধু লিখতে চাই
সামু ব্লগে আপনার কামাল ভাইদের খুব প্রয়োজন। সাথে থাকবেন সব সময়
২৭| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১০:১৯
শায়মা বলেছেন: ভাইয়া
হাসতে হাাসতে হাসতে হাসতে মরেই গেছিলাম।
উঠে আবার কমেন্ট গুলো পড়তে গিয়ে অপু ভাইয়া পাখি খাচ্ছিলো দেখে আমিও খাবি খেতে খেতে খেতে এখন শেষ।
ভাইয়া তুমি আসলেই এখন ব্লগার। বহুদিন তোমাকে এত সরব ও ব্লগে নিবেদিত হতে দেখিনি। নিজের মত চুপচাপ ছিলে।
এই লকডাউন তো তোমাকে ব্লগার শুধু না বেস্ট ব্লগার বানিয়ে দিলো!!!
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:০৮
শেরজা তপন বলেছেন: কি অলুক্ষনে কথা বলেন!!!
আপনারা কয়েক আপু ব্লগের প্রান-ভোমড়া
আমার ধারনা গত কয়েক বছরের মধ্যে ব্লগ এখন অনেক বেশী প্রাণোচ্ছল! আপনারা কয়ের আপু আর আমাদের 'আঁসল ব্লগার
ব্রাদার্স' মিলে মিশে চেষ্টা করে যাচ্ছেন নিরন্তর - আমি আমার সাধ্যমত কন্ট্রিবিউট করার চেষ্টা করছি তাল মিলিয়ে।
আপনার কমপ্লিমেন্ট আমাকে দারুন উজ্জীবিত করে সব সময়- সেই ' আমার জন্মদিনে' থেকে।
এভাবেই থাকুন- সুস্থ্য থাকুন, ভাল থাকুন।
২৮| ০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:২৩
ঢুকিচেপা বলেছেন: “হাসতে হাাসতে হাসতে হাসতে মরেই গেছিলাম।”
শায়মা আপু হাসতে হাসতে মরে গিয়ে আবার এসে কমেন্ট করেছেন এটা যদি নিয়মের মধ্যে থাকে তাহলে আমিও হাসতে হাসতে মরে যাই পরে এসে আবার কমেন্ট করবো।
০৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৩২
শেরজা তপন বলেছেন: আপু কিন্তু 'ই প্রত্যয় যোগ করেছেন
আপনিও 'ই প্রত্যয় যোগ করে আসতে পারেন- কোন সমস্যা নাই! ভাই পিলিজ- অপেক্ষায় রইলাম...
২৯| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৩২
জহিরুল সরকার বলেছেন: হুম।
০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৩৫
শেরজা তপন বলেছেন: এর অর্থ কি?
আপনি কি আঁসল ব্লগার?
৩০| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৯
শায়মা বলেছেন: ঢুকিভাইয়া আমি তো দিনে ২৪ বার মরি বাঁচি।
তোমাকেও শিখায় দেবো এই বেঁচে থাকার মন্ত্র।
আর শেরজা ভাইয়া হ্যাঁ এটা ব্লগের প্রানবন্ত সময়। তার মাঝে তোমার অবদান আছে। আর আপুরা তো সব এক একটা জিনিয়াস।
সত্যি সকালে আমি এমনটাই ভাবছিলাম। জুন আপু, মনিরা আপু, করুনাধারা আপু ইনারা যে কি সে আমরা জানি। মিররমনি ওমেরা সামিয়া ইতি ইনারাও কম না ... ফেসবুক সবাই পারে ব্লগ কয়জনে বলো?
০৮ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৩
শেরজা তপন বলেছেন: কাতিআশা আপু আর ব্লগের আর এক প্রানভোমড়া সোহেলী আপুর কথাও বলতে হয়- বাকি সবার নাম মনে আসছে না
ব্লগের সবাই ভাল থাকুক, সুস্থ্য থাকুক, প্রানবন্ত আর সৌহার্দের বন্ধনে একে অপরকে জড়িয়ে থাকুক এই কামনা নিরন্তর!
৩১| ০৮ ই জুলাই, ২০২১ সকাল ১১:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: বিমল আনন্দ পেলাম। আপনি অবশ্যই ঐ কাউবয়ের চেয়ে বেশী বুদ্ধিমান, কারণ আপনি একজন ব্লগার।
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৯
শেরজা তপন বলেছেন: হ্যা বুদ্ধির ভারে ন্যুজ্ব হয়ে গিয়েছি
ওয়াও তাহলে আমি একজন আঁসল বুদ্ধিমান ব্লগার!!
বোঝাটা একটু কমাবেন নাকি?
৩২| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:০১
রানার ব্লগ বলেছেন: না রে ভাই আমি ব্লগার না হুদাই ঘুরতে আসি এই খানে !! টাইমপাস !!
০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:০৭
শেরজা তপন বলেছেন: আমরাতো টাইম পাস করতেই আসি ভাই~ সবাই আঁসল টাইম পাস ব্লগার...
৩৩| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৫
শায়মা বলেছেন: কাতিয়াশা আপু তো আমার কলিজা আপু। এত্ত ভালো লাগে নামটা থেকে শুরু করে তার সব কিছুই।
আর সোহেলী আপু হলো এই ব্লগের সবচেয়ে সুন্দর আপু। তবে তারা জীবন যুদ্ধে বড়ই ব্যস্ত।
সোহেলী আপুর একটা কথা আমার জীবনের ভোলা হবে না।
আপু- আমার মন খারাপ হলে আমি তোমার পোস্টে কমেন্ট পড়তে যাই?
আমি- তাই!!!!!!!!! তাপ্পল তাপ্পল.....
আপু- তাপ্পল ? তাপ্পল ভাবি এই মাইয়ারা কি দিয়ে বানাইসে আল্লাহ!!!!!!!!!!!!
হা হা হা হা হা
আমিও অবশ্য তারপর নিজের কমেন্ট পড়ে দেখে নিজেই ভেবেছি - হায় হায় আমি !!!!!! এইটা আমি!!!!!! আমি লিখছিলাম!!!!!
তাই তো আমারে কি দিয়ে বানাইছে আল্লাহ!!!!!!!!
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৪
শেরজা তপন বলেছেন: আপনার লেখায়~ কথায় ~ স্টাইলে আন্তরিকতা ,ভালবাসা স্নেহ, উদারতা ঝরে পড়ে- আর এর সাথে উপ্রি পাওনা দুর্দান্ত রসবোধ!!
যাই দিয়েই বানাক আল্লায় আপনারে আপনি সুস্থ্য থাকুন, ভাল থাকুন নিরন্তর!
আর আঁসল ব্লগারস দের সাথে থাকুন সবসময়
৩৪| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক মজা পেলাম ও হাসলাম। ভাগ্যিস কেই আপনাকে ব্লগার থেকে বলগার বানায়নি।
০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১
শেরজা তপন বলেছেন: এইটা কই গুরু থেকে গরু বানানোর মতো ??
মজা পেয়েছেন দেখে বড় প্রীত হলাম- কিন্তু আপনি যে একজন আঁসল ব্লগার বুঝতে পেরেছেন কই না বললেন না???
৩৫| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৯
হাসান রাজু বলেছেন: "হার্ডডিস্ক খালি করন" থিওরি ভালো মার্কেট পাইছে ।
৯ বছর আগে আমার ছিল একটা মাত্র ফ্লপি ডিস্ক। তাও খালি। ফেবু থেকে সামুতে আসতে আসতেই "হার্ডডিস্ক খালি করন" থিওরি ভালো মার্কেট পাইছে ।
৯ বছর আগে আমার ছিল একটা মাত্র ফ্লপি ডিস্ক। তাও খালি। ফেবু থেকে সামুতে আসতে আসতেই
০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪১
শেরজা তপন বলেছেন: ওয়ান পয়েন্ট ফোর ফোর এর মধ্যেই এত্ত কিছু!!!
জ্বী মার্কেট ভাল পাইছে মনে হয়।
কাতারে সামিল হবার জন্য আপনাকে ধন্যবাদ
৩৬| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৪০
লেখক বলেছেন: আপনার লেখায়~ কথায় ~ স্টাইলে আন্তরিকতা ,ভালবাসা স্নেহ, উদারতা ঝরে পড়ে- আর এর সাথে উপ্রি পাওনা দুর্দান্ত রসবোধ!!
যাই দিয়েই বানাক আল্লায় আপনারে আপনি সুস্থ্য থাকুন, ভাল থাকুন নিরন্তর!
আর আঁসল ব্লগারস দের সাথে থাকুন সবসময়
হা হা হা ভাইয়া লাভ ইউ লাভ ইউ লাভ ইউ !!
আনন্দে থাকতে ভালোবাসি। আনন্দে বাঁচতেও......
মাঝে মাঝে আমার আনন্দ প্রকাশে আশেপাশের মানুষ ভীত হয়ে পড়ে। ভাবে বিষন্নতার কোনো অপোজিট রোগে ধরলো নাকি আমাকে!!!!
অবশ্য আহমেদ জি এস ভাইয়া বলেওছিলো এমনও নাকি মানসিক রোগ আছে বোধ হয় সেই রোগের নাম অতি আনন্দরোগ.... ভাইয়া অবশ্য সেই রোগের নামটা বলেনি। আমি দিলাম।
০৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৫
শেরজা তপন বলেছেন: 'আনন্দে থাকতে ভালোবাসি। আনন্দে বাঁচতেও......
'মাঝে মাঝে আমার আনন্দ প্রকাশে আশেপাশের মানুষ ভীত হয়ে পড়ে। ভাবে বিষন্নতার কোনো অপোজিট রোগে ধরলো নাকি আমাকে!!!!আনন্দে থাকতে ভালোবাসি। আনন্দে বাঁচতেও......'
আসেন একটা বদ্দোয়া করি; পৃথিবীর পুরো মানবজাতি যেন এই রোগে আক্রান্ত হয়
আমার এক বন্ধু কত শত ফোবিয়া আছে বলে বলেছিল- তার মধ্যে একটা ফোবিয়ার কথা বলেছিল; সম্ভবত ক্লাস্টো ফোবিয়া
'~সুন্দরী মেয়েদের ভীতি~
৩৭| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৯
শায়মা বলেছেন: ভাইয়া ক্লাস্টো ফোবিয়া তো বন্ধ ঘরে দম বন্ধ হওয়ার ভীতি...... সুন্দরী মেয়েদের দেখলেও হয়!!!
জীবনে প্রথম শুনলাম।
তাকে জিগাসা করো তো খোলা মাঠে সুন্দরী কন্যা দেখেলেও এই ভীতি হয় কিনা!!!
ফান না কিন্তু সত্যিই সিরিয়াস..... বলে কি তোমার বন্ধু!!!!!! নিউ মানসিক রোগ নাকি??
তবে মনে পড়ছে একটা ঘটনা। আমি একবার একটা কোর্স করতে পেন্টাসফটে গেছিলাম। আমি আর আরেকটা মেয়ে ছিলাম ঐ ক্লাসে । সেদিন সেই মেয়ে আসেনি এবং ছিলো প্রথম ক্লাস। টিচার এসে ক্লাস নিতে গিয়ে গলা খাকাড়ি টাকাড়ি দিয়ে কাঁপা কাঁপা গলায় কি যেন সব বলতে লাগলো। তারপর দেখি তার হাত ঠক ঠক করে কাঁপছে।
আমি যদিও এমনিতে শয়তান বাচ্চা ছিলাম। বড় হতে হতে ভালো হয়ে যাচ্ছিলাম। কিন্তু ঐ টিচারের অবস্থা দেখে আমিই উল্টা ভয় পেয়ে গেলাম। এখন মনে হচ্ছে ঐ টিচারের ঐ রোগই ছিলো। তাই বলে ভেবোনা সুন্দরী মেয়ে দেখে তার মনে হয় মেনে দেখলেই ওমন হয়।
তবে ঐ রোগের নাম তো ক্লাস্টো ফোবিয়া হবার কথা নয়। আসল নাম হওয়া উচিৎ স্কুবি স্কুবি ডূূূ ..... তাই না বলো???
০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৫
শেরজা তপন বলেছেন: পেয়েছি ~ক্যালিজিনেফোবিয়া~
CALIGYNEPHOBIA
-- FEAR OF BEAUTIFUL WOMEN --
Caligynephobia, is also known as Venustraphobia or Gynephobia This is the extreme fear of beautiful women. Men can become intimidated by very attractive women, and men are not the only ones who suffer from this phobia, as indeed it has been seen in lesbians as well. This condition is an extreme form of intimidation.
phobia of women, Calligyniaphobia, Gynephobia, Gynophobia, Venustaphobia, Venustraphobia).
-------------------------
নারী ভীতি এক সময়ে আমারও ছিল
পঞ্চম শ্রেণীতে পড়াকালীন বিশেষ এক কারনে এই ফোবিয়ায় আক্রান্ত হই; কো এডুকেশনে পড়তাম। দশম শ্রেণী পর্যন্তবাইরে তো প্রশ্নই আসে না। ক্লাসে যাতে মেয়েদের মুখোমুখি না হতে হয় সেজন্য পেছনের বেঞ্চিতে একেবারে কোনার দিকে বসতাম।
আপনার স্যারের ঘটনা শুনে আমার সেই নারী ভীতির কথা মনে পড়ল
৩৮| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:৩০
মেহবুবা বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল !
সোনাবীজ এর গবেষণায় যা উঠে এসেছে সেটা দেখে অবাক হলাম, নতুন Genetic disorder একটা but most common!
অপু পাখী খেতে গিয়ে গলায় আটকালো, বেচারা !
শায়মা কি ভীষন অবস্থা থেকে ফেরত এল, ভাবা যায় না
০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:০১
শেরজা তপন বলেছেন: আরে মেহবুবা আপু যে,
ব্লগের রাস্তাতো ভুলেই গেছেন একরকম! ব্লগের সেই তথাকথিত স্বর্ণ যুগে নিয়মিত আপনার মন্তব্য পেতাম- সেই ২০২০ সালে
একটা পোষ্ট দিয়েছিলেন তার পরে আর এমুখো হন না তেমন!!!
একতা মজার কথনের বিপরীতে অনেক গল্প উঠে আসে- নতুন আরেকটা উপখ্যানের প্লট তৈরি হয়।
শায়মা আপু আর সোনাবীজ ভাই দুজনেই রসিক গল্পবাজ মানুষ তাদের গল্পের অফুরন্ত স্টক!
সমমনা যে কারো সাথে শায়মা আপুর জমতে সময় লাগে না। অপু তানভীর, সোনাবীজ ভাই, শায়মা আপু এরা ব্লগের প্রান ভোমড়া
আপনিও এক সময় কত সরব ছিলেন- কেন যেন কোন অভিমানে চুপসে গেলেন! ফিরে আসিন ফের সগৌরবে
৩৯| ০৯ ই জুলাই, ২০২১ রাত ১২:৪১
মেহবুবা বলেছেন: অনেকেই ফেরে নৈঃশব্দ্য ঘিরে, অনেকে থেকেও যায়!
লীনা দিলরুবা কে দেখি লক্ষ্মীপেঁচা হয়ে বসে থাকে ব্লগে পোষ্ট শূন্য ।
এমনি আরো অনেকেই ভালবাসার মঞ্চ ছেড়ে যেতে পারে না, সরব নয় হয়তো নীরব।
যাই হোক আমি আসঁল কিন্তু, নঁকঁলঁ নই !
এত হাসি মজার মধ্যে পেলাম কাতিয়াশার নাম, মিষ্টি রাশিয়ান নাম, কিন্তু মনে করতে পারি না।
সহেলীকে এভাবে মনে রাখতে দেখে উদাস হয়ে যাই। কতদিন হলো অনুপস্থিত অথচ অনেকের মনে আছে সহেলীর কথা।
সত্যি ভাগ্যবতী সহেলী।
০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:১১
শেরজা তপন বলেছেন: লীনা দিলরুবা আপুকে আমিও মিস করি। অনেকেই লেখা পড়ে কিন্তু লগ ইন করে না
আমার এই পোস্টতার কথাই ধরুন- যতজন মন্তব্য করেছেন, সেই হিসেবে প্রত্যকে নুন্যতম বিশের অধিকবার এই পোষ্টে উকি
দিয়েছেন!! এটা সম্ভব নয়- সুহৃদ অনেকেই গোপনে এসে নীরবে লেখাটা পড়ে চলে গেছেন।
কাতিআশা আপু সম্ভবত তার প্রফেশনাল লাইফ নিয়ে ভীষণ ব্যাস্ত! আসলেই নামটা দারুন মিষ্টি
ওটা ভুল্ক্রমে সহেলী হয়ে গেছে -সেখানে হবে সোহানী আপু!
সোহেলি আপুকে অনেক অনেক মিস করি।
আপনি ভাল থাকুন সুস্থ্য থাকুন, নিয়মিত ব্লগের সাথে থাকুন।
৪০| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:০২
কবিতা ক্থ্য বলেছেন: খুবই মজার ছিলো এইটা।
আরো কিছু বলার ইচ্ছা ছিলো, কিন্তু পরে বলবেন - হাজী সাহেবের মুখ খারাপ, তাই চুপ থাকি।
০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৫
শেরজা তপন বলেছেন: বুঝলাম হাজী সাহেব
আপনি কি ছবি ব্লগে অংশগ্রহন করেছিলেন? আপনার ফুলের ছবিগুলো কিন্তু চমৎকার ছিল
ব্লগে আরেকটু নিয়মিত হতে হবে হাজী সাহেব।
আমার ব্লগে স্বাগতম- ভাল থাকুন নিরন্তর! আর মুখ খারাপের কথা গুলো বইলেন - অপেক্ষায় রইলাম...
৪১| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩১
কবিতা ক্থ্য বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
না ভাই- আমার পক্ষে সম্ভব হয়নি ছবি ব্লগে অংশগ্রহন করা।
সবার ছবি দেখতে দেখতে ঘোরের মাঝে চলেগিয়েছিলাম; যখন হুশ হলো- টাইম লাইন শেষ।
ভালো থাকবেন।
০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৭
শেরজা তপন বলেছেন: আহারে মিস হ্য়া গেল- এখন থেকে হুঁশে থাইকেন।
৪২| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন:
আপনার সর্বকালের সর্বশ্রেষ্ট ব্লগ পোস্ট! বাবনিক প্রথম পর্ব বাদে আর কোনো পোস্টে এতো লাইক কমেন্ট পাননি। বিশতম লাইক। একজন বিশটি লাইক দেওয়ার ব্যবস্থা থাকলে বাদবাকি বিশটি লাইক দিয়ে যেতুম।
আপনি একজন আসল ব্লগার।
০৯ ই জুলাই, ২০২১ সকাল ১০:৫৬
শেরজা তপন বলেছেন: ওরে ভাই 'আলকাশে'র কথা ভুলে গেলেন! ব্লগে আমাকে মাতাল কিংবা লুচ্চা হিসেবে অনেকেই চেনে 'আলকাশে'র জন্য
আপনার আরো বিশটা লাইক পেয়ে গেছি
ভাল লাগল আপনাকে পেয়ে -ভাল থাকুন
#ভয়ে আছি একটা গুরু গম্ভীর তত্ত্বমুলক পোষ্ট দেব এবার-রিভার্স না হয়
ফুট নোটঃ
যতদুর মনে পড়ে আমি সবচেয়ে বেশী কমেন্ট লাইক পেয়েছিলামএই পোস্টেঃ
https://www.somewhereinblog.net/blog/sherzatapon/28982949
আমার জন্মদিনে( এক করুন রস কাহিনী) ~ এই মাসেই
আর দুই নম্বরেঃ Click This Link
গ্রামীন ফোনের সেকাল-একাল
৪৩| ০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৪
মেহবুবা বলেছেন: তাই বল, আমি তো ভেবেছিলাম সহেলী।
শায়মা কার কথা বলেছে তাহলে? সহেলী নাকি সোহানী?
০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:২৬
শেরজা তপন বলেছেন: শায়মা আপু তাড়াহুড়োয় ভুল বলেছে মনে হয়- সেটা সোহানী-ই হবেন
৪৪| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৪
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: ফুট নোটঃ
যতদুর মনে পড়ে আমি সবচেয়ে বেশী কমেন্ট লাইক পেয়েছিলামএই পোস্টেঃ
https://www.somewhereinblog.net/blog/sherzatapon/28982949
আমার জন্মদিনে( এক করুন রস কাহিনী) ~ এই মাসেই
আর দুই নম্বরেঃ Click This Link
গ্রামীন ফোনের সেকাল-একাল
ভাই দুই নম্বর পোস্টের পরের অংশ কি পোস্ট করেছিলেন?
০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৮
শেরজা তপন বলেছেন: আপনার কি মনে আছে সে কথা- এখন পড়েছেন?
না পরে আর কোন পর্ব পোস্ট করা হয়নি - কেন কি কারনে ভুলে গেছি।
এখন আর তেমন করে কারো জানার আগ্রহ নেই- তবে, বেনিয়াদের ব্যাবসা আর বাংলাদেশের কর্পোরেট কালচারের শুরু এখনকার
চালচ্চিত্রের বেশ ভাল একটা দলিল হতে পারত সেটা
৪৫| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমি আজকেই পড়লাম এটা। আর গ্রামীনফোনের উত্থানটা ভোজবাজির মতোই ছিলো। ত্রিশ হাজার-চল্লিশ হাজার টাকায় মানুষ সিম কিনছে। ১১ টাকা মিনিটে কথা বলছে।ভাবা যায়!!
৪৬| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:৫৩
শায়মা বলেছেন: না!!!!!!!!!!!!!!!! আমি সহেলী আপুর কথাই বলেছি
তবে সোহানী আপুও জ্ঞানী আপুদেরই একজন। আর আমাকে অনেক ভালোবাসে তো তাই সোহানী আপুও কলিজা আপু।
মেহবুবা আপু তো পৃথিবীর জেন্টেল মানুষদের একজন!
৪৭| ১৬ ই জুলাই, ২০২১ রাত ১:৫৯
মেহবুবা বলেছেন: যাই হোক্ এতক্ষণে ধারনা স্বচ্ছ হোল।
৪৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০২
জুল ভার্ন বলেছেন: অনেক ঘাতপ্রতিঘাত, চড়াই-উতরাই সহ্য করেও এখনো ব্লগে আছি-অতএব এমিও একই পথের পথিক!
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:১৩
শেরজা তপন বলেছেন: আপনি হারিয়ে গিয়েও ফিরে এসেছেন। অবশ্যই আপনি আঁসল ব্লগার
৪৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৩
জ্যাকেল বলেছেন: হমম আমি বুঝোতে পারলাম, কিছুটি হইতে পারলাম না।
২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:৪৯
শেরজা তপন বলেছেন: বড়ই আফসুস কি বাত - মিঃ জ্যাকেল
চেষ্টা করেন কোন একদিন আঁসল ব্লগার হয়ে যাবেন
৫০| ২৫ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৯
ইসিয়াক বলেছেন: আসলেই ব্লগ ছাড়া জীবন পানসে লাগে
এদিকে একজন তো আমাকে নেশাখোর উপাধি দিয়েছে। অন্য কিছু নিয়ে এরকম উপাধি দিলে মনে কষ্ট পেতাম। কিন্তু ব্লগে আসা নিয়ে নেশাখোর বলাতে আমিও গলা চড়িয়ে বলতে পারি হ্যাঁ আমি নেশাখোর তো..... হা হা হা
দারুণ পোস্ট।
শুভকামনা রইল।
২৬ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪২
শেরজা তপন বলেছেন: আপনিও একজন আঁসল ব্লগার। অভিনন্দন
©somewhere in net ltd.
১| ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৩
সোনালি কাবিন বলেছেন: সিরাম হইছে