নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

স্বর্গ থেকে বলছি...

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩৬


ভাষান্তরঃ স্বর্গত শেরজা তপন
মুলঃ স্বর্গবাসী নাম না জানা কিছু সোভিয়েত ‘বোকা ও দুষ্টু’ নাগরিক!
উৎপত্তিস্থলঃ চিরতরে স্বর্গে নির্বাসিত সমাজতান্ত্রিক ‘সোভিয়েত ইউনিয়ন’।
~ অনুবাদের ত্রুটির জন্য অনুবাদক দায়ী থাকিবেন কিন্তু বর্তমান সময়ের ‘বিশেষ দেশে’র সাথে মিল পাওয়া গেলে অনুবাদক দায়ী নন।
উৎসর্গঃ বিদের বিভূঁইয়ে থাকা ‘নরকবাসী’ আমার প্রবাসী বাংলাদেশী ভাই- বোনেদের।

~দুই ভাই,আলেগ ও আন্দ্রে, যারা আমেরিকাতে থাকত এবং কমিউনিস্ট পার্টির সদস্য ছিল।
তারা সিদ্ধান্ত নিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নে চলে যাবে। তারা সোভিয়েত-এর রাজনৈতিক অর্থনৈতিক সহ অন্যান্য বিষয়ে আমেরিকান গণমাধ্যমের নেতিবাচক প্রতিবেদনে বিশ্বাস না করলেও তারা সাবধানতা অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছে।
তাই দুই ভাই একসাথে রাশিয়াতে না গিয়ে বড় ভাই ছোট ভাইকে পাঠাল ওখানকার সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য।
মিডিয়ার প্রতিবেদনের বিপরীতে যদি জীবনযাত্রার অবস্থা ভাল হয় এবং কেজিবি'র দ্বারা নিপীড়ন সম্পর্কিত রিপোর্টগুলি মিথ্যা হয় তবে, আন্দ্রে কালো রঙের কালি ব্যবহার করে আলেগ'কে একটি চিঠি লিখবেন যার রং ইঙ্গিত দেবে যে,এই চিঠির ভাষ্য সঠিক। তবে,সোভিয়েত-এর পরিস্থিতি যদি খারাপ হয়ে থাকে এবং আন্দ্রে সত্য লিখতে ভয় পায়- তবে সে লাল কালি ব্যবহার করবে যা ইঙ্গিত দেবে যে, সে চিঠিতে যা বলেছে তা বিশ্বাস করা উচিত নয়।
মস্কোতে ফিরে যাবার তিন মাস আন্দ্রে তার প্রথম চিঠি পাঠিয়েছিল। সেটি 'কালো কালি' দিয়ে লেখা ছিল,
‘প্রিয় ভাই আলেগ!
মি এখানে খুব খুশি! এটি একটি সুন্দর দেশ,আমি সম্পূর্ণ স্বাধীনতা এবং উচ্চ মানের জীবনযাত্রা উপভোগ করছি। বিশ্বের অন্য দেশের তুলনায় এটা নিশ্চিত একটা স্বর্গ! সমস্ত পুঁজিবাদী সংবাদপত্রের কথা মিথ্যা ছিল। সব কিছু সহজেই পাওয়া যায়! সেখানে কেবলমাত্র একটি ছোট জিনিস-এর ঘাটতি রয়েছে,যার নাম ‘লাল কালি’
~~~~~~~~~~~~~~~~~~
~কমিশন পরিদর্শনে একটি পাগল আশ্রমে এসেছিলেন। তাদের শুভেচ্ছা জানাতে,রোগীরা একজন সঙ্গীতানুষ্ঠানে একটি জনপ্রিয় চলচ্চিত্রের একটি গান গাচ্ছিলেন ‘ও ও ও, স্বর্গ-সম সোভিয়েত ছেড়ে যেতে মন নাহি চায়!’
কমিশন লক্ষ্য করল যে, উপস্থিত লোকদের মধ্যে কেউ একজন গান গাইছে না।
এই যে শুনুন‘আপনি গান গাইছেন না কেন?’
‘আমি পাগল নই,আমি এখানে নার্স’।
~~~~~~~~~~~~~~~~~~~~
~এক ভিনদেশী কম্যুনিস্ট ডেলিগেট মস্কোতে এসে ইচ্ছা পোষণ করলেন, একটা কিন্ডারগার্ডেন পরিদর্শনে যাবেন।কেননা বাচ্চারা কোন সত্য লুকিয়ে রাখতে পারেনা বলে তার ধারনা।
কোন এক কিন্ডারগার্ডেনে তার পরিদর্শনে যাবার আগে কিন্ডারগার্ডেনের কর্মকর্তারা ভাল করে শিখিয়ে পড়িয়ে দিল বাচ্চাদের,তোমাদের যেই প্রশ্নই করেননা কেন তোমরা প্রতি উত্তরে বলবে,পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সোভিয়েত স্বর্গ-পুরি! ‘
সেই ভদ্রলোক কিন্ডারগার্ডেন পরিদর্শনে এসে এক ক্লাস রুমে ঢুকে বাচ্চাদের জিজ্ঞেস করলেন,
‘বাবুরা, তোমরা কি এই কিন্ডারগার্ডেন পছন্দ কর?’
সব বাচ্চা সমবেত ভাবে বলল, -পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সোভিয়েত স্বর্গ-পুরি।
হুমম, তোমাদের এখানে যে খাবার দেয়া হয় সেটা কি রুচি সম্মত?
এবারও বাচ্চারা একসাথে বলল, -পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সোভিয়েত স্বর্গ-পুরি।
তোমরা কি তোমাদের প্রিয় খেলনাগুলো পাও?
সবাই ঠিক একই ভাবে বলল, -পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের সোভিয়েত স্বর্গ-পুরি। ‘
আচমকা ক্লাসের এককোণে সব’চে ক্ষুদে বাচ্চাটা ডুকরে কেঁদে উঠল।‘
ক্লাস-টিচার ভ্যাবাচ্যাকা খেয়ে সেই বাচ্চাটাকে জিজ্ঞেস করল ‘মিশা তুমি কাঁদছ কেন বাবা?’
মিশা কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম আমি সোভিয়েত ইউনিয়নে যাব!’
~~~~~~~~~~~~
ছবিঃ প্রিন্টসেট থেকে।

মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৪৯

জুল ভার্ন বলেছেন: খুব সুন্দর লিখেছেন স্বর্গীয় শ্রী শ্রী সেরজা তপন :-B অদেখেলের স্বর্গ সুখ.... "আমরা বেহেশতে আছি!" =p~

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৭

শেরজা তপন বলেছেন: জ্বী মহাশয় আমি ভগবানের অশেষ কৃপায় সহ সালামতে আছি। ডেভিট এখানে আমাকে বেশ খাতির যত্ন করছেন!
আপনি নিশ্চয়ই দারুন স্বর্গ সুখ অনুভব করছেন?

২| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫০

অক্পটে বলেছেন: সুন্দর সহজ এবং বোধগম্য। ভালো লাগলো।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৮

শেরজা তপন বলেছেন: আমিতো একটু প্যাচাইতে চাইছিলাম- কাম হইল না :(
স্বর্গীয় সালাম নিবেন।

৩| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫২

জুল ভার্ন বলেছেন: স্বর্গীয় শেরজা, তালে ব শ, সন্তে স হয়ে গিয়েছে- স্বর্গে থেকে মাফ করে দিবেন। B-))

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২০

শেরজা তপন বলেছেন: উটা কুনো বেপার নয় - আমারতো ভুল আর ভুল

৪| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫৪

মোহামমদ কামরুজজামান বলেছেন: পরতমেই কই অনুবাদ যেমন ঐক সমিস্যা নাই তয় ভাল লাগছে ভালা কিছু পামু তাই ভেবে।

তয় উৎসর্গ করছেন কামলাগো তাই ভাইবা আরো ভালা লাগছে। ইহানে একটু গলতিছে মিছটেক ঐছে বইলে মনে লয়।
কারন, আপনি মনে হয় শুধু ফরেন ( বিদেশী ) কামলাগো উৎসর্গ করবার চাইছেন। আর সেটা গলতিছে, " বিদের-বিভুঁয়ে" হয়ে গেছে।

বাকী বিষয়ে বিশদ পরে বলব।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১০

শেরজা তপন বলেছেন: স্বর্গে এই ভাষা বুঝবার উপায় নেই- আমি অনুবাদ কেন্দ্রে পাঠিয়েছি- অনুবাদ হয়ে আসলেই ওর উত্তর পাবেন

তবে এলেখা আমি সব প্রবাসীকে উতসর্গ করেছি। এই স্বর্গ ছেড়ে যারা বিদেশ বিভূঁইয়ে পড়ে আছেন তারা তো নরকবাসী ভাই। আপনি মুল তত্ত্ব বুঝতে বেগ পেয়েছেন। স্যরি মাই ফল্ট :)

৫| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
জ্বী, আমি ৬৯টি হুর কবে পাবো?

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১২

শেরজা তপন বলেছেন: ক্যান ভাবিরেও হুর বানাইবেন নাকি? আমরাতো ভাগেরটা পাইছি, আপনারটা সম্ভবত কুরিয়ার করা হয়েছে
পেয়ে যাবেন শিঘ্রী।
সাথে থাকুন টিউন করুন স্বর্গপুরী- ০০৮৮০

৬| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি সিংগাপুরে আছি। :D

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৪

শেরজা তপন বলেছেন: আপনাদের সবাইকে উৎসর্গ করেছি। স্বর্গে থাকতে চাইলে দেশে চইলা আসেন

৭| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১১

মিরোরডডল বলেছেন:

পাগলেরটা মজার :)

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৫

শেরজা তপন বলেছেন: ওইটাই শেষে দিতে চেয়েছিলাম :)
আসবেন নাকি স্বর্গপুরীতে নাকি ভাইসাবরে আগে পাঠাবেন ১ নম্বর জোকসের মতন?

৮| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: ক্যান ভাবিরেও হুর বানাইবেন নাকি?
ইনারে হুরের তালিকা থেকে বাদ দিলে বর্তমান অবস্থায় গৃহহীন হওয়ার আশংকা থাকে যায় যে!!

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৯

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ ক্যান আশ্রমে যাইবেন। বিরান যায়গায় রাসলীলা জমবে ভাল গো দাদা :)

৯| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩০

মিরোরডডল বলেছেন:




একজন ব্রিটিশ, একজন ফ্রেঞ্চ ও একজন রাশান আদম এবং হাওয়ার প্রতিকৃতির দিকে তাকিয়ে গল্প করছেন ।

ব্রিটিশ বললেন "তারা দেখতে শান্ত, সৌম্য, অবশ্যই তারা ব্রিটিশ!"

ফ্রেঞ্চ উত্তর দিলেন, "বাজে কথা ! তারা সুন্দর, তারা ব্রিটিশ না, অবশ্যই ফ্রেঞ্চ!

রাশান অবশেষে বলে উঠলো, "তাদের কোন কাপড় নেই, আশ্রয় নেই, খাওয়ার জন্য শুধু আছে একটি আপেল এবং বলা হচ্ছে এটি স্বর্গ। তারা অবশ্যই রাশান ।"


:)

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৪

শেরজা তপন বলেছেন: এটা চমৎকার একটা জোকস। বেশ আগে আমিও শেয়ার করেছিলাম :)

এখন আমাদের দেশের জন্যও প্রযোজ্য
ধন্যবাদ ফের হাসানোর জন্য।

১০| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৪

জটিল ভাই বলেছেন:
যাক, এবার আপনার পোস্ট পড়ে সেই আকাঙ্খিত আনন্দ পেলাম। এবারের গুলি আমার মতে একটাও মিস হয়নি।
বি.দ্র. গুলি মানে বুলেট কিন্তু! =p~

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৫

শেরজা তপন বলেছেন: আপনি শেষবার বেশ নাখোশ হয়েছিলেন- তাই আজকের এই পোষ্টটা আপনাকে ডেডিকেট করছি
আন্তরিকতার সাথে মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ও সবিশেষ জটিলবাদ।

১১| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
লেখক বলেছেন: হাঃ হাঃ ক্যান আশ্রমে যাইবেন। বিরান যায়গায় রাসলীলা জমবে ভাল গো দাদা
রাসলীলার জন্য চাই হুর, সুর, আর সুরা
আশ্রমে সুর আর সুরার জন্য নিষেধাজ্ঞা না থাকলেও, বাহিরের হুরেদের প্রবেশ নিষেধ। :((

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৮

শেরজা তপন বলেছেন: সব তো এখন স্বর্গের আওতাধীন
কোন কিছুতেই আর মানা নেই। সব হালাল!!!

১২| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:


শেষমেষ সত্যটা বেড়িয়ে এল- নরকে বসে বসে আপনার লিখাট পড়ে মনে হল, এমন স্বর্গেতো আমিও যেতে চাই। তা বাপু উপায়টা কি বলুন দয়া করে।

১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:১৭

শেরজা তপন বলেছেন: সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।
গোপন সুত্রের খবর অলরেডি কয়েক কোটি আবেদনপত্র জমা পড়ে গেছে।
বাইডেন ভাইও নাকি পি আর এর জন্য আবেদন করেছেন :)

১৩| ১৪ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৩

জটিল ভাই বলেছেন:
লেখক বলেছেন: আপনি শেষবার বেশ নাখোশ হয়েছিলেন- তাই আজকের এই পোষ্টটা আপনাকে ডেডিকেট করছি

আপনার এই ডেডিকেসন অন্তর পেতে গ্রহণ করে নিজেকে ধন্য করছি। সেইসঙ্গে আবারো প্রাণ নিঙড়ানো জটিলবাদ জানাচ্ছি প্রিয় ভাই :)

বাই দ্যা ওয়ে, নাসিরুদ্দিনের গাধা নিয়ে পোস্ট লিখার কথা কি ভুলে গেছেন নাকি? =p~

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৬

শেরজা তপন বলেছেন: আমি আনন্দিত প্রীত হইলাম ফিরে আসুন আপনি আপনার স্বমহিমায়!
হোজ্জা ও গাধার কথা ভুলি নাই। এত বেশি লেখা পড়ে আছে যে, কোনটা ছেড়ে কোনটা দিব এই নিয়ে পেরেশানিতে থাকতে হয়

১৪| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০১

অপু তানভীর বলেছেন: আপনে নিজের বেহেস্তের গল্প রাইখা সোভিয়েত স্বর্গের গল্প কইতেছেন ! এ আবার কেমন কথা ! :D

প্রথমটা পড়ে কেবল হো হো করে হেসেছি =p~ =p~

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

শেরজা তপন বলেছেন: এইটা তো আমার আপনার সহ সব ব্লগারদের যারা বাংলাদেশে বসবাস করেন তাদের স্বর্গের গল্প করলাম!
শুধু নিজেরটা করুম নে ফের সুযোগ মত

১৫| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:১৬

জুন বলেছেন: আমি তো ভাবলাম আপনি ইয়েভগেনি পেরমিয়াকের দুই ভাই গল্পের কথা বলছেন শেরজা।

না না সোভিয়েত ইউনিয়ন না আমি বাংলাদেশে যাবো :((

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০২

শেরজা তপন বলেছেন: এমন দাঁতভাঙ্গা নাম আপনি মনে রাখেন কেমনে?!!আমার তো এই নাম মুখস্থ করতে তিন দিন লাগবে

১৬| ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

পোড়া বেগুন বলেছেন:
আসসালামু আলাইকুম।
আমি ব্লগে নতুন।
সবার সহযোগীতা চাই

১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৪

শেরজা তপন বলেছেন: এমন ভাবে বললেন যেন দান খয়রাত চাচ্ছেন!!
তা ভায়া কিভাবে আপনাকে সহযোগীতা করতে পারি?

১৭| ১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৮

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




ভাষান্তরকারীর নামের আগে “স্বর্গতঃ” লেখা রহিয়াছে ! স্বর্গে থাকিবার টেরনিং রহিয়াছে কি আপনার ?
স্বর্গ তো নাকি সাত-সাতটা , ইহাই জানিতাম! তা মহাশয়; আপনি কতো নম্বর স্বর্গের টিকিট পাইয়া হেথায় অবস্থান করিতেছেন ? দেশ হইতে স্বর্গে থাকার টেরনিং লইয়া যাইতে পারিলে স্বর্গে বসিয়া্ও মহাশয়কে এখন বেগার লিখিবার কর্মটি করিতে হইতো না। বুঝিতে পারা গেল, মহাশয়ের ১ নম্বর স্বর্গে ঠাঁই হয় নাই। কাজকর্ম করিতে হইতেছে।
মদীয় দেশ হইতে স্বর্গে থাকিবার একখানা সার্টিফিকেট প্রাপ্ত হইলে ১ নম্বর স্বর্গে ঠাঁই পাইতে পারিতেন যেখানে ব্লগ লিখিবার মতোন আকামের কর্মে বেগার খাটিতে হইতো না! খালি ব্যাংকের চেক লিখিতেন........... :-P :D :((

১৪ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

শেরজা তপন বলেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন লাগাই- দাড়ান জিগাই; তিনি আমাদের কত নম্বর স্বর্গে বাস করিতে সুযোগ দিয়াছেন?
আপনার ভাগে যদি আরেকটু আরামদায়ক স্বর্গ বরাদ্দ হয় তো স্বর্গের গেট ও হুর-দের সাথে কিছু সেলফি শেয়ার করিবেন দয়া করে।
স্বর্গত এর পরে বিস্বর্গ হইলে ডাবল স্বর্গ হয়ে যায় তাই ওইটা বাদ দিয়েছি। কি বলেন ১ নম্বর স্বর্গতো আমাদের ওঁনাদের ও ওঁনার জন্য।
সেটা দূর থেকে দেখার ও পারমিশান নাই!
এখানে সামান্য কিছু আকাম জাতীয় কাম করতে হয় বটে কিন্তু দিন কেটে যায় রসে বসে।
কোন সুযোগে আপনার রথে চড়ে আমাদের স্বর্গে একটু পদধুলি দিলে আমরা নিন্ম স্বর্গবাসী চরম আনন্দিত হব।

১৮| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪২

সাড়ে চুয়াত্তর বলেছেন: তিনটা কৌতুকই আনকমন ছিল তাই না হেসে পারলাম না।

প্রতি পেগ বিয়ার গিলেই এক লোককে বারবার নিজের বুক পকেটে উকি দিতে দেখে আশ্চর্য ওয়েটার জিজ্ঞেস করল,
: স্যার যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি আপনি প্রতি গ্লাস শেষ করেই কেন বারবার পকেটে উকি দিচ্ছেন?
: আসলে ডাক্তার আমাকে মদ খাবার অনুমতি দিয়েছে তবে বলেছে মাতাল হওয়া চলবে না। তাই পকেটে আমার স্ত্রীর একটা ছবি রাখি, যখন তাকে সুন্দরী লাগা শুরু করে তখনই মদ খাওয়া বন্ধ করে বাড়ি ফিরে যাই …।
.................
এক মাতাল গাড়িতে ঢুকেই চিৎকার করে কাঁদতে শুরু করল “হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে। চোর এসে আমার গাড়ির সব চুরি করে নিয়ে গেছে … আমার স্টিয়ারিং হুইল … আমার ড্যাশ বোর্ড … গিয়ার … রেডিও … ব্রেক … একসেলেটর … সব সঅঅঅব ! ” পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল, সে তার পাশে এসে দাঁড়িয়ে বলল- থাক, চুরি যখন হয়েছেই তখন কেঁদে কী আর হবে বল? তারচেয়ে বরং তুমি সামনের সিটে গিয়ে বস …।

প্রথম মাতাল : আচ্ছা, দেরি করে বাড়ি ফিরলে তোমার বউ কি রাগ করে?
দ্বিতীয় মাতাল : আমার তো বউই নেই রাগ করবে কে!
প্রথম মাতাল : আশ্চর্য, তাহলে তুমি এত রাতে বাড়ি ফের কেন? আর মদ খেয়ে মাতালই বা হও কেন?

এক রাশিয়ান কৃষক অনেক রাতে মাতাল হয়ে ঘরে ফিরে শোয়ার ঘরের দিকে না গিয়ে গোয়াল ঘরে ঢুকে পড়লো। গোয়াল ঘরে ঢুকে গরুর লেজ ধরে বলতে লাগলো কি গো বউ আজকে দুই বেণী না বেঁধে এক বেণী বেঁধেছ বুঝি?

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: প্রতিবার আমার জোকস বিষয়ক পোস্টে আপনার কাছ থেকে এক গাদা চমৎকার কৌতুক মেলে!
চারটাই ভাল তবে দ্বীতিয়টা বেশী মজার।

আনকমন কৌতুক পরিবেশন করা বেশ কষ্টসাধ্য! কেউ কোন জমায়েতে দু'খানা কৌতুক পরিবেশন করতে বললে আমরা স্মৃতি হাতড়িয়ে বেড়াই। খুঁজে মেলা ভার হয়- কিন্তু অন্য কেউ বললেই স্মরণে আসে- আরে এটাতো আমার আগেই শোনা!
আপনাকে হাসাতে পেরে আমি আনন্দিত। আমার স্বর্গে আসবেন বেড়াতে।

১৯| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৫

কামাল৮০ বলেছেন: সুখে থাকতে ভুতে কিলায়।তাইতো চলে এলাম বিদেশে।এখন বুঝছি কি ভুল করেছি।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৩

শেরজা তপন বলেছেন: আহা এই স্বর্গে কি আনন্দ ফুর্তি আর আদরে থাকতেন ভায়া! এখন আবেদন নিবেন করে দেখেন, না হয় উপর লেভেলে ধরাধরি করেন- পাইলেও স্বর্গ পাইতে পারেন :)

২০| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৫

মনিরা সুলতানা বলেছেন: দুই একটা আপেল দিতে পারেন মানে গন্দম খেতে চাচ্ছিলাম।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: আপনি কি তাহলে স্বর্গে নেই -নাকি আপনার বাগানে যেই কয়টা ছিল ভাইসাববে খাওয়ায় ফেলছেন?

আমি প্রথম দফাতেই সব আপেল ছিড়ে হুর-দের দিয়েছি, ওরা হুড়োহুড়ি করে খেয়ে ফেলেছে। ওরা এখন পৃথিবীতে যাবার প্রস্তুতি নিচ্ছে- তবে বায়না ধরেছে সিরিয়াতে যাবে না, বাংলাদেশে যাবে। সেই দেশ নাকি পিওর বেহেশত!!

২১| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:১১

ককচক বলেছেন: গল্পগুলো শিক্ষণীয় তপন দা

কৌশলে, বুদ্ধি থাকলে কঠিন কাজও সহজে করা যায়। কঠিন কথাও সহজে বলা যায়; হাসতে হাসতে কথার মাধ্যমে গালে কষে থাপ্পড় দেওয়া যায়।

শিখিয়ে পড়িয়ে সত্য গোপন করা যায় না।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:২১

শেরজা তপন বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই,
একটা কথা কি জানেন বা মানেন- এই কথাগুলো সাজানো আগে থেকে শিখিয়ে দেয়া? মানুষকে অন্য বিষয়ে মশগুল করে ফেলা কিংবা বিশেষ একটা আলোচনার মোড় ঘুড়িয়ে দেয়া। এটা রাজনীতির বলিদান। অন্য বড় নেতা পরিস্থিতি পর্যবেক্ষন করে দু'দিন বাদে হালকা বা কঠিন করে ধমক দেয়। এরপর ফের আরেকটা উপলক্ষ্য উৎসব যার পেছনে দৌড়ে দৌড়ে আমরা শুধু ক্লান্ত হই- লাভের খাতায় শুধু শুন্য থাকে! :(

স্বর্গে সুখে আছেন নিশ্চিত আরামে আছেন -তাই শুভকামনা করলাম না।

২২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৩

ককচক বলেছেন: আপনার ধারণা ঠিক আছে। এইসব ভাড়ামি ইচ্ছে কৃত।

১৫ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৩৩

শেরজা তপন বলেছেন: ফের এসে সহমত পোষন করার জন্য আন্তরিক ধন্যবাদ।

২৩| ১৬ ই আগস্ট, ২০২২ ভোর ৬:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
অবস্থা বেসামাল হয়েছে বিবেচনায়
উচ্চ নিচু ভেদাবেদে কিছু স্বর্গবাসীদের
কথাবার্তায় সতর্ক হওয়ার দিশা দেয়া
হয়েছে বলে দেখা গেছে ।

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২২

শেরজা তপন বলেছেন: বেশ অনেকদিন পরে আপনাকে আমার ব্লগে পায়ে আমি চরম আপ্লুত ও আনন্দিত! কোন বিশেষ কারনে হয়তো আপনি দীর্ঘ সময় ধরে ব্লগে অনিয়মিত হয়ে পড়েছেন।
আশা করি মানসিক ও শারিরিকভাবে সুস্থ্য আছে.।
আপনার সরব পদচারনা ব্লগকে অনেকবেশী সমৃদ্ধ করে- আমরা প্রতিনিয়ত কিছু শিখতে পারি। ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছাসহ ভালবাসা রইল ভাই- ভাল থাকুন।

২৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:



বিগত কয়েক মাস যাবত পুরানো ব্যাক পেইন নিয়ে
বলতে গেলে শয্যাসায়ী ছিলাম , সাথে ছিল চোখের
সমস্যা, লিখতে ও পড়তে খুবই আসুবিধা হচ্ছিল বলে
সামুতে বিচরণ করতে পারছিরলাম না । এখন আল্লার
রহমতে ও সকলের দোয়ায় অনেকটা সুস্থ বোধ করায়
খানিকটা সময় প্রিয় সামুতে দিতে পারছি । আপনার
মুল্যবান বেশকিছু পোষ্ট পাঠ করা হযে উঠেনি ।
চামড়া শিল্প নিয়ে লেখা আমার পুরাতন একটি পোষ্টে
আপনার মুল্যবান একটি মন্তব্য অনেকদিন আদেখা হয়ে
পড়ে ছিল । এখন দেখে এসেছি । ধন্যবাদ মুল্যবান
মন্তব্যের জন্য ।

দোয়া করবেন এখন হতে যেন সামুতে নিয়মিত হতে পারি ।

শুভেচ্ছা রইল ।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

শেরজা তপন বলেছেন: আপনার এই সমস্যাটা বেশ পুরনো সম্ভবত!
এর থেকে পুরো আরোগ্য লাভ করা বেশ কঠিন বটে। ব্যাক পেইনের সমস্যা আমারও আছে। মাঝেতো এমন হোল বিছানা থেকে হামাগুড়ি দিয়ে উঠতে হোত- ঠিক ঠাক সোজা হয়ে দাড়াবার জন্য আধাঘন্টা কসরত করতে হোত। নিয়মিত হাটা -কিছু এক্সারসাইজ আর শোয়ার পজিশন পাল্টানোর ফলে এখন বেশ ভাল আছি।
আপনিত ভাল থাকুন সুস্থ্য থাকুন ব্লগে নিয়মিত হউন এই দোয়া করি।

২৫| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কৌতুকগুলো বেশ উপভোগ করলাম। কৌতুকের মাধ্যমেও কত কিছু বলে দেয়া যায় যা সরাসরি বলা যায় না। প্রাসঙ্গিক একটি পোস্ট লিখে মানুষের ভাবনাকে জাগ্রত করার জন্য ধন্যবাদ।
মিরোরডডল এর কৌতুকটাও (৯ নং মন্তব্য) উপভোগ্য হয়েছে। সাড়ে চুয়াত্তর এর গুলোও পড়ে অনেক হেসেছি, বিশেষ করে শেষেরটা।
পোস্টে প্লাস। + +

১৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৫

শেরজা তপন বলেছেন: ফের আপনাকে পেয়ে ভাল লাগল প্রিয় ব্লগার!
সরাসরি সবকিছু বলা যায়না - মনের মধ্যে ক্ষোভ আর কষ্টগুলো গুমরে কাঁদে! কি সব ভয়ঙ্কর আহাম্মকের দেশে বাস করছি আমরা।
এরা হিরক রাজার থেকেও এক কাঠি সরেস!

ধন্যবাদ পোস্টে প্লাস আর বরাবরের চমৎকার মন্তব্যের জন্য।
হ্যা আপনার উল্লেখিত ব্লগারেরা পোষ্টটাকে আরো বেশী সমৃদ্ধ করেছে নিঃসন্দেহে!
ভাল থাকুন-সুস্থ্য থাকুন

২৬| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: অনেকটাই পিছিয়ে গেছি। সবগুলা একে একে শেষ করার ইচ্ছা আছে।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: দেখতে পাচ্ছিতো ব্যস্ততা বেড়ে গেছে বেশ! ঠিক আছে সময় করে পড়বেন না হয় প্রিয় ভাই। অপেক্ষায় রইলাম??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.