নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

ব্লগের এই দুঃসময়ে

২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪০


সময়ঃ ১২:৩০ ২১শে জানুয়ারি ২০২৩ (বড় লেখা- সময় না থাকলে শেষটুকু পড়ার অনুরোধ রইল...)
মি যেই মুহূর্তে এই লেখাটা লিখছি তখন ব্লগে একটিভ ব্লগার আছেন ২৩ জন, ১০২৬ জন ভিজিটর যার মধ্যে ৮৪৯ জন মোবাইল থেকে।
শীতের এই ছুটির দিনে ২৩ জন একটিভ ব্লগার নেহায়েত কম নয়। ব্লগের পিক সময়ে সর্বোচ্চ কতজন ব্লগার একটিভ থাকতেন এমন ডাটা কি কারো কাছে আছে? আমার দেখা মতে ১২০-১৫০ জন।
মরা যারা এখনো ব্লগে একটিভ আছি- মাঝ যৌবনে এসে ব্লগিং শুরু করে যৌবন গত প্রায়, কিংবা যারা প্রথম যৌবনে এসে মাঝখানে এসে পৌঁছেছেন অথবা পঞ্চাশ এ শুরু করে বার্ধক্যের দোরগোড়ায়- তাদের কাছে ব্লগ বা ব্লগিং কতটা গুরুত্বপূর্ণ? আমার কাছে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। ব্লগে ঢুঁ না দিয়ে দীর্ঘসময় কাটানো বেশ কষ্টকর বটে। দেখা সাক্ষাৎ নেই তবুও সোনাবীজ ভাই কিংবা জুল ভার্ন ভাইকে কত আপন মনে হয়। দীর্ঘ সময় ধরে শায়মা আপু বা জুন আপু ব্লগে অনুপস্থিত দেখে এদিক ওদিক খোঁজ খবর নিয়ে তাদের হাল হকিকত জানবার চেষ্টা করি। ব্লগের ম্যারাডোনা সোনাগাজী সাহেবর জন্যও শঙ্কা জাগে একদিন ব্লগে না দেখলে।
চমৎকার মানবিক রাজীব নুরের বিশৃঙ্খল ব্লগিং আমাকে পীড়া দেয়।
শূন্য সারমর্মের পোস্ট ছাড়া ব্লগ শূন্য লাগে। মন্তব্য কম করলেও সত্যপথিক সাইয়্যানের পোস্টের জন্যও অপেক্ষা করি।
কবিতা পড়া খুব কম হয় তবুও সেলিম আনোয়ার ভাই, ইসিয়াক,স্প্যানডক, ব্লগের অন্যতম সু-সাহিত্যিক খায়রুল হাসান ভাই, সোনাবীজ ভাই,মনিরা আপু, আলমগীর সরকার লিটন প্রমুখ এদের কবিতায় চোখ বোলাই। এমনকি কোনদিন পড়া হয়নি এমন ব্লগার সাইফুলসাই-এর নাম দেখার জন্য উদগ্রীব থাকি।
বামদিকে একদম ধ্যানী বকের মত চুপচাপ বসে মাঝে মধ্যে জলে ঠোঁট ডুবিয়ে টুক করে একটা মাছ ধরা নজসু, রেজা ঘটক, নতুন ( অবশয় ব্লগার নতুন বেশ একটিভ) আছে কিনা ঘাড় বাঁকা করে দেখে নিই। পদাতিক ভাই,ঊণকৌটী আর গেছো দাদা আসেন ওপার বাংলার ফ্লেভার নিয়ে। দুই বাংলা যেন এক উৎসবে মেতে ওঠে।
অর্কের সাথে একটু মনোমালিন্য হয়েছে সত্য তবুও তাকে মিস করি।
আহমেদ জি এস ভাই বা আলী ভাই এর একটা দুর্দান্ত নিবন্ধ আর মন্তব্যের জন্য আমি তীব্র আগ্রহ নিয়ে অপেক্ষা করি। এঁরা যেন ব্লগের হিরকখণ্ড।
আমি উন্মুখ হয়ে বসে থাকি মা হাসানের ফিরে আসার জন্য। কিংবা করুণাধারা আপু আর বিদ্রোহী ভৃগুর একটা পোস্টের জন্য।
ঈশ্বরকণার একটা মন্তব্য আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। বিটপি কিংবা নিমো তাদের খাট্টা মিঠা ধারালো যুক্তির মন্তব্যে বিদ্ধ করলেও ভাল লাগে।
ব্লগে কামাল ভাই এর মত অতি অভিজ্ঞ বিজ্ঞ মানুষ কোন একদিন তার জীবনের গল্প লিখবে এই আশায় উন্মুখ হয়ে থাকি।
এমনকি নাহল তরকারি ছাড়াও ব্লগ ঝাল নুন-হীন লাগে।
প্রিয় ব্লগার নিবর্হণ নির্ঘোষ, সাড়ে চুয়াত্তর আর নতুন নকিব ও মোহাম্মদ কামরুজ্জামানের পোস্ট পড়ার আগে ঘড়িতে সময় দেখে নিই। কি চমৎকার তথ্য সমৃদ্ধ নিবন্ধ লিখেন এঁরা। এদের কেউ তেড়ে এসে তেতো মন্তব্য করলে নাখোশ হই।
ঘোষণা দিয়ে সাসুম আর জটিল ভাই এর চলে যাওয়ায় কষ্ট পেয়েছি ভীষণ!
আর হেনা ভাই ও ডাই হার্ট ব্লগার নুরু ভাই-এর অসীমের পানে প্রস্থান কতটুকু কষ্ট দিয়েছে সেটা ভাষায় ব্যক্ত করবার নয়।
ব্লগার নূর মোহাম্মদ নূরু মজার ছলে মনের কষ্ট খেদ উগড়ে দিয়ে আমার একটা পোস্টে বলেছিলেন:
তপন দাদা
আমি এখনো দোলচালের মাঝে আছি !!
আমি কি আসল ব্লগার? যদিও সারা জীবন
তাই ভাবতাম তবে আপনার লেখা পড়ে বুঝলাম
আসল ব্লগার হতে হলে অনেক নাকানি চুবানি খাবার
পরেও ব্লগ কামড়ে থাকতে হয় ! মনে হয় পারবো না !!
~ শেষ-মেষ তিনি চলেই গেলেন পৃথিবী ছেড়ে একেবারে!!!!

ব্লগের আপুরা মানে ছবি আপু তার ছবির মত ছবি ও কবিতা না নিয়ে আসলে, দুর্দান্ত লিখিয়ে রোখসানা লেইস, মানব দরদী, ডাকাবুকো সোহানী আপু, কাতিআশা আপু তাদের ভিন দেশের অভিজ্ঞতার গল্প নিয়ে না আসলে মনে হয় ব্লগে দুর্দিন চলছে। ভাল লিখেন সামরিন হক, লায়লা আরজুমান খানম লায়লা,সামিয়া প্রমুখ
আরেক আপুর কথা না বললেই নয় তিনি হচ্ছেন ব্লগার 'নান্দনিক নন্দিনী'। দারুন লেখেন তিনি।
মেহবুবা-আপু ইদানিং ব্লগে অনুপস্থিত! আরেক ডাকসাইটে নারী ব্লগার ওমেরা-আপুও লাপাত্তা দীর্ঘদিন।
নারী ব্লগার আরো দু'তিনজন আছেন যাদের লেখা আমি পড়ি কিন্তু এই মুহুর্তে তাদের সঠিক নাম মনে পড়ছে না- মনে পড়লে সংযুক্ত করে দিব।

অনেকদিন ব্লগার গোফরান নেই সুন্দরী তন্বী-রমণীদের দেখা হয় না। হাবিব ভাই ও লাপাত্তা।
আমাদের অতি-প্রিয় বয়ঃজৈষ্ঠ গুণী ব্লগার ঠাকুর মাহমুদ আচমকা ফাঁকা থেকে গুলি ছুড়ে অদৃশ্য হয়ে যান। এমনি করে হুট হাট হারিয়ে যায় আরেক ব্লগার আরইউ
আরেকজন আছেন হাসান মাহবুব-ব্লগে এখনো এত জনপ্রিয়তার পরেও তিনি ধূমকেতুর মত উদয় হয়ে লাপাত্তা হন।
নীলআকাশ এর রঙ হলুদ কেন আমার বোধগম্য হয়নি। তবে তিনি লেখেন ভাল।
সাখাওয়াত হোসেন বাবনের বৈজ্ঞানিক কল্প কাহিনী, ব্লগার রিনকু’র মুভি রিভিউ মাঝে মধ্যেই মিস হয়ে যায়।
আজ ব্লগের প্রাণ ভোমরা জলদস্যুকে দেখছি না (পরে দেখেছি)। আহা ফুল লতা পাতা গাছ গাছালি নিয়ে কত কিছুই না জানলাম শিখলাম তার কাছ থেকে।
ব্লগের ভীষণ একটিভ ও সেনসিটিভ ব্লগার দারুণ লিখিয়ে মনিরা আপুর খোঁজ নিই ফেসবুক থেকে। বড্ড ঝামেলার মাঝে আছেন তিনি।
~এখানে বলে রাখা ভাল আমার হাতের বিরিয়ানি এবং কাচ্চা খেয়ে উহ-আহ করেনি এমন আদম খুব কমই আছে!
এমন উক্তি করা ব্লগার ‘কাছের মানুষে’র বিরিয়ানি খাবার সেই ‘আদম’ হবার সখ আছে আমার।

সাহিত্য জগতে সুনামের সাথে বিচরণ গুলশান কিবরীয়ার ব্লগারের সান্নিধ্যে আমরা ধন্য
তেমন ধন্য অধীতি, ঋণাত্মক শূণ্য, মহাজাগতিক চিন্তা, নূর আলম হিরণ- এর সাহচর্যে।
কবি বাকপ্রবাস, সামিউল ইসলাম বাবু মুবিন খান, আমি আগন্তুক নই, বিচার মানি তালগাছ আমার, এস এম মামুন অর রশীদ- ভাই আপনাদের কবিতা পড়া হয় কম কিন্তু নজরে নজরে রাখি।
মাঝে মধ্যে দারুণ কিছু লেখা দেয় তবে মন্তব্যে উদার-হস্ত সৈয়দ মশিউর রহমান
কিছু ব্লগার নীরবে নিভৃতে ব্লগিং করে যান তেমন ক’জন মোস্তফা সোহেল, জিএম হারুন -অর -রশিদ, ইমতিয়াজ১৩, জিয়াউর রহমান ফয়সাল, শ্মশান ঠাকুর, নয়ন বিন বাহার,পবিত্র হোসাইন, কালো যাদুকর, মারুফ রাশেদ, মোস্তফা কামাল পলাশ, অকপটে।
বেশ জ্ঞানী গুনি ঋদ্ধ ব্লগার অনল চৌধুরী, নীলসাধু, কলাবাগান১,আল ইফরান কে ব্লগে দেখলে বেশ চনমনে ভাব আসে। ব্লগার কলাবাগান১ তো লেখা আর মন্তব্য দুটোতেই দুর্দান্ত! নিঃসন্দেহে তিনি সেরা ব্লগারদের একজন।
যার কথা না বললেই নয় অপু তানভীর। সাহিত্য গল্প কাহিনী আর নিবন্ধে যার জুড়ি মেলা ভার।
মিশু মিলনের মত ব্লগারেরা খুব ভারি ভারি কথা লিখেন- কেন যেন কারো পোস্টে ইনি মন্তব্য করেন না অন্য তার পোস্টে মন্তব্য না করলেও কিছু এসে যায় না। তেমন আছেন আরো কজন –এঁরা খুব কেউকেটা ব্লগার তাই নাম বললাম না। একজনকে কেন মন্তব্য করেন না বা মন্তব্যের উত্তর দেন না বলতে গিয়ে ফেঁসে গিয়েছিলাম! কি বড় মাপের কমিউনিটি সামলাতে হয় তার- তাই এসব ফালতু কাজে সময় দেবার সময় নেই তার।
প্রতিদিন একটা করে গল্প তৈরি করা মোঃ মাইদুল সরকার
কারো পোস্টে কোনদিন মন্তব্য না করা আইন আদালতে সিদ্ধহস্ত আখনূখ জাবীউল্লাহ তবে এ বিষয়ে আরেক উল্লাহ আছেন তিনি এম টি উল্লাহ
মন্তব্য পোস্টে বৈশাখী ঝড়ের মত আলোড়ন তোলা হাসান কালবৈশাখী
দিনমান কবিতা নিয়ে পড়ে থাকা আর মাঝে মধ্যে গদ্যের গলিতে ঘুরে আসা রানার ব্লগ কিন্তু মন্তব্যে জ্বালা ধরিয়ে দেয়।
খাঁজা বাবা নাম দেখলেই মনে হয় উনি গাঁজা খান( সরি ব্রো)
মাঝে মধ্যে পোস্ট দিয়ে ব্লগ কাঁপানো ঢাবিয়ান
নীরবে নিভৃতে মন্তব্য করে যাওয়া ইদানীং শরীরটা ঠিকমত সঙ্গ না দেয়া নেওয়াজ আলি ভাই

মিরোরডডল-আপু আপনাকে ছাড়া ব্লগ একেবারে পানসে। ব্লগে ঢুকেই আপনাকে খুঁজি হারিকেন দিয়ে 
শাহ আজিজ ভাই মনের দিক থেকে তিনি দারুণভাবে তারুণ্য ধরে রেখেছেন। তার নিয়মিত ভিন্ন-ধারার ব্লগিং সেটাই প্রমাণ করে।
১১ বছর ৪ মাস ব্লগিং করা ‘রবিন হুডে’র শেষ চারটে পোস্টের মধ্যে তিনটে পোস্ট কেন মন্তব্য শূন্য সেটা মার মাথায় আসছে না!!!
যার লেখা পড়লে সম্মানী দাবি করেন তেমন ব্লগার আবদুর রব শরীফ – তবে ভাল মানুষ মনে হয়- সাতেপাঁচে নেই।
বাবা যার ধ্যান জ্ঞান। আর দিনমান স্বপ্ন দেখেন হারিয়ে ফেলা সেই সোভিয়েত রাশিয়ার তিনি আমাদের স্বপ্নবাজ সৌরভ
আরে ভাই ভুত কেমনে গেঁয়ো হয় সেই প্রশ্ন করেও করা হয়নি যাকে তিনি প্রিয় ব্লগার গেঁয়ো ভূত
কবিতা কথ্যকে আমি নাম শুনে ভাবিনি সে পুরুষ ব্লগার!!
ভুয়া মফিজ ভাই আপনি কই গেলেন? নিশ্চিত ওই সাদা চামড়ার বেটির লগে  দারুণ কিছু টক মিষ্টি গল্প নিয়ে আসছেন নাকি ফের?
চমৎকার সব পোস্ট আর মন্তব্য দিয়ে কখনোই ব্লগ মাতান নি- কেউ কেউ ভাবে তিনি বাগ। আমি বলেছিলাম এলিয়েন ব্লগার ঘোর অমানিশায়....আমি একলা নিশাচর!!
গত পাঁচ বছরে পরিবারের তিন জন সদস্য হারানোর ট্রমা কাটিয়ে না উঠতে পারা ব্লগার বিষাদ সময়ের দ্রুত ভাল সময় ফিরে আসুক।
দুর্দান্ত সব ব্লগার কল্পদ্রুম, ১১ বছরে ৯ খানা পোস্ট করা অশুভ,আমি ব্লগার হইছি, মোস্তাফিজুর রহমান তমাল যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
আরও কত প্রিয় ব্লগার আছে আমার এ আর ১৫, মোগল,এমএলজি
ব্লগের সর্বকালের অন্যতম সেরা ব্লগার শের শায়রী যখন বলেন: আপনি লিখলে খারাপ হবে না, আগের কিস্তিতে যখন লিখতাম ( মাঝে প্রায় ছয় বছর ব্লগে লিখি নি) তখন সেভাবে পড়া হয় নি, এই কিস্তিতে আমি কিন্তু আপনার ভক্ত হয়ে গেছি। আই মীন ইট।
~তখন আমি আকাশে উড়ি!!!
তার এই লেখাটায় সামুর বর্তমান অবস্থা নিয়ে অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি; সামু ব্লগে কেন আসে না আগের মত লেখা

ও এখানে শরৎ ভাই জাদিদ ভাই যদিও ব্লগের সাথে বিশেষভাবে সম্পৃক্ত তবুও তাদের কথা বলা হয়নি। একসময় শরৎ-ভাই এর মন্তব্য আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ব্লগে এখন তিনি ভীষন অনিয়মিত।
আর ওহ আমাদের এক গায়ক ভায়ের খোঁজ পাচ্ছিনা অনেক দিন। একখানা মন্তব্য না পেলেও দিনের পর দিন তিনি নিজের গাওয়া গানের ভিডিও পোস্ট করতেন। গানের প্রতি তার একাগ্রতা ও ধৈর্য দেখে আবাক হয়েছি।
আহা আখেনাটেন গুরুর কথা ক্যামনে ভুলে গেলাম!!! দুর্দান্ত এই ব্লগার ইদানিং ব্লগের পথ ভুলে গেছেন।

২৫ জানুয়ারি আপডেটঃ আরো যে ব্লগারদের নাম মনে আসল তারা হলেন; সোনালি কাবিন, সবসময়ই আমাকে অনুপ্রাণিত করা ব্লগার আকন বিডি , আমার অতি প্রিয় একজন ব্লগার অলস ছেলে, প্রামানিক ভাই, আমি সাজিদ, বিবর্তনবাদ নিয়ে সিরিজ লেখা গিয়াস উদ্দিন লিটন ভাই, ঢুকিচেপা,সাহাদাত উদরাজী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন , দেশ প্রেমিক বাঙালী ও ব্রুস উইলিসের প্রেতাত্মা জ্যাকেল
যার নাম আমি কখনো পড়তে পারিনি তিনি হচ্ছেন; ব্লগার ৎঁৎঁৎঁ !! আপনারাকি পেরেছেন???
ধীরে ধীরে কত জনকে স্মরণ হচ্ছে কিংবা পুরনো পোস্টে ( সালঃ ২১-২২) গিয়ে তাদের মন্তব্য দেখে মনে পড়ছে।

***
শতাধিক ব্লগারের কথা বললাম। নিয়মিত বা অনিয়মিত কিন্তু ব্লগিং করেন আরো জনা বিশেক ব্লগারের কথা বাদ পড়ে গেছে নিশ্চিত। নতুন ব্লগার আছেন অনেকেই যাদের কথা আসেনি।
আমরা ধরে নিতে পারি গত ছয় মাসে নিয়মিত কিংবা অনিয়মিতভাবে শ’দুয়েক ব্লগার ব্লগিং করেছেন একটিভলি।
এর মধ্যে ন্যুনতম পঞ্চাশ এর অধিক ব্লগার ব্লগিং করছেন ১০ বছর বা তার কিছু বেশী সময় ধরে। ব্লগের উত্থান পতন এর সাক্ষী ছিলেন এঁরা। প্রথম আলো ব্লগ,সচলায়তন,নাগরিক ব্লগ, আমার ব্লগ থেকে শুরু করে অনেক জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন বিবিধ কারণে সেটা প্রায় সবাই কম-বেশী জানেন। একমাত্র টিম টিম করে টিকে আছে একসময়ের বিশ্বের সবচেয়ে বড় বাংলা কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগ!
পুরনোরা তাদের চরম ব্যস্ততার ফাঁকে এখানে এসে রৌদ-তপ্ত দুপুরে অশ্বত্থের ছায়ায় যেন একটু বিশ্রাম নেন। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করেন- কেউ ইতি উতি খোঁজেন তার সময়ের ব্লগারদের। দেখা পেলে দারুণ উৎফুল্ল হন। কেউকেটা কেউ এসে নিজের মুনশিয়ানা দেখাতে গিয়ে হাজা মজা এই পুকুরের জলে কোন আলোড়ন তুলতে না পেরে অতি বিষণ্ণ মনে হারিয়ে যান। কেউ পুরনোদের ভালবাসা ও আন্তরিকতার ছোঁয়ায় দারুণভাবে উদ্বেলিত হন। মন আকুপাকু করে ফিরে আসতে কিন্তু যাপিত জীবনের হাজারো ব্যস্ততা তাকে আর ফিরে আসতে দেয় না।
নতুন ব্লগারেরা এসে খেই হারিয়ে ফেলে এইসব ডাকাবুকো ব্লগারদের ছেলেমানুষী ব্লগিং দেখে। তবে এঁরাও একসময় স্রোতে গা ভাসিয়ে দিয়ে খিস্তি খেঁউড়ে লিপ্ত হয়। যে জলাধারে পানি কম সেখানে কাদা ছোড়াছুড়ি বেশী হয়- ঘোলা পানিতে বড় মাছ হাঁসফাঁস করে।

অনেকে আবার ভিন্ন আইডিতে এসে নতুন করে নিজেকে তুলে ধরতে চান – কেউবা তার অপছন্দের ব্লগারকে একহাত দেখে নেবার বাসনায়।
ব্লগের বাইরে থেকে কখনো দু’শ পাঁচ’শ থেকে কখনো হাজার-দু’হাজার মানুষ উঁকি ঝুঁকি মারেন কেন? এঁরা কি উদ্দেশ্যে ব্লগের দিকে চোখ রাখেন?


মি নিশ্চিত সেখানে বহু পুরনো ব্লগার, পেশাজীবী সাংবাদিক একনিষ্ঠ পাঠক কিংবা প্রশাসনের কেউ সুতীক্ষ্ণ নজর রাখেন গত দশকের মত ফের বেতাল বেচাল হয়ে না যায় তাই দেখতে। সেখানে আস্তিক-নাস্তিক শত্রু মিত্র সবাই আছেন।
ফেসবুক,ইন্সটাগ্রাম, টুইটারে কেউ পুরোপুরি স্বাধীন নয়- সেখানে ইচ্ছেমত মত প্রকাশের স্বাধীনতা রহিত করা হয়েছে। কিন্তু এখনো বাংলা ভাষার একমাত্র স্বাধীন কমিউনিটি প্লাটফর্ম এই সামু। তাই অনেক ব্লগারেরা যা ইচ্ছে তাই লিখে- তাদের অত্যাচারে অনেক সুশীল ব্লগার নীরবে নিভৃতে কেটে পড়েন, কেউবা প্রতিবাদ করে তোপের মুখে পড়েন।

ধরে নিই কোন একদিন সকালে সামু ঘোষণা দিল ‘আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে,অনিবার্য কারণ-বশত আগামীকাল থেকে সামহোয়্যারইন- এর যাবতীয় কার্যক্রম বন্ধ করে দিতে হচ্ছে।পৃথিবীর সেরা বাংলা কমিউনিটি ব্লগ আপনাদের শেষ বিদায় জানাচ্ছে‘

~তাহলে কে কে কষ্ট পাবেন বলুন-তো? হতে পারে আমাদের জানা আপা আর ইন্টারেস্ট পাচ্ছেন না কিংবা তিনি আর অর্থনৈতিক সহযোগিতা করতে পারছেন না, কিংবা জাদিদ সাহেব অন্য কাজে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন- নতুন আর মডারেটর মিলছে না। তখন আমাদের মানে যারা পুরনো ব্লগার তাদের করণীয় কি হবে?

ব্লগের প্রতি আমাদের কি দায়বদ্ধতা নেই। ব্লগ আমাদের মত প্রকাশের অধিকার দিয়েছে। দিয়েছে নিজের অনুভূতি কিংবা অনুভব প্রকাশের সুযোগ। সারা বিশ্বের বাঙ্গালীদের এক সুতোর বন্ধনে বেঁধেছে, এগুলো কি দায়ভার নয়?

এই ব্লগ থেকে কত শত অ-সাহিত্যিক কিংবা নিজের ডায়েরিতে মনের দু’কথা লিখে রেখে সংগোপনে চিপা চাপায় রেখে দেয়া কত মানুষ আজ মুল ধারার সাহিত্যের দরজায় কড়া নাড়ছে কিংবা ইতিমধ্যে বিখ্যাত হয়েছেন। নেগেটিভ দিক কিছু আছে নিশ্চিত কিন্তু আজ অনেকের রুটি রুজির মাধ্যম হয়েছে এই ব্লগ! বই মেলায় প্রতি বছর শতাধিক বই বেরোয় ব্লগারদের- তার মধ্যে কিছু বই তো অবশ্যই দারুণ জনপ্রিয়তা পায়। তাদের কি ব্লগের প্রতি দায়বদ্ধতা নেই?
অতীব সাধারণ মানের একজন ব্লগার হিসেবে আমি বলব; অবশ্যই আছে। বাংলা ভাষার সবচেয়ে বড় এই ব্লগিং কমিউনিটিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমার আপনার মায় পুরনো নতুন সব ব্লগারদের। মনে রাখবেন আপনি যত-বড় কেউকেটা কিংবা ঋদ্ধ সাহিত্যিক ব্লগার হন না কেন এই ব্লগের আপনার কাছে কোন দায় নেই- আমার আপনার আছে।

কবি সাহিত্যিক আর হুজুরদের মধ্যে একটা বড় মিল রয়েছে। এঁরা বেশীরভাগ শুধু নিতে জানে- দিতে জানে না। মনে করে তারা কবিতা সাহিত্য দিয়ে পুরো জাতিকে ঋনভারে আবদ্ধ করছেন।

মার এই লেখাটার বিশেষ উদ্দেশ্য গতকালের মডারেটর জাদিদ ভাই মানে কাল্পনিক_ভালবাসা'র ফেসবুকের একটা পোস্ট উপলক্ষে। আসুন আগে পড়ে নিই সেই পোস্ট টা আগে;

প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন। সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুগ্রহ করে সবাই দ্রুত নিবন্ধন করুন।
ব্লগারদের পুনর্মিলনীয় উপলক্ষে বিভিন্ন স্যুভেনিয়র, বই প্রকাশ ও অনুষ্ঠান স্থল অগ্রিমসহ বিভিন্ন কাজে অর্থ প্রয়োজন। এখন পর্যন্ত নিবন্ধনেরকৃত ব্লগারদের সংখ্যা খুবই কম। আমরা অতি সামান্য কিছু ব্যক্তিগত ডোনেশন পেয়েছি।
আমরা একটি স্পন্সরের সাথে আলাপ করেছিলাম, কিন্তু তাদের পুরো বিষয়টি অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকায় তাদের অর্থ ছাড় হতে হতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় চলে আসবে। এই অবস্থায় অনুষ্ঠানটি সঠিকভাবে আয়োজন করতে গেলে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই আমরা অন্য স্পন্সর দেখছি।
যদি আপনাদের মধ্যে কেউ স্পন্সর সংক্রান্ত কাজে আমাদের হেল্প করতে পারেন, তাহলে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ রইলো।


আমাদের ব্লগ আর ব্লগারদের উজ্জীবিত করতে পুনর্মিলনীর ভীষণ দরকার।
আজকে কত বড় বড় ডায়লগ। ভাষা আর শব্দ নিয়ে কত কারিকুরি- নিজেকে কত কেউকেটা ভাবা। কিন্তু যে, আঁতুড়ঘরে জন্ম হোল আপনার শিল্প প্রতিভার সেটাকে ভুলে যাবেন?

ব্লগের সবচেয়ে একনিষ্ঠ ডাই-হার্ট ব্লগার আমার দেখা মতে জনাব সোনাগাজী।তিনি নিজে যেমন ঝড় তুলেছেন তেমনই সবচেয়ে বেশী ঝড় ঝাপটা গেছে তার উপর দিয়ে। তবুও তিনি অবিচল। তার মন্তব্যের ধারা এখনো পালটায় নি। ব্লগ চিরতরে বন্ধ হলে আপনি কেমন কষ্ট পাবেন গাজী সাহেব?

খানে আমাদের করণীয় কি? শুধু সহমর্মিতা,আশ্বাস, ফাঁকা বুলি আর লাইক রিয়্যাক্ট? এগুলোর দরকার আছে বটে কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন যেটার সেটা হচ্ছে অর্থ। সামু'র আজ কি দুর্ভাগ্য যে,একটা স্পন্সরের জন্য আজ ব্লগারদের সাহায্য চাইতে হচ্ছে!! গভীরভাবে ভেবে দেখেছেন ব্যাপারটা?
সামু হয়তো আজ খাদের কিনারায়( আমার ধারনা) দাঁড়িয়ে আছে। একে আজ নার্সিং করতে হবে- না হয় হয়তো চিরতরে হারিয়ে যাবে একদা গর্ব করা একদা বাংলা ভাষায় বিশ্বের সবচেয়ে বড় কমিউনিটি। আমাদের তখন শুধু দীর্ঘশ্বাস ফেলে আর হা-হুতাশ করা ভিন্ন কোন উপায় থাকবে না।
সামুর প্রতি আজ সহমর্মিতা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে-যাতে আমরা কোনদিন হীনমন্যতায় না ভুগি কিংবা আফসোস না করি।

*****
প্রিয় ব্লগারস,
আগামী ২৪শে ফেব্রুয়ারি 'ব্লগারদের পুনর্মিলনী' অনুরোধ থাকবে সবাইকে নিবন্ধন করতে।

*****

অনেকের নাম অনিচ্ছাকৃত মিস গিয়েছে। কিছু ব্লগারের আইডি'র বানানে ভুল আছে- শুধরে দিবেন।

মন্তব্য ৯৭ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৯৭) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৬

শাহ আজিজ বলেছেন: হুম , নজরদারি ভালই হচ্ছে।





আমি আহত বোধ করি ব্লগে যখন ৮ জন বাঙ্গালকে পাই , দিলটা ফাইটা যায় । একসময় ২০০্ র উপরে ব্লগার হাজির থাকত সেই ২০১৪ সালে , ৪ মিনিটে একটি লেখা ছাপা হত । এখন ব্লগে খরা চলছে ।

২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:০৬

শেরজা তপন বলেছেন: হ্যাঁ নজরদারি ভালই হচ্ছে!

সেই দিনের কথা বলে আর লাভ কি বলুন। আসুন এখন সবাই মিলে ব্লগকে একটু শ্বাস নিতে দিই।
ধন্যবাদ প্রিয় আজিজ ভাই।

২| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

সোনাগাজী বলেছেন:


আপনি আপনার হৃদয়ের সমস্তা ভালোবাসা ঢেলে দিয়ে এই পোষ্টটি লিখেছেন, প্রতি লাইনে মনের আবেগটুকু যোগ করে দিয়েছেন, প্রতিটি ব্লগারের মনে সম্প্রীতির অনুরাগ জাগানোর চেষ্টা করেছেন; আপনাকে ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫১

শেরজা তপন বলেছেন: এরকম মন্তব্য করলে তো চোখে পানি এসে যায় রে ভাই!!
আপনি যে ব্লগ এবং ব্লগার দেন নিয়ে অনেক ভাবেন এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না।
অনেক ধন্যবাদ আপনাকে

৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫০

শূন্য সারমর্ম বলেছেন:



নিংড়ে নিংড়ে বের করা ভালোবাসার প্রকাশ পেলাম ব্লগের জন্য,ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৩

শেরজা তপন বলেছেন: আপনার প্রতিও হৃদয় নিংড়ে দেয়া ভালবাসা নিরন্তর শূন্য সারমর্ম। ভালো থাকুন ব্লগের সাথে থাকুন ব্লগারদের সাথে থাকুন

৪| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রায় সব ব্লগারদের(যতটা সম্ভব হয়েছে) নাম ও কে কি কারণে ব্লগে পরিচিত উল্লেখ করেছেন।

অবশ্যই অনেক ভালবাসেন বলেই তা সম্ভব হয়েছে। ভাল থাকুক সামু। ভাল থাকুন আপনি। ধন্যবাদ।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭

শেরজা তপন বলেছেন: স্মরণশক্তির বেশ বড় একটা পরীক্ষা গিয়েছে।
চেষ্টা করেছি আমি সেসব ব্লগারদের নাম আনতে -ব্লগে যাদের লেখার সাথে আমার পরিচয় যাদের নামের সাথে আমার পরিচয়!
আপনি আমার প্রিয় ব্লগারদের একজন। যেখানেই থাকুন না কেন কষ্ট করে নিবন্ধনটা করে নিন ব্লগের সাথে থাকুন ভালো থাকুন।

৫| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:০১

নজসু বলেছেন:


শ্রদ্ধেয় চাঁদগাজীর কথাটাই বলি, আপনি সত্যিই আপনার মনের সবটুকু ভালোবাসা দিয়ে আজকের এই পোষ্টটি লিখেছেন। এই লেখার প্রতিটা পাঠক স্বীকার করবেন এবং বুঝতে পারবেন ব্লগের প্রতি আপনার মমত্ব কতখানি।
আপনার প্রতিটি বাক্য যেন, আমার না বলা মনের কথাগুলোই। লেখাটা পড়তে পড়তে ব্লগ নিয়ে কতো স্মৃতি ভেসে উঠলো। একটা সময় কত জমজমাট সময় কাটাতাম আমরা। অভিমান, ক্যাচাল, একে অপরকে হেয় প্রতিপন্ন করতে করতে অনেকেই কেমন যেন মিইয়ে গেলেন।

ভাই, ব্লগটাকে এবং ব্লগের মানুষগুলোকে আপনাদের মতো করেই সত্যি অনেক ভালোবাসি বলে আমিও ছাড়তে পারিনা। আপনি ঠিকই বলেছেন। আড়াল থেকে অনেকেই ভালোবেসে এখনও চোখ রাখছেন ব্লগে। এখন লেখার চেয়ে লেখা পড়তেই ভালো লাগে বেশি। প্রায় সব লেখাই পড়ি। মন্তব্য হয়তো দুইটা একটাতে করি।

আমিও চাই ব্লগটা আগের মতো জমজমাট হোক। ব্লগের যে কোন আয়োজন সফল ও স্বার্থক হোক।
সবাই ভালো থাকুন। শুভ ব্লগিং।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৯

শেরজা তপন বলেছেন: সুপ্রিয় ব্লগার নজসু, আপনার মন্তব্যের উত্তরে পরে আসছি -সাথে থাকবেন

৬| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: দুঃসময় কেটে যাক। সুসময় ফিরে আসুক।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০১

শেরজা তপন বলেছেন: দুঃসময় কেটে যাওয়ার জন্য আমার আপনার সহমর্মিতা সহযোগিতা প্রয়োজন।
ব্লগের এই দুঃসময়ে পাশে থাকাটা একান্তই জরুরী। আপনার মত স্পর্শকাতর মানবতাবাদী ব্লগার অবশ্যই ব্লগের জন্য অনেক বড় কিছু করতে পারে বলে আমার ধারণা।

৭| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

নয়া পাঠক বলেছেন: আমার মনে হয় অনেকেই নানা কারনে নিয়মিত ব্লগে আসার সময় পান না। অথবা আমার মত লগইন না করে রোজ রোজ ব্লগ পড়ে নিশ্চুপেই চলে যান। আসলেই ব্লগ দীর্ঘদিন যাবত আর আগের মত সরব নেই।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

শেরজা তপন বলেছেন: আপনারাই যদি নীরব থাকেন তবে সরব হবে কেমনে?
প্রতিদিন এক হাজার বারোশো পনেরশো ব্লগার বাইরে থেকে ব্লগের দিকে নজর রাখে লেখা পড়ে তারা যদি অন্তত ১০ ভাগ ব্লগে শুধু লগ ইন করত তবে ব্লগ এমনিতেই সরব হয়ে উঠতো।
শীত ঘুম থেকে জেগে ওঠার জন্য ধন্যবাদ।

৮| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৯

জুল ভার্ন বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয়া লেখা! ভাবতেই পারছিনা- আমাদের সামু হারিয়ে যাবার কথা! আসুন,অন্তত ব্লগ ডে পুনর্মিলনীর জন্য আমরা যে যায় সাধ্যমতো সামুকে সহযোগিতা করি। শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:১২

শেরজা তপন বলেছেন: আমি আপনার মত বিজ্ঞানীদের কাছ থেকে এমনটাই আশা করি আসুন ব্লগের প্রতি আমাদের দায়িত্ব আছে।যদি আমরা দায়িত্বগুলো যার যার জায়গা থেকে সঠিকভাবে সুন্দরভাবে আন্তরিকতার সাথে ভালোবাসা দিয়ে পালন করি তবে বাংলা ভাষার সবচেয়ে বড় কমিউনিটি সামহোয়্যার ইন ব্লগ হারাবে না কোনদিন।
আপনি আপনার দায়িত্ব পালন করে যাচ্ছেন বা যাবেন আন্তরিকতা নিয়ে এ নিয়ে আমার কোন সন্দেহ নেই।

৯| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩০

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ঠিক গত পরশু আমার মনে হচ্ছিল আমার ব্লগযাত্রা এখানেই থামিয়ে দিতে হবে । কেন যেন মনে হচ্ছিল ব্লগটা হারিয়ে যাবে । ব্লগটা হারিয়ে যাবে - এই কথাটাই শুনতে কেমন যেন লাগে , মনে হয় একটা আস্ত জগত হাপিস হয়ে যাবে । ব্লগের অস্তিত্ব কেন্দ্রিক অস্বস্তি নিয়ে আমি গত কয়েকদিন স্থবির সময় পাড় করছি । আর আজ আপনার পোস্ট পেলাম ।

ব্লগ আর আগের মত নেই এটা আমি নবীন হয়েও বুঝতে পারছি । আর ব্লগের জন্য কিছু করা দরকার বলে আমারও মনে হয় কিন্তু আমার করবার মত কিছু নেই । নির্লজ্জের মত বলছি আমি হয়তো এই পর্যন্ত ব্লগ থেকে পেয়েছি কিন্তু কিছুই দিতে পারিনি । আর এই গ্লানিটা আমার আছে কিন্তু পায়ে শিকড় গজিয়ে গেলে যেমন ছুটে যাওয়া যায় না প্রেমাস্পদের কাছে কিন্তু অদম্য কামনা আর বাসনা নিয়ে সব দেখতে হয় তেমনি আমার অবস্থা আমাকে নিথর করে রাখে আর আমার আমি চেয়ে চেয়ে দেখি । হয়তো
এই ক্ষেত্রেও আমার চেয়ে চেয়ে দেখবার ছাড়া আর কিছুই করবার নেই ।

ব্লগারদের প্রতি আপনার এই ভালোবাসা দেখে সত্যিই আপ্লুত হলাম । একটা ফিচার লিখতে অনেকটাই খাটতে হয় ভাবতে হয় আবার লিখতেও হয় এবং কাটতে ( সম্পাদনা ) হয় । এরপর যদি এমন প্রতিক্রিয়া পাওয়া যায় তখন সব কষ্টকে জয় করবার বাসনা জাগে । ধন্যবাদ আপনাকে !!

আমারও মাঝে মাঝে জুলভার্ন , অপু , ঢাবিয়ান , শেরজা তপন এবং প্রমূখ ব্লগারদের মন্তব্য বা টিকিটাও না দেখলে মনে হয় " যাপিত জীবনের গ্যাঁড়াকলে ফ্যাঁসে গেলেন না তো ! " ( সম্ভবত অকর্মন্য হবার কারণে ভাবনাতে আমার কোন বৈচিত্যতা নেই )


একটা সত্য কথা বলি , কিছুদিন আগে সোনাগাজীকে না দেখে আমার কিছুটা শূণ্যতা অনুভব হয়েছিল । এটা ঠিক ওনার সাথে আমার সাপে নেউলে সম্পর্ক তবুও সম্ভবত সহব্লগারের সম্পর্কে আমার কোথায় যেন একটা খোঁচা লাগছিল । এই যে গোফরান ভাইকে দেখছি না , কিন্তু ফেবুতে ওনার উপস্থিতি দেখে মনে হয় উনি আছেন তবে ব্যস্ত তাই ব্লগে নেই । হয়তো সহব্লগারদের প্রতি এই টানটা সাহজাত ।

আমি চাই ব্লগ আর ব্লগার বাঁচুক , তাঁদের লিখাতে প্রাণবন্ত থাকুক ব্লগ , আর ব্লগ প্রাণবন্ত হয়ে বাঁচিয়ে রাখুক সাহিত্য , অভিমত এবং ভাষাকে । আমার মত এক অকর্মন্যের এই কামনা বাদে আর কিইবা করবার আছে !! ভালো থাকবেন মিয়া ভাই !!

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৮

শেরজা তপন বলেছেন: চমৎকার মন্তব্যে অফুরান ভালোবাসা আর নিরন্তর শুভকামনা আপনার প্রতি।
আমি সময় সুযোগ করে ফের আসছি মন্তব্যের উত্তর দিতে- সাথে থাকবেন

১০| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:০৫

ঢাবিয়ান বলেছেন: একটা ক্যচাল পোস্ট দেয়া দরকার। তাইলে দেখবেন যে ব্লগার, ভিজিটর এর কমতি নাই। =p~ আমরা বাঙ্গালীরা ক্য্যচাল বিশেষভাবে পছন্দ করি =p~ =p~

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২২

শেরজা তপন বলেছেন: জটিল ভাই হারিয়ে গেল স্প্যানডক ব্রো ঝিমিয়ে গেছে রাজীব ভাই যেন পাল ছেড়া নৌকা আর বড় ভাই বহু ঘাত-প্রতিঘাতে পর্যদুস্থ সোনাগাজী কোমর সোজা করে দাঁড়ানোর চেষ্টা করছেন। ক্যাচালটা করবে কে আমি তো লোক খুঁজে পাচ্ছি না!!
আপনি শুরু করবেন নাকি কি বলেন ভাই? :)
ভালো মানের ইয়ে টাইপের জোকস ব্লগকে কিন্তু বেশ নাড়া দেয় :)

১১| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২১

আতঙ্কিত মানুষ বলেছেন: সেই ১১ তে ব্লগিং এ ঢুকি সামু দিয়েই শুরু ১৩ তে সব চেয়ে বেশি সময় দেই । তখন প্রতি মুহুর্তে পোষ্ট আপডেট হতো । কোন পোষ্ট লিখার ৪/৫ মিনিটের ভিতরে প্রথম পেজ থেকে সরে যেতো। শতশত ব্লগার সারা রাতদিন অনলািইনে থাকতো ।

২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:২৯

শেরজা তপন বলেছেন: হ্যাঁ সেইসব দিনগুলোকে অনেকে দারুন মিস করেন। তবে নতুন কিংবা অল্পজানা ব্লগারদের জন্য অনেক সময় বিভিষিকাময় ছিল= প্তবেশী জ্ঞানীগুণী নামীদামী ব্লগারদের ভীড়ে খুব সহজেই হারিয়ে যেতেন অনেকে।
আপনারা নিয়মিত হউন-ফের স্বমহিমায় ফিরে আসুন, ব্লগ আগের মত তেমন রমরমা না হলেও অনেক বেশী প্রানবন্ত হবে।
দয়া করে ব্লগের সাথে থাকুন সে ১১ থেকে ১৩ মত করে।

১২| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৯

মিরোরডডল বলেছেন:




অনেক আন্তরিক পোষ্ট।
শেষ থেকে শুরু করি, শেরজার সাথে সম্পূর্ণ সহমত।
সামু আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে।
প্রিয় সামু এবং সামুর ব্লগারদের একটা পুনর্মিলনী হবে, সেটার জন্য স্পনসর কেনো ??
সামুর প্রতি ভালোবাসা থেকে এটা আমাদের দায়িত্ব।
আমি শিওর, ব্লগাররা ইনভল্ভ হলে বাইরের স্পনসরের প্রয়োজন হবে না।


২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২

শেরজা তপন বলেছেন: আরে আপু আপনি আইসচেন- কদ্দিন বাদে আপনার দেখা পেলাম আমার ব্লগে!
জ্বী আপনার সাথে আমি শতভাগ একমত- সামান্য ছোটত একটা মিলনমেলা আয়োজন করতে কেন স্পন্সর লাগবে, কেন কারো কাছে ধর্ণা দিতে হবে?
দেশের বাইরে যেই ব্লগারগুলো থাকেন আমি অনুরোধ করব যার যেটুকু সম্ভব সেটুকু সহযোগীতার হাত বাড়িয়ে দিয়ে নিবন্ধন করুন। আপনারা না আসতে পারেন সশরিরে ক্ষতি নেই। আপনার আত্মা থাকবে ওখানে কিংবা প্রতিনিধি পাঠান। আপনার কাছের লোক বা ব্লগের বাইরের লোক জানুক যে ব্লগিং এখনো হেলাফেলার বিষয় নয়।
সামু ব্লগ টিম হয়তো বিশেষ কারনে তাদের অপারগতার বিষয়টা বলতে পারছে না কিন্তু আমাদের অনুধাবন করতে হবে।
বাংলা ভাষার ও ভাষাভাষীর সবচেয়ে বড় এই কমিউনিটি প্লার্টফর্মকে সচল রাখা আমাদের দায়িত্ব। এখানে দায়িত্ব এড়িয়ে যাবার উপায় নেই।

আপনার মন্তব্য পড়ে আপনার হৃদয়ের আকৃতি পরিমাপ করা যায়। অবশ্যই আপনি সবসময়ে এমনি করে সামুর পাশে থাকবেন।

১৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৩২

মিরোরডডল বলেছেন:




আমরা যারা এখনো ব্লগে একটিভ আছি- মাঝ যৌবনে এসে ব্লগিং শুরু করে যৌবন গত প্রায়,

তাই নাকি? কত পার্সেন্ট বাকি আছে শেরজা :P

এমনকি কোনদিন পড়া হয়নি এমন ব্লগার সাইফুলসাই-এর নাম দেখার জন্য উদগ্রীব থাকি।

কোন দিন পড়া হয়নি কিন্তু উদগ্রীব এইটা একটু বেশি হয়ে গেলো না ? true or false?

অর্কের সাথে একটু মনোমালিন্য হয়েছে সত্য তবুও তাকে মিস করি।

সো সুইট !!! আশা করি আজকের পর অর্কের সাথে সব ঠিক হয়ে যাবে।

এঁরা যেন ব্লগের হিরকখণ্ড।

বুঝেছি, বাকিরা কয়লা #:-S

আমি উন্মুখ হয়ে বসে থাকি মা হাসানের ফিরে আসার জন্য।

রিয়েলি? মাহা আসবে না। কে জানে, মাল্টি থেকে আসে কিনা !

ব্লগে কামাল ভাই এর মত অতি অভিজ্ঞ বিজ্ঞ মানুষ কোন একদিন তার জীবনের গল্প লিখবে এই আশায় উন্মুখ হয়ে থাকি।
লাভ নেই, গুড়ে বালি! লিখবে না।

প্রিয় ব্লগার নিবর্হণ নির্ঘোষ কামরুজ্জামান, সাড়ে চুয়াত্তর আর নতুন নকিবের পোস্ট পড়ার আগে ঘড়িতে সময় দেখে নিই।
ইন্ডাইরেক্টলি শেরজা তাদের বলছে পোষ্ট ছোট করে লিখতে :)

অনেকদিন ব্লগার গোফরান নেই সুন্দরী তন্বী রমণীদের দেখা হয় না।

ছবির স্টক মনে হয় শেষ, নতুন ছবি হলে নিশ্চয়ই আসবে।

খাঁজা বাবা নাম দেখলেই মনে হয় উনি গাঁজা খান( সরি ব্রো)

স্যরি কেনো ?? শেরজওতো কল্কিতে দুটা সুখটান দেয় :`>

শাহ আজিজ ভাই মনের দিক থেকে তিনি দারুণভাবে তারুণ্য ধরে রেখেছেন।

এর মানে কি বোঝালো মনে তারুণ্য কিন্তু আসলে …….....

ভুয়া মফিজ ভাই আপনি কই গেলেন? নিশ্চিত ওই সাদা চামড়ার বেটির লগে

হা হা হা আমারও তাই মনে হয় :)

এলিয়েন ব্লগার ঘোর অমানিশায়....আমি একলা নিশাচর!!

এ আর কেউ নয়, আরিল B:-)


২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাঃ
আপনার আই কিউ পরিমাপ করেছেন কখনো?
এত টপাটপ ধরলেন কিভাবে এত সব!!! মাইরি আপনি ঠিক ঠাক ব্লগিং করলে বাংলা ব্লগকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারতেন।
তাই নাকি? কত পার্সেন্ট বাকি আছে শেরজা :P
এইরে হাটে হাড়ি ভেঙ্গে দিচ্ছেন। আমারতো মনে হয় পুরোটাই আছে কিন্তু বয়সতো সেটা বলে না :) তবে পড়তি এখনো পড়েনি।
কোন দিন পড়া হয়নি কিন্তু উদগ্রীব এইটা একটু বেশি হয়ে গেলো না ? true or false?
নাহ পুরো মিথ্যে নয়, প্রতিদিন যাদের ব্লগে দেখি- একদিন না দেখলে কেমন যেন লাগে। তবে সবসময় আন্তরিকতায় এমন হয় তা নয়।
বুঝেছি, বাকিরা কয়লা #:-S
না না কেউ রুবি কেউ নিলা কেউবা গোমেজ :) ~ আপনি হুদাই প্যাঁচান ক্যান?
রিয়েলি? মাহা আসবে না। কে জানে, মাল্টি থেকে আসে কিনা !
তবে উনাকে মিস করি এটা ফ্যাক্ট!!
লাভ নেই, গুড়ে বালি! লিখবে না।
সেদিন মন্তব্যে খানিকটা লিখেছিলেন। আমি কিন্তু আশাবাদী।
ইন্ডাইরেক্টলি শেরজা তাদের বলছে পোষ্ট ছোট করে লিখতে :)
এই পরামর্শ ডাইরেক্টলি আমার জন্যও প্রযোজ্য। :)
ছবির স্টক মনে হয় শেষ, নতুন ছবি হলে নিশ্চয়ই আসবে।
হ্যাঁ তিনি আসিবেন আমাদের জন্য এক ডালি ভর্তি শিশীরভেজা শিউলি ফুল নিয়ে :)
স্যরি কেনো ?? শেরজওতো কল্কিতে দুটা সুখটান দেয় :`<
আমার কোন দোষ নেই- জয় গুরু আব্দুল্লাহর কাছ থেকে শিখেছি। তিনি তার বাড়ির বারান্দায়তো বটেই এমনকি গাড়ির পেছনেও গাঁজার চাষ করত। কি দিন আইল- আহা এমন গাঁজা খোরের আর তেমন দেখা মেলে না :(
এর মানে কি বোঝালো মনে তারুণ্য কিন্তু আসলে …….....
আমি এখানে একটা ইমো দিতে চাই শুধু -তবে সেটা হাসির না লজ্জার দিব সেটা বুঝতে পারছি না।
হা হা হা আমারও তাই মনে হয় :)
দেখেছেন এক্কেরে আপনের মনের কথা কইছি :)
এ আর কেউ নয়, আরিল B:-)
যদি তাই হয় তবে একবার তার দেশী ভাষায় মন্তব্য করার ইচ্ছে ছিল!



১৪| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪২

মিরোরডডল বলেছেন:



ঢাবিয়ান বলেছেন: একটা ক্যচাল পোস্ট দেয়া দরকার। তাইলে দেখবেন যে ব্লগার, ভিজিটর এর কমতি নাই। =p~ আমরা বাঙ্গালীরা ক্য্যচাল বিশেষভাবে পছন্দ করি =p~ =p~

ঢাবি, please go ahead. :)

ক্যাচাল হচ্ছে ব্লগের প্রাণ, নো ক্যাচাল, ব্লগ প্রাণহীন!
আসন্ন ব্লগ পূনর্মিলনী উপলক্ষে একটি ক্যাঁচাল পোষ্ট প্লিজ :P
সকল ক্যাঁচালবাজরা জেগে উঠুক!


২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭

শেরজা তপন বলেছেন: আপনি একবার একটা ক্যাঁচাল করেন না আপু- মন্তব্যে প্রতি মন্তব্যে জমবে ভাল :)

দুনিয়ার সব ক্যাঁচালবাজ এক হও-
ফের গর্জে উঠুক ক্যাঁচালবাজদের হাতিয়ার
ক্যাচালবাজদের দৌরাত্মে সামু ফিরে আসুক স্ব-মহিমায়

১৫| ২২ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: সামুকে আপনি কি পরিমান ভালবাসেন তা আপনার লেখা পড়েই বুঝতে পারছি।
সামু টিকে থাকুক তার সমহীমায়।
সামুকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্লগ কতৃপক্ষ কিছু কাজ হাতে নিতে পারে।এখনকার প্রজন্মরা তো সব অন্য দিকে ঝুকে গেছে।

২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫

শেরজা তপন বলেছেন: চমৎকার আন্তরিক মন্তব্যের জন্য সবিশেষ কৃতজ্ঞতা।

সামুকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ব্লগ কতৃপক্ষ কিছু কাজ হাতে নিতে পারে।এখনকার প্রজন্মরা তো সব অন্য দিকে ঝুকে গেছে।
~ আমি যতদুর জানি তেমন কিছু করার চেষ্টা চলছে।


১৬| ২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

চারাগাছ বলেছেন:
ব্লগের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ পেল আপনার হৃদয়ের গভীরের অনুভূতি থেকে।
১০জন সক্রিয় ব্লগারের নাম বলবেন যারা ব্লগকে মাতিয়ে রাখার চেস্টা করে।

২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শেরজা তপন বলেছেন: মরুভুমির জলদস্যু
জুল ভার্ন
সোনাগাজী
সোনাবীজ
রাজীব নুর
মিরোরডডল
আহমেদ জি এস
শায়মা আপু/অপ্সরা সহ আরো দু তিনখানা উপনাম
জুন আপু
ভুয়া মফিজ
অপু তানভীর
পদাতিক
খায়রুল আহসান
শাহ আজিজ
ইসিয়াক
মাইদুল সরকার
শূন্য সারমর্ম
গোফরান সহ আরো অনেকেই আছেন যারা নিয়মিত পোস্ট বা মন্তব্য দিয়ে ব্লগ মাতিয়ে রাখার চেষ্টা করে।
এদের মধ্যে ব্যক্তিগর ও বিবিধ কারনে কয়েকজন বেশ কদিন ধরে অনুপস্থিত তাই ব্লগ ঝিমিয়ে গেছে মনে হচ্ছে।

অনেক ধন্যবাদ। ব্লগের সাথে থাকুন।

১৭| ২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১১

খায়রুল আহসান বলেছেন: বর্তমান সময়ের প্রেক্ষাপটে ২৩ জন তো আমি বলবো বেশ হেভী একটা উপস্হিতি-সংখ্যা। আমি তো প্রায় সময়েই ২০ এর নীচেই পাই। ৫০ যে কোন যুগে শেষ দেখেছিলাম, তা স্মরণ করতে পারছি না।
আপনি বলা যায় একটা অসাধ্যই সাধন করেছেন। সক্রিয় নিষ্ক্রিয় বহু ব্লগারের (শতাধিক) নাম ধরে ধরে, তাদের ব্লগ-নাম বোল্ড করে তাদেরকে স্মরণ করেছেন এবং সময়ের প্রয়োজনে আমাদের সবার করণীয় বাৎলে দিয়েছেন কখনো স্পষ্ট ভাষায় কখনো প্রচ্ছন্নে। এ শ্রমসাধ্য কাজটুকু করার জন্য আপনাকে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা!

আমিতো শুরুই করলাম ষাট এ। :) তবুও তো আমার কাছে ব্লগিং খুবই চিত্তাকর্ষক এবং অপরিয়ার্য।

পোস্টের এখানে সেখানে বহু রম্য কিংবা রম্যময় ইঙ্গিত ছড়িয়ে রয়েছে, তবে একটা কথায় না হেসে পারলাম নাঃ কেউকেটা কেউ এসে নিজের মুন্সীয়ানা দেখাতে গিয়ে হাজামজা এই পুকুরের জলে কোন আলোড়ন তুলতে না পেরে অতি বিষণ্ণ মনে হারিয়ে যান! -- :) :)

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৫

শেরজা তপন বলেছেন: আপনার মন্তব্য পড়ে এমন বিমোহিত হয়ে যাই যে, উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলি।
কি দারুণ মন্তব্য করেন আগে- এর আগেও উল্লেখ করেছি; প্রতিটা প্যারা ধরে মন্তব্য করেন আপনি। এত বেশী নিবিষ্ঠভাবে আপনি লেখা পড়েন যা, নিজেরই ফের নিজের লেখা পড়ে নিশ্চিত হতে হয় সেরকম করে সত্যিই আমি লিখেছি নাকি!!!

ভাল থাকুন সুস্থ্য ও সুন্দর থাকুন নিরন্তর আর এমন ভালবাসা ও আন্তরিকতা দিয়ে ব্লগ ও ব্লগারদের জড়িয়ে রাখুন।

১৮| ২২ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন:




শেরজা তপন

সামু ব্লগ অন্তঃপ্রাণ শেরজা তপন
ব্লগের মমত্বে তাঁর চোখে আসে জল
ব্লগ নিয়ে স্মৃতি তাঁর হীরক উজ্জ্বল
ব্লগারের প্রতিটান অনঢ় অক্ষয়।
এব্লগার সকলকে জানেন আপন
সুপ্রসস্থ্য পারিজাত হৃদয়ের স্থল
কোথাও দেখিনি তাতে ক্রোধের অনল
সজ্জনের মনে আছে সারল্য সঞ্চয়

চৌদ্দ বছর ধরে বটবৃক্ষ মত
ব্লগে ছায়া দেন তিনি। কত জ্ঞান কথা
ব্লগেতে ছড়ান তিনি দেখি অবিরত।
পাইনি সুভদ্র মাঝে বচন অযথা
নদীসম বয়ে চলে বিবরণ তাঁর
এ যেন সামুর নীড়ে শ্রেষ্ঠ উপহার।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৫৭

শেরজা তপন বলেছেন: আরে এ ভাই এইটা কি করলেন!!
দারুণ পুলকিত বোধ করলেও সত্যি আমি লজ্জা পাচ্ছি ভীষণ!

আপনি ব্লগে অনেকটুকু সময় ব্যয় করেন। আশা করি এমন করে ব্লগের সাথে থাকবেন সবসময়।

১৯| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৬

করুণাধারা বলেছেন: আন্তরিক লেখা, দেখেই লগইন করলাম।

আমি ব্লগে থাকি, সাধারণত সব পোস্টই পড়ি, অফলাইনে। আগ্রহ হয় মন্তব্য করার, কিন্তু আমার আলসেমি সেই আগ্রহের চেয়ে অনেক বেশি, ফলে মন্তব্য আর করা হয় না!! এইতো, আপনার গতকালকের পোস্টটা ভালো লাগলো, সেটা বলতে মন্তব্য করতে গিয়েও আর ইচ্ছে হলো না। (একটা ভুল খুঁজে পেয়েছিলাম কিন্তু সেটাও আর বলা হলো না। এই পোস্টে ব্লগার এম আর ১৫ নাকি এ আর ১৫ হবে?)

এই ব্লগ আমাদের নিঃশ্বাস নেবার জায়গা। তাই একে সচল রাখা আমাদের দায়িত্ব। সেজন্য লগইন করা আর ব্লগে সক্রিয় থাকা প্রয়োজন। জানি, তবে হয়ে উঠছে না। সামুর একটা দুঃসময় এসেছিল ২০১৯ সালে, তখন সামুতে ঢোকা যাচ্ছিল না। ভিপিএন দিয়ে ঢুকে বহু কষ্টে লগইন করতাম। আজ কোথাও কোন অসুবিধা নেই তবু কেন লগইন করতে ইচ্ছা করে না জানি না...

আপনার আন্তরিকতা পূর্ণ আহ্বান দেখে ভাবছি আবার সক্রিয় হবো। দেখি আল্লাহর কি ইচ্ছা!!

অনেক ধন্যবাদ চমৎকার এই পোস্টটির জন্য। শুভকামনা রইল সকল সক্রিয় এবং সকল অলস ব্লগারদের জন্য।

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৩৪

শেরজা তপন বলেছেন: আমি বরাবরই এমন একটা ধারনা পোষন করতাম যে, আপনি ব্লগের বাইরে থেকে নজর রাখেন।
সেটা আপনার আলসেমি নয়- কোন কারনে ব্লগ বা ব্লগারদের প্রতি ক্ষোভ বা অভিমান।
এর আর১৫ নামটা তখুনি ঠিক করে দিয়েছি।
বিশ্বাস করুন আর নাই করুন আমি মনে করি আপনার মত আর জনা দশের ব্লগার ব্লগে একটিভ থাকলে- ব্লগের চেহারাটা পালটে যেত। এই ধরুন যে, আপনি আসলে অনেকেই আসে- বিশেষ করে যারা আপনার লেখা পড়ার জন্য মুখিয়ে থাকে।
কম-বেশী ১০০০ ভিজিটর ব্লগে থাকা কম কথা নয়।এর মাত্র দশ ভাগ সক্রিয় হলেই ব্লগ জমজমাট হয়ে ওঠে।
ফিরে আসুন স্বমহিমায়!

২০| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৮

খায়রুল আহসান বলেছেন: নতুন ব্লগারেরা এসে খেই হারিয়ে ফেলে এইসব ডাকাবুকা ব্লগারদের ছেলেমানুষি ব্লগিং দেখে। তবে এরাও একসময় স্রো্তে গা ভাসিয়ে দিয়ে খিস্তি খেউরে লিপ্ত হয়। যে জলাধারে পানি কম, সেখানে কাদা ছোঁড়াছুড়ি বেশি হয়- ঘোলা পানিতে বড় মাছ হাঁসফাঁস করে- পর্যবেক্ষণটা যেমন গভীর, বর্ণনাটা তেমনই সুন্দর এবং যথাযথ!

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৩

শেরজা তপন বলেছেন: এখানেও এসে উত্তর দেবার ভাষা হারিয়ে ফেললাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় ভাই।

২১| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,




শুরুতেই ব্লগের একটি দিনের পরিসংখ্যান দেখে আমার মনে পড়ে গেলো, এমন একটি পরিসংখ্যান কোনও একদিন আমিও কি মনে করে যেন আমার ডেক্সটপে সেভ করে রেখেছিলুম ব্লগ থেকে কপি করে।। লোভ হলো, আমিও আপনার "দুঃসময়" এর বিপরীতে ব্লগের সেই সুসময়ের ছবিখানি দিই। দিতে হিয়ে দেখি সেটা খুঁজে পাচ্ছিনে। ঘণ্টাখানেক ধরে ডেক্সটপের সব ড্রাইভ বহু খোঁজাখুঁজি করে সেখানা এইমাত্র বের করতে পেরেছি।
দেখুন ----

২৯ শে সেপ্টেম্বর, মঙ্গলবার, ২০১৬ 27 সেপ্টেম্বর 2016 রাত ১১টা ৩৩ মিনিট
অনলাইনে আছেন
২৩৫ জন ব্লগার
• ৮৬৭৮ জন ভিজিটর
• ১০০১ জন মোবাইল থেকে


সেদিন কারা কারা ছিলেন তাদের নাম টুকে রেখেছিলুম। পোস্টে আপনার দেয়া ব্লগারদের তালিকা দেখে সেটাও দিয়ে দিচ্ছি একটা ইতিহাস রেখে যাওয়ার জন্যে।
সেদিন ঐ রাত্তিরে যারা ব্লগে ছিলেন-
• নতুন
• মারুফ রাশেদ
• মাহিরাহি
• পলাশ রহমান
• মধুমিতা
• সততার আলো
• আহসান জামান
• রেজা ঘটক
• কিংশুক
• কাঙ্গাল মুরশিদ
• কাজী শীপু
• বাবু<বাবুয়া<বাবুই
• নেক্সাস
• তুষার আহাসান
• সু্মিন রায়ান
• ছাসা ডোনার
• লাবণ্য প্রভা গল্পকার
• টোকন ঠাকুর
• হাসান মাহবুব
• রফিক এরশাদ
• সহীদুল হক মাণইক
• রিনকু১৯৭৭
• মোঃমোজাম হক
• রিমন ঢাকা
• মাহবুবুল আজাদ
• শ্রাবণধারা
• মুহাম্মদ জহিরুল ইসলাম
• মাহমুদুর রহমান সুজন
• রাজীব নুর
• নিরক্ষর পোলা
• শায়মা
• কামাল -
• কলাবাগান১
• তানভীর আকন্দ
• মি্রাজ
• নীলপরি
• আব্দুল্লাহ আল মুক্তািদর
• ময়নার বাপ
• বিএম বরকতউল্লাহ
• হাসান কালবৈশাখী
• ইমরান হাসান পরশ
• মিজভী বাপ্পা
• আহলান
• ওয়াহিদ সাইম
• ওছামা
• গিয়াস উদ্দিন লিটন
• মিলন মো রাকিব
• মুহসীন৮৬
• নিশি মানব
• জিএম হারুন -অর -রশিদ
• ইছমাইল
• খোমেনী
• অপু তানভীর
• গোপাল বাগচী
• ঢাকাবাসী
• সুমন কর
• হাসান আল-আমিন
• অন্তহীন পথিক
• হৃদয়হীন
• মনিরা সুলতানা
• কাল্পনিক_ভালোবাসা
• মহসিন আলাম
• এলে বেলে
• ওয়াসিম ফারুক হ্যাভেন
• আপেক্ষিকতাবাদী
• অদৃশ্য লৌহকনা
• বিদুৎ
• সেলিম আনোয়ার
• Crazy তৌফিক
• বাকপ্রবাস
• নাজ_সাদাত
• মাহমুদ০০৭
• ইমরান ইউ এ ই
• নাইট রিডার
• তাজবীর আহােমদ খান
• এডওয়ার্ড মায়া
• মারুফ হোসেন
• কবি হাফেজ আহমেদ
• যুদ্ধমন্ত্রী
• সাইফুদ্দিন রাজিব
• কোলড
• রাজা খায় গাজা
• তানজীনা
• সহজ কথন
• নিউজ
• চয়ন যাযাবর
• রিয়াদ( শেষ রাতের আঁধার )
• আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম
• সাদমান রহমান
• মামুন রণবীর
• ফাহাদ জুয়েল
• বহ্নি শিখা
• খেয়ালি দুপুর
• লক্ষণ ভান্ডারী
• অরন্যে রোদন - ২
• আল-শাহ্রিয়ার
• নূর মোহাম্মদ নূরু
• এস.কে নূরমোহাম্মদ
• দিশেহারা রাজপুত্র
• বিজন রয়
• আনন্দ কুটুম
• চাঁদগাজী
• আরণ্যক রাখাল
• অনর্থদর্শী
• উদভ্রন্ত বালক
• নাইম আকন
• কল্পদ্রুম
• বেঙ্গল রিপন
• আবু মুছা আল আজাদ
• আবদুর রব শরীফ
• খোলা মনের কথা
• নান্দনিক নন্দিনী
• ফেরদৌসা রুহী
• পুলহ
• বীরেশ রায়
• নয়ন বিন বাহার
• ঘুড়তে থাকা চিল
• অদৃশ্য যোদ্ধা
• নুরুন নাহার লিলিয়ান
• মোটা ফ্রেমের চশমা
• শাহরিয়ার কবীর
• সেলিনা জাহান প্রিয়া
• দুখু বাঙাল
• শরতের ছবি
• মুহাম্মদ মুস্তফা মুশাররফ
• সাধারণ আমি আমার
• Hk Saim
• রুদ্র জাহেদ
• কানিজ রিনা
• ধ্রুব নয়ন চৌধুরী
• খায়রুল আহসান
• জনৈক অচম ভুত
• হাতুড়ে লেখক
• রনি শেখ
• শেখ আশেক ইব্রাহীম জিহাদ
• আলোকিত অন্ধকার
• অতঃপর হৃদয়
• রক্তিম দিগন্ত
• রঙ্গীন ঘুড়ি
• স্পর্শ
• কাপযাপ শরীফ
• দিগন্ত জর্জ
• শাব্দিক শব্দ
• ডাঃ প্রকাশ চন্দ্র রায়
• আহসানুল হক শোভন
• আমি মাধবীলতা
• লালূ
• মোবাশ্বের আহম্মেদ মিলন
• রেজওয়ানুল ইসলাম পাপ্পু
• বিষাক্ত স্বপ্ন
• বিবেক ও সত্য
• দুর্বার ২২
• আলমগীর হোসাইন আরমান
• চৌধুরী রাশেদ
• মোঃ সাকিবুল ইসলাম
• মুক্তমনা ব্লগার
• ডঃ এম এ আলী
• ফরিদ আহমদ চৌধুরী
• আহমেদ সাঈফ মুনতাসীর
• আমি দুরের পাখি
• ইসলামম
• রুদ্র১
• আহমদ আতিকুজ্জামান
• সুলতান সুলেমান
• ক্যাপ্টেন আহাব
• তানভিরুল ইসলাম সানিব
• মহসিন ৩১
• বরিশালবাংলা
• মৌমুমু
• অন্কন
• মাশুক খান
• নীলাকাশ ২০১৬
• মাকার মাহিতা
• হুমায়রা আনিস
• সেলিম৮৩
• ঢে্উটিন
• ইমরান আল হাদী
• ফাহিম সাদি
• লুকাই লুকাই শত্রুর দল
• পেপার রাইম
• পাজী-পোলা
• ক্লে ডল
• MuntasirTheSailor
• জারজিস ফারহাদ
• অরুনি মায়া অনু
• সামিউল ইসলাম বাবু
• শোয়াইব শিহাব
• নির্বাক স্বপ্ন
• কল্যানপুর
• মোঃ আক্তারুজ্জামান ভূঞা
• নিলয় নীল
• হাবিব
• জে আর সিকদার
• মার্কো পোলো
• গিলগামেশের দরবার
• স্বপ্ন কুহক
• Joynal
• ফৈরা দার্শনিক
• ফারাঈদ মুবীন দীপন
• বাউলা সন্ন্যাসী
• roses
• মোঃ তৌকির আহমেদ
• চন্দ্রনিবাস
• বই এর পাগল
• একটি পেন্সিল
• স_লামিসা
• তোমার কবি
• অঞ্জন ঝনঝন
• নির্ঝরের_স্বপ্ন
• ঘাষ ফড়ীং এর গল্প
• সাদিক তাজিন
• শূন্য-পথিক
• বোরহাান
• সবুজ।
• ক্যাক্টাস
• সজুসজীব
• মি জা ন
• আবু ইশমাম
• পাটন
• লামিম তাজওয়ার
• জেগে ওঠো বাংলাদেশ
• আকবর হাসান
• শিশুগাছ
• ছদ্দবেশি লৌকিক
• ই্য়াশফি আবেদীন
• এস্ এম্ হাসান
• সত্যের ফেরীওয়ালা
• রাতু০১
• ব্লগার সুয়েব
• লাডল্লা পোলা
• কাজী আবদুর রহিম
• Just HB
• মুক্ত-ধারা
• সজিব বি
• আকাশ মোহাম্মদ মাইকেল
এদের মধ্যে বেশীর ভাগ প্রায় ৯৮% ব্লগারদেরই দেখা মিলছেনা আজকাল ব্লগে।
এসব নামের সাথে আপনার দেয়া সহব্লগারদের নাম যুক্ত করলে ব্লগের একটা ছবি পরিষ্কার হবে নতুন করে আসা ব্লগারদের সামনে।
এখন ব্লগের দুঃসময় যাচ্ছে বটে তবে সবাই মিলে ঐকান্তিক ভাবে চেষ্টা করলে হয়তো "সুসময়" ফিরে আসতে পারে। ব্লগ কর্তৃপক্ষ যা-ই ভাবুক আর না ভাবুক, ব্লগকে খাদের কিনারা থেকে নিরাপদ দুরত্বে নিয়ে আসতে হবে আমাদেরই ব্লগারদের সম্মিলিত প্রচেষ্টাতেই।
আপনার আবেদন এবং কামনাটিকে সাধুবাদ দিতেই হয়।
আরও অনেক কিছু বলার ছিলো কিন্তু মন্তব্যটি বেশী উলম্ব হয়ে যাচ্ছে দেখে, থামছি।

একদম শেষের বোল্ড করা লাইনের তারিখটি "২৪শে জানুয়ারী" হবে কি ? নাকি "২৪শে ফেব্রুয়ারী" হবে ?

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫১

শেরজা তপন বলেছেন: একদম শেষের বোল্ড করা লাইনের তারিখটি "২৪শে জানুয়ারী" হবে কি ? নাকি "২৪শে ফেব্রুয়ারী" হবে ?
ইস বড় একটা ভুল হয়ে গেছে!!! আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি( অনুচ্ছাকৃত ভুলের জন্য ব্লগারদের কাছে ক্ষমা প্রার্থনা করছি)

~আপনিতো ভাই ব্লগের দারুন এক ইতিহাসকে বন্দী করে রেখেছেন! ভেবেছিলেন কি তখন কোন একদিন এমন আসবে??
আসলে আফসোস করে লাভ নেই। ব্লগকে তারা যদি শুধু এন্টারটেইনমেন্টের প্লার্টফর্ম বা নিজেকে প্রচারের কিংবা নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য ব্যাবহার করে থাকে তবে আফসোস করে লাভ কি বলেন?
এঁরা অনেকে হয়তো যাপিত জীবনের ব্যস্ততার চাপে আসতে পারেন না কিন্তু বেশীরভাগ ব্লগারদের সামাজিক বা ব্লগিং দায়বদ্ধতা বলে কোন আদর্শিক ব্যাপার নেই। মনে চাইল আসলাম- ভাল লাগলনা চলে গেলাম- ব্যস!
আপনার লিষ্টের ৯৫ ভাল ব্লগারের মান আপনার ধারে কাছে নেই। কিন্তু আপনিতো আছেন- আপনারতো কোন হামবড়া ভাব নেই। ব্লগিং করে কি আপনার ইজ্জত যাচ্ছে?
এম আলী ভাই এর মত ইন্টেলেকচুয়াল মানুষ এখানে ব্লগিং করছে কিসের স্বার্থে?

আপনার মন্তব্য লম্বা হলেও ক্ষতি নেই। মাস্টারপিস মন্তব্য লেখকের পোস্ট থেকে লম্বা হলেও সেটা অনন্য।

২২| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:



বেশ পরিশ্রম লব্দ একটি মুল্যবান পোষ্ট । ব্লগের নিয়মিত ও আনিয়মিত ব্লগারদের কৃতি ও লেখালেখির
উল্লেখযোগ্য দিকগুলি নিয়ে নিজের ভালোলাগা, আনন্দময় মুহুর্ত গুলো একইস্থানে জমা করেছেন দেখে
ভাল লাগল । সেগুলিকে আবার খুবই সংক্ষিপ্তকারে ঠিক যেন , দৈনন্দিন জীবনের খেরো খাতা / ডায়েরি
মত করে তুলে ধরে ব্লগ ও ব্লগারদের মুল্যায়ন করা বেশ প্রয়াশলব্দ একটি কাজ।পারস্পরিক মেল-বন্ধনের
একটি স্বারক হয়ে থাকবে লেখাটি । আমিউ তাই এটিকে প্রিয়তে তুলে রাখলাম ।


সামুতে লেখক ও পাঠক চিত্রের যে পরিসংখান দেখা যায় পোষ্টে ,তাতে একে নিয়ে আপাত দৃষ্টে কিছুটা হলেও
শঙ্কা জাগে , মনে হয় ব্লগটি যেন খাদের কিনারাতেই পৌঁছে গেছে । তারপরেও এ কথা নির্দিধায় বলা যায়
এখন পর্যন্ত সামু ব্লগটি নিয়মিত ও অনিয়মিত ব্লগারদের বিচরণ করা সমস্ত ব্লগের মাঝে অন্যতম। এই ব্লগের
সুষ্ঠ নীতিমালা, আভ্যন্তরীণ সুযোগ সুবিধা, বিভাগ সমূহ, নির্বাচিত ও বহুল অলোচিত পোষ্ট , কারিগরি দিক,
অসীম পাঠক সংখ্যা,পাঠে ও মন্তব্যে পারস্পারিক মিথক্রিয়া ,দু‍একটা ছোটখাট ক্যচাল বাদ দিলে খুবই
পরিচ্ছন্ন কোন্দলমুক্ত পরিবেশ অন্য যে কনো ব্লগ থেকে এখনো খুবই উন্নত মানের সেরা একটি ব্লগ ।
এছাড়াও সামুর কিছু আলাদা বৈচিত্র্য ব্লগটিকে ভিন্নরূপে নিজেকে প্রকাশিত করে চলেছে যা যে কোনো ব্লগের
চাইতে কয়েকগুণ ছাড়িয়ে। দেশের অন্যান্য ব্লগ যখন ম্রিয়মাণ, তখন সামু ব্লগ তার প্রতিষ্ঠার পর ষোলতম
বছরে পদার্পন করতে যাচ্ছে। এটি সম্ভব হয়েছে সামুর ব্লগার, লেখক, পাঠক, পৃষ্ঠপোষক ও শুভাকাঙ্ক্ষীদের
ভালোবাসার কারণেই। সামু ব্লগের একজন হতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করি। অসুস্থতা হেতু
একান্তরূপে অসসম্ভব না হয়ে পড়লে সামুতে বিচরণ করতে বেশ স্বাচ্ছন্দ বোধ করি । গভীর রাতে বর্তমান
কালে হাতে গুনা গুটি কয়েক ব্লগারের মাঝে নীজকেও বিচরণ করা অবস্থায় নিয়োজিত রেখেছি বলে মাঝে
মাঝে দেখতে পাই।

সামু যে ব্লগারদেকে তাঁদের লেখালেখির বিকাশে ও সাংস্কৃতিক পরিমন্ডলে তুলে ধরার জন্য কতরূপ
সুযোগ ও নিয়মের মধ্যে থেকে স্বাধীন লেখালেখির সুবিধা দিয়ে সহযোগীতা করেছে তার সুন্দর বিবরণ
রয়েছে লেখাটিতে । তাইতো সামুর প্রতি আমাদেরও দায়বদ্দতা রয়েছে অনেক, এর জন্য আমাদেকে
এগিয়ে আসতে হবে দৃঢ় চিত্তে , কৃতজ্ঞতা প্রকাশের ভাষা হতে হবে সামুর বিকাশের পথে অনুকুল সব কর্ম
প্রয়াশে সাধ্যমত বিবিধ প্রকারে সহযোগীতা ও অংশগ্রহন করা ।

ব্লগার ও পাঠককুলের প্রতি তুলে ধরা আপনার আবেদনের সাফল্যজনক বাস্তবায়ন হোক এ কামনাই করি ।

শুভেচ্ছা রইল

২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৮:৫৮

শেরজা তপন বলেছেন: একদম সঠিক-চমৎকার পর্যবেক্ষন আপনার!

সামু ব্লগের একজন হতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করি। অসুস্থতা হেতু
একান্তরূপে অসসম্ভব না হয়ে পড়লে সামুতে বিচরণ করতে বেশ স্বাচ্ছন্দ বোধ করি । গভীর রাতে বর্তমান
কালে হাতে গুনা গুটি কয়েক ব্লগারের মাঝে নীজকেও বিচরণ করা অবস্থায় নিয়োজিত রেখেছি বলে মাঝে
মাঝে দেখতে পাই।

~ এই বোধটুকু ক'জনের থাকে!! আপনার মত নিরহংকার গুণী মানুষেরাই এমন করে বলতে পারে। অতল শ্রদ্ধা আপনার প্রতি।

আশা করি ব্লগারেরা আমার পোস্টের পাশা পাশি আপনাদের মন্তব্যও মনোযোগ সহকারে পড়বে ও হৃদয়াঙ্গম করবে।

প্রিয়েতে নেবার জন্য অসংখ্য ধনবাদ। কৃতজ্ঞতা লেখায় অনুপ্রাণিত করার জন্য। আপনার আশু সুস্থ্যতা কামনা করছি।

২৩| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: সোনাগাজী, শূন্য সারমর্ম, নজসু, নিবর্হণ নির্ঘোষ, মিরোরডডল, প্রমুখের আন্তরিক মন্তব্যগুলো ভালো লেগেছে। আপনাকে নিবেদিত মহাজাগতিক চিন্তা এর সনেটটাও খুবই আন্তরিক এবং মনছোঁয়া। আর করুণাধারা স্বেচ্ছায় এসে প্রধানতঃ তার আলস্যের কথা বলে গেলেও, আমি জানি উনি মোটেও অলস নন। একসময় তিনি অনেক পরিশ্রম করে একটা সিরিজ লিখেছিলেন; সেটা বোধকরি অসম্পূর্ণ রয়ে গেছে। তার সে প্রয়াসটাকে মলাটবেন্দী দেখতে পাবো বলে আশা করেছিলাম। এ ছাড়া তিনি নিরলসভাাবে ব্লগারদের পোস্টে মন্তব্য করে যেতেন। এখনও তিনি মাঝে মাঝে লগ-ইন করে অনেকের লেখায় মন্তব্য করে যান, নাহলেও অন্ততঃ লাইক দিয়ে যান।

সামুর একটা দুঃসময় এসেছিল ২০১৯ সালে, তখন সামুতে ঢোকা যাচ্ছিল না। ভিপিএন দিয়ে ঢুকে বহু কষ্টে লগইন করতাম (করুণাধারা)- সে সময়টাতে আমিও বহু কষ্ট করে ব্লগে ঢুকতাম। My log-in matters, এ কথা ভেবে তখন যত দীর্ঘ সময় ধরে পারা যায়, লগড-ইন থাকতাম।

আপনার বিবেচনায় সক্রিয় ব্লগারের তালিকায় নিজের নামটি দেখে প্রীত হলাম; অশেষ ধন্যবাদ।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

শেরজা তপন বলেছেন: আমি ১৩ সাল থেকে ১৯ সাল বিবিধার কারণে ব্লগে ভীষণ অনিমেতে ছিলাম কয়েক বছর তো একেবারেই ব্লকে ঢুকতে পারিনি বা ঢুকিনি সে সময়টার কথা নিশ্চয়ই জানেন (আপনি বলতে চাচ্ছি আমার দুঃসময়ের কথা যা একটা পোস্টে উল্লেখ করেছিলাম)

প্রায় সব ব্যাপারেই সামুর কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু কিছু কিছু ব্যাপারে সামুও ব্লগারদের কাছে কৃতজ্ঞতা বোধ করবে যেমন সামুর সেই কঠিন দুঃসময়ে আপনার সামুর প্রতি ভালবাসার এই গল্পটা শুনলাম।
ব্লগের এই খারাপ সময় অনেক ব্লগার যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই লেখায় এসে মন্তব্য করেছেন যেমন আবেগময় বস্তুনিষ্ঠ গঠনমূলক মন্তব্য করেছেন সেজন্য আমি প্রতিটা ব্লগার এর কাছে কৃতার্থ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকে সেই সকল নাম মেনশন করে তাদের মন্তব্য গুলোকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য।

২৪| ২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এর ২৩৫ জনের তালিকায়ও নিজের নামটি দেখে প্রীত বোধ করছি। তখন আমার ব্লগীয় বয়স ছিল কেবল এক বছর মাত্র। সেজন্য নামটি তালিকার শেষের দিকে তার অস্তিত্ব রেখে গেছে।
আমি একসময় ক্যাডেট কলেজ ব্লগেও লিখতাম। তারুণ্যের উচ্ছ্বাসভরা ব্লগ ছিল সেটি। কিছুদিন আগে ব্লগটির অপমৃত্যু ঘটেছে বলে মনে হলো, কেননা এখন আর সেখানে লগ-ইন করা যাচ্ছে না। কাজেই, সামুর ব্যাপারেও শঙ্কা হয়।
ডঃ এম এ আলী এর আন্তরিক মন্তব্যটাও মন ছুঁয়ে গেল!

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৬

শেরজা তপন বলেছেন: ডঃ এম আলী ভাই ও আহমেদ জী এস ভাইয়ের মন্তব্য গুলো ব্লগকে এক অন্য উচ্চতায় নিয়ে যায় এর মধ্যে কিন্তু আপনিও একজন।

আপনার ক্যাডেট কলেজ এর ব্লগীয় স্মৃতি নিয়ে কিছু একটা লিখবেন অনুরোধ রইলো।
বাংলাদেশের জন্য বাংলা ভাষাভাষীর জন্য বাংলার মুক্তমনা বাংলা সাহিত্যিকদের জন্য সামুর খুব প্রয়োজন। যে করেই হোক যেভাবেই হোক সামুকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে বা টিকিয়ে রাখতে হবে।

২৫| ২৩ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৯

অনল চৌধুরী বলেছেন: দেমের মানুষ ব্লগের ভালো লেখাগুলি পড়লে অনেক কিছু এবং জানতে শিখতে পারতো।
দেশের উন্নয়ন হতো।
কিন্ত এখন ব্লগে পাঠকের সংখ্যারা খুব কম।
আপনি, সাড়ে চুয়াত্তর ভাই,জনাব চাদ গাজী, ড: এম আলী এবং আমার লেখাগুলি পড়লে সংষ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যাবে, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গিয়েও সবাই পাবেনা।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৪৩

শেরজা তপন বলেছেন: একদম ঠিক কথা আপনার সাথে শতভাগ সহমত।
অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা অনল চৌধুরী ভাই- আশা করি আপনাদের মতো বর্ষিয়ান অভিজ্ঞ,দায়িত্ব জ্ঞান সম্পন্ন পুরোনো ব্লগাররা সবসময় লোকের সাথে থাকবেন পাশে থাকবেন। দয়া করে নিজেরা হতাশ হবেন না- এবং আপনাদের বিজ্ঞতা, পরিশ্রম লব্ধ অভিজ্ঞতা ও পরামর্শ থেকে বঞ্চিত করবেন না ব্লগারদেরকে।

২৬| ২৩ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:০৮

সোহানী বলেছেন: ওরে বাপরে এ তো দেখি ব্লগারদের বিশাল হাট বসিয়েছেন। ....

আসলে সত্যটা হলো সবাই আছে। কেউই কোথাও যায়নি। জীবনের প্রয়োজনে একটু হয়তো ব্যাস্ত কিন্তু ঠিকই সময় করে উকিঁ দিয়ে বাবনিকের খোঁজ নেয়, চাঁদগাজির জোট খুললো কিনা তা দেখে, ড: আলী আবার কি বিষয় নিয়ে তা চোখ বুলায়, কিংবা আহমে জী এস এর বেকুবের কথা শুনে, সাড়ে চুয়াত্তরের নতুন কিছু লিখায় চোখ বোলায়, ঢাবিয়ান আবার কোন ঝামেলার খোঁজ পেলো তা দেখে, শায়মা নতুন কি পাপেট শো করেছে তার উকিঁ দেয়, ভুয় মফিজের নতুন ঝামেলার গল্প শুনতে আসে, অথবা মরুভূমির ফলের খোঁজে আসে বা খায়রুল আহসানের জীবনের গল্প শুনতে আসে, জুলভার্ন এর কোন বিষয় নিয়ে লিখেছে তা জানতে আসে অথবা চাঁদগাজির কোন ঝামেলার গল্প পড়ে বা শাহ আজিজের লিখা পড়ে নিজের অজান্তেই হাসে.......

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ হাট না বলে মেলা বলা শ্রেয়!
আপনিও দেখি কম যান না; বেশ ভাল নোট-কোট করেছেন। :)
প্রায় সব নিয়মিত ব্লগারের ব্লগিং এর দিকে যে ভালই নজরদারি করেন তা বোঝা যাচ্ছে।
এদের সাথে আপনি মিরোরডডল, জুন আপু, মনিরা আপু মরা ব্লগে জোয়ার আনেন।
চমৎকার মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৬:১৩

অধীতি বলেছেন: সারাদিনের কর্মব্যস্ততার পরে এসে বিকেলে একটা নদী তীর, অথবা গাছের ছায়ার মত ব্লগিংটা আমার কাছে মনে হয়। আপনি যেভাবে নাম উল্লেখ করে অনিন্দ্য সব উপমায় সবাইকে উপস্থাপন করলেন, একটা প্রশান্তি মেরুদণ্ড বেয়ে উঠে এলো। কৃতজ্ঞতা এতগুলো মানুষকে নিয়ে এই কর্মযজ্ঞ চালানোর জন্য।

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৪৩

শেরজা তপন বলেছেন: অধীতি একটা ব্যতিক্রমী কাব্যিক নাম!
নামের সাথে তাল মিলিয়ে আপনি যেমন দারুন লেখেন- তেমনই অল্প কিছু লেখায় মন্তব্য করলেও সেখানে নামের সাথে সামঞ্জস্য মেলে।
আপনি যেভাবে নাম উল্লেখ করে অনিন্দ্য সব উপমায় সবাইকে উপস্থাপন করলেন, একটা প্রশান্তি মেরুদণ্ড বেয়ে উঠে এলো। কৃতজ্ঞতা এতগুলো মানুষকে নিয়ে এই কর্মযজ্ঞ চালানোর জন্য।
আপনার এই কথাগুলো আমাকে দারুনভাবে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করল। ভাল থাকুন

২৮| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগের দুঃসময়ে যারা ব্লগিং চালিয়ে যাচ্ছেন তরাই আসল ব্লগার। সবাই ভীষণ ব্যস্ত জীবন টা এমন ই। সময়ের সাথে দায়িত্ব বেড়ে গেছে অনেক জীবনের নিয়মে তাই ব্লগে আর আগের মত সময় দেয়া হয়না। লগ ইন না করে অনেক সময় পোস্ট পড়ে ফেলি পরে এসে কমেন্ট করি। খায়রুল আহসান শাহ আজিজ ফরিদ ভাই সোনাগাজী সোনাবীজ এরা হয়তো মূল কর্মজীবন শেষ করে লেখা লেখি করে বেশি সময় পার করছেন। আমার শায়মার আরজুপনির হাসান মাহবুব কৌশিক শরৎ চৌধুরীর সামনে হয়তো সেরকম দিন আসবে। তখন আবার আমাদের ব্লগিং বেড়ে যেতে পারে ‌। তবে অনেকের অনুপস্থিতি যেন ধ্রুব। মেহজাবিন জুন আগের মত লিখেছেন না। অনুপস্থিত কৌশিক , হাসান মাহবুব আর ও অনেকে। আহমেদ জী এস অনিয়মিত। শের শায়েরী নেই। কাণ্ডারী অথর্ব নেই। আমিনুর ভাই স্বপ্নবাজ অভি নেই। এমন অনেকেই। আমার আর শায়মার ব্যস্ততার কাসুন্দিতে অনেকে হয়তো নাখোশ। কি আর করা বাস্তবতা মেনে নিতে হবে। ব্লগিং এর সুসময় আসুক। আপনি ও দারুন সব পোষ্ট করছেন। হ্যাপি ব্লগিং।

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫২

শেরজা তপন বলেছেন: হ্যাঁ প্রায় নিয়ম করে প্রতিদিন গভীর রাতে আপনি একটা করে কবিতা পোস্ট করতেন। মন্তব্যও করতেন অন্যের লেখায় নিয়মিত।
কিছু কিছু কবিতা আমাকে দারুন আকৃষ্ট করত। জনাব সোনাগাজী( তৎকালীন চাঁদগাজী) আপনাকে ব্লগের সেরা কবি হিসেবে সম্মান করতেন।
আচমকা আপনি কেন ব্লগ বিমুখ হলে এই আমার মনে প্রশ্ন ছিল। ফেসবুকে আপনাকে দেখে ভাবতাম সেই প্রশ্নটা করি। কিন্তু করা হয়নি কখনো। আজ কিছু একটা উত্তর পেলাম।
আপনার প্রিয় সব ব্লগারদের লেখা আমিও মিস করি। জুন আপু মনে হয় ভ্রমনে আছেন।
ব্লগে একবার অনিয়মিত হয়ে পড়লে ফের মুল ধারায় ফিরে আসা কঠিন। আপনি ফিরে আসুন ফের স্বমহিমায়- ব্লগ হয়ে উঠুক ব্লগারদের সাহিত্যকর্মের উচ্ছল আনন্দমেলা।

২৯| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৫

খায়রুল আহসান বলেছেন: আপনার মন্তব্য লম্বা হলেও ক্ষতি নেই। মাস্টারপিস মন্তব্য লেখকের পোস্ট থেকে লম্বা হলেও সেটা অনন্য - একমত, এবং সেই সাথে আপনার বিনয় ও সৌজন্যবোধের প্রতিও শ্রদ্ধা!

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৫৬

শেরজা তপন বলেছেন: আহা কি বলে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব বুঝতে পারছি না।
যারা যাদের যে কর্মের জন্য যতটুকু সম্মান পাবার উপযোগী আমি সেটুকু দেবার চেষ্টা করি মাত্র।

৩০| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: ব্লগে যেহেতু আসি খুব কম তাই কমের কিছু কারণ বলি
ব্যাস্ততা
অবসর সময়ে পরিবারকে প্রাধান্য দেয়া
লেখা ও লেখা পড়া, তাঁর অভ্যাস কমে যাচ্ছে অন্য টেকনোলজির জন্য
লেখা কঠিন কাজ, যা লিখতে চাই তা নিয়ে অনেক পড়া দরকার, কিন্ত সময় নেই, ছুটির দিনেও অফিস সম্পর্কিত কাজ করতে হয়।
ব্লগকে আকর্ষণীয় করতে হলে অনেক ক্যাম্পাইন করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে, একমাত্র তরুণ ব্লগারের আগমনই একে ওপরে তুলতে পারে।
তবে ব্লগ আছে ও থাকবে।


২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০২

শেরজা তপন বলেছেন: আপনার নাম সম্ভবত উল্লেখ করা হয়নি- কিন্তু আপনাই আমার মনে ছিলেন। লেখাটার জন্য তিন ঘন্টা সময় নিয়েছিলাম- এত অল্প সময়ে অনেকের নাম রি-কল করতে পারিনি। নোট করে রাখছি- বিশেষ ব্লগারদের তালিকায় আপনার নাম অবশ্যই থাকা উচিৎ।

প্রতিদিন অল্প সময়ের জন্য আসুন। মনের মত দু'একটা পোস্টে মন্তব্য করুন- কিংবা নতুন্দের একটু উৎসাহ দিন আর মাঝে মধ্যে ছোট বড় যাই হোক একটা লেখা পোস্ট করেন। আমি মনে করি ব্লগের প্রতি আমাদের সবার একটু দায়িত্ব আছে।
আপনার পরামর্শটা সময়োপযোগী। আশা করি ব্লগ কতৃপক্ষ বিষয়টা নজরে আনবেন।

৩১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

কামাল১৮ বলেছেন: তেলের এই দুর্মূল্যের বাজারে আমার ভাগেও একটু পড়েছে।

২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:০৩

শেরজা তপন বলেছেন: নকল তেল দেইনি- একেবারে ঘানিতে ভাঙ্গানো খাটি সরিষার তেল :)
তবুও যদি তেলবাজিতে একটু নরম হন।

৩২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৪৫

নতুন নকিব বলেছেন:



আপনার অবাক করা ধৈর্য্য এবং ব্লগ আর ব্লগারদের প্রতি অনিঃশেষ হৃদ্যতার বিমূর্ত প্রকাশ এই পোস্ট। আমরা একটা সময় থাকবো না এই ব্লগপাড়ায়। সময়ের ব্যবধানে হারিয়ে যাব দূর কোথাও। কিন্তু আপনার মূল্যবান এই পোস্টটি কালের সাক্ষী হয়ে থেকে যাবে হয়তো। শুধু ধন্যবাদ প্রদান এমন পোস্টের জন্য কোনভাবেই যথেষ্ট নয়। কাছে পেলে ঠিকই কষ্টসাধ্য আপনার এই পোস্টের জন্য বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে দু'কাপ চা অন্ততঃ ভাগাভাগি করে খানিকটা হলেও প্রশান্তি লাভ করার চেষ্টা করতুম। আপাততঃ সেটা হয়তো হচ্ছে না, মনের অভিব্যক্তি তাই মনে চেপে রেখেই শুধু শুভকামনা জ্ঞাপন করা ছাড়া আর কিছু করার উপায়ও এই মুহূর্তে দেখছি না।

ব্লগে আপাতঃ নিরবতা কিংবা নির্জীবতা আসতে পারে, নেমে আসতে পারে সাময়িক স্থবিরতাও কিন্তু আপনার/ আপনাদের মত এমন বিদগ্ধজনেরা, নিঃসীম ভালোবাসায় ব্লগকে আকড়ে ধরা কিছু মানুষেরা থাকবেন যত দিন, ব্লগ হারিয়ে যাবে না; বরং সরগরম থেকে যাবে ততদিনই। হয়তো কলকাকলিতে মুখর, আনন্দ উচ্ছাসে ভরপুর, পেছনের সেই দিনগুলো ফিরে আসবে আবারও। ব্লগের ঝিমিয়ে পড়া প্রাঙ্গন উৎসব মুখর হয়ে উঠবে আবারও অচিরেই।

বরেণ্য অনেকের সাথে আমার মত অতি সাধারণকেও গভীর আন্তরিকতায় স্মরণ করেছেন বলে বিশেষ কৃতজ্ঞতা।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৭

শেরজা তপন বলেছেন: দারুন এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ সুপ্রিয় নতুন নকিব ভাই।
আপনার পোস্ট পড়া হয় কিন্তু মন্তব্য করা হয় কম মুলত ধর্মীয় কারনে।
কি চমৎকার আন্তরিকতার সাথে বলেছেন আপনি;
কাছে পেলে ঠিকই কষ্টসাধ্য আপনার এই পোস্টের জন্য বুকে বুক মিলিয়ে কোলাকুলি করে দু'কাপ চা অন্ততঃ ভাগাভাগি করে খানিকটা হলেও প্রশান্তি লাভ করার চেষ্টা করতুম।
আহা এমন সুযোগ পেলে কতই না ভাললাগার অনুভুতি ছড়িয়ে পড়ত দেহ-মনে। আশা করি দেখা হবে কোন একদিন- কোলাকুলি চা-পর্ব চলবে।

আপনার মন্তব্যের উত্তরে আরো অনেক কিছু বলার ছিল- কিন্তু বিশেষ কারনে তা এখন সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ ছাড়া গতন্ত্যর নেই।
সামুকে নিয়ে আপনার আমার সপ্ন যেন সফল হয়। নিশ্চিতভাবে আবার জমবে মেলা।
নিয়মিত লিখুন- সামুর সাথে থাকুন। এটুকুই প্রত্যাশা।

৩৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৬

রানার ব্লগ বলেছেন: প্রাথমিক কর্তব্য হিসাবে লাইক দিয়ে নিলাম । ব্লগ ডাউন হয়ে গেলে আমি বড্ড বিপদে পরে যাবো । কারন আমার যা লেখা সব এই ব্লগেই আমি রেখে দিয়েছি এমন কি ড্রাফটেও বেশ কিছু লেখা আছে যা অসম্পুর্ন । আপনার লেখা পড়ে মনের মধ্যে বিশাল এক শূন্যতা অনুভব করলাম । যাদের নাম নিলেন তাদের বেশিরভাগ এখন স্বজনের কাতারে পরে গেছেন যদিও কারুর চেহারা দেখি নাই কিন্তু বুকের ভেতর একটা টান ঠিকি অনুভব করছি । এরা হারিয়ে গেলে জীবন পানসে হয়ে যাবে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০০

শেরজা তপন বলেছেন: একটুখানি শারিরিক অসুস্থতার জন্য মন্তব্যের উত্তর দিতে দেরি হয়ে গেল!
আপনার লেখা পড়ে মনের মধ্যে বিশাল এক শূন্যতা অনুভব করলাম । যাদের নাম নিলেন তাদের বেশিরভাগ এখন স্বজনের কাতারে পরে গেছেন যদিও কারুর চেহারা দেখি নাই কিন্তু বুকের ভেতর একটা টান ঠিকি অনুভব করছি । এরা হারিয়ে গেলে জীবন পানসে হয়ে যাবে।
কি দুর্দান্ত অনুভুতির প্রকাশ। পরশু রাতে সার্ভার ডাউন হবার পর ব্লগের প্রতি আপনার আকুতি দেখে আমি বিমোহিত- সেই সাথে এই মন্তব্য ব্লগের প্রতি ব্লগারদের প্রতি অনন্য ভালবাসার উদাহরণ।

এভাবেই ব্লগ আর ব্লগারদের জড়িয়ে রাখুন ভাল্বাসার আবেশে নিরন্তর!

৩৪| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৯

কবিতা ক্থ্য বলেছেন: অন্তরের অন্তস্হল থেকে কামনা- ফিরে ফিরে আসুক যৌবনের প্লাবন।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০২

শেরজা তপন বলেছেন: আপনার দলেই আমি প্রিয় ব্লগার কবিতা কথ্য।
আপনার আমার মত হয়তো সব ব্লগারেরাই এমনটা চাইবেন। ভাল থাকুন -এভাবেই ব্লগের সাথে থাকুন।

৩৫| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩

কালো যাদুকর বলেছেন: বেশ কস্টসাধ্য পোস্ট। ইমেইল এখনো আছে, টেলিভিশনে সংবাদ টিকে আছে, টকশো জনপ্রিয় হচ্ছে। বিভিন্ন ধরোনের ব্লগ টিকে আছে এখনো বিভিন্ন সাইটে। আমাদের সামু এরকম একটি ধারাতে আসতে পারলে, টিকে যাবে আশা করি।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৮

শেরজা তপন বলেছেন: আমার স্মৃতিশক্তি যদি প্রতারনা না করে তবে মনে হচ্ছে সম্ভবত 'কেন শুধু পুরুষদেরই মরে যেতে হয় কিংবা পুরুষরা-ই মরে যাবে বলে কেন ভাবা হয়?' এ একটা মন্তব্যের পরে আপনার দেখা এই পেলাম আমার ব্লগ বাড়িতে।
বেশ অনেক মাস হোল দেখে ভুলেই গিয়েছিলাম আপনার কথা। আপনি আমি ব্লগে অল্মোস্ট সমবয়েসি। সে জন্যই আপনার কাছে প্রত্যাশা বেশী। আরেকটু নিয়মিত হউন( সময় সুযোগ পেলে)
আমিও আপনার মত আশাবাদী।
শুভকামনা নিরন্তর ভাল থাকবেন।

৩৬| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: বুঝলাম শীতে পিকনিকের আয়োজন করেছেন :)
তবে প্রতি পরতে পরতে হৃদয়ের কথা লেখা আছে। যথেষ্ট সময় দিয়েছেন। গতকাল আমরা ব্লগে ঢোকার অ্যাক্সেস পাইনি।
তবে আমি আর গেছো দাদার জন্য কবিগুরুর সুরে বলবো 'আমি রব নিষ্ফলে হতাশার দলে।'
সাম্প্রতিক সময়ের অত্যন্ত সুন্দর মানবিক একটি পোস্টে হৃদয়ের প্রেমানুভূতির চিহ্ন রেখে গেলাম।++
নিরন্তর শুভেচ্ছা আপনাকে।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১২

শেরজা তপন বলেছেন: হ্যাঁ ভাই- পিকনিক তো নয় যেন ব্লগারদের ভার্চুয়াল মিলনমেলা। খানাপিনা হোল বেশ। আপনি দেরিতে আসলেন বলে লন; পায়েসটুকু খান।
হ্যাঁ সার্ভার ডাউন হবার দরুন সেদিন রাতে সবাই ভয় পেয়ে গিয়েছিল আর আমিতো পীর দরবেশ বাবার খাতায় নাম লিখেই ফেলেছিলাম প্রায় :)
কেন ভাই আপনি থাকিবেন নিষ্ফল হতাশার দলে?? আপনিতো আশাবাদী মানুষ বলেই আমি জানি। থাকুন আস্টেপৃস্টে আমাদের সাথে নিজেকে বেঁধে।

হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও ভালবাসা রইল আপনার প্রতি।

৩৭| ২৩ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছেন সেটা জানতে এলাম।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৫৮

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। এই দ্বিতীয়বার এসে নিজেকে জানান দিয়ে যাওয়ায় আপনি অনন্য। আমার ভালো লাগে।
ভালো থাকবেন

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩২

নীল আকাশ বলেছেন: ব্লগে আসলে এত কম মানুষ দেখে কষ্ট হয়। নতুন কোনো পোস্ট দিতে আর ইচ্ছা হয় না।

২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:০০

শেরজা তপন বলেছেন: সবাই যদি এমনি ভাবে তবে ব্লগিং করবে কে? এই জন্যই তো ব্লকের এরকম দৈন্যদশা!
অন্য ব্লগারদের উৎসাহিত করার জন্য আপনার মত ব্লগারদের খুব প্রয়োজন- নিয়মিত ব্লগিং করুন ব্লগের সাথে থাকুন।

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:৩৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই পোস্ট প্রমাণ করে আপনি ব্লগের অধিকাংশ পোস্টে চোখ বুলান। পোস্টে + রইলো। সম্ভব হলে একাধিক + দিতাম।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৬

শেরজা তপন বলেছেন: আহা এত ভালবাসা কোথায় রাখি!!!!
সারাদিন কাজের ফাকে ফাঁকে চেস্টা করি ব্লগ ও ব্লগারদের খবর নিতে। আপনিও ব্লগ অন্তঃপ্রান মানুষ। সব ব্লগারদেরই সার্বিক খোঁজ খবর রাখেন। যেখানে যেমন সেখানে সেই থেরাপি দেন। ব্লগের প্রতি ভালবাসা আপনারও অফুরন্ত।
এভাবেই ব্লগের সাথে থাকুন- ভাল থাকুন।

৪০| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৫

খায়রুল আহসান বলেছেন: আপনার ক্যাডেট কলেজ এর ব্লগীয় স্মৃতি নিয়ে কিছু একটা লিখবেন অনুরোধ রইলো - লিখেছি তো! শুধুমাত্র কিছু একটা নয়, সর্বমোট ৩১টি পর্বে একেবারে সবিস্তারে লিখেছিলাম আমার সে জীবন কথা, আমার কথা শিরোনামে। সময়টা ছিল নভেম্বর ২০১৫ থেকে ফেব্রুয়ারী ২০১৬ পর্যন্ত। তবে আপনার সেটা জানার কথা নয়, কারন আপনি সে সময়ে ছিলেন ব্লগ থেকে টোটালী এ্যাবসেন্ট !
সময় পেলে দুই একটা পর্বে একেবার চোখ বুলিয়ে আসতে পারেন।

২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

শেরজা তপন বলেছেন: জ্বী ঠিক বলেছেন সে সময় ব্লগে আমি একেবারেই অনুপস্থিত ছিলাম।
আশা করি কোন এক সময় গিয়ে আপনার পোস্টে লেখাগুলো পড়ে আসব।
পোষ্টের কথা জানার জন্য ধন্যবাদ ভালো থাকবেন।

৪১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

খায়রুল আহসান বলেছেন: যেখানে যেমন সেখানে সেই থেরাপি দেন - :)

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৩

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ আপনি আবার এটা নোট করেছেন!!!

৪২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

মনিরা সুলতানা বলেছেন: পাঠক হিসেবে আমি ভীষণ নিয়মিত, মন্তব্যকারি হিসেবে তারচেয়ে একটু কম, আর লেখক হিসেবে আমি সবচেয়ে অনিয়মিত ব্লগার। নিজেই মাঝে মাঝে এমন ডুব দেই তবুও দিনের অবসর সময়টুকু ব্লগেই কাটে লগড ইন হোক বা না হোক।

ব্লগ আসলে আমাদের অভ্যাস, কর্মব্যস্ত জীবনে নিয়মিত ব্লগিং করা ব্লগাররা সত্যি সত্যি ই ব্লগের সম্পদ ! এতএত আন্তরিকতা ফেলে ব্লগের মায়া কাটানো অসম্ভব বলেই মনে হয়। শীতের এই তিন মাস স্কুলে কলেজে অনেক অনুষ্ঠান থাকে, জাতীয় অনেক দিবস থেকে শুরু করে, বিয়ে শাদী পিকনিক রিইউনিয়নের লম্বা লিস্ট। সবকিছু গুছিয়ে এই সময়টা সবাই অনেক ব্যস্ত, তাই হয়ত একটু চুপচাপ লাগছে ব্লগ।

সামনে বই মেলা এবং ব্লগার রিইউনিয়নের সুগন্ধে আশা করছি আবার ব্লগে জমজমাট হবে। সবাই কে শুভেচ্ছা আপনার পোষ্টের মাধ্যমে। আপনাকে ধন্যবাদ চমৎকার পোষ্টের জন্যে।

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪১

শেরজা তপন বলেছেন: অবশেষে ব্যাপক প্যাড়া কাটিয়ে ব্লগে আপনার উপস্থিতি আমাকে দারুন আনন্দিত করল।
হ্যাঁ শীতকালটা সংসার সন্তান নিয়ে থাকা নারীরা বেশ ব্যস্ত থাকে। আপনি ঠিক বলেছেন - তাই আপুদের দেখা মিলছে কম। নিশ্চিতভাবে আপনিও সেই দলে খানিকটা।
আপনার লেখা পড়ার জন্য ব্লগের অনেকেই অপেক্ষা করেন। দয়া করে নিয়মিত লিখুন।ব্লগারদের ওই মিলনমেলায় আপনি থাকলে নিশ্চিতভাবে আরো জমজমাট হবে।
ধন্যবাদ- ভাল থাকুন আপু।

৪৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: ব্লগের প্রতি প্রেম মায়া দরদ সব নিহিত পোস্টে। এতো গুণী সব ব্লগারদের মধ্যে আমি অধমকে ইয়াদ রেখেছেন। পোস্টে উল্লেখিত সকল ব্লগারদের জন্য সম্মান মিশ্রিত ভালোবাসা প্রকাশ করছি আপনার পোস্টে মন্তব্য করার মাধ্যমে। ধন্যবাদ পোস্টের জন্য।


মিরর @ আমি অসুস্থ ছিলাম আর ব্যবসার বাজে অবস্থা ছিল। ❤️

২৫ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৫

শেরজা তপন বলেছেন: আপনাকে দীর্ঘদিন পরে পেয়ে ভাল লাগল! ব্যাবসার অবস্থা কম-বেশী সবারই খারাপ।
আমিও একটি অসুস্থ্য এর পরেও বার বার ঘুরে ফিরে ব্লগে আসছি।
ব্লগের সাথে থাকুন ক্যাচালবিহীন মজার মজার পোস্ট দেন- দেখেন মানসিকভাবে অনেক হালকা বোধ করবেন।
সবকিছু ঠিক হয়ে যাবে শিঘ্রী এই কামনা করি। ভাল থাকুন

৪৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব দরকারি একটা পোস্ট দিয়েছেন। পরে আবার কখনও বিস্তারিত কিছু বলার চেষ্টা করবো এই ব্যাপারে। এখন লিখতে ইচ্ছে করছে না।

২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:০৫

শেরজা তপন বলেছেন: আপনি এত দেরি করে আসবেন ভাবিনি।
তবুও এসেছেন তো। মন্তব্যের ঘরে আপনাকে দেখে খুব ভালো লাগলো।

বাকি মন্তব্যের আশায় রইলাম ধন্যবাদ...

৪৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:৩১

কালো যাদুকর বলেছেন: ধন্যবাদ শেরজা তপন, আমার কথা থাক। সব সময় অকাজে ব্যাস্ত থাকি। আপনার পোস্টটিতে মোটামুটি বর্তমান অবস্থাটি বুঝা যাচ্ছ।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:১৩

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে- আমরা আসলে কেই-বা সত্যিকারে গুরুত্বপূর্ন কাজ করছি সেইটা প্রথমে ভাবনার বিষয়।

মন্তব্যে আসার জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা। ভাল থাকুন সুন্দর থাকুন।

৪৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:


প্রিয় শেরজা ভাই ,
ব্লগের উপর বিশেষ টান আর লিখতে না জানলে এমন লেখা আসেনা।
একজন সহব্লগার কিছুদিন আগে আপনার এই পোষ্টের ব্যাপারে জানিয়েছিল। বলেছিল আমার নাম নাকি সুন্দরভাবে উল্লেখ করেছেন।
এরপর না এলে এবং মন্তব্য না করলে বেয়াদবি হয়ে যায়। বাবা ধ্যানজ্ঞান ,রাশিয়ান শৈশব , ছেলেবেলা , ফেলে আসা বেলা , কবিতা , স্মৃতিচারণ আর ছেলে নিয়েই আছি এবং সেই সাথে ব্লগের প্রতি দারুন টান অনুভব করি। সেকারণেই হয়ত কিছু কিছু ক্ষেত্রে অভিমান হয়।

একটা জমজমাট ব্লগে ডে হয়তো ব্লগকে চাঙ্গা করবে। ব্লগাররা হয়তো অনেকেই ফিরে আসবে। মুখরিত হবে সামুর বারান্দা। বাধঁ ভাঙার আওয়াজে।


শুভকামনা সতত। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ দিয়ে ছোট করবো না।

২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪

শেরজা তপন বলেছেন: ব্লগকে আপনিও যথেষ্ঠ ভালবাসেন। আপনার লেখা নিয়মিত পড়ার চেষ্টা করি কিন্তু সব পোস্টে মন্তব্য করা হয়ে ওঠেনা।

ছিঃ কেন বেয়াদবি হবে? এই লিখায় যে পরিমান ব্লগারদের সাড়া পেয়েছি তাতে আমি আনন্দে আত্মহারা। তবে আপনাকে দেখতে পেয়ে ভাল লাগল। পাকশীতে আমি অনেকদিন ছিলাম- তাই ভেড়ামারার কেউ আছে দেখলেই মনে হয় পাশের বাড়ির কেউ। তাছাড়া রাশিয়ার প্রতি আপনার গভীর মমত্মবোধ আমার দারুন ভাল লাগে- আমারোতা রাশিয়াকে ঘিরে কত শত স্মৃতি।
আশা করি ব্লগআরদের পুনর্মিলনীতে আপনি যাবেন সবার সাথে দারুন এনজয় করবেন।
ভাল থাকুন প্রিয় ব্লগার।

৪৭| ২৫ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:৪৯

অশুভ বলেছেন: আমার মত ফাঁকিবাজ ব্লগারেকেও আপানার পোস্টে উল্লেখ করেছেন। এতেই বোঝা যায় কতটা পরিশ্রম করেছেন। আমি সবসময় একজন নিরব পাঠক হিসেবে ব্লগে ছিলাম। যদিও ভীষণ অনিয়মিত। কিন্তু প্রিয় ব্লগারদের লেখা কখনোই মিস করি না। দেরীতে করে হলেও পড়ি।

গত কিছুদিন যাবত পারিবারিক ব্যস্ততার কারণে আমি ব্লগে পুরোপুরি অনুপস্থিত, কিন্তু তার জন্য আপনার লেখা মিস করিনি। আপনার প্রায় প্রতিটি লেখাই পড়েছি। মোবাইল থেকে মন্তব্য করাটা অনেক কষ্টসাধ্য, তাই মন্তব্য করতে পারি নি। খুব শীঘ্রই ব্লগে নিয়মিত হওয়ার চেষ্টা করব।

আমি ভীষণ কৃতজ্ঞ, আমাকে আপনার পোস্টে স্মরণ করেছেন। অনেক অনেক শুভকামনা। ব্লগ আবার তার হারানো জৌলুস ফিরে পাক।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৫৫

শেরজা তপন বলেছেন: কতদিন বাদে আপনার দেখা পেলাম- ফাঁকিবাজতো বটেই খানিকটা কিন্তু আপনি আমার কত প্রিয় একজন ব্লগার তা জানেন কি?

আমি ধারণা করি যে আপনি আমার লেখা পড়ছেন- কিন্তু সুদীর্ঘ সময় যখন একেবারে চুপচাপ থাকেন তখন শঙ্কা হয়!
আপনাকে পেয়ে বড্ড ভাল লাগল। কষ্ট করে একটু নিয়মিত হবার চেষ্টা করেন। সাথে থাকবেন এভাবে সবসময়।
শুভকামণা রইল।

৪৮| ২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:



ভয়াবহ ব্যাপার! হিট লিস্টে আমারও নাম আছে! আমি কৃতজ্ঞ আমি আনন্দিত আমি ঋণী। অনেক অনেক ভালোবাসা রইলো।


২৯ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:১৫

শেরজা তপন বলেছেন: কি সৌভাগ্য আমার- অবশেষে আপনি এসেছেন!!
আপনাকে ছাড়া ব্লগের গল্প নিতান্তই অপূর্ণ থেকে যাবে। ব্লগারেরা নিশ্চিতভাবে বেশ ভাগ্যবান যে, আপনার মত একজন গুণী ব্লগার পেয়েছে।
ভাল থাকুন।

৪৯| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১০:৫১

জটিল ভাই বলেছেন:
আসসালামুআলাইকুম প্রিয় ভাই। কেমন আছেন জানতে চাইবার বা পোস্টের বিষয়ে মন্তব্য করার সাহস পাচ্ছি না। বড্ড আবেগী হয়ে গিয়েছি পড়ে। সেইসাথে আপনার অভিমানী মনের কষ্ট নিজেকেও ছোঁয়া দিচ্ছে। এতো ভালবাসেন কেনো যার ঋণ শোধ করার সাধ্য এই অধমের নাই! অনেক কথা আছে আপনাকে বলার। কিন্তু জানিনা বলার সময়-সুযোগ হবে কিনা! আপাতত শুধু এটাই বলবো, ক্ষমা চাই। পারলে নিজ গুণে ক্ষমা করে দিয়েন :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.