নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

বিবর্তনের আয়নায় রঙ্গ-ব্যাঙ্গ!! ~১

১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:২৫



বৈজ্ঞানিকদের ভাষ্যমতে আধুনিক মানুষের সবচেয়ে নিকটতম আত্মীয় পিগমি শিম্পাঞ্জি বা বোনোবোসদের নিয়ে কিছু ব্যঙ্গচিত্র! মনটা খুব খারাপ থাকলে ভাল হয়ে যাবার গ্যারান্টি আছে। তবে আজ থেকে নিজেকে শিম্পাঞ্জী ভাবতে বাধ্য হলে আমার কোন দায় নেই।
* প্রথম পাতায় বিশাল জায়গা দখল করে ফেলছিল-নেক চেষ্টার পরে ঠিক হয়ে গেছে! চরম পেরেশানিতে ছিলাম-লজ্জা লাগছিল। বোনোবোসরাও লজ্জা পায় :)

মনের সুখে সানবাথ করছিল বেচারা। কে যেন এই ফাঁকে জাঙ্গিয়াটা খুলে নিয়ে গেছে!!!


বোনোবোসেরা কিছু সময়ের জন্য বাইপেডাল(দুই-পায়ে) দাড়াতে পারে হাটতেও পারে মানুষের মত অনেকটাই সোজা হয়ে। লড়াই করে মানুষের ভঙ্গীতে।


ওরা মাঝে মধ্যেই এমন ভঙ্গীতে বসে থাকে যেন গভীর চিন্তায় ডুবে আছে। প্রেমে পড়লে এইটা মনে হয় বেশী হয় :)


বোনোবোস মানুষ ব্যতীত একমাত্র প্রাণিতযারা ঠোটে ঠোট মিলিয়ে চুমু খায়। আর আশ্চর্য ব্যাপার যে, ওদের ঠোটের রঙ গোলাপি। নিশ্চিত পান খায় না হলে লিপিস্টিক লাগায়।


Ape with Skull: German Skulptor Hugo Rhelnhold


বাবুসোনা দ্যাখ ; এইভাবে প্রথমে ঘাস খাওয়া শিখতে হবে, তারপরে চাউল তারপরে ভাত। মানুষ হওয়ার কোনই সখ তোদের নাই!! আশ্চর্য


বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান শিম্পাঞ্জী 'কাঞ্জী'র সাথে তাঁর ট্রেইনার।


রাম তেরি গঙ্গা ম্যাইলি ~ রাজকাপুরের বিখ্যাত হিন্দি ছবি :) এইরকম একখানা শটের জন্য সেইরকম হুলস্থুল হয়েছিল!!


বাবা আর ছেলের সুন্দরতম একটা মুহুর্ত!

অবশেষে নিজেকে দেখুন;



মন্তব্য ৮২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সক্কাল বেলা এসব দেখতে হইবো ভাবি নাই

নিজেরে কেমন শিম্পাজি লাগতাছে

১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৪

শেরজা তপন বলেছেন: প্রথম পাতায় এত বেশী জায়গা ধখল করায় পেরেশানীতে ছিলাম। ক্যান আপু লজ্জার কিছু নাই, আমরা কাপড় পরি ওরা পরে না এই যা তফাৎ
আর সবই খাপে খাপ।

২| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ঐ মানুষের বাচ্চা মানুষ, পারলে এইদিকে আয় :)

ধূরু ছাড় না, মানুষ আসতেছে :)

এইগুলো বেশি মজার ছিল।

মন্দাকিনী আপার কথা কি বললেন? :)

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:০৪

শেরজা তপন বলেছেন: পরে আসছি উত্তরে- আরোখানিক এডিট করতে হবে।
রাম তেরি গঙ্গা ম্যায়েলিতে- মন্দাকিনি লেইখ্যা সার্চ দেন। পেয়ে যাবেন। তবে ঝর্নার নীচে ভেজা দৃশ্য দেইখেন না- বেশী অচ্‌লীল :)

৩| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১০:৫৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান, সকাল বেলা ইরকম একটা মজাদার লিহা ;) পইড়ে ও দেইখে লোভ সামলাইতে পারলাম না ।
এই লেহা দেইখা ও পইড়া নিজেরে আসলেই " মুই কি হুনরে (নিজেরে তাগোর অংশধর :P অংশধর লাগতাছে ) মনে লইতাছে"। এতদিন কারো কতায় কান দেইনি যে হেরা আমারা একই মানে হেরাই আমগো পূর্ব জন তয় এহন মনে ঐতাছে যারা ইসব কইছে তারা মিছা নয়।

তাইতো লগইন করলাম ও বললাম, " ইডা কি সত্যিই ? তুমি-আমি-আমরা X(( আগে একই ছিলাম"?
যদি তাই হয় ইডা তাগোর জন্য ব্যাফোক শরমিন্দার ব্যাপার এবং তারা মানতে চাচছেনা যে আমরা তাগোরই অংশধর ।
কারন তাদের মতে, আমরা যদি তাগোরঐ অংশধর হই তাইলে আমরা এত বালা B-)) কিললাই )?

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৫

শেরজা তপন বলেছেন: আহা শুধু এই লেখাটা পড়ার জন্য লগ ইন করার জন্য আন্তরিক ভালবাসা ও ধইন্ন্যাপাতা!
হ কতা খাডি! মানুষ কি হুদা হুদাই কয় নাকি আমরা বান্দরের বংশধর :)

ঠিক ধইচ্ছেন; এইডা তাগো লাইগাই বেশী শরমের ব্যাপার। আমরা এত ভাল হইলাম ক্যান এইটা একটা লাখ টাকার প্রশ্ন বটে।
ভাল থাকুন।

৪| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:০৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুভি দেখি নাই। তবে, ক্লিপ বা স্টিল পিক এক আধটু চোখে পড়েছিল। অনেক আলোচিত ও সমালোচিত ছিল :)

১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:২০

শেরজা তপন বলেছেন: ও দেখিচেন তা-হলি! বেশ বেশ :)

৫| ১৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫৯

জ্যাক স্মিথ বলেছেন: হা হা!! জটিল হইসে, এমন মজার মজার ছবি কালেক্ট করলেন কই থেকে?

বোনোবোস মানুষ ব্যতীত একমাত্র প্রাণিতযারা ঠোটে ঠোট মিলিয়ে চুমু খায়। বলেন কি, চিন্তার বিষয়!!

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০০

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার জ্যাক স্মিথ।
বোনোবোস নিয়ে লেখালেখি করার সময় দীর্ঘ সময় ধরে এগুলো সংগ্রহ করা।

শুধু ওরা ঠোটে ঠোট রেখে চুমুও খায় না- মুখোমুখি সঙ্গম ও করে। ম্যামেলসদের মধ্যে বিরলতম ব্যাপার!! এখন কি কইবেন?
ছবি দিলাম না; সেটা বেশী অশ্লীল হয়ে যায় :)

৬| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:০২

জ্যাক স্মিথ বলেছেন: ;)

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০১

শেরজা তপন বলেছেন: বুঝলাম ৪ নম্বরটা আমি :P
ভাল লেগেছে।

৭| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:২৭

জ্যাক স্মিথ বলেছেন: =p~



মানুষের কার্যক্রমে শিম্পাঞ্জিরাও আজ লজ্জিত।



১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৩

শেরজা তপন বলেছেন: শুধু পশম হারাইনি। পশুত্বও হারিয়েছি- মনুষত্ব্য নামে যা পেয়েছি তা পশুদেরকে লজ্জা দেয়।
পরেরটা পার্ফেক্ট। আপনারও দেখি ইয়ে মানে নিজেদের পূর্বপরিচয় নিয়ে বেশ ইন্টারেস্ট আছে। :)

৮| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩০

রানার ব্লগ বলেছেন: আপনার এক পোষ্টে মন্দাকিনির ভিউ বেড়ে যাবে । একেই বলে মার্কেটিং !! মন্দিকিনা খালাম্মা আপনাকে কতো দিছে ?

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৫

শেরজা তপন বলেছেন: এই ছবিটাই তাঁর ক্যারিয়ারের বারোটা বাজিয়েছিল! দর্শকদের ভাব ছিল এমন; যা দেখানোর তো দেখায় দিছে আর কি দেখুম!!
সে মনে হয় খালাম্মা নাই- নানী হয়ে গেছে :)
আপনার বিকাশ নম্বরটা দেন- কমিশন পাঠাই...

৯| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১২:৫২

গেঁয়ো ভূত বলেছেন: শেরজা ভাই, মানুষ যদি বান্দরের বংশদর হইতো তাহইলে মানুষ এত খারাপ ক্যা? বান্দর কি কখনো খুন খারাপি, প্রতারণা, পরকীয়া, ষড়যন্ত্র, দখলদারি, বোমাবাজি, অগ্নিসংযোগ এসব করে বলে শুনেছেন?

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৭

শেরজা তপন বলেছেন: জ্যাকস্মিথের মন্তব্যের প্রতিউত্তরে বলেছি; মানুষ শুধু পশম হারাইনি। পশুত্বও হারিয়েছি- মনুষত্ব্য নামে যা পেয়েছি তা পশুদেরকে লজ্জা দেয়।
মন্তব্যে আসার জন্য ধন্যবাদ।

১০| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে যাদের ছবি দিয়েছেন, তাঁরা কি ব্লগার?
বেশ কয়েকজনকে চেনা চেনা মনে হচ্ছে।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:০৮

শেরজা তপন বলেছেন: ওদের ডী এন এ আমাদের সবার মধ্যের আছে।
ওইখানে আমি আপনি সবাই আছি। মানুষ হোয়ার থেকে বোনোবোস হইলে খারাপ হইত না।

১১| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ১:২৬

কাছের-মানুষ বলেছেন: ১ম এবং ৩য় টার লেখাগুলো বেশী ভাল লাগল। বাকিগুলোতেও হাসির উপাধান আছে।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:১০

শেরজা তপন বলেছেন: হাস্য রসের পাশাপাশি কি কঠিন সত্য কথা বলতে চেয়েছি। শুধু নিছক মজা করার জন্য এই পোস্ট দেয়া হয়নি।
সিক্যুয়াল আসছে।
বরাবরের মত সাথে থাকার জন্য ধন্যবাদ

১২| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:১২

শূন্য সারমর্ম বলেছেন:


ওরাই আমরা,আমরাই ওরা।

১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:১৭

শেরজা তপন বলেছেন: যাহা ঠিক তাহাই সঠিক! :)

১৩| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: ছবি ভালো লেগেছে, বেশ কিছু ছবি আমার হাসির কারণ হয়েছে। পারিবারিক কারনে মন-মেজাজ ভালো না থাকলেও লিখা পড়ে ভালো লেগেছে তপন দা। ধন্যবাদ জানবেন।

আমি ব্যক্তিগতভাবে "বিবর্তনবাদ" ধারনার সাথে আমি একমত নই। ২৪ আর ২৫ এক নয় যদিও উভয়ের মাঝে ২৪টি নম্বরের মিল আছে।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩০

শেরজা তপন বলেছেন: যাক আপনার কিছুটা হলেও এই পোস্টটি আপনার মন ভাল করতে পেরেছে জেনে প্রীত হলাম।
আপনাকেও ধন্যবাদ নিজের মানসিক অবস্থার কথা শেয়ার করার জন্য।
শেষের কথাটা চমৎকার বলেছেন! বিবর্তনবাদ মুলত তিনপ্রকার ( সরল্ভাবে) সমান্তরাল, একমুখী ও জটিল বা ভীন্নধর্মী বিবর্তন। বিবর্তনের ধারনা অযৌক্তিক নয়।
প্রথম দুটোও মেনে নিলেও শেষেরটা মানা বেশ কঠিন। কেন কঠিন সেই আলোচনায় আসব ধীরে ধীরে। সাথে থাকবেন ।

১৪| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
পুরাই টাস্কি টালগো।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩২

শেরজা তপন বলেছেন: আপনি টাস্কি টালগোছেন :)
বেশ তবে জেনে আনন্দিত হলাম ভ্রাতা।

১৫| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: লাগলো হবে।

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৩

শেরজা তপন বলেছেন: 'টালগো'-টাই মজার ছিল। কেন যে সংশোধন করতে যে গেলেন!!!

১৬| ১৮ ই জুন, ২০২৩ দুপুর ২:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আপনারও দেখি ইয়ে মানে নিজেদের পূর্বপরিচয় নিয়ে বেশ ইন্টারেস্ট আছে। - হ্যাঁ ইন্টারেস্ট আছে তো অবশ্যই তবে, আমি শুধু ভাবছি মানুষের পরবর্তী রুপ কেমন হয় তা নিয়ে। যেহেতু এটা একটা চলমান প্রক্রিয়া তাই আজ থেকে ১০ লক্ষ বছর পরে মানুষের বর্তমান রুপের মধ্যে বিস্তর পার্থক্য থাকবে, আর সে পার্থক্যটা কেমন হয় তা দেখার আমার খুব ইচ্ছে। ভবিষ্যতের মানুষের কাছে আমরা হয়তো শিম্পাঞ্জির মত জন্তু হিসেবই বিবেচিত হবো। =p~

১৮ ই জুন, ২০২৩ বিকাল ৪:৩৬

শেরজা তপন বলেছেন: বাঃ বেশ ভাল ভাবনাতো। আপনার এমন আগ্রহের কথা শুনে পরম শান্তি পাচ্ছি!
ভবিষ্যতের মানুষ আমাদের পিগমি শিম্পাঞ্জীর মত জন্তু হিসেবে ভাববে এই ভাবনাটা মন্দ নয়। যদিও ওদের হাতে টাটকা ফসিল আমরাই তুলে দেব।

১৭| ১৮ ই জুন, ২০২৩ বিকাল ৫:৩২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: সব গুলোই এককথায় দারুণ বদ্দা !!

বিশেষ করে ঐ যে দুই কপোত কপোতির কর্ম, করোটি নিয়ে চিন্তা আর একদম প্রথমটা এবং ইংজিরি যেটা ছিল সেটা। আর মন্দাকিনির স্টাইলটা বেশ ছিল । মনে করিয়ে দিলেন আরকি !! তবে এইটা বুঝলাম আমাদের অগ্রজরা আমাদের কানটানলেও তারাও আমাদের চেয়ে পোয়াটাক বেশি ছিল !!!

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩২

শেরজা তপন বলেছেন: হাঃ এসেছেন আপনি- মন্তব্য পেয়ে লাগল।

শেষের কথাটা একদম খাটি! হাজার বছর ধরে বাঙ্গালী বলে যাচ্ছে; ঘোর কলিকাল। সেই কলিকাল মনে হয় এসে চলেও গেছে কোন ফাঁকে কেউ টের পায়নি।
নির্দিষ্ট করে ভাল্লাগা ব্যাঙ্গাত্মক কোটকৃত চিত্রের কথা বলায় নিশ্চিত্য হলাম ,ভাল্ভাবে দেখেছেন সবগুলি।
ভাল থাকুন

১৮| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৪

মিরোরডডল বলেছেন:



বিনোদিত করার জন্য থ্যাংকস শেরজা :)

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৮

শেরজা তপন বলেছেন: মন্তব্যে প্রীত হলা। আমিও অনুপ্রাণিত হলাম।
তা কোনটা বেশী ভাল লাগল?

১৯| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

শাওন আহমাদ বলেছেন: ছোটবেলায় একবার চিড়িয়াখানায় গিয়ে শিম্পাঞ্জির কান্ড দেখে পুরাই থ হয়ে গিয়েছিলাম। কে যেনো তাকে এক বোতল সেভেন-আপ দিয়েছে খাওয়ার জন্য।সে সেই বোতলের মুখ খুলে, বোতলের মুখে একটু করে সেভেন-আপ ঢেলে এক ঢোক করে খাচ্ছিলো, খাওয়া শেষে আবার বোতলের মুখ লাগিয়ে রাখছিলো। আমি সেই সময় তার এই কান্ড দেখে ভীষণ হেসেছিলাম। কি বুদ্ধি রে বাবা!

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

শেরজা তপন বলেছেন: আমি দেখেছিলাম বিড়ি খেতে। বিড়ি টেনে নাক দিয়ে ধোঁয়া বের করে ফের আঙ্গুল ঝেড়ে ছাই ফেলাচ্ছিল :)
আপনারটাও মজার। আসলে ওরা এমন বিশেষ কিছু করে যা দেখেই কিছু মানুষ নিশ্চিত হয় তেনারা আমাদের স্বজাতি না হয়ে যায় না!!!

২০| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৪

মিরোরডডল বলেছেন:



কাজী ফাতেমা ছবি বলেছেন:
নিজেরে কেমন শিম্পাজি লাগতাছে


লেখক বলেছেন: ক্যান আপু লজ্জার কিছু নাই, আমরা কাপড় পরি ওরা পরে না এই যা তফাৎ

লেখক বলেছেন: বুঝলাম ৪ নম্বরটা আমি :P

লেখক বলেছেন: আপনার বিকাশ নম্বরটা দেন- কমিশন পাঠাই...

পোষ্ট যেমন মজার, মন্তব্য প্রতিমন্তব্য আরো মজার :)

জ্যাকের শেয়ারগুলো দুর্দান্ত!!!

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

শেরজা তপন বলেছেন: আপনি যেভাবে মন্তব্য খুটিয়ে খুটিয়ে পড়েন আমি নিজের লেখাও ত্যামনে রিভাইস দেই না :``>>

২১| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭

ভুয়া মফিজ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন!!!

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

শেরজা তপন বলেছেন: এইমাত্র তোলা? ভাইরে লাইভ দ্যাখান
হাতের মাল কি রাশিয়ান?

২২| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মিরোরডডল বলেছেন:



ঐ মানুষের বাচ্চা মানুষ, পারলে এইদিকে আয়।
তোর পর-দাদা হইলাম কেমনে!
ধূরু ছাড় না, মানুষ আসতেছে।
সবগুলো মজার :)

আরো দুটো আছে কিন্তু লজ্জায় বলিনি :P

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮

শেরজা তপন বলেছেন: হায় হায় কি কন
ও মোর খোদা মাটি দুইভাগ কর আমি ভিত্‌রে হান্দায় যাই।
লজ্জা!! ও আফা আপনের কি হইল; শইলডা খারাপ নাকি ?

২৩| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৩

ভুয়া মফিজ বলেছেন: এইখানে দেখেন। হাতের মাল রাশিয়ান তো বটেই!!! AK-47. view this link

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

শেরজা তপন বলেছেন: কাহিনীতো সত্যই। কিন্তু মালে প্র্যাকটিস করল ক্যামনে?

২৪| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৫

মিরোরডডল বলেছেন:




ওই যে আসছে আমাদের আসল শাখামৃগ।
ভুম তার দুটো ছবি শেয়ার দিয়েছে :)

১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:১৮

শেরজা তপন বলেছেন: আপনার সাহস আছে বটে-
এইরকম একটা জলজ্যান্ত বাঘরে আপনি বান্দরের সাথে তুলনা করলেন।
ভুয়া মফিজ ভাই এর ইজ্জতের পুরা ফালুদা হয়ে গেল আজকে। :-&

২৫| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: এইমাত্র তোলা? ভাইরে লাইভ দ্যাখান

:)

লেখক বলেছেন: হায় হায় কি কন
ও মোর খোদা মাটি দুইভাগ কর আমি ভিত্‌রে হান্দায় যাই।
লজ্জা!! ও আফা আপনের কি হইল; শইলডা খারাপ নাকি ?


হা হা হা =p~
Can't stop laughing.






১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৩

শেরজা তপন বলেছেন: :P কইলেনতো না-একটু টেম্পারেচারটা মাপেন!
বেশী হইলে অনেকে আবোল-তাবোল বকে।

২৬| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:০৫

মিরোরডডল বলেছেন:




ভুমকে থ্যাংকস লিংকটা শেয়ার করার জন্য।
ভুমের পারফরমেন্স দেখলাম, ওয়ান্ডারফুল!!!
:)

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: আসলেই মচেৎকাত!!!
তবে আপনি এমন করে ভুয়া মফিজ ভাই এর পেছনে লাগলেন কেন সেইটেই বুঝে আসতেছে না

২৭| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আয়নাবিবির লজ্জা B:-)

শুনে তো নিজেরই লুইজ্জা লাগতেছে , নাহ আমি নিশ্চিত :`> । আমার আপা প্রেমে পড়ছে আবার :-B !!

তবে লজ্জাবতী লতা তো তাই স্বীকার করবে না B-)

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩৫

শেরজা তপন বলেছেন: আবার প্রেমে পড়েছে মানে??
আগেরটা কয়দিন আগে ছিল???
আপনি এত হাঁড়ির খবর পান ক্যামনে????

২৮| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

ভুয়া মফিজ বলেছেন: আপনেরা ভুমের পারফরমেন্স দ্যাখলেন, এইবার মিডেরটা দ্যাখেন। =p~
view this link

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: মাইরি আমি বাকি জীবনে নাচ দেখলে ওই চেহারা ভাসবে চোখে!
আপনাদের দুইজনের বাত চিতে নিশ্চিত হইলাম যে, বেশী প্যাঁচাইলে এইরকম আমাদের ও দুইচারটা লিংক ফাঁস হুইবার সম্ভাবনা আছে!!

২৯| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩

মিরোরডডল বলেছেন:




থ্যাংক ইউ ভুম
থ্যাংক ইউ থ্যাংক ইউ =p~
আমার খুবই মনে ধরেছে এটা :)
ভূম আমাকে কতো ভালো চেনে =p~

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৩৯

শেরজা তপন বলেছেন: আহা বেশ বেশ! তবে কোমড়খানা বেশী দোলানো হয়ে গ্যাছে!
বয়স হইছে কোমড়ের হাড্ডি গুড্ডির দিকে খেয়াল রাইখেন... :)

৩০| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

মিরোরডডল বলেছেন:



লেখক বলেছেন: কাহিনীতো সত্যই। কিন্তু মালে প্র্যাকটিস করল ক্যামনে?

কিছুদিন আগে এক লাইভ প্রোগ্রামে দেখলাম একটা কুকুর পিয়ানো বাজিয়েছে।
ট্রেইনারকে বাহবা দিতে হয়।

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪২

শেরজা তপন বলেছেন: আমার কাছে থেকে ট্রেনিং নিছে- আমি হপ্তাখানেক এক রুশীয় ট্রেইনারের কাছে তালিম নিয়েছিলাম।
তবে শুধু রিডের উপরে আমি তাঁর অতীব কোমল পেলব অঙ্গুলি চালনা দেখেছি মাত্র, এখন সদর্পে সবাইকে বলে বেড়াই আমি পিয়ানোবাদক।
সুনাম শুইন্যা ওই কুত্তাডা সখ করে আইছিলো :)

৩১| ১৮ ই জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪২

মিরোরডডল বলেছেন:




নির্ব, প্রেমে পড়বো কেনো!
প্রেমের মাঝেই আমার বসবাস :)


১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৫

শেরজা তপন বলেছেন: লাখ কথার এক কথা!
বাদ দেন পুলাপান মানুষ মাফ করে দিয়েন।
আহা ডায়লগ একখান দিছেন, প্রেমের মাঝেই আমার বসবাস।


তা টেকনিকটা কি আফা?

৩২| ১৮ ই জুন, ২০২৩ রাত ৮:০৬

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: আপনার সাহস আছে বটে-
এইরকম একটা জলজ্যান্ত বাঘরে আপনি বান্দরের সাথে তুলনা করলেন।


You have no idea, he loves to be a বান্দর :)

১৮ ই জুন, ২০২৩ রাত ৮:৪৮

শেরজা তপন বলেছেন: আসলে আমি অনেক কিছুই বুঝিনা। :(
বান্দরে বাঘের প্রোফাইল পিক দেয় আবার বাঘেও নাকি বান্দরের প্রোফাইল পিক দেয় তাতে নাকি দুইজনের প্রেস্টিজই বাড়ে!!!

৩৩| ১৮ ই জুন, ২০২৩ রাত ১১:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: পোস্টে, মন্তব্যে এবং প্রতি মন্তব্যে বান্দর এবং বান্দররূপী মানুষের ছবি এবং সাথের মন্তব্যগুলি পড়ে খুব হাসি পেল :)

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:০৫

শেরজা তপন বলেছেন: আপনার থুক্কু আপনার ছবি ফের থুক্কু মানে আপনার দেয়া আমাদের নিকটতম পূর্বপুরুষের ছবিখানা দেখে মজা পেলাম :)
আপনাকে হাসাতে পেরে আমি বিমলানন্দ ভোগ করছি। আসেন গলাগলি করে হাসি :)

৩৪| ১৮ ই জুন, ২০২৩ রাত ১১:৫৮

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আবার প্রেমে পড়েছে মানে??
আগেরটা কয়দিন আগে ছিল???
আপনি এত হাঁড়ির খবর পান ক্যামনে????


এইসব প্রশ্ন করতে নাই , আগেরটার থেকে পরেরটার মাঝে দুরত্ব এতটাই কম যে , তার জন্য তিনি কৈতে পারতেছেন উনি প্রেমেতেই বসবাস করতাছেন !!!

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: এইটা অবশ্য লাখ কথার এক কথা! ঠিক আছে আর কুনো প্রশ্ন করব না।
আমি খুব খুব স্যরি

৩৫| ১৯ শে জুন, ২০২৩ রাত ১:৩০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই মনে হয় বহুদিন বাদে খোলস ছাইড়া বাহির হইছেন =p~
পোস্টের শুরুতে "পিগমি" শব্দটা ব্যবহার করেছেন দেখে ভালো লাগলো :P

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:০৮

শেরজা তপন বলেছেন: জটিল কুটিল ভাই, আমাকে দেখি সরিসৃপ এর দলে নামিয়ে শাখামৃগের ব্যাফক অপমান করলেন!!
আরপরে ডোডো পাখি আসবে :)

৩৬| ১৯ শে জুন, ২০২৩ সকাল ৯:৩৬

ধুলো মেঘ বলেছেন: বনবোদের সেক্স রিচুয়াল খুব আকর্ষণীয়। আমরা যেমন একজন আরেকজনের সাথে দেখা হলে হ্যান্ড শেক করি, ওরা সেরকম সেক্স করে। ওদের সেক্স হয় খুব শর্ট - ৪/৫ সেকেন্ড। দুটো মেয়ে শিম্পাঞ্জির দেখা হলেও কিছুক্ষণ ঘষাঘসি করে। মানুষের বাইরে এরাই সম্ভবত একমাত্র প্রাণী, যারা মুখোমুখি সেক্স করতে পারে।

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:১১

শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন। তবে সেক্সের টাইমটা এত শর্ট নয় মনে হয়।
মেয়েরা খুব চতুর হয়ে ভাল খাবার পাবার লোভে পুরুষদের সেক্সে প্রলোভিত করে।
মায়েরা আবার যার আতার সাথে পোলাদের সেক্স করতে দেয় নায় না- পদমর্যাদা বুঝে সুযোগ দেয়।

৩৭| ১৯ শে জুন, ২০২৩ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ওদের ডী এন এ আমাদের সবার মধ্যের আছে।
ওইখানে আমি আপনি সবাই আছি। মানুষ হোয়ার থেকে বোনোবোস হইলে খারাপ হইত না।

তা ঠিক আছে।

কিন্তু ছবি দেখে দুজন ব্যাক্তিকে আমি স্পষ্ট চিনতে পেরেছি।
১। ভূয়ামফিজ
২। অপু তানভীর।

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:১৪

শেরজা তপন বলেছেন: আপনাকে যতটুকু সম্মান করি ও ভালবাসি তারাও আমার কাছে তেমন সম্মান ও ভালবাসার পাত্র।
মিরোর আপু একজনকে শাখামৃগ বলেছেন সেটা মজা করে বলেছেন বোঝা যায়। আর আপনারটা আক্রমনের মত। আপনাকে ভালা পাই।
দয়া করে ব্লগে এভাবে বিষেদগার ছড়াবেন না।

৩৮| ১৯ শে জুন, ২০২৩ বিকাল ৩:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
- হা হা হা, বেশ মজারু হয়েছে।

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: তাও ভাল গাজারু হয় নাই :)

৩৯| ১৯ শে জুন, ২০২৩ রাত ৯:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: হেহেহে আমাদের পূর্ব পুরুষদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ায় ব্যাপখ খুশি হয়েছি। ছোট ছোট ক্যাপশনগুলো খুব মজার হয়েছে। আমাদের মধ্যে অনেকেই একে অপরকে চিনতে পেরেছে। তবে বি ডি আর থাকায় আমি নিশ্চিত এর মধ্যে আমার আত্মীয় কেউ নেই :)

১৯ শে জুন, ২০২৩ রাত ১১:১৭

শেরজা তপন বলেছেন: তবে বি ডি আর থাকায় আমি নিশ্চিত এর মধ্যে আমার আত্মীয় কেউ নেই
নেটওয়ার্কে ক্যাচ করল না ভাইজান।
কেউ কেউ চিনতে পেরেছে বিলক্ষন আবার কেও নিজেকে চিনে চুপচাপ কেটে পড়েছে :)
তবে একটু ব্যক্তি আক্রমন আমাকে হতাশ করেছে খানিকটা।
ভাল থাকুন।

৪০| ০৪ ঠা জুলাই, ২০২৩ রাত ১২:৪৫

সোহানী বলেছেন: আপনার পোস্ট পড়ে হাসতে হাসতে মফিজ ব্রাদারের পোস্ট দেখে আক্কেল গুড়ুম!!!!!!!!!!!

০৪ ঠা জুলাই, ২০২৩ সকাল ১০:২১

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ ভুম ভাই চরম রসিক মানুষ। স্যাটায়ারে উনি বস।
পুরনো পোস্টে এসে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপু।

৪১| ০৫ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: ব্লগের এরশাদ মিয়ার বারবার ভূয়া মফিজের পোস্ট গিয়ে বাঁশ খায় । কদিন আগেও তার গুরুরে নিয়ে চামচামি করতে গিয়ে ভুয়ার হাত বাঁশ খাইছে । আর আমার হাতে সব থেকে বড় বাশ খাইছে । আমাদের তো এমনি এমনি করতে পারে না তাই এরওর পোস্টে গিয়ে এই টাইপের কাজ কর্ম করে ।

০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৩৯

শেরজা তপন বলেছেন: আজা তাহার পোস্টে একটা মন্তব্য করেছি দেখে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.