নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
~ গোলাপী মহিষ
গতকাল রাত ৯:৫৮ থেকে আর নতুন কোন পোস্ট আসেনি!!
কেন? ব্লগাররা কি ব্যস্ততার কারণে নতুন কোন লেখা দিচ্ছেন না সেজন্য,নাকি ব্লগের কোন সমস্যা??
আসেন- গোলাপী মহিষের মত গোলাপী আহসান মঞ্জিল ঘুরে আসি; ( মোবাইল থেকে পোস্ট দার জন্য ছবির ক্যাপশন ঠিকঠাক দিতে পারলাম না)
~ টুইন টাওয়ারের ভাঙ্গা সেতু!
~ মন্জিল থেকে তোলা বাগানের দৃশ্য। বাউন্ডারির বাইরেই এঁদো গলি ভিড়ে আর জ্যামে ঠাসা রাস্তা ঘাট ও ঘিঞ্জি বাড়ি ও দোকান-পাট।
~ তাস, টেবিল চেয়ার সবই আছে কিন্তু খেলোয়াড়রা হারিয়ে গেছে চিরতরে।
~ বিশাল এই সিন্দুকের দরজাটা নাড়াতে গিয়ে ঘেমে গিয়েছি। এই ঘর ভর্তি বিশাল বিশাল সিন্দুক- প্রচুর খাজনা আদায়ের নিদর্শন স্বরূপ!
~ সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম দিককার সার্জিক্যাল যন্ত্রপাতি।
~ গজদন্ত সহ আসিত হাতির মাথার কংকাল। এরাই একসময় হয়ত এলিফ্যান্ট রোড , হাতির ঝিল, হাতির পুল দাপিয়ে বেড়িয়েছে।
~ বিশাল ডাইনিং হল। ইংরেজ প্রভুদের মহাভক্ত এই পরিবারের ডাইনিং রুমে আপ্যায়িত হয়েছেন বৃটিশ রাজের সব বড়লাট সহ বিবিধ হোমড়াচোমড়া।
* অবশেষে দেখছি ব্লগ বিন্দাস আছে- ব্লগাররা শুধু ঝিমাচ্ছে। ওখানে ছবি তোলা নিষেধ। আমি ছিলাম সবার শেষের ভিজিটর। রক্ষীরা সব ক্লান্ত আর বিরক্ত ছিল। আমি ছবি তুলতে অনুমতি চাইলে-বিরক্ত কন্ঠে বলল, যা মনে চায় করেন- কিন্তু তাড়াতাড়ি বিদেয় হন। তবে এমনিতেই বৃষ্টির দিন তারপরে সন্ধ্যালগ্ল আলোকসল্পতায় ছবি ভালো আসেনি।
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৪
শেরজা তপন বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই।
আশা করি পরিবারের সবাইকে নিয়ে ঈদের দিনটা চমৎকার কেটেছে।
না না টুইন টাওয়ারের ওই ব্রিজে ওঠার দুর্নীতি আমার হয়নি।
২| ৩০ শে জুন, ২০২৩ দুপুর ২:২৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি আরেকটা পোস্ট দিতে চাইছিলাম। কিন্তু আগের পোস্টটা এখনো প্রথম পাতায় ঝুলছে বলে ২য় পোস্ট আর দিলুম না তবে দেখি, রাত নাগাদ কী হয়
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
শেরজা তপন বলেছেন: তা অবশ্য ঠিক বলেছেন; একটা পোস্ট প্রথম পাতায় ঝুলতে থাকবে দ্বিতীয় পোস্ট দেবার ইচ্ছা থাকলেও দেয়াটা বেশ বিব্রতকর!
যাইহোক আশা করি দ্রুত ওই পোস্ট দ্বিতীয় পাতায় চলে যাবে আপনার পরের পোষ্টের অপেক্ষায় রইলাম।
৩| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:১৯
বিজন রয় বলেছেন: !!!!!!
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৫
শেরজা তপন বলেছেন: আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন -আমি বুঝিনি বিজন দা
৪| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৩:২৬
আমার বাবা বলেছেন: Posted++++++
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩৩
শেরজা তপন বলেছেন: Yes - Posted! Thanks
৫| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:০৩
ইসিয়াক বলেছেন: ঈদ মোবারক ভাইয়া।
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৭:৩২
শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ।
ঈদ মোবারক! ভালো থাকবেন ভাই-শুভকামনা রইল।
৬| ৩০ শে জুন, ২০২৩ বিকাল ৫:১৮
শাহ আজিজ বলেছেন: ওয়াই ফাই ঝামেলা করছিল । বসে বসে কসাইদের মাংস কাটাকুটি দেখছিলাম । বিকাল নাগাদ ওদের ফোন দিলাম । ওরা আগামি কাল সমাধান হবে বল্লেও ১০ মিনিট পরে হাজির হয়ে লাইন ঠিক করল । বাকিটা ঘুমিয়ে কাটিয়েছি । আজ লম্বা ঘুম -----------দারুন বৃষ্টি হচ্ছে না ??
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪২
শেরজা তপন বলেছেন: আহা তাহলে তো বেশ ফ্যাসাদ ছিলেন!
যাই হোক ঈদের দিন মাংস কাটাকুটি নিয়ে বেশ ভালোই ছিলেন। ভালো থাকুন ঈদ মোবারক। শুভকামনা নিরন্তর
৭| ৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
কামাল১৮ বলেছেন: টেস্টের ফলা ফল কি?
৩০ শে জুন, ২০২৩ সন্ধ্যা ৬:৪০
শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক কামাল ভাই।
জি ভালো টেস্টের রেজাল্ট পজিটিভ!
৮| ৩০ শে জুন, ২০২৩ রাত ৮:২৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঈদ মোবারক।
৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৩৬
শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক! ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইল।
৯| ৩০ শে জুন, ২০২৩ রাত ৯:০৫
আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন ,
টেষ্ট পোস্ট টেষ্টি হয়েছে। ছবিগুলোও ভালো হয়েছে।
ঈদ পরবর্তী শুভেচ্ছা।
৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৩৯
শেরজা তপন বলেছেন: আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা!
আশাকরি ঈদের ছুটি পরিবারের সাথে দারুন উপভোগ্য হচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকুন নিরন্তর।
১০| ৩০ শে জুন, ২০২৩ রাত ৯:২০
সাড়ে চুয়াত্তর বলেছেন: মহিষটাকে গোলাপি করার জন্য মনে হয় ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করা হয়েছে।
আহসান মঞ্জিল দেখতে খুব ঘটা করে গিয়েছিলাম একবার। গিয়ে দেখি আমরা বন্ধের দিনে হাজির হয়েছি। ফলে আহসান মঞ্জিল দেখা হোল না আমার। পরের বার সবার শেষে যাব যেন ছবি তোলা যায়।
৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৪৬
শেরজা তপন বলেছেন: হইতে পারে- মেনস ফেয়ার এন্ড লাভলি- এইটা তো বব্যাটা মহিষ। আচ্ছা মহিলা মহিষকে কি বলে?
ওখানে ৪টার পরে টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়।
ঘুরে আসবেন একদিন ভাল লাগবে।
ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
১১| ৩০ শে জুন, ২০২৩ রাত ১১:৪৯
কাছের-মানুষ বলেছেন: ঈদ মোবারক।
ব্লগাররা ঈদের ছুটি কাটাচ্ছে মনে হয়, তাছাড়া অনেকে অফিস থেকে ব্লগিং করে , অফিস বন্ধ এখন!
০১ লা জুলাই, ২০২৩ সকাল ১০:১৮
শেরজা তপন বলেছেন: তা ঠিক বলেছেন। এখন প্রবাসী ব্লগাররাই বেশী আছেন।
ঈদ মোবারক। শুভকামনা রইলো।
১২| ০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:২৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আরও কদিন ব্লগ ঠান্ডা থাকবে।
ঈদ মুবারক।
০১ লা জুলাই, ২০২৩ সকাল ১০:২০
শেরজা তপন বলেছেন: ব্লগ এমনিতেই বেশ ঠাণ্ডা। এখন জমে বরফ হয়ে গেছে!!
কিছু একটা নিয়ে জোশ না ঊঠলে- ব্লগ গরম হবে না।
ঈদ মোবারক।
১৩| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: লেখক বলেছেন: আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন -আমি বুঝিনি বিজন দা
আমি বোঝাতে চেয়েছি আসলে, ব্লগারসদের এত কম উপস্থিতি। এটা আমাকেও অবাকসসসসস করে।
অথচ এই না মাত্র কয়েক বছর আগেও ৪০০ উপর ব্লগার এখানে উপস্থিত থাকত।
ব্যাপার না। এক প্রজন্ম যেয়ে আরেক প্রজন্ম দাঁড়িয়ে যাবে।
হয়তো আমরা কিছু বুড়ো সবসময় রয়ে যাবো।
আপনার এই ঈদপোস্টে আপনাকে শুভকামনা।
ঈদ মোবারক।
০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১:০৭
শেরজা তপন বলেছেন: িক বলেছেন, এখন প্রজন্ম গিয়ে অন্য প্রজন্মের হাত ধরে ফের নতুনরূপে ফিরে আসবে আমাদের প্রিয় সামু।
সেই প্রতিক্ষায় হয়ত সামুতে রয়ে যান জীবনের শেষক্ষণ পর্যন্ত!
আমি সবসময়ই আশাবাদী।
ভাল থাকুন নিরন্তর। ঈদ মোবারক।
১৪| ০১ লা জুলাই, ২০২৩ সকাল ১০:২৬
বিজন রয় বলেছেন:
১৫| ০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১২:৩১
রাজীব নুর বলেছেন: গোলাপী মহিষ কি আপনারা কোরবানী দিলেন?
অনেকদিন আহছান মঞ্জিল যাই না।
০১ লা জুলাই, ২০২৩ দুপুর ১:০১
শেরজা তপন বলেছেন: নারে ভাই হাটে ঘুরতে গিয়ে তোলা।
আমি এই প্রথম গেলাম! বিউটি বোর্ডিং-এ থেকে গিয়ে ওখানে ঢু্ঁ দিয়ে আসলাম।
ঈদ মোবারক!
১৬| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৩:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
গোলাপী মহিষ আমি কখনো দেখিনি, কোনো জানি মনে হচ্ছে মহিষটি অসুস্থ।
০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৬
শেরজা তপন বলেছেন: ঈদ মোবারক ভাই।
মনেহয় না অসুস্থ- মহিষ এমনিতেই একটু অলস প্রাণী।
আশাকরি ঈদের সময়টা বেশ ভালই উপভোগ করছেন।
১৭| ০১ লা জুলাই, ২০২৩ বিকাল ৫:০২
করুণাধারা বলেছেন: জিপিএ ফাইভ পেয়ে টেস্টে পাস করেছেন। ঈদ মোবারক।
০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৯
শেরজা তপন বলেছেন: আপনাকে অনেকদিন পরে পেলাম - আশা করি ভাল আছেন।
ই
ঈদ মোবারক। আমি এমন দারুন রেজাল্ট করায় দারুন উৎফুল্ল।
মিষ্টি খাবেন?
১৮| ০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
ঈদ মোবারক। আমরা সবাই ঈদে গ্রামের বাড়ি চলে যাই। আজ সকালে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা ফিরেছি। আহসান মঞ্জিল শুধুমাত্র জাদুঘর না করে এটিকে রিসোর্ট কাম জাদুঘর সহ পুরান ঢাকার কয়েকটি রেস্টুরেন্টের শাখা করলে সরকার ব্যবসা পেতেন, মনে হয়।
০১ লা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:৫৯
শেরজা তপন বলেছেন: ঠিক বলেছেন- আমিও ভাবছিলাম এরকমটা হলে চমৎকার হত। ভারতে এমন বহু ঐতিহ্যবাহী স্থাপনা রিসোর্ট বা হোটেল হিসেবে ভাড়া দেয়া হয়েছে।
ফের মন্তব্যে আসার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন।
১৯| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:৩১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: টেস্টিং পোস্ট ভালো হয়েছে। ঈদের শুভেচ্ছা নিন।
০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:২০
শেরজা তপন বলেছেন: জেনে ভাল লাগল- অনেক ধন্যবাদ আপনাকে।
ঈদ মোবারক।
২০| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৯:৩৭
ঢাবিয়ান বলেছেন: আহসান মঞ্জিলে যাইনি। তাই বভাল লাগল ছবিগুলো দেখে। তবে মেডিকেলের সার্জিকাল যন্ত্রপাতি আহসান মঞ্জিলে রাখার কারন কি , বুঝতে পারলাম না।
০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:২৫
শেরজা তপন বলেছেন: আমিও এই প্রথমবার গেলাম।
ওদের পরিবারের এক নবাব স্যার সলিমুল্লাহ! যিনি তৎকালীন মিডফোর্ড মেডিকেল কলেজের গাইনি ও প্রসুতি বিভাগ প্রতিষ্ঠার জন্য অর্থ সহ প্রচুর দান করেছিলেন- যার কারনেই পরবর্তীতে মেডিকেল কলেজের নামকরন তাঁর নামেই হয়েছিল। ধারনা করছি বিভিন্ন মেডিকেল ও সার্জিক্যাল যন্ত্রপাতি তিনি ইউরোপ থেকে এনে দিয়েছিলেন- সেকারনেই হয়তো তাঁর কিছু নিদর্শন সেখানে রাখা আছে।
ঈদ মবারক। আপনাকে মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ০২ রা জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
- এবার হাটে একটি হালকা গোলাপি গরু দেখেছিলাম।
০২ রা জুলাই, ২০২৩ রাত ১০:২৯
শেরজা তপন বলেছেন: গোলাপি গরু আমিও বেশ কয়েকবার দেখেছি। কেমন আছেন?
ঈদ মোবারক।
২২| ০৭ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭
এইযেদুনিয়া বলেছেন: গিয়েছিলাম। এখন আপনার সাথে আবার একটু ঘুরে এলাম।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২৩ দুপুর ২:২১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ইদ মোবারক শেরজা তপন ভাই। টেস্ট পোস্ট পাবলিশ হয়েছে
ছবি যেমন তেমনই হোক, ক্যাপশনগুলো মজার ছিল টুইন টাওয়ারের ভাঙা সেতুতে উঠতে যান নাই তো আবার