নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

১৫

১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৯


যদি জিজ্ঞেস করেন একজোড়া সংখ্যা দিয়ে কি বুঝাতে চেয়েছি?
উত্তর দিব; তেমন কিছুই না। এই যে সুদীর্ঘ পনের বছর সুখে দুঃখে আপনাদের সাথে কাটাইলাম সেইটা স্মরণ করলাম মাত্র। সামু ব্লগ থাকবে কি থাকবে না সেটা সময়ই বলে দিবে কিন্তু আমার এই সংখ্যাটা চলতে চলতে একদিন নিশ্চিত থেমে যাবে। হয়তো ১৫এর স্থানে ২০ হবে অথবা ২৫ কিংবা বড়জোর ৩০ হবে- তারপর ...

আজ আর তেমন কিছু বলার নেই। বয়স বাড়লে একসময় যেমন ধীরে ধীরে কষ্টটা বাড়তে থাকে ঠিক তেমনি ব্লগের বাড়তে থাকা এই বয়সটা আজ আমাকে বিষন্ন করেছে।

আমার মত ১৫ কিংবা ১৬ অথবা ১৭ বছর যারা ব্লগে কাটিয়ে দিলেন তারা মন খারাপ না করে আসেন বুড়া ব্লগারেররা বুড়া টাইপের ইন্টারনেট যুগের প্রথম দিককার অতি চর্চিত একটা কৌতুক শুনি;

বিল গেটস মৃত্যুর পরে ইশ্বরের দরবারে হাজির হয়েছেন।
ঈশ্বর তাকে দেখে বেশ চিন্তিত হয়ে পড়লেন। ভাবছেন ওকে নরকে পাঠাবেন নাকি স্বর্গে।
প্রথমত ভদ্রলোক পৃথিবীকে অনেক কিছু দিয়েছেন। উইন্ডোজ প্রোগ্রাম থেকে শুরু করে আরো অনেক প্রোগ্রাম -কম্পিউটারকে করেছেন সহজ লভ্য -যে কারনে অতি দ্রুত সেটা ঘরে ঘরে পৌছে গেছে। তাহলে তাকে স্বর্গেই পাঠানো যাক
নাহ -ওদিকে মানুষের উপকারের চেয়ে নিজের ব্যাবসায়িক স্বার্থকে বড় করে দেখা- আর মানব জাতির ধ্বংস তরান্বিত করতে তার অবদানের কথা স্বরন করে ভাবলেন ব্যাটাকে নরকেই দিব।
নিজে ভেবে কোন কুলকিনারা না করতে পেরে তাকেই অপসন দিলেন । জিজ্ঞেস করলেন তুমি কোথায় যেতে চাও স্বর্গে না নরকে?

বিল গেটস বিনীত স্বরে বললেন ‘বেছে নেয়ার আগে ইশ্বর একটু দেখে নিলে ভাল হতো না।’
-ঠিক আছে তার থেকে তুমি দেখেই নাও যেখানে ভাল মনে কর সেখানে যেও।
বিল গেটস প্রথমে নরক দেখতে চাইল ।
নরকের দরজা খুলে ভেতরের চেহারা দেখেই তার মন জুড়িয়ে গেল । আহা কি সুন্দর পরিবেশ চাদের স্নিগ্ধ আলো মৃদুমন্দ বাতাস ।ফল ও ফুলে ছাওয়া গাছে গাছে পাখির কুজন কাকচক্ষু জলের বিশাল সরোবর সুবেশা সুন্দরী রমনীদের প্রেমময় ভঙ্গী দেখে মনে হল স্বর্গ দেখার আর প্রয়োজন নেই এখানেই থেকে গেলে মন্দ হয়না ।
আবার ভাবলেন তবুও সুযোগ যখন মিলেছে তবে স্বর্গটাও একটু দেখে যাই ।
স্বর্গে ঢুকেই তার দম আটকে গেল । ছিঃ কি নোংরা জঘন্য স্যাতস্যাতে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ । বাতাসে ভেসে আসছে দুর্গন্ধ । আর কি বিশ্রী চিৎকার চেচামেচী । ধ্যৎ এখানেতো একমুহুর্তও থাকা যাবেনা । স্বর্গ দেখার সমাপ্তি দিয়ে,
ঈশ্বরের দরবারে তাড়াহুড়ো করে ফিরে এসে পাছে মত পাল্টাতে পারেন সেই ভেবে তাকে কিছূ বলবার সুযোগ না দিয়েই বললেন ‘ঈশ্বর আমাকে নরকে যেতে দিতে আজ্ঞা হোক।’
ঈশ্বর মুচকি হেসে বললেন ‘তথাস্তু’
বিল নাচতে নাচতে নরকে গেল ।
মাস খানেক বাদে ঈশ্বর নরক পরিদর্শনে গেলে - বিলের ত্রাহি চিৎকারে এগিয়ে গেলেন। ভয়ঙ্কর আগুনের কুয়ো থেকে বিল কোন মতে তার বিকৃত মুখ বের করে তাঁকে ‘ প্রতারক ’ বলে গালি দিল । বলল, তিনি নাকি দেখিয়েছেন একটা আর দিয়েছেন আরেকটা। দারুন পরিবেশের লোভ দেখিয়ে এখন এই ভয়ঙ্কর আগুনে পোড়াচ্ছেন।
ঈশ্বর তার সব কথা মনোযোগ দিয়ে শুনে মুচকি হেসে প্রতিউত্তরে শুধু একটি কথাই বললেন‘ ওটা ছিল স্ক্রিন সেভার।’

~ মুল ইংরেজী থেকে এই অনুবাদটা সম্ভবত আমিই করেছিলাম। ২০/২২ বছর আগের কথা ভুলে গেছি।
***
মন ধারার কৌতুক আরেকখানা ছিল; ( যারা প্রথম দিককার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করেন নাই তাদের বুঝতে কষ্ট হবে)
***
বিল গেটস মৃত্যুর পর নরকে জায়গা পেলো। তো শয়তান তাকে বলল, "তোমার সম্মানে তোমাকে একটা সুযোগ দেয়া হল, যেখানে খুশি নরকের সে জায়গায় তুমি থাকতে পারবে"

বিল গেটস পুরো নরক ঘুরে দেখতে লাগলো। সে সাজানো গোছানো এসি লাগানো একটা এক রুমের এককোনা দেখল যে একটা কম্পিউটারও আছে।
তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। তিনি ওখানেই থাকতে চাইলেন।
শয়তান রাজি হল।
বিল গেটস খুশি মনে চলে গেলো।
শয়তানকে এক চ্যালা গোস্যা হয়ে তাকে জিজ্ঞেস করলো "আপনি কেন তাকে ওই রুম দিলেন। নরকে সে বেশ আরামে থাকবে।'
শয়তান হাসল আর বলল, "ব্যাটা এটা Windows 95 অপারেটিং এর কম্পিউটার। আর কি বোর্ডে ৩ টা বাটন নাই... Alt. Ctrl আর Delete...এখন সে বুঝবে নরক যন্ত্রণা কি জিনিস।"
***

মন্তব্য ৮০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৫

মিরোরডডল বলেছেন:




কোথায় বয়স বেড়েছে?
১৫ বছরের একটা কিশোর মাত্র।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

শেরজা তপন বলেছেন: ব্লগের বয়স আমার কাছে কুকুরের বয়সের মত মনে হয়; ১ এ ৮
সে হিসেবে আমার বয়স হয়েছে ১২০ বছর। :(

২| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০০

মিরোরডডল বলেছেন:




জোকস দুটোই মজার কিন্তু দুটাতে কি মন ভরে :(

শেরজা অলস হয়ে গেছে।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৫

শেরজা তপন বলেছেন: প্রথমটা এত্তোবড় একখানা জোকস দিতে গিয়েইতো আমি ক্লান্ত হয়ে গেছি! আপনার জোকস শুনিয়ে মন ভরানোর সাধ্য আমার নেই

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

ডার্ক ম্যান বলেছেন: জোকস কইতে কইতে ১৫ বছর ধরে ব্লগকে জোকের মত ধরে রাখছেন, এটাই বা কম কিসের

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৭

শেরজা তপন বলেছেন: হ্যাঁ আমি অতীব সৌভাগ্যবান একজন ব্লগার - সেই সৌভাগ্য আমার বেঁচে থাকার জন্য না এত বছর ধরে যে ব্লগটা টিকে আছে সেই জন্যই :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

মোগল সম্রাট বলেছেন:



বয়স মাথায় আইনেন না ভাউ। :D জোকস মাথায় রাখেন B-)

ভাল্লগজে আইজকার জোকস। পিলাস +++্

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৯

শেরজা তপন বলেছেন: আমি মনে করতে না চাইলে কি হবে রে ভাই -চারপাশের লোক সারাক্ষণ মনে করিয়ে দিতে থাকে :(
জেনে ভালো লাগলো। ভবিষ্যতে আরো জোকস শোনার ইচ্ছা থাকলে খালি ভালো চমৎকার মজা পাইছি বলবেন ঠিক আছে :)

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩০

ঢাবিয়ান বলেছেন: ১৫ বছর পুর্তিতে অভিনন্দন। এতদিন ধরে একটানা ব্লগিং করে যাচ্ছেন , এটা ব্লগারদের জন্য একটা অনুপ্রেরনা।
জোকস =p~

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩২

শেরজা তপন বলেছেন: ব্লগে সবসময় অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ। এভাবে অনুপ্রেরণা দিতে আমি নিজে কবে টেঁসে যাব সেই ভাবনায় আছি রে ভাই :(
ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে অনুপ্রেরণা হয়ে ব্লগারদের সাথে থাকবেন প্রিয় ঢাবিয়ান।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: অভিনন্দন শেরজা ভাই।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৪

শেরজা তপন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তো আন্তরিক ভালবাসা রইলো গোফরান ভাই।

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৫

কামাল১৮ বলেছেন: ব্লগে আপনি বুড়া আর আমি শিশু।বলা চলে দাদু আর নাতি।আরো দীর্ঘ দিন থেকে ব্লককে সমৃদ্ধ করুন এই কামনা।

১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ এই সম্পর্কটা চমৎকার হয়েছে দারুন বলেছেন :)

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৯

আহমেদ জী এস বলেছেন: শেরজা তপন,



১৫ সংখ্যা দিয়ে আরো অনেক কিছু বোঝাতে চেয়েছেন হয়তো! শুধু ব্লগের মাঠেই নয় রাজনীতির মাঠেও আমরা ১৫ বছর ধরে শুধু "স্ক্রীন সেভার" ই দেখছি। স্ক্রীন সেভার দেখানো যে কম্প্যুতে আবার Alt / Ctrl / Delete বাটনগুলোই নেই। :|

ব্রিলিয়ান্ট নম্বর আর কোয়েশ্চেন। নম্বরটা ওল্টালে ৫১ হয়। এটার আশপাশ দিয়েও কি কিছু বোঝা যায় ? :P

ব্লগে ১৫ বছর পূর্ণ হতে আপনার আরও ১ মাস বাকী। আমাদেরও...... :#)

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৫

শেরজা তপন বলেছেন: Click This Link
আমি প্রথম পোস্ট দিয়েছিলাম ১৪ ডিসেম্বর ২০০৮ সালে - সে হিসেবে তো ১৫ বছর হবার কথা!! গণ্ডগোলটা কোথায়???

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার ১৫ বছর পূর্তির অপেক্ষায় থাকলাম। অগ্রিম শুভেচ্ছা ।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:২৮

শেরজা তপন বলেছেন: গতকাল তো জন্মদিন হয়ে গেছে অগ্রিম কেন তবে বুঝলাম না!! ওরা কেন আমার ১৪ বছর ১১ মাস দেখাচ্ছে মাথায় আসছে না- কোন অপরাধে একমাস কেটে নিল :(
যাউগ্গা শুভেচ্ছা নিয়ে নিলাম :)

১০| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:১৪

মিরোরডডল বলেছেন:



কামালের মন্তব্যটাও জোকসের মতোই মজার হয়েছে।
ব্লগের দাদু আর নাতি, কামাল আর শেরজার জন্য :)


নাতি : দাদা ঘুম আসছে না। একটু টিভি দেখবো?

দাদা : টিভি থাক দাদুভাই... তুমি আমার সাথে গল্প কর।

নাতি : আচ্ছা দাদা, আমাদের পরিবার কী সারাজীবন সাতজনেরই থেকে যাবে? মানে তুমি, দাদি, বাবা, মা, বোন, আমি আর আমাদের বিড়ালছানা মিউ!

দাদা : এবার আমরা একটা কুকুর সেন্ট্রি কিনবো তখন আমরা আটজন হয়ে যাব।

নাতি : সেন্ট্রিটা তো মিউকে মেরে ফেলবে তখন আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদা : তুমি বিয়ে করে নতুন বউ আনবে তখন আমরা আবার আটজন হয়ে যাব।

নাতি : কিন্তু বোন বিয়ে করে চলে গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদা : তোমার ছেলে-অথবা মেয়ে হলে আমরা আবার আটজন হয়ে যাব।

নাতি : কিন্তু তুমি মারা গেলে আমরা আবার সাতজন হয়ে যাব।

দাদা : হারামজাদা তুই যা এখান থেকে ... গিয়ে টিভি দেখ!




১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩০

শেরজা তপন বলেছেন: :) :) চমৎকার কালেকশন - ছুটির দিনের সকালেই হাসলাম মন খুলে!

আরো কিছু হোক...

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪১

মিরোরডডল বলেছেন:




আরো কিছু হোক...


বলে কি!!! আরও চাই?
শেরজাকে জোকস শুনিয়ে মন ভরানোর সাধ্য আমার নাই

:)

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৯

শেরজা তপন বলেছেন: এ কথা তো আপনার ব্যাপারে আমার কথা- আপনি আমার কপি করেছেন :)

আপনার জোকসের বিশাল এক কালেকশন আছে। আমারও বেশ ভাল পরিমান আছে তবে তার বেশিরভাগ ব্লগে প্রকাশের অনুপযোগী!

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৪৪

ডার্ক ম্যান বলেছেন: আমি চাই ব্লগ অন্তত আরও ৫ বছর টিকে থাক ।

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২০

শেরজা তপন বলেছেন: মিরোর আপুর মত আমারও প্রশ্ন সেটাই, কেন মাত্র পাঁচ বছর??
পাঁচ বছর পর আপনি বিয়ে করবেন নাকি?

১৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৫৫

মিরোরডডল বলেছেন:




ডার্ক ম্যান বলেছেন: আমি চাই ব্লগ অন্তত আরও ৫ বছর টিকে থাক ।


মাত্র ৫ বছর ??? :(


১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

শেরজা তপন বলেছেন: সে তো পাঁচ বছর চাইল- আপনি একটা প্রত্যাশিত সময় বলেন?
বাস্তবতা হচ্ছে; জানা আপুর যদ্দিন ইচ্ছে আগ্রহ উদ্দীপনা অবশিষ্ঠ থাকবে সেই পর্যন্ত ব্লগ টিকে থাকবে। তার পরে ব্লগের হাল ধরার সম্ভবত কেউ নেই। ব্লগের যদি খোল নোলচে পালটিয়ে আরেকটু আপডেটেড না হয় তবে যুদ্ধ করে টিকে থাকা কঠিন! হাজার হাজার ব্লগার মোবাইল থেকে ব্লগে ঢুকতে না পেরে - দু'চারবার চেষ্টা করে হতাশ হয়ে ফেরার ইচ্ছে নিয়েও আর ফিরে আসেনি। প্রতিদিন এভাবে সম্ভবত অনেকেই চেষ্টা করছে- আর হতাশ হয়ে ফিরে যাচ্ছে। এই ব্লগের যেমন জনপ্রিয়তা ও প্রভাব ছিল তাতে একটু চেষ্টা করলেই এটাকে লাভজনক একটা সাইটে রূপান্তর করা সম্ভব। সমস্যা হচ্ছে ব্লগের পেছনের যেই কারিগরগুলো আছে তারা অন্য রুটি-রুজী ও কাজের ফাঁকে ব্লগের দেখভাল করে।
'যাচ্ছে চলে যাক বাস-ঠেলা-টেম্পু' -এইভাবে চলছে ব্লগ এখন। শুধু জানা আপুর বিশেষ একটা আবেগের জন্য ব্লগটা খুড়িয়ে চলছে মাত্র।

১৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫

জুন বলেছেন: ১৫ বচ্ছর হইছে বৈলা মন খারাপ কৈরেন্না শেরজা, আমিও আপনার পিছে পিছে আসতেছি :(
ফেব্রুয়ারিতে আমার ১৪ বছর হবে। কুফা তের কাটবে আর তখন সামুতে বিশাল কইরা একটা পার্টি দিবো B-)
জোকস লিখতে গিয়ে প্রিয় প্লেয়ার জেকোভিচের নাম অটো চলে আসলো, কি যে একটা অবস্থা #:-S তা জোকসগুলো পুরনো হলেও ভালো লাগলো আবার মনে করে। দোয়া কইরেন আমি যেন মরার পর এমন ধোকায় না পরি :(

অনেক অনেক শুভকামনা রইলো, এভাবেই আরো পনেরো বচ্ছর মিনিমাম লিখে যান শেরজা।
+

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪

শেরজা তপন বলেছেন: জোক লিখতে গিয়ে খেলোয়ার জোকোভিচের নাম অটো চলে আসলো :) ~ আমার এন্টেনায় ধরতে একটু দেরী হয়েছে তবে পরে বুঝে বেশ হাসলাম দারুণ বলেছেন!
সংখ্যা ১৩ কে এখনো কি কুফা ভাবেন? আমার কাছে তো মনে হয় ১৪ ১৫ ১৬ ১৭-১৮ বিশ যত উপর দিকে যাবে সবগুলোই কুফা!!! সময় যত আগাবে ব্লগ বন্ধ হবার সম্ভাবনা তত বাড়তে থাকবে। :(

১৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৪৬

ডার্ক ম্যান বলেছেন: লেখক বলেছেন , পাঁচ বছর পর আপনি বিয়ে করবেন নাকি?

আপনি ঘটকালী করলে , করতে আপত্তি নাই ।

মিরোরডডল বলেছেন: মাত্র ৫ বছর ??? :(

কারণ ব্লগে তখন আমার ১৫ বছর হবে

১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৫

শেরজা তপন বলেছেন: কি বলেন ঘটখালীতে আমার বেশ বাজে অবস্থা!!
আমার নিজের বউ খুঁজে দিয়েছে ছোট ভাইয়ারা মিলে :)

১৬| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৬

মিরোরডডল বলেছেন:





শেরজা তপন বলেছেন: খুব ভালো।
মনের আনন্দে আরও যদি কিছু ছবি আপলোড করতেন একসাথে তাহলে ব্লগের প্রথম পাতা জুড়ে আপনিই শুধু থাকতেন



হা হা হা হা শেরজা
why are you so naughty??? :)

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

শেরজা তপন বলেছেন: :) কথা তো খারাপ বলি নাই। সেই পোস্ট আবার নির্বাচিত পাতায় দিয়েছে মডু !!!

১৭| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৩

জুন বলেছেন: আপনি কি জানেন থাইল্যান্ডের মেইন এয়ারপোর্ট সুবার্নভুমিতে ১৩ নম্বর কোন লাগেজ আসার বেল্ট নেই, ১২ র পর ১৪ :)
বাসা বাড়ির হোল্ডিং নম্বর ১৩ নেই, ১৩ নম্বর রাস্তা নেই।
১৩ এত কূফা শেরজা :-&

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩৯

শেরজা তপন বলেছেন: ১৩ তারিখ এত কুফা হইলে ক্যালেন্ডারের পাতায় রাখছে ক্যান?
১৩ তারিক ক্যালেন্ডারের পাতা থেকে তুলে দেবার জন্য আন্দোলন করা উচিৎ ...
এইরকম কুফা তারিখের কোন দরকার নেই!

১৮| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৯

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

এইবার একটি ক্যাঁচাল পোস্ট দেন।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪০

শেরজা তপন বলেছেন: আপনিও ভাই ক্যাচাল পোস্ট চাইলেন!! এমনিতেই গাজী সাহেব আমাকে ক্যাচালগুরু ভাবে -এইটা এখন প্রতিষ্ঠিও সত্য হয়ে যাবে :(

১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: এ কথা তো আপনার ব্যাপারে আমার কথা- আপনি আমার কপি করেছেন :)

অবশ্যই কপি করেছি, বোঝাতে আমার কেমন লেগেছে :)

আপনার জোকসের বিশাল এক কালেকশন আছে।

নট রিয়েলি, সাচুর কালেকশন ভালো, শুধু তাই না, সাচুর স্বরচিত জোকস আরও মজার হয়।

আমারও বেশ ভাল পরিমান আছে তবে তার বেশিরভাগ ব্লগে প্রকাশের অনুপযোগী!

মানে কি??? জোকস সিরিয়াসলি নেয়ার কিছু নাই। অবশ্যই শেয়ার করবে, প্রয়োজনে কিছু শব্দ একটু ফিল্টার করে নিবে।


১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৫

শেরজা তপন বলেছেন: আপনি যাই বলেন জোকস আপনার শিরায়-উপশিরায়! আড্ডা আলোচনায় আপনি চরম রসপূর্ণ কথা বলে সবাইকে চমকে দিয়ে হাসান।
সাচু, জোকসও রচনা করে? সেগুলো কি মৌলিক?

মানে কি??? জোকস সিরিয়াসলি নেয়ার কিছু নাই। অবশ্যই শেয়ার করবে, প্রয়োজনে কিছু শব্দ একটু ফিল্টার করে নিবে।
~ সবাই কি আর আপনার মত- এখানে অনেক ভদ্রনোক ব্লগার আছেন। তাদের বাচ্চা-কাচ্চা কেমনে পয়দা হইল সেইটা এক বিস্ময়!!!

২০| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:




একজন পুলিশ অফিসার ওভার স্পীডের জন্য একটা গাড়ি থামানোর চেষ্টা করছে।
লোকটি ধীরে ধীরে তার গতি আরও বাড়ায়। কিন্তু একসময় বুঝতে পারে যে সে পালাতে পারবে না, তাকে থামাতেই হয়।

পুলিশ গাড়ির কাছে এসে বলে, "অনেক লেইট হয়ে গেছে এবং আমার শিফট প্রায় শেষ, তাই যদি আপনি আমাকে আপনার আচরণের জন্য একটি ভাল অজুহাত দিতে পারেন, আমি আপনাকে ছেড়ে দেব।"

লোকটি কয়েক সেকেন্ডের জন্য চিন্তা করে এবং তারপর বলে, "আমার স্ত্রী প্রায় এক সপ্তাহ আগে একজন পুলিশের সাথে পালিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম আপনি হয়তো সেই অফিসারটি স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন!"

.................................

কাপলদের নিয়ে জোকসগুলো এমনই হয়।
ম্যাক্সিমাম দেখা যায় বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফ থেকে মুক্তি পেলে বাঁচে।
এর পেছনের রহস্য কি?

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

শেরজা তপন বলেছেন: হ্যাঁ এইটা আমি ভাবি মাঝে মধ্যে- সারা পৃথিবীর পুরুষদের কত অভিযোগ নিজেদের বউকে নিয়ে কিন্তু তবুও দিব্যি সবাই সংসার করে!!
আমি ভেবেছিলাম এই সমস্যাটা শুধু আমারই- এখন মনে হচ্ছে এইটা আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখা উচিৎ। :)
*********
আসেন এই নিয়ে প্রথমে আপনি আপনার মত করে একটা লেখা দেন- আর আমি আমার মত করে। একটু মৌজ মাস্তি হোক

২১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: অভিনন্দন আপনাকে।
দীর্ঘদিন সামুতে টিকে আছেন।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৯

শেরজা তপন বলেছেন: আপনাকেও ধন্যবাদ- আপনিও আমার থেকে খুব পিছে নয়। ১৪ আর ১৫ এই আর কি!

২২| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

প্রামানিক বলেছেন: ১৫বছর টিকে থাকা কম নয়। আরো অনেক বছর টিকে থাকেন এই কামনা করি।

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫০

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে - আপনাদের মত পুরনো ব্লগারদের পাশে পেলে ভাল লাগে। থাকুন ব্লগের সাথে।

২৩| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৫ বছর শেষ হওয়ার আগেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি (যেহেতু আপনি দাবি করছেন ১৫ বছর পূর্তি হয়েছে। কিন্তু সামুর হিসাবে হয় নাই)। সামু ব্লগে মনে হয় ১৮ মাসে বছর হয় অথবা সামুর বছরগুলি সবই লিপি ইয়ার। :)

আপনার কৌতুক বেশ উপভোগ্য হয়েছে। মিরর আপনার কাছে স্বামী স্ত্রীর কৌতুক চায় আর আপনি দেন বিল গেটসের কৌতুক। :) মিররের কৌতুকের মজুদ অনেক বেশী। তার উপরের কৌতুকগুলি বেশ মজার ছিল। নানা নাতিরটা বেশী ভালো লেগেছে। নানা নাতি নিয়ে একটা কৌতুক বলতে পারতাম কিন্তু সেটা এখানে বলা মনে হয় ঠিক হবে না। স্কুল, কলেজের বাচ্চা কাচ্চা ব্লগে বেশী তো। আমার কৌতুকের তেমন মজুদ নাই। তারপরও স্বামী-স্ত্রীর একটা কৌতুক বলার চেষ্টা করি। মিরর বলবে এগুলি তো কবেই শুনেছি। তারপরও বলি।

জোকস - ১ঃ
স্বামী স্ত্রীকে রোমান্টিক মুডে জিজ্ঞেস করছে
- সোনামণি বল তো তুমি আমার চেহারা না বডি কোনটার প্রতি বেশী আকর্ষণ বোধ কর?
স্ত্রী - তোমার সেন্স অব হিউমার। :)

জোকস - ২ঃ
এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে যে তুই কিভাবে ভাইকে দিয়ে এতো ভারী ভারী বোঝা ৬ তলা পর্যন্ত উঠালি? ভাই না করলো না?
আরেক বান্ধবী কানে কানে প্রথম জনকে বলছে - শোন তোকে একটা কৌশল শিখিয়ে দেই। কোন কঠিন শারীরিক কাজ জামাইকে দিয়ে করাতে চাইলে তাকে বলবি এই বয়সে তুমি এগুলি পারবে না। তারপরেই দেখবি মজা। :)

১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৪

শেরজা তপন বলেছেন: আপনার শেষের জোকসা কিন্তু প্রাক্টিক্যাল জোকস। সব মেয়েরা এই থিউরি পুরুষদের উপরে এপ্লাই করে :(

আপনি বলে নিজে জোকস লেখেন; সেগুলোও নাকি মজার! মিরোর আপু কইল।
সেখান থেকে দু'একটা ঝাড়ুন ...

মিরোর আপু স্বামী স্ত্রীর জোকস শুনতে চাইছে এইটা পনি বুঝলেন কিন্তু আমি গান্ডু বুঝলাম না!!! আফসোস

২৪| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

মিরোরডডল বলেছেন:





সাচুর দেয়া প্রথমটা জানতাম, সেকেন্ডটা আগে শুনিনি।


ওয়াইফ : তোমার কাছে আমি কিরকম?

হাজব্যান্ডঃ A B C D E F G H I J K

ওয়াইফঃ তার মানে কি?

হাজব্যান্ডঃ Adorable, beautiful, cute, delightful, elegant, fashionable, gorgeous, and hot.

ওয়াইফতো যার পর নেই খুশি হয়ে বললো, থ্যাংকস ডার্লিং কিন্তু শেষের I J K কি হবে?"

হাজব্যান্ডঃ I'm just kidding :)




১৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

শেরজা তপন বলেছেন: দেখেন ছেলেরা সত্যি কথা কত সহজে বলে দেয়- আর এর জন্যই দুনিয়ার যত অশান্তি!
প্রেমিকা বন্ধু মেয়েটা একদিন গার্জিয়ান হয়ে শুধু শাসন করে আর বিবিধ ইমোশনাল ব্লাকমেইল করে স্বাধীনতা কেড়ে নেবার ধান্ধা করে!

২৫| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

করুণাধারা বলেছেন: পনের বছর পূর্তি উপলক্ষে শুভকামনা। আরও অনেকদিন আনন্দের সাথে ব্লগিং করুন।

আপনার জোক দুখানা দেখে মনে হলো একটু রাশিয়ান জোক দেখি। চ্যাটজিপিটিকে বললাম একটা রাশান জোক বলো। মুহূর্তের মধ্যে এই জোকটা (!) হাজির:

এক রাশিয়ান বিড়াল কম্পিউটারের উপর বসে আছে। কারণ তার নজর মাউসের দিকে।

বিরক্ত হয়ে এবার বললাম, এটা রাশিয়ান জোক না। ঠিক আছে, খাবার নিয়ে একটা রাশিয়ান জোক বল। এবারেও এক লাইন জোক:

Why did the tomato turn red? Because it saw the salad dressing!

আরও বিরক্ত হয়ে বললাম, একটা রাশিয়ান জোক বলো। রাশিয়ায় বাংলাদেশী ছাত্রদের নিয়ে একটা জোক বলতে পারো। এবার দীর্ঘ একটা অনুচ্ছেদ উত্তর এলো, যার বক্তব্য হলো যে কোন সম্প্রদায়ের প্রতি হিংসা বিদ্বেষ অবজ্ঞা প্রকাশ করা ভালো কাজ নয়। চ্যাটজিপিটি এমন কাজ করে না!

বুঝলাম যন্ত্র যত চটপট হোক না কেন, মানুষের অনুভূতির নাগাল পাওয়া এর কাজ না!!

১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

শেরজা তপন বলেছেন: আরে বইলেন না, আমি তো মুজতবা আলীকে নিয়ে প্রশ্ন করে বিপদে পড়েছিলাম। কি উত্তর দিয়েছিল জানেন;
হ্যাঁ, সৈয়দ মুজতবা আলী একজন বিখ্যাত বাংলাদেশী সাহিত্যিক এবং সমাজতন্ত্র পরিচালক ছিলেন। তিনি সাধারণত বাংলা সাহিত্যের উপন্যাস, গল্প এবং নাটক লেখা করেছিলেন। তাঁর কিছু প্রসিদ্ধ উপন্যাস হল 'রঙ্গালী বউ', 'আমার হৃদয়ে আজ কি খুশি নেই' এবং 'আকাশের আঁধার'। তিনি সমাজতন্ত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগ্রহ ও সম্পাদনার জন্য সংগ্রহ করা হাজার হাজার দস্তাবেজ সংরক্ষণ করেন।

এখন বলেন ভিনদেশী কোন মানুষ যদি এ আই এর সাহায্য নিয়ে এমন বিখ্যাত কাউকে নিয়ে কিছু একটা লিখতে চায় তবে সে কত ভুল ইনফর্মেশন পাবে??

২৬| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৮

বিজন রয় বলেছেন: না আমি ক্যাাঁচাল পোস্ট চাইনা। এমনিতেই বলেছি।

তবে কবিতা পোস্ট চাই।
একটি কবিতা পোস্ট করুন।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

শেরজা তপন বলেছেন: আমিতো গদ্য লেখক - কবিতাই বুঝি না ভাল করে- এই ব্লগ জীবনে একটা মাত্র কবিতা দিয়েছিলাম।

আপনার চমৎকার কবিতার পাশে আমার মত অকবিদের কবিতা এর শুধু সংখ্যাই শুধু বাড়াবে আর কোন কাম হবে না।

২৭| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৮

সোহানী বলেছেন: হেহেহেহে নিজেকে বুড্ডা ভেবে বুড্ডা ক্লাব বানান...............

১৫ তো টিন এজ, বুড্ডা হবারতো কোন কারনই নাই। তবে আমি আপনার চেয়ে বড়, এটা ভেবে আনন্দ পাচ্ছি।

বুড্ডা জোকস্ সুপার হয়েছে.............

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৯

শেরজা তপন বলেছেন: ভাবতেই ভাল লাগছে যে আপনাদের মত প্রাগৈতিহাসিক ব্লগারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্লগিং করছি।

আসলেই একটা বুড্ডা ক্লাব বানাতে হবে।সবচেয়ে সিনিয়রটারে সভাপতি করব। :)

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

নীলসাধু বলেছেন: আপনার পোষ্ট দেখে আমি আমারটাও দেখে আসলাম। ও মাই গড। ১৫ বছর এক মাস সময়।
এই এতোটা সময় এই ব্লগে আছি মনে হতেই তো অবিশ্বাস্য লাগছে।

১৫ বছর+ সময় ধরে যারা ব্লগিং করছে তারা সবাই নিশ্চিত বুড়ো ব্লগার। হা হা।

১৭ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

শেরজা তপন বলেছেন: জ্বী ভাই ১৫ বছর অনলাইনের কোন প্লার্টফর্মে টিকে থাকা বিশাল ব্যাপার! অবশ্য যারা ১৭ বছর ধরে আছে তারা মুখ টিপে হাসবে- কেননা শুরুর ব্লগের ভবিষ্যত নিয়ে তারা বেশ শঙ্কিত ছিল- তারপরেও আঁকড়ে ধরে ছিল।
বয়সে আমরা যে যাই হই- ব্লগিংয়ে আমরা বুড়ো :)

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

মিরোরডডল বলেছেন:





সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরর আপনার কাছে স্বামী স্ত্রীর কৌতুক চায় আর আপনি দেন বিল গেটসের কৌতুক।

আরে আজিব!!!
কখন বলেছি আমি!!

ওকে বাচ্চাদের জোকস দিলাম তাহলে।

..............

- এত্তটুকুন ছেলে তুমি এত বড় দোকান একা সামলাও!
- হ্যাঁ
- বৈয়মের লজেন্স, চকলেট, বিস্কুট এ-সব খেতে লোভ হয় না?
- হয়। খাই না। চেটে- চেটে রেখে দিই।


.................

বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে বন্ধুর চার বছরের ছেলের সাথে কথা বলছে জামিল সাহেব।
- খোকা, তুমি কী পড়?
- হাফপ্যান্ট পড়ি।
- না, মানে কোথায় পড়?
- কেন, নাভির উপরে।



................






১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ বেশ - তাই বলে এত শিশুতোষ!!!
তবে সাচু এবার জব্দ হবে - সে কি আসবে এই পোস্টে আর?


৩০| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১৯

মিরোরডডল বলেছেন:





আরও একটা দিচ্ছি, এটা সাচুকে নিয়েই :)


দোকানে এক টেকো লোককে দেখে ছোট্ট মেয়েটি চিৎকার জুড়ে দিল – ‘দেখ মা, দেখ! লোকটা না, টেকো!’
মা লজ্জা পেয়ে ফিসফিস করে বলল, ‘ছিঃ মামনি, উনি শুনতে পাবেন।’
মেয়েটি আশ্চর্য হয়ে জানতে চাইল – ‘কেন? সে কি জানে না যে তার মাথায় টাক?’


১৮ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫০

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ এমনটা আমাদের সবক্ষেত্রেই ঘটে। যেটা যে সেটা তাকে বললে অপমান হয়।
আচ্ছা সাচুর কি টেকো মাথা?

৩১| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৮

মিরোরডডল বলেছেন:




জানিনা, ফান করে বলি, সাচু কখনোই রাগ করবে না।

তবে সেই শুরুতে সাচুর যে পোষ্টে আমি প্রথম কমেন্ট করেছিলাম, সেটা টেকো মাথা নিয়ে :)


১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

শেরজা তপন বলেছেন: সে কবে?

ব্লগ আজ ঝিম মেরে গেছে- আপারা কেউ নেই দেখি। আপনি পোস্ট দিচ্ছেন না বহুদিন।

৩২| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১

মিরোরডডল বলেছেন:





আপারা সবাই কোথায় বলতে পারছিনা কিন্তু শায়মাপু এই উইকে অস্ট্রেলিয়ায় ফ্লাই করার কথা।

আমি ভেবেছিলাম শেরজাকে বুনোর পোষ্ট পড়তে বলবো, দেখলাম শেরজা অলরেডি পড়েছে।
বুনোর লেখাটা আমার খুবই ভালো লেগেছে। পোষ্টে এমন অনেক বিষয় এসেছে যেটা সম্পূর্ণ সমর্থন করি।
আর লেখার স্টাইল দারুণ!!!!!!!!!
আমি মুগ্ধ।



১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

শেরজা তপন বলেছেন: হ্যাঁ বুনোর পোস্ট পড়ে আমি বিমোহিত। আপনার মত বলতে হয়, কয়েক যায়গায় হুবুহু আমার আমার মনের কথা বলে দিল যেন সে। সত্যিকারে পাড় সাহিত্যিকের মত তার লেখার মান। এমন লেখা ও লেখকদের উদ্বুদ্ধ করা প্রয়োজন।

শায়মা আপু কি আপনার সাথে যোগাযোগ করবে বলে মনে হয়?

৩৩| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩০

ডার্ক ম্যান বলেছেন: আপারা সবাই দুলাভাই এর সাথে ট্যুরে গেছে। তাই সৎ ভাইদের সাথে আড্ডা দিতে পারছে না।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ এরা এখন দুলা ভাইদের পাত্তা দেয় না। ব্লগের প্রায় সব নারী ব্লগার একা একা ড্যাং ড্যাং করে ঘুরতে পছন্দ করে।
দেশের সন স্বাধীনচেতা নারীরা ব্লগে এসে জড়ো হয়েছে। বেচারা দুলাভাইবৃন্দের জন্য সহমর্মীতা।

৩৪| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৮

মিরোরডডল বলেছেন:




আপনি পোস্ট দিচ্ছেন না বহুদিন।

আমার আর পোষ্ট!!!!!!!!!!!!!!!!!!
ভালো লাগে না।

আসলে আমি যখন ব্লগে আসি, কেমন যেনো নিজেকে স্বার্থপর মনে হয়।
সবার সাথে আড্ডা দিচ্ছি আনন্দ করছি অথচ ....................

আমি কখনোই শুধু নিজেকে নিয়ে ভালো থাকতে চাইনি।
This is not me.
সবসময় সবাইকে নিয়ে ভালো থাকতে চেয়েছি।

তাই আমার যদি মনে হয়, কেউ ভালো নেই, ওটাতে আমি শান্তি পাইনা।

এনিওয়ে, ভালো থাকবে শেরজা।
গুড নাইট!


১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

শেরজা তপন বলেছেন: কি বলব ... এভাবে বেঁচে থাকুন অনন্তকাল।
শূভকামনা ও আন্তরিক ভালবাসা রইল

৩৫| ১৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: মিরোরডডলের কৌতুকগুলি আগে কখনও শুনি নাই। বেশ মজার কৌতুক। :)
কৌতুক নাম্বার ১ঃ
গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড একসঙ্গে পরীক্ষায় ফেল করেছে। লজ্জা না থাকায় সেই রাতেই দুজন ফোনে কথা বলছে-
মেয়ে : জান, আব্বু তো আমাকে বলছে যে পড়ালেখা বন্ধ!
ছেলে : আর কী বলেছে?
মেয়ে : আমাকে নাকি রিকশাওয়ালার সঙ্গে বিয়ে দেবে!
ছেলে : চিন্তা করো না।
মেয়ে : কেন?
ছেলে : আমার বাবাও আমাকে পড়ালেখা ছেড়ে রিকশা চালাতে বলেছে!

কৌতুক নাম্বার ২ঃ
বাবার সাথে মার্কেটে গিয়ে খেলনা গাড়ি কেনার পরে ছোট্ট রনি বলছে 'বাবা খেলনা কি এখানে ভাঙবো নাকি বাসায় নিয়ে ভাঙবো? :)

১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৩

শেরজা তপন বলেছেন: দুটোই শুনেছিলাম তারপরেও মজা পেলাম বেশ!
বাচ্চাদের আড্ডার কৌতুক জমে উঠেছে

৩৬| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

ডার্ক ম্যান বলেছেন: নারীদের মটো হচ্ছে এখন এরকম "থাকবো নাকে বদ্ধঘরে, দেখবে এবার জগৎটাকে।""
বাইরের জগৎ দেখতে দেখতে এরা আপন জগৎটাকে হারিয়ে ফেলে ধীরে ধীরে।

১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৭

শেরজা তপন বলেছেন: হতে পারে কেউ কেউ- তবে সবাই না। সবারই জগতটা দেখা উচিৎ

৩৭| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: বাচ্চাদের আড্ডার কৌতুক জমে উঠেছে

আজকের জন্য :)

ফ্ল্যাট বাড়ির তিন তলায় ছয় বছরের এক ছেলে কলিংবেল বাজাবার চেষ্টা করছে কিন্তু নাগাল পাচ্ছে না।
এক ভদ্রলোক তা দেখে কলিংবেল টিপে জিজ্ঞেস করল, এবার কী করব?
ছেলেটি বলল, আমি তো পালাব। আপনি কী করবেন তা আমি কি জানি?



শেরজা আমি কিন্তু এই কাজ বড় হয়েও করেছি।


১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ এইটা আগে শোনা হয়নি কখনো।
আপনি এই রকম ফাজিল ছিলেন !!! বিশ্বাস হয় না :-B

বাচ্চাদের কৌতুক আমি মনে করতে পারছি না কোনটাই আজব!

৩৮| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৮

মিরোরডডল বলেছেন:




ছেলেটা ৬ বছরে যা করেছে, আমি ১৬ বছরে করেছি।

বাচ্চাদের কৌতুক আমি মনে করতে পারছি না কোনটাই আজব!

কারণ শেরজা এখন বাচ্চার বাবা হয়ে গেছে।
কি আর করা, শেরজার হয়ে আমি দিয়ে যাই :)


স্কুলে রওনা হতে দেরি হয়ে গেছে লাজমীর।
হাঁটতে হাঁটতে তাই সে বলছে, আল্লাহ আমি যেন সময়মতো স্কুলে পৌঁছাতে পারি! আল্লাহ, আমাকে সাহায্য কর।
হঠাৎ সে একটা হোঁচট খেল। হোঁচট খেয়ে বলল, আল্লাহ তোমাকে সময়মতো স্কুলে পৌঁছে দিতে বলেছি, ধাক্কা দিতে তো বলি নি।



২০ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৩

শেরজা তপন বলেছেন: আমি একাই বাচ্চার বাবা হইলাম... সাচু কি হয় নাই?
আপনার কথা আর কি বলব সবকিছু কঠিন বর্মের আড়ালে আছে!!

৩৯| ১৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: পোস্টখানি পাবলিশ হওয়ার সাথে সাথেই পড়েছিনু। কিন্তু ব্যস্ত ছিনু বলে কমেন্ট করতে পারি নাই।

বর্ণাঢ্য ১৫ বছর ব্লগ লাইফ পার করার জন্য অজস্র অভিনন্দন ও প্রাণনিংড়ানো ভালোবাসা রইল আপনার জন্য। ব্লগকে পোস্ট ও কমেন্টের মাধ্যমে প্রাণবন্ত রাখার জন্য আপনার অবদান শীর্ষে। এটা অব্যাহত থাকবে, উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আপনার প্রতি এ প্রত্যাশা।

আচ্ছা, আমি যদিও পিসিতে অনেক কাজ করি, তবে অপারেটিং সিস্টেম নিয়ে অতো বদার্ডও না, এবং এগুলো সম্পর্কে অতো জ্ঞানও নাই। তাই উইন্ডোজ৯৫-কে এত পচানোর কারণ বুঝলাম না :) তবে, উইন্ডোজ সাহেবের আর্লি ভার্সন ৯৫ ছিল বলেই আজ আমরা অপারেটিং সিস্টেম ১১ পর্যন্ত আসতে পেরেছি (মনে হয় এরপরও আরো কিছু আছে)। তবে, আমি ১০-এ সেটল্‌ড, পরের ভার্সনে যাই নি এখনো কিছু ঝামেলা হবে ভেবে।

যাই হোক, এইক্ষণে কিছু কৈতুক দিতে চাইছিলাম। অত ঘাঁটাঘাঁটি করলুম না, হাতের কাছ থেকে একটা জানা কৈতুক দিয়া গেনু :)


---

এক রাজা একদিন দেখতে চাইলেন তার রাজ্যবাসীদের ঘরে কার হুকুম চলে?
স্বামীর... নাকি স্ত্রীর।
তিনি রাজ্যে ঘোষণা করলেন...
যার ঘরে বউ এর কথা মানা হয় সে রাজপ্রাসাদে এসে একটা করে আপেল নিয়ে যাবে।
আর যার ঘরে স্বামীর কথা চলে সে পাবে একটা ঘোড়া।
পরের দিন সমস্ত রাজ্য বাসী হাজির,
সবাই একটা করে আপেল নিয়ে ঘরে চলে যেতে লাগলো...
রাজা ভাবলেন, সন্ধ্যে হয়ে গেল, এখনো কি এমন একজনকেও পাওয়া যাবে না যার ঘরে স্বামীর কথা চলে!
এমন সময় একজন এলো লম্বা চওড়া স্বাস্থ্য, ইয়া বড় গোঁফ। সে এসে বললো,
"আমার ঘরে আমারই কথা চলে।"
রাজা বেজায় খুশি হলেন। তিনি বললেন,
"যাও, আমার ঘোড়াশাল থেকে সব থেকে ভালো ওই কালো ঘোড়াটা তোমায় দিলাম।"
লোকটা ঘোড়া নিয়ে চলে গেলো।
রাজা খুশি মনে বললেন, "যাক অন্ততপক্ষে একজন তো পাওয়া গেলো"।
কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল সেই লোকটা ঘোড়া নিয়ে ফিরে এলো এবং বললো, "রাজা মশাই আমাকে ঘোড়াটা পাল্টে দিন,
আমার বউ বললো যে কালো রং অশুভ, সাদা শান্তির প্রতীক, তাই সাদা ঘোড়া দিন।"
রাজা রেগে গেলেন...
"তুই ঘোড়া রেখে একটা আপেল নিয়ে এখুনি আমার সামনে থেকে বিদায় হও।"
রাতের বেলা মন্ত্রী এলো, বললো, "রাজা মশাই, সবাই তো আপেলই নিলো! আপেলের বদলে আপনি যদি অন্তত পাঁচ কেজি করে চাল দিতেন তো আপনার প্রজাদের কিছু সাশ্রয় হত।"
রাজা বললেন, "আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু বড় রানী বললো আপেলই ভালো হবে।"
মন্ত্রী শুধালো, "রাজা মশাই, আপনাকেও কি একটা আপেল কেটে দেবো?"
রাজা লজ্জিত হয়ে বললেন, "সে কথা থাক, আগে বলো তুমি রাজসভায় এই মতামত না দিয়ে এখন কেন দিতে এসেছো এই রাতের বেলায়??"
মন্ত্রীর লাজুক উত্তর, "আগামীকাল সকালেই বলতাম, কিন্তু আমার বউ বললো এখনই যাও আর রাজামশাইকে বুদ্ধিটা এখনই দিয়ে এসো যাতে করে পরের বারে চাল দেওয়ার ঘোষণা দেন উনি।"
রাজা স্বস্তির হাসি হেসে বললেন, "আপেলটা তুমি নিয়ে যাবে? নাকি ঘরে পাঠিয়ে দেবো?"

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৫

শেরজা তপন বলেছেন: উইন্ডোজ ৯৫ তেমন কোন দোষ করেনি- মানব জাতির অগ্রযাত্রায় এর অবদান অনস্বীকার্য।
সমস্যা ছিল ৯৫ ঘন ঘন হ্যাং করত। তখন Alt. Ctrl আর Delete টাস্ক ম্যানেজারে গিয়ে এন্ড প্রসেসে যেতে হোত। এই বাটন কাজ না করলে সরাসরি কম্পিউটার বন্ধ করে চালু করতে হত।

এধারার কৌতুক বহুশ্রুত হলেও এটা সব থেকে সেরার কাতারে পড়ে। চমৎকার বুদ্ধিমত্ত্বার সাথে বয়ান করা হয়েছে।
এরকম অনেক কৌতুক পড়েছি কিন্তু আপেলেরটা একেবারেই নতুন ভার্সান।
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

৪০| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৬

আরোগ্য বলেছেন: ১৫ বছরে ১৫+ হাজার মন্তব্য করেছেন, ১৫+ হাজার মন্তব্য পেয়েছেন B:-) । বাহ্ ভালো একটা মিল বটে। অনেক অভিনন্দন। আমার তো মনে হয় সেই দিন রেজি: করলাম আর দেখতে দেখতে ৫ বছর হয়ে গেল।

২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

শেরজা তপন বলেছেন: আরে তাই নাকি- আমিতো এটা খেয়াল করিই নাই!! আহা কত দরদ থাকলে একজন মানুষ এত খেয়াল করতে পারে।
ভালবাসায় আপ্লুত হলাম।
সময়গুলো এমন ভাবে হুশশশশশশশশশশ করে কেটে যায় ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.