নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...
গাজিয়াবাদের গোপন এক ডেরায় আপার মুখোমুখি বসে মিঠাই লাগাইন্যা শয়তান' বসে মিচকি মিচকি হাসিতেছে।
আপা তারে জিগাইল, 'হাসতে কিউ হু?' (আপার হিন্দী এই রকম, কেউ ভুল ধরিয়েন না)
মিঠাই লাগাইন্যা শয়তান কইল, 'এইসেহী- তুরান্ত... আপ ফোন উঠাইয়ে আউর এক চিঙ্গারী (স্ফুলিঙ্গ)জ্বালাইয়ে।' এরপর সগোক্তির মত করে বলল,-বাঙ্গাল কো আব সমাঝ আয়েগা 'আভিভ্যাক্তি কি সাতন্ত্রতা'( বাক স্বাধীনতা) কিয়া চিজ হ্যায়।
আপা এমনিতেই এক কানে কম শুনেন। কথা ঠিক মালুম করতে না পেরে ভ্যাবদার মত চেয়ে আর এক কান পেতে দিলেন ...
***
জ্বী আপা, হ্যাঁ আপা
হ্যাঁ শুনো। আমি কিন্তু এখনো পদত্যাগ করি নাই।
কি কন আপা? সত্যি আপা? আল্লার কিরা আপা?
আরে হ্যাঁ আমিতো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
আল্লা আমিতো খুশী হার্টফেল কইর্যা ফ্যালব আপা। আপা আমি জানতাম আপা আপনি বঙ্গবন্ধুর মেয়ে আপা- বঙ্গবন্ধুর মেয়ে কখনো পদত্যাগ করতে পারে না আপা। আপা এই কথা আমি সবাইরে কইছি আপা কিন্তু কেউ বিশ্বাস করে না আপা। সব শালা নিমকহারাম আপা।
কিন্তু 'চুপ্পু' যে কইল আপা?
- আরে রাখো তোমার চুপ্পুর কথা। শোনো আমি আমি এখন নো ম্যানস ল্যান্ড দিয়া ঘোরাফিরা করতেছি। বি এস এফ চিপাচাপি দিয়া যে কোন সময় আমারে ঢুকায় দিতে পারে। জয় বাংলা।
- সত্যি আপা? মাইরি আপা। আপা একটু ওয়েট কইরেন আপা, আমি শুধু আমেরিকা থেইক্যা আইস্যা লই আপা।
** লে ঠ্যালা সামলা এখন বাঙ্গালীর বাকস্বাধীনতার!!!
সব বাংলাদেশীই এখন হাসিনার পদত্যাগ পত্র দেখতে চাইবে। এরপর পদত্যাগ পত্রে সয়লাব হয়ে যাবে নেট দুনিয়া। তাই নিয়ে হবে ভয়ঙ্কর বাকযুদ্ধ। এটা ভুয়া -জাল বলে ছুড়ে ফেলা হবে। অঁজ গাও-গেরামের সদ্য ফটোসপের নাম শোনা চ্যাংড়া পুলাটাও বলবে এইরকম চিঠি আমি ২০ পঞ্চাশখান বানাইতে পারি। ফেসবুকজুড়ে থিক থিক করছে বুদ্ধিজীবি আর পণ্ডিত। যে এক লাইন পড়তে পারেনা সে দেখে কোন ইমোটা বেশি, তিনি সেইটা চেপে দিয়ে পণ্ডিতি দেখান।
এই যে গুঞ্জন উঠলো এইটা আর থামবে না 'মিঠাই লাগাইন্যা শয়তান' আলতো করে তার 'শয়তানির একটু মিঠাই' লাগায় দিয়া এখন মিচকি মিচকি হাসিতেছে। এরপর থেকে বাংলাদেশের একাংশ মানুষের কাছে শেখ হাসিনা আজীবন প্রধানমন্ত্রী থেকেই যাবে। যতই প্রধানমন্ত্রীর দফতরের পত্র দেখান,তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে চুপ্পুর 'আল্লার কিরা কসম' করে কথা শুনান, এমনকি পদত্যাগের সময়কার ভিডিও-ও দেখান না কেন সবকিছু ভুয়া সাব্যস্ত হবে।
লও ঠেলা সামলাও
*** এত ক্যাচাল প্যাচালে না গিয়ে আসুন এর থেকে '৮০ দশক থেকে ৯০ এর মাঝামাঝি পর্যন্ত আমাদের পোলাপানের ইংরেজির কি হাল ছিল তাই নিয়ে একটি ফেসবুকীয় রঙ্গ' শুনি;
একবার স্কুলে মাইকেল জ্যাকসনের গান গাচ্ছিলাম সবাই। কোরাসে এসে ঝামেলা লেগে গেলো। কারণ একদল বললো: জাস্ট পিলে, আর আরেকদল জাস্ট পিরে।
মুহূর্তেই পুরো সেকশন দুইভাগে ভাগ হয়ে গেলো। কারণ আমরা বললাম, জাস্ট পিলেই ঠিক। আর আরেকদল আমাদের শ্রবণ প্রতিবন্ধী হিসেবে সাব্যস্ত করে বললো, জাস্ট পিরেই হচ্ছে আসল লিরিক্স।
যাইহোক, কিছুক্ষণ পর লাগলো মারামারি। কানা ইরফান, মাইগ্যা মজিদ, চোষা ফুয়াদ, ল্যাওড়া ইয়ামিনসহ অনেকেই আহত হলো। কিন্তু সমাধানে আসা গেলো না।
বছরখানেক পর ক্যাসেটের সাথে আসা লিরিক্স পড়ে যখন দেখলাম আসল উচ্চারণ হচ্ছে জাস্ট বিট ইট, পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিলো আমার।
এখন অনেকেই ভাবতে পারেন এই ভয়াবহ লেভেলের ইংলিশ লিসেনিং স্কিল নিয়ে আমরা তখন কিভাবে মাইকেল জ্যাকসনের গান গাইতাম?
তাদের জ্ঞাতার্থে কি গাইতাম, সেটা নিচে লিখে দিচ্ছি।
আডিস উডুস
লাডিস লুডুস
নোনা জাস ক্যান
লিডি মিডি ডিস্টিং বিট
মাচো ম্যান
দ্যা ফায়ার ইন দ্যা স্কাই
রাস্তার কুত্তা ভাই
জাস্ট পিলে
পিলেএএ পিলেএএ
পিলেএএ পিলেএএ
(অবিশ্বাস্য মনে হলেও শহরব্যাপী তখন এটাই ছিলো এই গানের সবচেয়ে গ্রহণযোগ্য লিরিক্স)
*মন্তব্যে একজন বলেছেন; আমরাও জানতাম এটা 'জাস্ট পিলে' কিন্তু 'জাস্ট বিট ইট' শোনার পরে আর কখনোই ওই গানের সুর মিলাইতে পারি নাই
মুল কৃতজ্ঞতাঃ SOBER
***
**( হিন্দী আউলা-ঝাউলা ঠিক করে নিয়েন)**
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৫০
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ রাশিয়া থাকাকালীন এই গানটা আমাদের খুব প্রিয় গান ছিল।
HAPPY NATION
এইটাই তো নাকি?
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
শেরজা তপন বলেছেন: আহ্ হারে মিসটেক হয়ে গেল!!
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১১
ভুয়া মফিজ বলেছেন: আফায় কোন কানে কম শোনে? নাকি ক্ষণে ক্ষনে সাইড চেন্জ হয়?
জ্বী আপা, হ আপা, আইচ্ছা আপা, কাইশ্যা আপা। আপা আপনে আম্রিকা আইয়া পড়েন আপা। না আপা? আচ্ছা আপা। দুনিয়াটা আপায় আপাময়। আমি ভাবতেছিলাম, এই যে আপায় সব আম্লীগ করইন্যা মানুষগুলানরে ভাসায়া দিয়া পিঠটান দিল, এরপরেও এরা এতো আপা আপা করে কেমনে? এরা হালুয়া-রুটির সোয়াদ কবে ভুলবে?
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
শেরজা তপন বলেছেন: ২১শে আগষ্ট জর্জ মিয়া যে গ্রেনেট মারছিল ওই গ্রেনেড হামলায় তার যে এক কান চিরদিনের মত বন্ধ হয়ে গেছে এইটা জানেন না?
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: বর্তমাৃ ভেজাইল্লা সময়ে মিঠাই লাগাইন্যা শয়তানরে এক বালতি রাবে'র ( ঝোলাগুড়) শুভেচছা
আপা'নি ( হাপানি না ) পদ্যাাতাগ কিল্লাই করব? আপা'নি কি হাপানির রোগীনি যে ২১ বছরেই শ্বাসটান চলি আইব? হেতি আরো ৪০ বছরও দেশের প্রেইয়াম minster (monster না) থাকব। আর এহন যারা দেশ সেবায় আছে সময় সুযোগে ছুপ্পু সহ সবাইরে ঘাউরে মজিদরে দিয়ে বাঁশ ডলুনি দিব। হের লাইগা আপা'নি আশে-পাশে ঘুরা-ঘুরি করতাছে । সুযুোগু পাইলেই দেশে হান্দাইয়া যাইব।
জ্যাকসন ভাউয়ের গান জোস ঐছে তয় কানা ইরফান, মাইগ্যা মজিদ,চোষা ফুয়াদ ও ল্যাওড়া কাউয়ার মারামারি আরও জোস ঐছে।
তাগো মারামারি শেষ ঐছে তয় এহনকার মারামারি চলতে থাকুক । আমি আরাম করে বসে দেইকবার জন্য মোড়াডা লই আই।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২১
শেরজা তপন বলেছেন: আপনার মন্তব্য কম মজাদার নয়!
চমৎকার রসালো মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। মজা পাইলাম
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৬
ঢাবিয়ান বলেছেন: মাইকেল জ্যকসনের এই গান যেই ঝড় তুলসিল সেই সময়ে। আসলে সেই সময়েতো সাব টাইটেল ছিল না, তাই যে যার মত করে ইংলিশ বুঝে নিত। আপনার গানের কথা পড়ে হানিফ সংকেত এর ইত্যাদির কথা মনে পড়ল। হানিফ সংকেত সেই সময়ে বনিয়মের গানগুলা বাংলায় রম্যময় অনুবাদ করত। boney m এর Rivers of Babylon ক্যরিকেচার করে গেয়েছিল
বাই দ্যা রিভার নিউখালি ,
আর বাড়ির হিসে দি সগির মিয়ার বাড়ি
সগির মিয়ার এক ডজন হোলাহাইন
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৭
শেরজা তপন বলেছেন: প্রথমে 'যদি কিছু মনে না করেন' আর তারপরে 'ইত্যাদি'। পুরো বাংলাদেশের মানুষকে বেশ হাসির খোরাক দিয়েছিল এই ইত্যাদি বহু বছর ধরে- এক সময় ইত্যাদি শুরু হওয়ার আগে বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে যাইত। বিটিভি'ই তখন সম্বল ছিল সবার কাছে।
আমরা এসব ইংরেজি গানের কত উল্টাপাল্টা ভার্সন করেছি এক সময়
আপনার এই গানের কথা দেখি এখনো মনে আছে বাহ বেশ
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:১৫
কামাল১৮ বলেছেন: আর্মি পাইলে কিন্তু দুই বছরের জন্য ঢুকাইয়া দিবো।ধারার কোন অভাব নাই।কোন ধারায় যে কাকে ধরবে কেই জানে না।
১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:২৪
শেরজা তপন বলেছেন: আর্মির শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে সেটাতে সে শুধু আটক ও মামলা করতে পারবে কিন্তু কোন জেল জরিমানা করার ক্ষমতা নেই। আর তাদের এই পাওয়ার শুধুমাত্র মেট্রোপলিটন শহরের বাইরে মেট্রোপলিটন শহরে তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। দিন পাল্টাইছে আপনাগো দিন নাইরে ভাই
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫২
আমি সাজিদ বলেছেন: পিলে চমকে গেলাম। সুপার পোস্ট শেরজা ভাই।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৬
শেরজা তপন বলেছেন: কেন ভাই এত ভয় পেলেন!!!
এটাতো প্রায় কাল্পনিক গল্প- এভাবে ভয় পাওয়ার কিছু নাই
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৬
জুল ভার্ন বলেছেন: বাস্তব জীবনে আফায় এখন ধানভানতে আছে....কিন্তু ব্লগে আফার গু গুলো এখনো শিবের গীত গাইতেছে- ওদের জন্য কিছু বলেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১৯
শেরজা তপন বলেছেন: হ্যাঁ শুনলাম যে মেয়ে-বোন মিলে পুরো পিকনিক মুডে আছেন। এক পার্কেও নাকি সপরিবারে গা জুড়িয়ে বাতাস খাচ্ছেন।
এত গুম হত্যা নৃশংসতা আর দেশকে ধ্বংস করে কিভাবে মানুষ এত আরামে আর রিল্যাক্স মুডে থাকে। আল্লাহ বলে অপরাধের কিছু শাস্তি পৃথিবীতে দেয়- ইনি দেখি উল্টা পুরস্কৃত হয়েছেন।
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৬
অস্বাধীন মানুষ বলেছেন: মাথার উপর দিয়ে গেল । অসাধারণ লিখেছেন ভাই। আপার ভাই বোনের অভাব নাই। কিন্ত কথা হল পাঁচ তারিখে আপার উপর দিয়ে
এত ঝরঝাপটা গেল তখন এই আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা আপা বলে পাগল হয়ে যাওয়া ভাই বোনেরা কোথায় ছিল।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:২৮
শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। তবে মাথার উপর দিয়ে গেছে যে সেটা ঠিক না, না হলে অসাধারন হল বুঝলেন কিভাবে?
সব ঘাপটি মেরে আছে - আপার ভাই বোনেরা সব সময় সুযোগ মত গর্ত থেকে বেরিয়ে আসবে, আর নিজেদের সবাই সুফি আউলিয়া দাবি করবে।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৩
কামাল১৮ বলেছেন: আমাদের দিন কখনই ভালো ছিলো না।শেখ মুজিবের ভয়ে পালিয়ে সংগঠন করেছি,ব্লগার হত্যার পর পালিয়ে বেচেছি।ভালো সময়টা কখনই ছিলো না।গত কয়েকটা বছর ভালো কাটাচ্ছি,মুক্ত বিশ্বে এসে।ভয়ে ভয়ে থাকতে হয় না।
বাংলা দেশে যতদিন ছিলাম প্রতি মুহুর্তে ভয় হতো এই বুঝি চাপাতির কোপ পড়ছে গাড়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫
শেরজা তপন বলেছেন: যাক শারিরিকভাবে একটু অসুস্থ থাকলেও ভিন দেশেই ভাল আছেন।
আসলেই এই দেশে পুরো কৈশোর যৌবন পৌঢ়কালটাই দৌড়ে উপরে কাটিয়েছেন। আপনার জন্য বিশেষ সমবেদনা রইল।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫২
সাড়ে চুয়াত্তর বলেছেন: মাইকেল জ্যাকসন আসলে 'পিলে' বলেছেন। এই 'পিলে' হিন্দি পিলে, যার অর্থ 'পান করে নে'। আপনি আবার কোত্থেকে পেলেন 'বিট ইট'। আমি তো এখনও গাই 'জাস্ট পিলে'। আপনার কথা আমি মানি না। সারা জীবন যেভাবে গাইসি সেভাবেই গাবো।
আপা চাচ্ছেন বিএসএফ ওনাকে চট করে ঢুকিয়ে দিক। তাই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। ওনার কান নিয়ে বাজে কথা বলবেন না। আপনার বাড়ির আসে পাশে আপা থাকতে পারে। মিঠাই লাগাইন্না শয়তান ব্লগেও আছে। ওদের থেকে দূরে থাকবেন।
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৫
শেরজা তপন বলেছেন: আমার মনে হয় ওই অংশটুকু জ্যাকসন হিন্দিতেই গেয়েছিল - ইংরেজী ভাষিদের বোঝার সুবিদার্থে 'বিট ইট' করেন।
কান নিয়ে বাজে কথা বললাম কই- এইটাতো উনার প্রতি দরদ দেখানো- এটা শুনে বিএনপির জজ মিয়ার প্রতি মানুষের ঘৃনা বেড়ে যাবে বহুগুন!
একজনে আপাতত হাজতবাসে আছে।
১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৩৭
শাহিন-৯৯ বলেছেন: শেষের বাংলা লেখা গানের অংশটুকু পড়ে হাসতে হাসতে শেষ।
আপা কিছু পুত্র জন্ম দিয়ে গেছে এ দেশে এরা কখনো মানুষ হবে না হাম্বালীগ থেকে যাবে। সাবেক ভূমিমন্ত্রীকে নিয়ে আল জাজিরা প্রতিবেদন করেছে সেখানে তার বিশাল বাড়ির ডান্ডার খোঁজ পেয়েছে তা নিয়ে একজন পোষ্ট করেছে সেখানে এক হাসিনা পুত্র মন্তব্য করেছে দলিল দেখান তাহলে বিশ্বাস করবো!! এরা কখনো হাম্বালীগ থেকে মানুষ হবে বলে আপনি বিশ্বাস করেন?
২০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:০৭
শেরজা তপন বলেছেন: আমিও খুব মজা পেয়েছিলাম!
' দলিল' দেখাইলে কইবে জাল -ভুয়া। এইরকম হাজার হাজার ফটোশপে করা যায়! ডিজিটার আর স্মার্ট বাংলাদেশের কারিগর এরা। এদের স্মার্টনেসের কাছে 'মোসাদ' এর চৌকস গোয়েন্দারাও ফেইল।
মন্তব্যে মজা পাইলাম।
১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:০১
জটিল ভাই বলেছেন:
আমার মতো শুধু বাংলা জানা পাবলিকের জন্যে পোস্টে সাবটাইটেলস্ যুক্ত করার দরকার ছিলো বড় ভাই
০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০২
শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ ঠিক আছে আপনি না হয় যুক্ত করে দিন
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭
শায়মা বলেছেন: হা হা পিলে পিরে ফিরে
আমার এক কাজিন পিচ্চি গাইতো আন্ডারটু লেশন আন্ডার টু লেশন হ্যাপিলীশন!!!!!!!!!! কোন গান বলো দেখি.....