নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সিয়াম রক্সয

অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন,সত্যের পথে একধাপ । ফেসবুক ফ্যান পেইজ ঃ- https://www.facebook.com/shiam07

সিয়াম রক্সয › বিস্তারিত পোস্টঃ

অতঃপর ইডেন কলেজে একদিন

২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

ঢাকার একখান ভয়ানক সুন্দর কলেজ ঢাকা ইডেন কলেজ

যেখানে ছেলেদের প্রবেশের উপর ১৪৪ ধারা জারি থাকে সবসময়



কিন্তু বিশেষ এক কারনে আমার মত অধমেরও ঢুকার বিরল প্রজাতির অভিজ্ঞতা হয়েছিল একদিন :P



ছোট বোনের ভর্তি পরিক্ষার ফর্ম নিতে গেলাম সেই বিশেষ কলেজে। অন্য সব বিশ্ববিদ্যালয়ের সব ফর্ম আমার ছোট বোন নিজেই অনেক কষ্ট করে তুলার ফলে আমার উপর শুধু এই একটা কলেজের ফর্ম নেয়ার দায়িত্ত দিল :P



কিন্তু নোটিস বোর্ডে লেখা স্টুডেন্টকে ছাড়া ছেলে গার্জিয়ানকে ৩ টার আগে প্রবেশ নিষেধ :P



পরলাম মহা ঝামেলায়,এই দিকে ফর্ম নিয়ে আমার নিজের ভার্সিটির ক্লাস ধরতে হবে,কিন্তুসা ১টা থেকে ৪ টা ক্লাস,তাই আবার এই জাগায় আসতে বিরক্তিকর। কিন্তু আজ যে ফর্ম নিতেই হবে

অবশেষে একখান বুদ্ধি বের করলাম,নিজের মাঞ্জা মারা জামা কাপড় ঢোলা দালা করে প্রস্তুতি নিয়ে ইডেন কলেজের গেটম্যানকে বললাম " মামা,আমার বাড়ি চিতাগাং ,সারা রাত ট্রেনে কইরা ঢাকায় আইছি বোনের ফর্ম তুলার জন্য ,কিন্তু গেটে দেখি লেখা পোলাগো ৩ টার আগে ঢুকতে দিবে না,কিন্তু মুই তো আবার ৩ টার ট্রেনের টিকেট কিন্না রাখছি,এখন যদি আমি ঢুকে ফর্ম নিতে না পারি তাহলে আমার সব শেষ হইয়া যাবে,বোন আবার রাগ করবে" গেটম্যান আমার আপাদমস্তক পরখ করে দেখল যে পোলা মনে হয় সত্যিই ঢাকার নয়া মাল,কিছুই বলে না,তাই আমার প্রতি বিশেষ করুনা দেখিয়ে বলল যে " যান সোজা যাবেন,আর ফর্ম নিয়া বের হয়ে আসবেন,এই দিক ঐদিক তাকাবেন না "



গেট পাস করে ভিতরে ঢুকে তো আমার চক্ষু চরগ গাছ :P ,জীবনে কোন জাগায় গেলাম,স্টেডিয়াম খেলা দেখলাম,ভার্সিটিতে সারাক্ষান বাঁদরামি কইরা বেরাই,কিন্তু এক সাথে এত মেয়ে দেখে তো বুক ধক ধক করছে

কোথায় থেকে ফর্ম তুলব,বুঝতে পারছি না, জামা কাপড় আমার পোশ করব সেই উপায়ও নাই,কারন ডিলে ডালা জামা ঠিক করতে আবার ওয়াস রুম দরকার

তাও বার কই পাই :P

অবশেষে একটা বিল্ডিং এর চিনে দেখলাম কিছু জঙ্গি মার্কা (নেত্রী মার্কা) মেয়ে চেয়ারে পা দুলিয়ে বসে আছে,গিয়ে বললাম "এক্সিউজ মি,ভর্তি ফর্ম দেয়া হয় কথা থেকে ? "

বলার সাথে সাথে চোখ মুখ লাল করে বলে উঠল যে আপনি এই জাগায় ঢুকলেন কিভাবে,এই খানে তো পুরুষ ডুকা নিষেধ, তারাতারি উপস্থিত বুদ্ধি করে মামার সাথে বলা কথাটা বলে পারপেলাম,

আমি নিজেও রাজনীতির নামে কুনীতি করে থাকি(যদিও দলটা অন্য :P) কিন্তু ওনার ভাব দেখে নিজেই ভয়ে পেয়ে গেলাম

অবশেষে ভর্তি ফর্ম দেয়ার সেই বিল্ডিং পেয়ে গেলাম,কিন্তু বিপত্তি বাজল অন্য জাগায়,সবাই লাইনে দাঁড়ানো (মেয়েরা),কিন্তু আমার মত বলদার জন্য তো কোন লাইন নাই :P আমি কই দারামু ????

শেষ পর্যন্ত উপায় না দেখে নিজেই একজনের পিছে দাড়িয়ে গেলাম :P

ভর্তি ইচ্ছুক ছাত্রীরাতো সেই লাইনের মধ্যে ভীর করে আছে,আমি দাঁড়ালে আমার কোন বিপদে পরে যাই বলা যায় না।কারন যদি পিছন থেকে ভীরের ধাক্কায় আমি যদি কারো সাথে সামান্য স্পর্শও খাই,তাহলে মাইর একটাও নিচে পরবে না :P

অবশেষে পিছনের এক আপুকে বললাম যে আপু আমি তো শুধু একজন,যখন আমার সিরিয়াল আসবে তুমি আমাকে একটু বলিও,আমি পাশে গিয়ে দাড়াই :P কারন এই খানে পরিস্থিতি ভয়াবহ,একটু হ্যাল্প করিও প্লিজ :P



পাশে দাড়িয়ে রইলাম,আর আসে পাশে দিয়ে যেই যায় আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায়া চলে যায় :P গ্রুপ করা কোন মেয়ের দল হেটে গেলে তো কথাই নেই কৌতূহলী দৃষ্টির সাথে সবাই মিলে একসাথে মুচকি মুচকি হাসি দিয়া মজা লুটার উপর আছে,তখন আমার মনে হল ছাইড়া দে মা,কাইন্দা বাঁচি,দরকার নাই এই কলেজ,আমার ভার্সিটিই অনেক ভাল,মনে মনে বলতে লাগলাম "আসিস একবার আমার ভার্সিটিতে,আমিও আমার ফ্রেন্ডদের নিয়া তোর দিকে তাকায়া তাকায়া মুচকি না,অট্ট হাসি দিমু :P "



অবশেষে ২ ঘণ্টার ব্যাপক প্রতীক্ষার পর সেই মেয়েটি বলে উঠল " ভাইয়া তোমার সিরিয়াল এখন"



আমিও যেন মৃত দেহে প্রান ফিরে পেলাম :D :D :





বিশেষ দ্রষ্টব্যঃ কাউকে ছোট করার জন্য হয়,একটি ঘটনাকে মজা করে লেখলাম

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
ইডেনের নাম শুনলেই কেমন যেন লাগে !! /:)


ইডেনের মেয়েদের ভুই পাই :(( :((

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৫

আশিক মাসুম বলেছেন: লিন্‌কিন পার্ক বলেছেন:
ইডেনের নাম শুনলেই কেমন যেন লাগে !! /:)


ইডেনের মেয়েদের ভুই পাই :(( :((



আমার হাসি পায় :) :)

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

ফার্ুক পারভেজ বলেছেন: যাক হাসার কথা দু:খিত আশার কথা হল প্রাণ ফিরিয়া পাইয়াছেন....................... ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.