![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বড় অদ্ভুত এই সময়। সময়ে সময়ে হয়ে উঠে তা বড়-অসময়। বড়-অসময় এ আমার বসবাস। বড়-অসময় থেকে আমি বলছি – ভালোবাসি। কি বা এসে যায় এই বলা না বলায়। হয়তো তুমি ও বলবে -- বড়-অসময়। হ্যাঁ সত্যি- ই বড়-অসময়::.......
রাজকন্যা তোমার জন্য
হতে পারি আমি ছন্ন
ভালবাসি তোমায় অতি
তুমি আমার কঙ্কাবতি
সাত সাগর আর তের নদী
পার হতেম কভু যদি
ভোমরটাকে গোমর করে
তোমায় নিয়ে পঙ্খী চরে
পাহাড় গিরি পেছন ফেলে
মুক্ত মনে দুচোখ মেলে
ছুতাম, ভালবাসার চুড়ো
রুপকথা দিয়ে নাকি জীবন চলে না
তবে রুপকথা দিয়ে কেন হয়েছিল
এ জীবনের -ও শুরু ???
[ছোট বেলার একটা গল্প
যে গল্প দিয়ে প্রথম প্রাতিসঠানিক ভাবে
ভালবাসার স্বপ্ন সাজাতে শিখেছিলাম]
©somewhere in net ltd.